CTG Medical help

CTG Medical help medical

আগামী ১০/০৮/২০২৫ তারিখ হতে ভিসা প্রসেসিং ফি ১৫০০ পেমেন্ট করতে হবে।
31/07/2025

আগামী ১০/০৮/২০২৫ তারিখ হতে ভিসা প্রসেসিং ফি ১৫০০ পেমেন্ট করতে হবে।

10/05/2025

বর্তমানে ভারতে অবস্থানরত সকল বাংলাদেশী নাগরিকদের জন্য দিল্লী-বাংলাদেশ হাই কমিশন সতর্কতার সাথে চলাফেরা করতে নির্দেশনা দিয়েছে।

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বাংলাদেশী নাগরিকরা ইমারজেন্সিতে সরাসরি যোগাযোগ করতে পারবেন বাংলাদেশ হাই কমিশনে।

বাংলাদেশ হাই কমিশন(ভারত)

• নিউ দিল্লী (+91-79349-29904/91-97179-93315)
• কোলকাতা (+91-91470-72956)
• মুম্বাই (+91-90049-18099)
• চেন্নাই (+91-75501-09184)
• গুয়াহাটি (+91-70990-6477
• আগরতলা (+91-87982-17890

স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন।""""""""""""""""""""""""""""""""""""""""""""""আজকে সোনাগাজ...
27/04/2024

স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন।
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
আজকে সোনাগাজীতে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম লবণ পেয়েছি ১৬০ (স্বাভাবিক হল ১৩৫ -১৪৫ )। তার ইতিহাস থেকে জানলাম পড়শু দিন গরম বেশি লাগায় সে ৩ টি স্যালাইন একসাথে মিশিয়ে এক গ্লাসে খেয়েছে। এরপর থেকে তার অস্থিরতা , মাংস ব্যথা ,মাথা ঘুরানো এবং তীব্র বমি ভাব হচ্ছে।
জটিলতায় চরম পর্যায়ে ব্রেইন কোমায় যেতে পারে , অতঃপর মৃত্যু । মৃত্যুর কারণ কেউ জানবেনা , বলবে কিভাবে কিভাবে যেন মরে গেল!!!!

কি করতে হবে ?
স্যালাইন খেতে হলে অবশ্যই ৫০০ মিলি পানিতে একটি স্যালাইন মিশিয়ে খেতে হবে।
-ডাঃ তানভীর মাহমুদ তৌহিদ
©

11/03/2024

সিএমসি তে আগত বাংলাদেশী রোগী এবং এটেনডেন্টদের জন্য কিছু কথা:
১. পাসপোর্ট এর ফটোকপি নিয়ে আসবেন
২. পিপি সাইজ ফটো নিয়ে আসবেন
৩. ট্রেন বা এয়ার এ আসতে পারবেন
৪. যারা বেশী দিন থাকবেন তারা শুটকি মাছ নিয়ে আসবেন
৫. রাতে গায়ে দেয়ার জন্য পাতলা চাদর নিয়ে আসবেন
6. হোটেল থেকে থালা বাসন পাতিল গ্যাস সিলিন্ডার সব দিবে
৭. চেন্নাই টু ভেলুর এসি বাস ১৬০ রুপি, নন এসি ১৩০ ট্রেন ৯০
৮. হোটেল ভাড়ার নিয়ম হলো ৩/৫ দিনের জন্য অগ্রিম নিবে
৯. হোটেল থেকে ফরম সি দিবে ১০০ রুপি নিবে
১০. থানায় নিবে ৫০ রুপি
১১. ছাতা নিয়ে আসবেন
১২. চিকিৎসা চলাকালীন কোন টেস্ট এর কাগজ পাবেন না
১৩. ১৭০ রুপি জমা দিলে টেস্ট রিপোর্ট প্রিন্ট পাবেন
১৪. আশে পাশে সুন্দর জায়গা আছে , ঘুরে রোগীদের মন ভালো রাখবেন
১৫. বড় বাজার এ জিনিসপত্রের দাম অনেক কম
১৬, সবজি পিয়াজ আলু ফল সব কিছুর দাম বড় বাজার এ কম
১৭, পাচাইয়াপাচ এ সব পাবেন কেনাকাটার জন্য
১৮. গুড়া মসল্লা নিয়ে আসবেন
১৯. এয়ারপোর্ট এর বাহিরে টাক্সি ক্যাব পাবেন
২০. টিকা সনদ নিয়ে আসবেন
সেবা নিন সুস্থ থাকুন

