04/02/2024
তামিলনাড়ু ,ব্যাঙ্গালোর তথা দক্ষিণ ভারতের সবচাইতে বেস্ট হসপিটালের জন্য গুরুত্বপূর্ণ তথ্য যা মানুষকে বাঁচানোর জন্য খুব আবশ্যক।(জনস্বার্থে প্রচারিত)
🛑🟢সবচাইতে বেস্ট হসপিটাল দক্ষিণ ভারতের ⚕️
🏥1. অ্যাপোলো (Apollo Hospital) – 🏥
অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের মধ্যে সবচেয়ে ভালো হাসপাতাল, এখানে রয়েছে সবচেয়ে উন্নত যন্ত্রপাতি এবং বিশ্বমানের ডাক্তার। কিন্তু এখানে খরচ দক্ষিন ভারতের মধ্যে সবচেয়ে বেশি। এখানে চিকিৎসা করাতে সময় লাগে দক্ষিন ভারতের অন্যান্য হাসপাতালের তুলনায় অনেক কম। সুতরাং কম সময়ে ভালো চিকিৎসা করাতে চাইলে এখানে যেতে পারেন। তবে চিকিৎসার খরচ পড়বে অন্য হাসপাতালের থেকে অনেক বেশি। অবস্থান – অ্যাপোলো হাসপাতাল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশান থেকে মাত্র 4 কিমি এবং চেন্নাই এগমোর রেল স্টেশান থেকে 3 কিমি দূরে অবস্থিত। হাওড়া অথবা শিয়ালদা থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন। এই হাসপাতাল চেন্নাই এয়ারপোর্ট থেকে 15 কিমি দূরে অবস্থিত।
🏘️ঠিকানা –✈️
Apollo Hospitals, Greams Road
21, Greams Lane
Off Greams Road
Chennai – 600006
ফোন – +91-44-28290200 / +91-44-28293333
+91-44-28294429
🍜থাকা ও খাওয়া 🍜
চেন্নাইয়ের অ্যাপোলোতে গেলে ভাষা নিয়ে একটু সমস্যা হলেও খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক অ্যাপোলো হাসপাতালের পাশেই রয়েছে অনেকগুলি বাঙালী হোটেল। কম খরচে বাঙালীর মাছ-ভাত জুটে যাবে। তবে নিজেরা রান্না করেও খেতে পারবেন। তাঁর জন্য আলাদা হোটেল আছে। সেখানে থাকতে হবে। ওখান থেকে রান্না করার জন্য বাসন ভাড়া নিতে পারবেন। ভাষা নিয়েও খুব একটা সমস্যা হবে না। সমান্য হিন্দি বা ইংরাজীতে জ্ঞান থাকলেই চলে যাবে। থাকার জন্য রয়েছে দামী, কমদামী অনেক হোটেল। চেষ্টা করবেন হাসপাতালের সবচেয়ে কাছে থাকার। তাহলে প্রতিদিন হাসপাতালে যাওয়ার খরচ বেঁচে যাবে।
🧭সময় 🧭
1. টুকটাক ডাক্তার দেখানোর জন্য গেলে 8 থেকে 10 দিনের প্ল্যান করলেই চলবে।
2 ) বড় মাপের চিকিৎসা অথবা অপারেশানের জন্য কমপক্ষে 20 দিনের মতো সময় নিয়ে যেতে হবে।
📝রেজিস্ট্রেশান :
এ্যাপোলো হাসপাতালে ঢোকার মুখেই ডান দিকে প্রথমে যে বিল্ডিংটা রয়েছে তার নাম “সুন্দুরি ব্লক/Sundoori Block”। এই ব্লকেই হয় রেজিস্ট্রেশান।
2. 🏥শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টার (Sri Ramachandra Medical Centre) 🏥
পকেটে টাকা কম থাকলে তাহলে আপনি চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টারে চিকিৎসা করাতে পারেন। তবে এখানে চিকিৎসার জন্য সময় লাগবে সি.এম.সি ভেলোরের তুলনায় অনেক কম। শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টারটি 1985 সালে প্রতিষ্ঠা হয় চেন্নাই এর পোরুর নামক জায়গায়। তবে সেরকমভাবে এর পরিচিতি না থাকায় আমরা অনেকেই এই মেডিকেল সেন্টার সম্পর্কে কিছুই জানিনা। কিন্তু এখানে চিকিৎসা দানের পদ্ধতি অনেক ভালো আর খরচও বেশ কম। বিশেষ করে এই মেডিকেল সেন্টারটির পরিবেশ আর চিকিৎসার ব্যবস্থাপনা চোখে লাগার মতো।
🏘️ঠিকানা –✈️
এই হাসপাতাল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে ১৭ কিমি দূরে অবস্থিত।
Sri Ramachandra Medical Centre
No.1 Ramachandra Nagar, Porur
Chennai, Tamil Nadu.
