Rescue Homoeo Clinic

  • Home
  • Rescue Homoeo Clinic

Rescue Homoeo Clinic "ভালো চিকিৎসকেরা রোগের চিকিৎসা করেন & মহান চিকিৎসকেরা যার রোগ আছে সেই রুগীর চিকিৎসা করেন"
ডাঃওসলার

11/06/2025

To you

21/05/2025

FNAC ও BIOPSY
সংশ্লিষ্ট পাথলোজিস্ট : Dr Mandeep Bedi , প্রশ্নে : Sajal Sur

আজকে আলোচনার বিষয় FNAC ও BIOPSY। এই দুটো জিনিস নিয়ে আমাদের অনেকের মনেই নানা কৌতূহল ও বিভ্রান্তি কাজ করে। আজ তার কিছুটা নিরাময়ের চেষ্টা।

প্রশ্ন: FNAC কী?
উত্তর : FNAC র পুরো অর্থ হল ফাইন নীডল আস্পিরেশন সাইটোলজি। এটি একটি minimally invasive ডায়াগনস্টিক পদ্ধতি যেখানে খুব সরু অথচ ফাঁপা সুচের সাহায্য নিয়ে শরীরের কোনো অঙ্গের ( organ ) বা বৃদ্ধির ( growth ) থেকে কোষ (cells) বের করে নিয়ে এসে পরীক্ষা করে অসুখের প্রকৃতি নির্ধারণ করা হয়।
শরীরের ভিতরে কোথাও সিস্ট (cyst ) হলে বা বৃদ্ধি ( growth /lump ) হলে FNAC হল তার প্রথম পরীক্ষা। এই পদ্ধতিই বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসককে জানিয়ে দেয় অসুখের ধরণ - ইনফেকশন / রিএক্টিভ / সাধারণ / অটোইমিউন / ক্যান্সার ইত্যাদি।

প্রশ্ন : তাহলে FNAB কী?
উত্তর : এর পুরো অর্থ হল ফাইন নীডল আস্পিরেশন বায়োপসি। এখানে কোষের (cells) এর বদলে টিস্যু ( tissue ) অর্থাৎ খুব সামান্য 'ম্যাটেরিয়াল' এর জায়গায় আরেকটু বেশি 'স্যাম্পল' নেওয়া হয় পরীক্ষা করার জন্য। স্বাভাবিক ভাবে এক্ষেত্রে সুচ একটু মোটা হয়।

প্রশ্ন : শরীরের কোন কোন অংশে আমরা FNAC করতে পারি ?
উত্তর : শরীরের প্রায় যে কোনো জায়গাতেই FNAC পরীক্ষা করা যায়, ব্যতিক্রম হল - মস্তিস্ক, স্পাইনাল কর্ড ও কোনো ফাঁপা অঙ্গ।
এছাড়াও Hydatid cyst বলে কুকুরের শরীর থেকে মানুষের শরীরে আসা একধরণের 'কৃমি'র cyst থাকে যেখানে FNAC করতে বারণ করা হয়। সুচ ফুটিয়ে যদি ঐ সিস্ট ফেটে ভিতরের পদার্থ বেরিয়ে পড়ে তবে তা থেকে চারপাশে আরও cyst তৈরি হবার সম্ভাবনা থাকে। তখন চিকিৎসা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

প্রশ্ন: কোন পদ্ধতি বেশি ভালো ? FNA নাকি USG GUIDED FNA?
উত্তর : যে সমস্ত ক্ষেত্রে growth বা lump বা cyst শরীরের একদম উপরিভাগে না থেকে একটু গভীরে থাকে অথবা উপরিভাগে থাকলেও তাদের সমস্ত অংশের ঘনত্ব বা দৃঢ়তা ( consistency) আলাদা আলাদা বলে সন্দেহ করা হয় সে সকল ক্ষেত্রে USG GUIDED FNAC করাটাই যুক্তিযুক্ত। USG (আলট্রাসোনোগ্রাফি ) প্যাথলজিষ্টকে সন্দেহজনক জায়গা চিনিয়ে দিতে এবং ঠিক ঐ জায়গাতেই সুচের ডগা পৌঁছল কিনা সেটাও বুঝতে সাহায্য করে। এতে ডায়াগনসিস নির্ভুল হয়।