04/02/2024

তামিলনাড়ু ,ব্যাঙ্গালোর তথা দক্ষিণ ভারতের সবচাইতে বেস্ট হসপিটালের জন্য গুরুত্বপূর্ণ তথ্য যা মানুষকে বাঁচানোর জন্য খুব আবশ্যক।(জনস্বার্থে প্রচারিত)

🛑🟢সবচাইতে বেস্ট হসপিটাল দক্ষিণ ভারতের ⚕️

🏥1. অ্যাপোলো (Apollo Hospital) – 🏥
অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের মধ্যে সবচেয়ে ভালো হাসপাতাল, এখানে রয়েছে সবচেয়ে উন্নত যন্ত্রপাতি এবং বিশ্বমানের ডাক্তার। কিন্তু এখানে খরচ দক্ষিন ভারতের মধ্যে সবচেয়ে বেশি। এখানে চিকিৎসা করাতে সময় লাগে দক্ষিন ভারতের অন্যান্য হাসপাতালের তুলনায় অনেক কম। সুতরাং কম সময়ে ভালো চিকিৎসা করাতে চাইলে এখানে যেতে পারেন। তবে চিকিৎসার খরচ পড়বে অন্য হাসপাতালের থেকে অনেক বেশি। অবস্থান – অ্যাপোলো হাসপাতাল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশান থেকে মাত্র 4 কিমি এবং চেন্নাই এগমোর রেল স্টেশান থেকে 3 কিমি দূরে অবস্থিত। হাওড়া অথবা শিয়ালদা থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন। এই হাসপাতাল চেন্নাই এয়ারপোর্ট থেকে 15 কিমি দূরে অবস্থিত।
🏘️ঠিকানা –✈️
Apollo Hospitals, Greams Road
21, Greams Lane
Off Greams Road
Chennai – 600006
ফোন – +91-44-28290200 / +91-44-28293333
+91-44-28294429

🍜থাকা ও খাওয়া 🍜
চেন্নাইয়ের অ্যাপোলোতে গেলে ভাষা নিয়ে একটু সমস্যা হলেও খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক অ্যাপোলো হাসপাতালের পাশেই রয়েছে অনেকগুলি বাঙালী হোটেল। কম খরচে বাঙালীর মাছ-ভাত জুটে যাবে। তবে নিজেরা রান্না করেও খেতে পারবেন। তাঁর জন্য আলাদা হোটেল আছে। সেখানে থাকতে হবে। ওখান থেকে রান্না করার জন্য বাসন ভাড়া নিতে পারবেন। ভাষা নিয়েও খুব একটা সমস্যা হবে না। সমান্য হিন্দি বা ইংরাজীতে জ্ঞান থাকলেই চলে যাবে। থাকার জন্য রয়েছে দামী, কমদামী অনেক হোটেল। চেষ্টা করবেন হাসপাতালের সবচেয়ে কাছে থাকার। তাহলে প্রতিদিন হাসপাতালে যাওয়ার খরচ বেঁচে যাবে।

🧭সময় 🧭
1. টুকটাক ডাক্তার দেখানোর জন্য গেলে 8 থেকে 10 দিনের প্ল্যান করলেই চলবে।
2 ) বড় মাপের চিকিৎসা অথবা অপারেশানের জন্য কমপক্ষে 20 দিনের মতো সময় নিয়ে যেতে হবে।
📝রেজিস্ট্রেশান :
এ্যাপোলো হাসপাতালে ঢোকার মুখেই ডান দিকে প্রথমে যে বিল্ডিংটা রয়েছে তার নাম “সুন্দুরি ব্লক/Sundoori Block”। এই ব্লকেই হয় রেজিস্ট্রেশান।