🏥3. ভেলোরের সি.এম.সি হাসপাতাল ( CMC Vellore) 🏥
কম খরচে ভালো মানের চিকিৎসার চিকিৎসার জন্য বিখ্যাত দক্ষিন ভারত। দক্ষিন ভারতের তামিলনাডু রাজ্যের ছোট এক জেলা শহর ভেলোর। সি.এম.সি হল ভারতের একেবারে প্রথম শ্রেনীর হাসপাতাল। এই হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে অসংখ্য হোটেল ও লজ। রুম ভাড়াও তুলনামূলক ভাবে অনেক কম। কম খরচে চিকিৎসা করাতে চাইলে সি.এম.সি সবচেয়ে ভালো। তবে অত্যধিক ভিড়ের জন্য এখানে চিকিৎসা করাতে সময় লাগে অনেক বেশি।
কেনো ভেলোরে চিকিৎসা করবেন?
ভেলোরে রয়েছে ভারতের বিখ্যাত সিএমসি হাসপাতাল। এই হাসপাতালে পাবেন বিশ্বমানের চিকিৎসা তুলনামূলক ভাবে অনেক কম খরচে। কারণ এটি খ্রিস্টান মিশনারী পরিচালিত একটি অলাভজনক হাসপাতাল।
🏘️ঠিকানা –✈️
এই হাসপাতেলে যেতে গেলে আপনাকে নামতে হবে কাটপাডি স্টেশনে। কোলকাতা থেকে কাটপাডি স্টেশনে অনেকগুলি ট্রেন দাঁড়ায়। কাটপাডি স্টেশন থেকে অনেক গাড়ি পেয়ে যাবেন।
Address :
Ida Scudder Road, Vellore, Tamil Nadu 632004
Phone: 0416 228 1000
🏘️কোথায় থাকবেন?🏘️
সিএমসি এর আশে পাশেই অসংখ্য হোটেল, লজ পাবেন। লজগুলোতে পাবেন রান্নার সুবিধা এবং রুম ভাড়াও তুলনামূলক ভাবে কম।
🏥4. শ্রী নারায়নী হাসপাতালে (Sri Narayani Hospital & Research Centre) 🏥
অল্প খরচ এবং অল্প সময়ে ভালো চিকিৎসা পেতে হলে ভেলোরের শ্রী নারায়নী হাসপাতালে চিকিৎসা করাতে পারেন। সি.এম.সি ভেলোর হাসপাতাল থেকে এই শ্রী নারায়নী হাসপাতালের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। ভেলোর একটি ছোট শহর হলেও এখানে রয়েছে দুটি বিশ্বমানের হাসপাতাল। কাটপাডি স্টেশন থেকে এই হাসপাতালের দূরত্ব হল 28 কিলোমিটার।
🏘️ঠিকানা ✈️
Sri Narayani Hospital & Research Centre
Azad Road, Sripuram, Thirumalaikodi, Vellore, Tamil Nadu 632055
Phone: 0416 220 6301
এই রকম একজন কার্ডিওলোজিস্ট, বাংলা ভাষা জানার কারনে এবং খুব বন্ধুত্বপুর্ন আচরনের কারনে যিনি বাংগালীর কাছে বেশ জনপ্রিয় তিনি ডাঃ বি কে মাহালা। কিন্তু ওনার সিরিয়াল পাওয়াও খুব কস্টকর। তবে বিভিন্ন দেশ থেকে সিরিয়াল নিয়ে তারপর যাওয়ার টিকেট কাটলে হয়রানী, সময় ও অর্থ সবই সেভ হবে।
⚕️১। প্রথমে আসি কি ভিসা নিবেন- টুরিস্ট না মেডিকেল ভিসা? যেহেতু ডাক্তার দেখাবেন সে ক্ষেত্রে মেডিকেল ভিসা নেয়াটাই ভালো। টুরিস্ট ভিসা নিয়ে ডাক্তার দেখানোর কথা বললে ইমিগ্রেশন অফিসার মাঝে মাঝে ঝামেলা করতে পারে। তবে টুরিস্ট ভিসা দিয়ে আউটডোর ডাক্তার দেখানো যাবে। মেডিকেল ভিসার জন্য
হসপিটাল ইনভাইটেশন লাগে যা ফ্রি তে পেয়ে যাবেন হাস্পাতালের এই সাইটে https://www.narayanahealth.org/
⚕️২। কিভাবে ডাক্তার সিরিয়াল নিবেনঃ আপনার মোবাইলে নিচের NH Care এপ্সটি ডাউনলোড করে ডাক্তার সিরিয়াল নিন। তারপর যাওয়ার টিকেট কাটুন। https://play.google.com/store/apps/details...