প্রশ্ন : BIOPSY কী?
উত্তর : বায়োপসি হল শরীরের কোনো অঙ্গের কিছু অংশ শরীর থেকে বের করে এনে সেখানে অসুখ সনাক্তকরণের একটি পদ্ধতি। শুধুমাত্র বায়োপসি করতে সাধারণত ছোটখাটো অপারেশনের প্রয়োজন হয়, আবার ছোট বড় যে কোনো অপারেশন করতে গিয়ে যে অঙ্গ বা অংশ, আংশিক বা পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে তাকে চিকিৎসার প্রয়োজনেই বায়োপসি করতে পাঠানো হয়।
যদিও FNA ( ফাইন নীডল আস্পিরেশন) আক্ষরিক অর্থে বায়োপসিরই একটা ভাগ এবং এখানে আনুসঙ্গিক খুব বেশি প্রস্তুতির প্রয়োজন হয় না কিন্তু প্রকৃত বায়োপসির ক্ষেত্রে অবশ / অজ্ঞান করার এবং তার জন্য রক্ত বা অন্যান্য পরীক্ষা আগে করে নেবার দরকার পড়ে।

প্রশ্ন: BIOPSY মানেই কী CANCER?
উত্তর : বায়োপসি মানে ক্যান্সার নয়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। শরীরের কোনো অংশ কেটে বাদ দিলে সবসময় প্রমাণ প্রয়োজন ঠিক নির্দিষ্ট অংশই বাদ দেওয়া হল না অন্য কিছু। তাছাড়া যে অংশ বাদ দেওয়া হল সেখানে কী ধরণের অসুখ চলছিল এটাও জানা বায়োপসি ছাড়া সম্ভব নয়। এই অর্থে আপেন্ডিক্স, গল ব্লাডার, টনসিল, জরায়ু, ডিম্বাশয় বা অন্ডকোষ এমনকি নখ, চর্বি, চামড়া - যাই অপারেশন করে বাদ দেওয়া হোক না কেন তার বায়োপসি করাটাই নিয়ম। তবে এসব করতে গিয়ে কদাচিৎ ক্যান্সার সনাক্তকরণ হয়ে যেতে পারে। কিন্তু চিকিৎসক যদি ক্যান্সার সন্দেহ করে বায়োপসি করেন তবে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বায়োপসি রেজাল্টে ক্যান্সার আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
মোদ্দাকথা, কোনো 'সাধারণ' (routine) অপারেশন শেষে চিকিৎসক যদি শরীরের কোনো অংশ নিয়ে 'রুটিন বায়োপসি ' করার কথা বলেন তবে তাতে আতঙ্কিত হবার কথা নয়।

প্রশ্ন : FNA OR BIOPSY করতে গিয়ে কী ক্যান্সার ছড়াতে পারে ?
উত্তর : পুঁথিগত তথ্য অনুযায়ী কিছু ক্ষেত্রে কয়েক ধরণের ক্যান্সার আছে যেখান থেকে FNA বা বায়োপসি করার সময় ক্যান্সার কোষ অপারেশন পদ্ধতি করার পথে ছিটকে পড়তেই পারে। কিন্তু আক্ষরিক অর্থে দীর্ঘ গবেষণায় যে ফলাফল পাওয়া গেছে তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন এমন ঘটনার সম্ভাবনা অতিশয় ক্ষীণ। শুধু তাই নয়, FNA বা বায়োপসি করে চিকিৎসার পরবর্তী গতি প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে যে উপকার পাই আমরা তার মূল্যায়ন অনেক বেশি গুরুত্বপূর্ণ।