2. 🏥শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টার (Sri Ramachandra Medical Centre) 🏥
পকেটে টাকা কম থাকলে তাহলে আপনি চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টারে চিকিৎসা করাতে পারেন। তবে এখানে চিকিৎসার জন্য সময় লাগবে সি.এম.সি ভেলোরের তুলনায় অনেক কম। শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টারটি 1985 সালে প্রতিষ্ঠা হয় চেন্নাই এর পোরুর নামক জায়গায়। তবে সেরকমভাবে এর পরিচিতি না থাকায় আমরা অনেকেই এই মেডিকেল সেন্টার সম্পর্কে কিছুই জানিনা। কিন্তু এখানে চিকিৎসা দানের পদ্ধতি অনেক ভালো আর খরচও বেশ কম। বিশেষ করে এই মেডিকেল সেন্টারটির পরিবেশ আর চিকিৎসার ব্যবস্থাপনা চোখে লাগার মতো।
🏘️ঠিকানা –✈️
এই হাসপাতাল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে ১৭ কিমি দূরে অবস্থিত।
Sri Ramachandra Medical Centre
No.1 Ramachandra Nagar, Porur
Chennai, Tamil Nadu.

🏥3. ভেলোরের সি.এম.সি হাসপাতাল ( CMC Vellore) 🏥
কম খরচে ভালো মানের চিকিৎসার চিকিৎসার জন্য বিখ্যাত দক্ষিন ভারত। দক্ষিন ভারতের তামিলনাডু রাজ্যের ছোট এক জেলা শহর ভেলোর। সি.এম.সি হল ভারতের একেবারে প্রথম শ্রেনীর হাসপাতাল। এই হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে অসংখ্য হোটেল ও লজ। রুম ভাড়াও তুলনামূলক ভাবে অনেক কম। কম খরচে চিকিৎসা করাতে চাইলে সি.এম.সি সবচেয়ে ভালো। তবে অত্যধিক ভিড়ের জন্য এখানে চিকিৎসা করাতে সময় লাগে অনেক বেশি।
কেনো ভেলোরে চিকিৎসা করবেন?
ভেলোরে রয়েছে ভারতের বিখ্যাত সিএমসি হাসপাতাল। এই হাসপাতালে পাবেন বিশ্বমানের চিকিৎসা তুলনামূলক ভাবে অনেক কম খরচে। কারণ এটি খ্রিস্টান মিশনারী পরিচালিত একটি অলাভজনক হাসপাতাল।

🏘️ঠিকানা –✈️
এই হাসপাতেলে যেতে গেলে আপনাকে নামতে হবে কাটপাডি স্টেশনে। কোলকাতা থেকে কাটপাডি স্টেশনে অনেকগুলি ট্রেন দাঁড়ায়। কাটপাডি স্টেশন থেকে অনেক গাড়ি পেয়ে যাবেন।
Address :
Ida Scudder Road, Vellore, Tamil Nadu 632004
Phone: 0416 228 1000
🏘️কোথায় থাকবেন?🏘️
সিএমসি এর আশে পাশেই অসংখ্য হোটেল, লজ পাবেন। লজগুলোতে পাবেন রান্নার সুবিধা এবং রুম ভাড়াও তুলনামূলক ভাবে কম।

🏥4. শ্রী নারায়নী হাসপাতালে (Sri Narayani Hospital & Research Centre) 🏥
অল্প খরচ এবং অল্প সময়ে ভালো চিকিৎসা পেতে হলে ভেলোরের শ্রী নারায়নী হাসপাতালে চিকিৎসা করাতে পারেন। সি.এম.সি ভেলোর হাসপাতাল থেকে এই শ্রী নারায়নী হাসপাতালের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। ভেলোর একটি ছোট শহর হলেও এখানে রয়েছে দুটি বিশ্বমানের হাসপাতাল। কাটপাডি স্টেশন থেকে এই হাসপাতালের দূরত্ব হল 28 কিলোমিটার।
🏘️ঠিকানা ✈️
Sri Narayani Hospital & Research Centre
Azad Road, Sripuram, Thirumalaikodi, Vellore, Tamil Nadu 632055
Phone: 0416 220 6301