⚕️৩। কিসে যাবো, বাই রোড নাকি এয়ার? রোগীর শাররিক ও আর্থিক অবস্থার উপর নির্ভর করে। বাই রোডে বেনাপোল হয়ে কলকাতা থেকে ট্রেন বা এ এয়ার এ যাওয়া যায়। অনেক আগে থেকে টিকিট কাটতে হয়।
৪। এদেশ থেকে কি কি টেস্ট করালে এখানে আর করতে হয় না?
সাধারণত নীচের কমন টেস্ট গুলো এদেশের ভালো ডায়াগনস্টিক থেকে করে নিয়ে গেলে সময় ও টাকা দুটোই বাঁচবে।
1. ECG
2. CBC
3. Fasting Blood Glucose
4. Serum Creatinine
5.Lipid Profile
6. HbA1c
7. Lipid profile
8. Urine
9. Echo (If local doctor suggest)
রিপোর্টগুলোর বয়স যাতে ৭ দিনের বেশী না হয়।
৫। গিয়ে কোথায় উঠবেন ? এমনিতে নারায়না হসপিটালের নিজেদের ইন্টারন্যাশনাল ডরমেটরী আছে যা বেশ ব্যয় সাপেক্ষ। তবে এবার গিয়ে দেখলাম তারা Guest house corner খুলেছে। নামঃ Narayana Studio Apartment. Phone: (+91080 27835273/ +91 9945051574/+919902236224. এছাড়া বাংলাদেশীরা যেসব হোটেলে বেশী উঠে যেমনঃ Orchid Home (+919886971510), Dreamz Lodge (+918147700900) Dreamz Luxury (+919071700900) ইত্যাদি। হোটেল ভাড়া ৬০০ থেকে ১২০০ রুপির মধ্যে। যেকোনো দেশ থেকে Whats App এ নক দিলে ওরা এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার গাড়ি পাঠিয়ে দিবে। এতে অনেক রাতে যারা নামেন তাদের ভোগান্তি কম হয়। এয়ারপোর্ট থেকে হোটেল ভাড়া ১৫০০-১৬০০ রুপি।
৬। ডলার নেয়া ভালো নাকি রুপি নাকি কার্ড? নারায়না হাসপাতালে কিছু কিছু টেস্ট যেমন এঞ্জিওগ্রাম, রিং বাইপাস এসবের জন্য ডলারে পেমেন্ট করতে হয়। সেই ক্ষেত্রে ডলার বা কার্ড রাখতে হবে। এছাড়া অন্য সব জায়গায় রুপির প্রচলন তাই দেশ থেকে রুপি নেয়া ভালো। যদিও ওখানে গিয়ে টাকা সর্ট পড়লে দেশ থেকে বিকাশ বা রকেট করা যায় এজেন্ট এর মাধ্যমে। এই ধরনের একজন মানি এক্সজেঞ্জার মি রঞ্জন +917975095316.