প্রশ্ন : FNA বা BIOPSY করার পরে রিপোর্টের সাথে কাঁচের স্লাইডস দেওয়া হয় কেন ?
উত্তর: FNA বা বায়োপসি থেকে প্রাপ্ত cells বা টিস্যু কাঁচের slide এর উপরে নির্দিষ্ট প্রসেসিং করার পরে মাইক্রোস্কোপে দেখে অসুখের প্রকৃতি সম্পর্কে পাথলোজিষ্ট নিজের মতামত দেন। কিছু কিছু জটিল অসুখ আছে যেখানে চিকিৎসক FNAC বা বায়োপসি পরীক্ষার ফল নিয়ে সন্দেহ প্রকাশ করতেই পারেন । এক্ষেত্রে দ্বিতীয় কোনো প্যাথলজিষ্টের পরামর্শ নেবার উদ্দেশ্যে SLIDE দিয়ে দেওয়া হয়।

প্রশ্ন: FNAC বা বায়োপসি করার ক্ষেত্রে কী কী সাধারণ সতর্কতা মানতে হয়?
উত্তর : এগুলি চিকিৎসক বা প্যাথলজি সেন্টার থেকে জানিয়ে দেওয়া হয়। তবে কোনো প্রয়োজনে রক্ত তরল রাখার ওষুধ খেলে অথবা রক্ত জমাট বাঁধার সমস্যা থাকলে অবশ্যই সেগুলি চিকিৎসক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিতে হবে।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
(সজল সুর )
( বোঝার সুবিধার জন্য সংশ্লিষ্ট ছবিটিও ডাঃ মনদীপ বেদির পাঠানো)

26/03/2025
Rescue Homoeo Clinic Dr.M.MiddyaWhat is white discharge?সাদা যোনি স্রাব স্বাভাবিক হতে পারে, বিশেষ করে ডিম্বস্ফোটনের সময়...
05/03/2025

Rescue Homoeo Clinic
Dr.M.Middya
What is white discharge?
সাদা যোনি স্রাব স্বাভাবিক হতে পারে, বিশেষ করে ডিম্বস্ফোটনের সময় বা আপনার মাসিকের সময় । তবে, এটি সংক্রমণের ইঙ্গিতও দিতে পারে, বিশেষ করে যদি এটি পিণ্ডযুক্ত, দুর্গন্ধযুক্ত, অথবা অন্যান্য লক্ষণগুলির সাথে থাকে।
স্বাভাবিক সাদা স্রাব
স্বচ্ছ বা দুধের মতো সাদা রঙের
গন্ধহীন বা হালকা গন্ধযুক্ত
জলযুক্ত, আঠালো, আঠালো, ঘন, অথবা পেস্টি হতে পারে
ডিম্বস্ফোটন, গর্ভাবস্থা, অথবা জন্মনিয়ন্ত্রণ বড়ির উপর নির্ভর করে পরিমাণ পরিবর্তিত হতে পারে।
অস্বাভাবিক সাদা স্রাব
ঘন, পিণ্ডাকৃতির এবং পিণ্ডাকৃতির, কুটির পনিরের মতো
চুলকানি, লালভাব বা জ্বালাপোড়া সহ
মাছের মতো বা দুর্গন্ধযুক্ত
ধূসর-সাদা রঙের
গাঢ় হলুদ, বাদামী, সবুজ, অথবা ধূসর রঙের
অস্বাভাবিক সাদা স্রাবের সম্ভাব্য কারণগুলি
খামির সংক্রমণ
ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস
শ্রোণী প্রদাহজনিত রোগ
ট্রাইকোমোনিয়াসিস
বিদেশী শরীরের যোনি প্রদাহ
গনোরিয়া
বেশিরভাগ যোনি সংক্রমণ গুরুতর নয় এবং প্রেসক্রিপশনের ওষুধ দিয়ে এর চিকিৎসা করা যেতে পারে। তবে, যৌনবাহিত সংক্রমণ (STD) চিকিৎসা করা আরও কঠিন হতে পারে।
সংক্রমণের সম্ভাবনা কমাতে, আপনি যা করতে পারেন:
ভালো স্বাস্থ্যবিধি অনুশীলন করুন
সুগন্ধিহীন ট্যাম্পন, স্যানিটারি প্যাড এবং লাইনার ব্যবহার করুন
সুতি বা সুতির আস্তরণের অন্তর্বাস পরুন

Good evening students
04/03/2025

Good evening students

04/03/2025

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+919933839121

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rescue Homoeo Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share