এই রকম একজন কার্ডিওলোজিস্ট, বাংলা ভাষা জানার কারনে এবং খুব বন্ধুত্বপুর্ন আচরনের কারনে যিনি বাংগালীর কাছে বেশ জনপ্রিয় তিনি ডাঃ বি কে মাহালা। কিন্তু ওনার সিরিয়াল পাওয়াও খুব কস্টকর। তবে বিভিন্ন দেশ থেকে সিরিয়াল নিয়ে তারপর যাওয়ার টিকেট কাটলে হয়রানী, সময় ও অর্থ সবই সেভ হবে।

⚕️১। প্রথমে আসি কি ভিসা নিবেন- টুরিস্ট না মেডিকেল ভিসা? যেহেতু ডাক্তার দেখাবেন সে ক্ষেত্রে মেডিকেল ভিসা নেয়াটাই ভালো। টুরিস্ট ভিসা নিয়ে ডাক্তার দেখানোর কথা বললে ইমিগ্রেশন অফিসার মাঝে মাঝে ঝামেলা করতে পারে। তবে টুরিস্ট ভিসা দিয়ে আউটডোর ডাক্তার দেখানো যাবে। মেডিকেল ভিসার জন্য
হসপিটাল ইনভাইটেশন লাগে যা ফ্রি তে পেয়ে যাবেন হাস্পাতালের এই সাইটে https://www.narayanahealth.org/





⚕️২। কিভাবে ডাক্তার সিরিয়াল নিবেনঃ আপনার মোবাইলে নিচের NH Care এপ্সটি ডাউনলোড করে ডাক্তার সিরিয়াল নিন। তারপর যাওয়ার টিকেট কাটুন। https://play.google.com/store/apps/details...





⚕️৩। কিসে যাবো, বাই রোড নাকি এয়ার? রোগীর শাররিক ও আর্থিক অবস্থার উপর নির্ভর করে। বাই রোডে বেনাপোল হয়ে কলকাতা থেকে ট্রেন বা এ এয়ার এ যাওয়া যায়। অনেক আগে থেকে টিকিট কাটতে হয়।



৪। এদেশ থেকে কি কি টেস্ট করালে এখানে আর করতে হয় না?
সাধারণত নীচের কমন টেস্ট গুলো এদেশের ভালো ডায়াগনস্টিক থেকে করে নিয়ে গেলে সময় ও টাকা দুটোই বাঁচবে।
1. ECG
2. CBC
3. Fasting Blood Glucose
4. Serum Creatinine
5.Lipid Profile
6. HbA1c
7. Lipid profile
8. Urine
9. Echo (If local doctor suggest)
রিপোর্টগুলোর বয়স যাতে ৭ দিনের বেশী না হয়।


৫। গিয়ে কোথায় উঠবেন ? এমনিতে নারায়না হসপিটালের নিজেদের ইন্টারন্যাশনাল ডরমেটরী আছে যা বেশ ব্যয় সাপেক্ষ। তবে এবার গিয়ে দেখলাম তারা Guest house corner খুলেছে। নামঃ Narayana Studio Apartment. Phone: (+91080 27835273/ +91 9945051574/+919902236224. এছাড়া বাংলাদেশীরা যেসব হোটেলে বেশী উঠে যেমনঃ Orchid Home (+919886971510), Dreamz Lodge (+918147700900) Dreamz Luxury (+919071700900) ইত্যাদি। হোটেল ভাড়া ৬০০ থেকে ১২০০ রুপির মধ্যে। যেকোনো দেশ থেকে Whats App এ নক দিলে ওরা এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার গাড়ি পাঠিয়ে দিবে। এতে অনেক রাতে যারা নামেন তাদের ভোগান্তি কম হয়। এয়ারপোর্ট থেকে হোটেল ভাড়া ১৫০০-১৬০০ রুপি।