৭। প্রথমদিন হাসপাতালে যাওয়ার পর নিম্নের জিনিসগুলো না থাকলে বিপদে পড়বেন ঃ
ক) যে হোটেলে উঠেছেন তাঁর বুকিং রিসিপ্ট এর ফটোকপি
খ) পাস্ পোর্টের কপি
গ) ভিসার কপি
ঘ) পাসপোর্টে ইন্ডিয়ান ইমিগ্রাশন সিলের কপি। একদম নতুন রোগী হলে হাসপাতালে গিয়ে একটা ফর্ম পুরন করতে হবে। সকাল ৮ টা থেকে হাসপাতালের কার্যক্রম শুরু তাই সকাল সকাল যেতে হবে।
৮। হাসপাতালের ডেস্ক থেকে ভেরিফিকেশনের পর আপনার ডাক্তারের সেক্রেটারীর সাথে দেখা করে সিরিয়াল কনফার্ম করে কন্সাল্টেশন ফি জমা দিতে হবে। ডাক্তার মাহালার ফি ৯০০ রুপি। তারপর সেক্রেটারীকে ফাইল জমা দিয়ে অপেক্ষার পালা। রোগীর সমস্যাগুলো আগে থেকে লিখা থাকলে ডাক্তারের সাথে কথা বলতে সুবিধা হয়। ডাক্তাররা অনেক সময় নিয়ে রোগী দেখেন। অনেকে ডাক্তারের রুম থেকে বের হয়ে নিজেকে বেশ সুস্থ ভাবেন।
🏥5. মনিপাল হাসপাতাল (Manipal Hospital) 🏥
মনিপাল হাসপাতাল বেঙ্গালুরুর একটি প্রধান হাসপাতাল। এটি একটি 600 বেড বিশিষ্ট একটি হাসপাতাল। আরো 300 বেড এখানে শীঘ্রই যুক্ত করার পরিকল্পনা চলছে। এখানে চিকিৎসার খরচ চেন্নাই এর অ্যাপোলোর তুলনায় অনেকটা কম।
এই হাসপাতালের অনেকগুলি ইউনিট আছে, যেমন মনিপাল হার্ট ইনস্টিটিউট, মনিপাল ইনস্টিটিউট অব নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি, মনিপাল ইনস্টিটিউট অব নিউরোলজিকাল ডিসঅর্ডার, মনিপাল কম্পিভেনশিয়াল ক্যান্সার সেন্টার এবং মনিপাল ইনস্টিটিউট অব ক্যান্সার সেন্টার। এই সব সেন্টারগুলি সাফল্যের সাথে কাজ করে চলেছে।
🏘️ঠিকানা –✈️
Manipal Hospital HAL Airport road
Manipal Hospital
98, HAL Airport road,
Bangalore – 560 017
Appointment Helpline: 1800 3001 4000
Enquiries: +91 80 40119000/2502 4444
কিন্তু যাদের সময় ও ধৈয্য আছে তারা চিকিৎসা করাবেন সি.এম.সি তে। সিএমসিতে চিকিৎসা বিশ্বমানের, কিন্তু রোগীর আধিক্যের কারনে ডাক্তারের এ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সব কিছুতেই একটু সময় লাগবে । এখানে লাইনে দাঁড়াতে হবে, ওয়েটিং রুমে কিছুটা সময় বসে থাকতে হবে। যাদের সময় কিংবা ধৈয্য কম কিন্তু টাকা আছে তাদের সাজেস্ট করব চেন্নাই এ্যাপোলোতে চিকিৎসা করতে। আর যাদের সময়, ধৈয্য এবং টাকা সবই কম তাদের জন্য পরামর্শ দেবো শ্রী রামচন্দ্র বা নারায়নী হাসপাতালে চিকিৎসা করতে। দুটির মধ্যে শ্রী রামচন্দ্র হাসপাতাল কিছুটা হলেও এগিয়ে।
🛑🛑সত্য সাহী বাবা হসপিটাল 🟢🟢
Sri Sathya Sai Institute of Higher Medical Science Hospital যেটি Sai Baba Super Speciality Hospital [সত্য শাহী বাবা হসপিটাল] নামে বেশি পরিচিত। এটি একটি বিশ্বমানের হাসপাতাল যেখানে সম্পূর্ণরূপে ফ্রীতে চিকিৎসা করা হয়। বিনা । এটি ১৯শে জানুয়ারি ২০০১ তারিখে সাই বাবা প্রতিষ্ঠা করেন এবং মানুষের সেবায় উৎসর্গ করেন। নিসঙ্কোচে বিনা দ্বিধায় মানুষ এই পরিষেবা গ্রহন করে প্রভূত উপকৃত হচ্ছে।
এই হাসপাতালের প্রধান বৈশিষ্ট্যঃ