৬। ডলার নেয়া ভালো নাকি রুপি নাকি কার্ড? নারায়না হাসপাতালে কিছু কিছু টেস্ট যেমন এঞ্জিওগ্রাম, রিং বাইপাস এসবের জন্য ডলারে পেমেন্ট করতে হয়। সেই ক্ষেত্রে ডলার বা কার্ড রাখতে হবে। এছাড়া অন্য সব জায়গায় রুপির প্রচলন তাই দেশ থেকে রুপি নেয়া ভালো। যদিও ওখানে গিয়ে টাকা সর্ট পড়লে দেশ থেকে বিকাশ বা রকেট করা যায় এজেন্ট এর মাধ্যমে। এই ধরনের একজন মানি এক্সজেঞ্জার মি রঞ্জন +917975095316.





৭। প্রথমদিন হাসপাতালে যাওয়ার পর নিম্নের জিনিসগুলো না থাকলে বিপদে পড়বেন ঃ

ক) যে হোটেলে উঠেছেন তাঁর বুকিং রিসিপ্ট এর ফটোকপি

খ) পাস্ পোর্টের কপি

গ) ভিসার কপি

ঘ) পাসপোর্টে ইন্ডিয়ান ইমিগ্রাশন সিলের কপি। একদম নতুন রোগী হলে হাসপাতালে গিয়ে একটা ফর্ম পুরন করতে হবে। সকাল ৮ টা থেকে হাসপাতালের কার্যক্রম শুরু তাই সকাল সকাল যেতে হবে।

৮। হাসপাতালের ডেস্ক থেকে ভেরিফিকেশনের পর আপনার ডাক্তারের সেক্রেটারীর সাথে দেখা করে সিরিয়াল কনফার্ম করে কন্সাল্টেশন ফি জমা দিতে হবে। ডাক্তার মাহালার ফি ৯০০ রুপি। তারপর সেক্রেটারীকে ফাইল জমা দিয়ে অপেক্ষার পালা। রোগীর সমস্যাগুলো আগে থেকে লিখা থাকলে ডাক্তারের সাথে কথা বলতে সুবিধা হয়। ডাক্তাররা অনেক সময় নিয়ে রোগী দেখেন। অনেকে ডাক্তারের রুম থেকে বের হয়ে নিজেকে বেশ সুস্থ ভাবেন।

🏥5. মনিপাল হাসপাতাল (Manipal Hospital) 🏥
মনিপাল হাসপাতাল বেঙ্গালুরুর একটি প্রধান হাসপাতাল। এটি একটি 600 বেড বিশিষ্ট একটি হাসপাতাল। আরো 300 বেড এখানে শীঘ্রই যুক্ত করার পরিকল্পনা চলছে। এখানে চিকিৎসার খরচ চেন্নাই এর অ্যাপোলোর তুলনায় অনেকটা কম।
এই হাসপাতালের অনেকগুলি ইউনিট আছে, যেমন মনিপাল হার্ট ইনস্টিটিউট, মনিপাল ইনস্টিটিউট অব নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি, মনিপাল ইনস্টিটিউট অব নিউরোলজিকাল ডিসঅর্ডার, মনিপাল কম্পিভেনশিয়াল ক্যান্সার সেন্টার এবং মনিপাল ইনস্টিটিউট অব ক্যান্সার সেন্টার। এই সব সেন্টারগুলি সাফল্যের সাথে কাজ করে চলেছে।
🏘️ঠিকানা –✈️
Manipal Hospital HAL Airport road
Manipal Hospital
98, HAL Airport road,
Bangalore – 560 017
Appointment Helpline: 1800 3001 4000
Enquiries: +91 80 40119000/2502 4444
কিন্তু যাদের সময় ও ধৈয্য আছে তারা চিকিৎসা করাবেন সি.এম.সি তে। সিএমসিতে চিকিৎসা বিশ্বমানের, কিন্তু রোগীর আধিক্যের কারনে ডাক্তারের এ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সব কিছুতেই একটু সময় লাগবে । এখানে লাইনে দাঁড়াতে হবে, ওয়েটিং রুমে কিছুটা সময় বসে থাকতে হবে। যাদের সময় কিংবা ধৈয্য কম কিন্তু টাকা আছে তাদের সাজেস্ট করব চেন্নাই এ্যাপোলোতে চিকিৎসা করতে। আর যাদের সময়, ধৈয্য এবং টাকা সবই কম তাদের জন্য পরামর্শ দেবো শ্রী রামচন্দ্র বা নারায়নী হাসপাতালে চিকিৎসা করতে। দুটির মধ্যে শ্রী রামচন্দ্র হাসপাতাল কিছুটা হলেও এগিয়ে।





🛑🛑সত্য সাহী বাবা হসপিটাল 🟢🟢



Sri Sathya Sai Institute of Higher Medical Science Hospital যেটি Sai Baba Super Speciality Hospital [সত্য শাহী বাবা হসপিটাল] নামে বেশি পরিচিত। এটি একটি বিশ্বমানের হাসপাতাল যেখানে সম্পূর্ণরূপে ফ্রীতে চিকিৎসা করা হয়। বিনা । এটি ১৯শে জানুয়ারি ২০০১ তারিখে সাই বাবা প্রতিষ্ঠা করেন এবং মানুষের সেবায় উৎসর্গ করেন। নিসঙ্কোচে বিনা দ্বিধায় মানুষ এই পরিষেবা গ্রহন করে প্রভূত উপকৃত হচ্ছে।



এই হাসপাতালের প্রধান বৈশিষ্ট্যঃ

$ ১। এখানে ধনীর দরিদ্র, জাতি, ধর্ম, বর্ণ এবং বিদেশি নির্বিশেষে সকল প্রকার মানুষকে সমান পরিষেবা দেওয়া হয়। কোনো প্রকার বৈষম্য এখানে কেউ দেখতে পাবেন না।

২। সমস্ত ধরনের চিকিৎসা সম্পূর্ণ বিনা পয়সায় করা হয়।

$ ৩। পয়সা নেওয়ার জন্য একটিও ক্যাশকাউন্টার খুঁজে পাবেন না যা গোটা বিশ্বে এই দৃশ্য বিরল।

$ ৪। এখানে আগে আসার ভিত্তিতে আগে পরিষেবা প্রদান

করা হয়।

$ ৫। এখানে কাউকে টিপস দিতে হয়না।

$ ৬। এখানে ইমেইলে মেডিকেল রিপোর্ট পাঠালেও চিকিৎসা

পরিষেবাপাওয়া যায়।







☎️যোগাযোগ নম্বরঃ📞
080-28004600
080-28411500



📧Email Add: adminblrc@sssims.org.in

🌾কি খাবেন🍚🍛

একমাত্র এটাই একটা জায়গা যেখানে সব মানুষদের জন্য ক্যান্টিন করা আছে।২০ থেকে ২৫ টাকায় আপনি পেট ভর্তি খাবার পাবেন।যদি আপনার কোনো শারীরিক প্রব্লেম থাকে আপনাকে হুইল চেয়ার এ বসিয়ে সেখানে নিয়ে গিয়ে খাওয়ানো হয়।অসাধারণ অপূর্ব।



🏚️কোথায় থাকবেন🏚️

একমাত্র একটাই জায়গা যেখানে বিনামূল্যে আপনি হসপিটালের বাইরে সুন্দর পরিবেশে থাকতে পারেন ।কোনো টাকা লাগবে না।এছাড়া যদি মনে হয় হোটেলে থাকবেন তাহলে WHITE FIELD পোস্ট অফিসের পাশে মাত্র ২০০ টাকা দিয়ে ঘরে থাকতে পারেন।ওখানে নিজে রান্না করে খেতে পারেন।