$ ১। এখানে ধনীর দরিদ্র, জাতি, ধর্ম, বর্ণ এবং বিদেশি নির্বিশেষে সকল প্রকার মানুষকে সমান পরিষেবা দেওয়া হয়। কোনো প্রকার বৈষম্য এখানে কেউ দেখতে পাবেন না।
২। সমস্ত ধরনের চিকিৎসা সম্পূর্ণ বিনা পয়সায় করা হয়।
$ ৩। পয়সা নেওয়ার জন্য একটিও ক্যাশকাউন্টার খুঁজে পাবেন না যা গোটা বিশ্বে এই দৃশ্য বিরল।
$ ৪। এখানে আগে আসার ভিত্তিতে আগে পরিষেবা প্রদান
করা হয়।
$ ৫। এখানে কাউকে টিপস দিতে হয়না।
$ ৬। এখানে ইমেইলে মেডিকেল রিপোর্ট পাঠালেও চিকিৎসা
পরিষেবাপাওয়া যায়।
☎️যোগাযোগ নম্বরঃ📞
080-28004600
080-28411500
📧Email Add: adminblrc@sssims.org.in
🌾কি খাবেন🍚🍛
একমাত্র এটাই একটা জায়গা যেখানে সব মানুষদের জন্য ক্যান্টিন করা আছে।২০ থেকে ২৫ টাকায় আপনি পেট ভর্তি খাবার পাবেন।যদি আপনার কোনো শারীরিক প্রব্লেম থাকে আপনাকে হুইল চেয়ার এ বসিয়ে সেখানে নিয়ে গিয়ে খাওয়ানো হয়।অসাধারণ অপূর্ব।
🏚️কোথায় থাকবেন🏚️
একমাত্র একটাই জায়গা যেখানে বিনামূল্যে আপনি হসপিটালের বাইরে সুন্দর পরিবেশে থাকতে পারেন ।কোনো টাকা লাগবে না।এছাড়া যদি মনে হয় হোটেলে থাকবেন তাহলে WHITE FIELD পোস্ট অফিসের পাশে মাত্র ২০০ টাকা দিয়ে ঘরে থাকতে পারেন।ওখানে নিজে রান্না করে খেতে পারেন।
🏥কি ভাবে চিকিৎসা করাবেন 🏥
সেখানে সকাল ছ'টা থেকে আটটার মধ্যে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। তারপর, আউটডোরে দেখাতে হবে। এখানেই তারা সিদ্ধান্ত নেন উক্ত রোগীকে ভিতরে পাঠানোর দরকার আছে কিনা। বিশেষজ্ঞ ডাক্তাররা দেখবেন এবং পরীক্ষা-নিরীক্ষা করবেন। X-Ray, Brain scan, Spinal Chord এর MRI এবং Pathological Test সব করাবেন সম্পূর্ণ বিনা পয়সায়। শেষে সমস্ত রিপোর্ট একজায়গায় চলে আসবে।তারপর ডক্টরসরা সিদ্ধান্ত নেবেন।তবে যে পরিমাণ প্রচুর প্রচুর মানুষ যাচ্ছেন তাতে অন লাইন এ বুকিং নিয়ে যাওয়া অনেক অনেক ভালো।
📂ভাষা📁
মূলত দুটি ভাষা এখানে সবচাইতে বেশি ।হিন্দি এবং ইংরেজি।কিন্তু এখানে এত পরিমাণ বাঙালি যাচ্ছেন যে ডক্টরেরা এখন বাংলা কথা না বললেও বাংলা কথা সব বুঝতে পারেন।তাছাড়া ও এখানে আপনি আপনার ভাষাকে পরিবর্তন করার জন্য অনেক মানুষ পেয়ে যাবেন কিন্তু আপনাকে একটু খুঁজতে হবে তাও বিনামূল্যে।তারা আপনার কাছ থেকে কোনো অর্থ চাইবেন না।
🚋কি ভাবে যাবেন🚎
হাসপাতালটি বেঙ্গালুরু বিমানবন্দর থেকে প্রায় 10 কিলোমিটার এবং ব্যাঙ্গালোর রেলওয়ে ও বাস স্টেশন থেকে 24 কিলোমিটার দূরে। আপনি এই সিটি বাস
ব্যবহার করতে পারেন:
335: KRMARKET থেকে SSSIHMS [বিমানবন্দরের মাধ্যমে]। প্রথম
বাস: সকাল 7:30টা, শেষ বাস: 9:20pm
31SF MAJESTIC থেকে SSSIHMS। প্রথম বাস সকাল 6:20 শেষ
বাস বিকাল 4:30 বিকাল
320C: শিবাজিনগর থেকে SSSIHMS। প্রথম বাস: সকাল ৮:৩০,
শেষ বাস: বিকেল ৫:২০
এছাড়াও সিটি-মার্কেট-উলসুর-হোপ ফার্ম রুটে চলাচলকারী অনেক প্রাইভেট বাসও ব্যবহার করা যেতে পারে। হাসপাতাল সংলগ্ন হাইটেক পার্ক একটি ভাল ল্যান্ডমার্ক।
🙏🙏জনস্বার্থে প্রচারিত🙏🙏
((সংগৃহীত))