🏥কি ভাবে চিকিৎসা করাবেন 🏥

সেখানে সকাল ছ'টা থেকে আটটার মধ্যে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। তারপর, আউটডোরে দেখাতে হবে। এখানেই তারা সিদ্ধান্ত নেন উক্ত রোগীকে ভিতরে পাঠানোর দরকার আছে কিনা। বিশেষজ্ঞ ডাক্তাররা দেখবেন এবং পরীক্ষা-নিরীক্ষা করবেন। X-Ray, Brain scan, Spinal Chord এর MRI এবং Pathological Test সব করাবেন সম্পূর্ণ বিনা পয়সায়। শেষে সমস্ত রিপোর্ট একজায়গায় চলে আসবে।তারপর ডক্টরসরা সিদ্ধান্ত নেবেন।তবে যে পরিমাণ প্রচুর প্রচুর মানুষ যাচ্ছেন তাতে অন লাইন এ বুকিং নিয়ে যাওয়া অনেক অনেক ভালো।



📂ভাষা📁

মূলত দুটি ভাষা এখানে সবচাইতে বেশি ।হিন্দি এবং ইংরেজি।কিন্তু এখানে এত পরিমাণ বাঙালি যাচ্ছেন যে ডক্টরেরা এখন বাংলা কথা না বললেও বাংলা কথা সব বুঝতে পারেন।তাছাড়া ও এখানে আপনি আপনার ভাষাকে পরিবর্তন করার জন্য অনেক মানুষ পেয়ে যাবেন কিন্তু আপনাকে একটু খুঁজতে হবে তাও বিনামূল্যে।তারা আপনার কাছ থেকে কোনো অর্থ চাইবেন না।







🚋কি ভাবে যাবেন🚎



হাসপাতালটি বেঙ্গালুরু বিমানবন্দর থেকে প্রায় 10 কিলোমিটার এবং ব্যাঙ্গালোর রেলওয়ে ও বাস স্টেশন থেকে 24 কিলোমিটার দূরে। আপনি এই সিটি বাস

ব্যবহার করতে পারেন:

335: KRMARKET থেকে SSSIHMS [বিমানবন্দরের মাধ্যমে]। প্রথম

বাস: সকাল 7:30টা, শেষ বাস: 9:20pm

31SF MAJESTIC থেকে SSSIHMS। প্রথম বাস সকাল 6:20 শেষ

বাস বিকাল 4:30 বিকাল

320C: শিবাজিনগর থেকে SSSIHMS। প্রথম বাস: সকাল ৮:৩০,

শেষ বাস: বিকেল ৫:২০

এছাড়াও সিটি-মার্কেট-উলসুর-হোপ ফার্ম রুটে চলাচলকারী অনেক প্রাইভেট বাসও ব্যবহার করা যেতে পারে। হাসপাতাল সংলগ্ন হাইটেক পার্ক একটি ভাল ল্যান্ডমার্ক।



🙏🙏জনস্বার্থে প্রচারিত🙏🙏

((সংগৃহীত))

15/01/2024

Thanks for everyone my page 1k🙏🙏

02/01/2024

CMC তে এসেই দ্রুত আপনার যা করনীয়ঃ
আগেই বলে রাখি ভারতে প্রবেশ করেই আপনার ঘড়ি বা মোবাইলে সময় সেট করুন ভারতীয় সময়।

প্রথমে ভেলোর নেমে রুম বা লজে উঠুন। সেক্ষেত্রে CMC ২ং গেটের সামনেই গলি বা রাস্তা দিয়ে সামনে এগিয়ে যান কাউকে জিজ্ঞাসা করুন "সাইদাপেট" যাবেন দেখিয়ে দেবে। সাইদাপেট মেইন বাজার রোডে এসে আপনার মনে হবে আপনি বাংলাদেশে ফিরে এসেছেন। এখানে প্রচুর গেস্ট হাউজ, লজ পাবেন ২০০/২৫০/৩০০ রুপিতে আপনি কয়েকটি লজ, বা গেস্ট হাউজ যাচাই করুন। মনে রাখবেন, এখানে ৩/৫ দিনের টাকা একসাথে নেয়। তাই ভেবে চিন্তে বাজেট ও পছন্দ মত জায়গা উঠুন। C ফরম এর জন্য অতিরিক্ত ১০০ রুপি দিতে হবে।

এবার একটু ফ্রেশ হয়ে এপয়েন্টমেন্ট, অ্যাটেনডেন্স এবং আপনার মূল পাসপোর্ট, গেস্ট হাউজ এর কার্ড সহ CMC এর মেইন গেট দিয়ে ঢুকে সিকিউরিটি বা CMC এর কার্ড যাদের গলায় আছে তাদের জিজ্ঞেস করুন বাংলাদেশ থেকে এসেছি IRO (ইন্টারন্যাশনাল রেজিষ্ট্রেশন অফিস) কোন দিকে।

এবার সেখানে গিয়ে বেজমেন্টে 900 রুমে যেতে হবে পাসপোর্ট, অ্যাপোয়েন্টমেন্ট, এবং যে হোটেলে উঠেছেন সেটার একটা ভিজিটিং কার্ড সাথে দিন। আপনারা যে কটা পাসপোর্ট দেবেন ইন্টারন্যাশনাল ফরেনার রেজিস্ট্রেশন ফরম দেবে। যত সকালে যাবেন তত বেশি ভীড় এড়াতে পারবেন। ক্যাশ কাউন্টারে ৫০০ রুপি নেবে কার্ডের এবং সাথে সাথে রুগির নামে পেসেন্ট আইডি কার্ড দেবে।

হোটেল থেকে সি ফরম সংগ্রহ করে ফটোকপি করুন ২টা এক কপিতে ছবি সংযুক্ত করুন। পাসপোর্টের কপি (ভিসা ও ইমিগ্রেশনের সিল) এবার CMC থেকে দেওয়া রেজিষ্ট্রেশন ফরম (ইন্টারন্যাশনাল ফরেন ন্যাশনালস) পাসপোর্ট অনুযায়ী পুরুন করুন। এরপর ভেলোর থানায় গিয়ে "সি ফরম" জমা দেওয়ার ডেক্সে জমা দিন থানা থেকে এক কপি "সি ফরম" ও CMC এর রেজিষ্ট্রেশন ফরমে সিল মেরে আপনার কে ফেরত দেবে এটা আপনার সংগ্রহে রাখুন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য।

বিঃদ্রঃ থানায় "সি ফরম" গ্রহণের সময়সূচিঃ
সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।
বিকাল ৫ টা থেকে রাত ৮ টা প্রর্যন্ত।
সেবা নিন সুস্থ থাকুন

25/07/2023

সেবা নিন সুস্থ থাকুন

সি এম সি এর নতুন ক্যম্পাস রানিপেট। এটি হচ্ছে পুরাতন সি এম সি থেকে প্রায় ২৮কি:মি: দূরে অবস্থিত। সম্পূর্ণ ফ্রি তে বাস সার্...
26/11/2022

সি এম সি এর নতুন ক্যম্পাস রানিপেট। এটি হচ্ছে পুরাতন সি এম সি থেকে প্রায় ২৮কি:মি: দূরে অবস্থিত। সম্পূর্ণ ফ্রি তে বাস সার্ভিস রয়েছে । পুরোনো সি এম সি র চেয়ে অনেক ভালো সার্ভিস দিচ্ছেন। বসার জায়গা অনেক খোলামেলা পরিবেশ।
তাই যাদের রানিপেট ক্যম্পাস নিয়ে একটু দুশ্চিন্তায় আছেন নির্ভয়ে চলে আসুন। বাংলাদেশ থেকে আসছি সি এম সি এর তথ্য দিয়ে একে অপরকে সহয়তা করি।
ধন্যবাদ

Address

CMC
Vellore
632004

Telephone

+917868018329

Website

Alerts

Be the first to know and let us send you an email when CTG Medical help posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to CTG Medical help:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram