NK Nuhil talukdar

NK Nuhil talukdar I am a medical student studying at Avicenna International Medical University, Bishkek, Kyrgyzstan.

 #দেশের_বাইরে_সবচেয়ে_কম_খরচে_MBBS_করার_সুযোগ_দিচ্ছে  #কিরগিজস্তান 🇰🇬কম খরচে বিদেশে এমবিবিএস পড়ে ডাক্তার হওয়ার সূবর্ণ সুয...
21/06/2025

#দেশের_বাইরে_সবচেয়ে_কম_খরচে_MBBS_করার_সুযোগ_দিচ্ছে #কিরগিজস্তান 🇰🇬
কম খরচে বিদেশে এমবিবিএস পড়ে ডাক্তার হওয়ার সূবর্ণ সুযোগ!!!
STUDY MBBS IN KYRGYZSTAN

৩য় বর্ষ থেকে BMDC লাইসেন্স এক্সাম কোচিং করানো হয় যা একমাত্র এই(AIMU) বিশ্ববিদ্যালয়েই প্রথম, এই সুযোগ অন্য কোথাও নেই।
🔴 ১০০% কনফার্ম ভর্তি ও ভিসা৷
🔴 ৩ দিনের মধ্যে এডমিশন লেটার এবং ১০ দিনের মধ্যে ভিসা৷
🔴 নিরাপত্তার সাথে এয়ারপোর্ট থেকে শিক্ষার্থীদের হোস্টেলে পৌছানো।

★কেন AVICENNA INTERNATIONAL MEDICAL UNIVERSITY (AIMU)& AL-TAMIMI INTERNATIONAL UNIVERSITY তে MBBS পড়বেন?
★সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়/বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কোন ইউনিভার্সিটির খরচ কেমন?
👇
✅IELTS/Bank statement লাগে না।
✅টোটাল জিপিএ ৯ হলে আবেদন যোগ্য।
✅সবচেয়ে কম খরচে পড়ার সুযোগ।
✅লিভিং কষ্ট অন্যান্য দেশের তুলনায় অনেক কম।
✅টিউশন ফি অনেক কম।
✅ ভর্তির সময় কোন ডোনেশন দিতে হয়না।
✅ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (BMDC) কর্তৃক স্বীকৃত।
✅ Avicenna International Medical University তে রয়েছে অভিঙ্গ বাংলাদেশি শিক্ষক।
✅ ইউরোপিয়ান কারিকুলামে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পড়াশুনার সুবিধা।
✅ কোনও ভর্তি পরীক্ষা, IELTS বা Bank Sponsor এর প্রয়োজন নেই।
✅ সেমিস্টার হিসেবে টিউশন ফি দেওয়া যায়।
✅ বাংলাদেশের প্রাইভেট মেডিকেলের তুলনায় টিউশন ফি অনেক কম।
✅ বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানসম্পন্ন এবং WHO অনুমোদিত।
✅ ৫ বছরে পড়াশুনা শেষ করে বাংলাদেশের সরকারি মেডিকেলে ইন্টার্ণী করা যাবে।
✅ ছেলে মেয়ে আলাদা, বাঙালি হোষ্টেলে থাকা এবং তিন বেলা হালাল বাঙালি খাবারের ব্যবস্থা।
✅ মুসলিম দেশ হওয়ায় সকল ধরনের হালাল খাবার পাওয়া যায়।
♦️♦️ ১৫০+ বাংলাদেশি শিক্ষার্থী বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে পড়াশুনা করছে।

সবগুলো বিশ্ববিদ্যালয় সম্পুর্ন ডাক্তারদের মাধ্যমে পরিচালিত প্রতিষ্ঠান, তাই এখান থেকে পাবেন ক্যারিয়ারের খুঁটিনাটি সকল বিষয়ে বিস্তর সমাধান। শিক্ষার্থী এবং অভিবাবকদের সাথে সেতু বন্ধন রেখেই আমরা প্রতিটা শিক্ষার্থীর প্রতি বিশেষ ভাবে যত্ন নিয়ে থাকি,❝ Avicenna International Medical University & Al-tamimi International University ❞ দুটো University তেই আমাদের রয়েছে নিজস্ব অফিস যেখান থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে থাকে। সার্বক্ষনিক নজরদারির মাধ্যমে প্রতিটা শিক্ষার্থীর নিরাপত্তা এবং শিক্ষার ব্যাপারে আমাদের রয়েছে পর্যাপ্ত ব্যাবস্থা।

★★আরও কি কি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে??🇰🇬🇰🇬
✅AVICENNA INTERNATIONAL MEDICAL UNIVERSITY
Tution fee:1750$

✅ALA-TOO INTERNATIONAL UNIVERSITY
tuition fee:2100$

✅Kyrgyz State Medical University ( সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়)
Tuition fee:2300$

✅ADAM UNIVERSITY
Tuition fee:1800$

✅INTERNATIONAL UNIVERSITY OF KYRGYZSTAN(IUK-ISM)
Tution Fee: 2300$

✅INTERNATIONAL MEDICAL UNIVERSITY(IMU)
Tution Fee:2000$

✅SALYEMBAKOV MEDICAL UNIVERSITY
Tuition fee:1600$

✅ AL-TAMIMI INTERNATIONAL UNIVERSITY
Tuition fee :1500$

✅ROYAL METROPOLITAN UNIVERSITY
Tuition fee: 1500$
যে কোন হেল্প বা তথ্যের জন্য নক করতে পারেন :-Mahfuj mia
7th semester student of Avicenna International Medical University✅ Bishkek,Kyrgyzstan.
AIMU batch-09💖

What's app : +996507384936

25/05/2025

ঐতিহাসিক ইসলামীক স্থাপত্য শিল্পের নিদর্শন (বোরানা টাওয়ারের) 🇰🇬

19/05/2025

তিয়ান শান পর্বতমালা দেখলাম। 🇰🇬

18/01/2025

14/11/2024
Admission Open
10/09/2024

Admission Open

⭕ MBBS Admission in abroad for Bangladeshi Students (Now September intake-2024 application available till September mont...
01/07/2024

⭕ MBBS Admission in abroad for Bangladeshi Students (Now September intake-2024 application available till September month-2024)‼️

★ কিরগিজস্তানের সরকারি এবং বেসরকারি মেডিকেলে কোন কোন সেশনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মেডিকেলে এডমিশন নেওয়া যায়?

★ ফেব্রুয়ারি-মার্চ এবং সেপ্টম্বর এই দুই সেশন। অর্থাৎ Summer এবং Winter সেশন।

★ফেব্রুয়ারি সেশন এডমিশনের আবেদন শুরু হয় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এবং সেপ্টেম্বর সেশন এডমিশনের আবেদন শুরু হয় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত।

✅ এডমিশনের জন্য আবেদন করতে নিতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয়?

★শিক্ষার্থীর এসএসসি এবং এইচএসসির বোর্ড কর্তৃক একাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মার্কশীট।
★পাসপোর্ট।
★ছবি (পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডে)।

~উক্ত সব ডকুমেন্টস স্ক্যান করে ই-মেইল করে পাঠাতে হবে আমাকে যারা আবেদন করতে চান এডমিশনের জন্য।

✅ এডমিশন লেটার এবং ভিসা প্রক্রিয়া কত দিনে সম্পন্ন হয়?

★ এডমিশন লেটার আবেদন করার তিন থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে।
★ভিসা আসে এডমিশন লেটার বের হওয়ার সাত থেকে দশ কার্যদিবসের মধ্যে।

✅ ভিসার জন্য কি এম্বাসিতে যেতে হবে?

~কিরগিজস্তানের এম্বাসি বাংলাদেশ নাই। তাই ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ই-ভিসা প্রোভাইড করে। ইউনিভার্সিটি যেহেতু ই-ভিসা প্রোভাইড করে তাই স্টুডেন্টদের কোন এমব্যাসির ঝামেলা পোহাতে হবে না।

✅কিরগিজস্তানে এমবিবিএস পড়ার সুবিধা গুলো কি কি?

★IELTS লাগে না। কারণ, এশিয়ার দেশে যেমন চীন,কিরগিজস্তান,উজবেকিস্তানে IELTS লাগে না।
★কোন ব্যাংক স্টেটমেন্ট লাগেনা।
★ইউরোপিয়ান কারিকুলামে পড়ালেখা।
★WHO,BMDC,IAAR,ECFMG অনুমোদিত ইউনিভার্সিটি। গুগলে সার্চ করে সত্যতা যাচাই করা যায়।
★৫ বছরের কোর্স MBBS কোর্স।

✅থাকা এবং খাওয়ার ফেসিলিটিজ কেমন?

~ইউনিভার্সিটি নিজস্ব হোস্টেলে তিন বেলা এশিয়ান খাবার সরবরাহ করা হয় এবং ক্যাম্পাসের ভিতরে নিজস্ব হোস্টেল ব্যবস্থা রয়েছে। ছেলে এবং মেয়েদের জন্য আলাদা হোস্টেল ব্যবস্থা রয়েছে।

✅মেয়েদের জন্য কিরগিজস্তান কি রকম সেইফ?
ছেলে এবং মেয়ে উভয়ের জন্য কিরগিজস্তান ১০০% সেফ এবং ছেলে-মেয়ে উভয়ের আলাদা হোস্টেল। মেয়েরা পর্দা করে ক্লাসে যেতে পারে যেহেতু মুসলিম কান্ট্রি। কোনো বাধ্যবাধকতা নাই পর্দা করা নিয়ে কারণ পাকিস্তানি অনেক মেয়েরা পর্দা করে ক্লাসে।

✅কিরগিজস্তান বিশ্ববিদ্যালয় গুলোর একাডেমিক খরচ কি রকম?

~কিরগিজস্তানে ইউনিভার্সিটি গুলোর খরচ ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটিতে এডমিশন নিতে চায়।
যদি সরকারি ভালো ইউনিভার্সিটিতে পড়তে চান সে ক্ষেত্রে খরচ একটু বেশি হবে। এছাড়া ভালো প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে খরচ একটু কম। পাঁচ বছরে একাডেমী খরচ ১৭ লাখ থেকে শুরু করে ২৪ লাখ পর্যন্ত ইউনিভার্সিটি উপর ডিপেন্ড করে এবং আন্তর্জাতিক ডলার রেট এর উপর ডিপেন্ড করে।

🔴 এপ্লাই এবং এডমিশন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য ইনবক্সে নক দিন। সেপ্টেম্বর সেশন-২০২৩ এর এপ্লাই চলতেছে। দ্রুত এপ্লাই করতে হবে কারণ সরকারি মেডিকেলে সীট সীমিত।

Nuhil Talukdar
MBBS 3rd year
HSC 2021 Batch💗 in Bangladesh🇧🇩
Whats app:+996990809084





⭕ MBBS Admission in abroad for Bangladeshi Students (Now September intake-2024 application available till September mont...
30/06/2024

⭕ MBBS Admission in abroad for Bangladeshi Students (Now September intake-2024 application available till September month-2024)‼️
বিস্তারিত জানতে what's app e যোগাযোগ করুন।।
Mahfuj Mia
MBBS 3rd year
HSC 2021 Batch in Bangladesh🇧🇩
Whats app:+996990809084




international medical university bishkek kyrgyzstan

 🩺💖👨‍⚕️👩‍⚕️বিদেশে পড়তে গেলে সব থেকে বেশি বাঁধা আসে , আত্মীয় স্বজন থেকে। একেকজন একেক রকম কথা বলে। আর মেয়ে হলে তো কথাই না...
19/06/2024

🩺💖👨‍⚕️👩‍⚕️
বিদেশে পড়তে গেলে সব থেকে বেশি বাঁধা আসে , আত্মীয় স্বজন থেকে। একেকজন একেক রকম কথা বলে। আর মেয়ে হলে তো কথাই নাই ।🙂

সপ্ন পূরণ করতে হলে সব বাঁধা উপেক্ষা করতে হবে।😇

কিরগিজস্তানের যেকোন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আপনার কোন ধরনের হেল্প বা তথ্যাের জন্য যোগাযোগ করতে পার। 🙋‍♂
Mahfuj Mia
MBBS student of Kyrgyzstan 🇰🇬
Avicenna international medical university
Whats app:+996990809084

 #বিদেশে_এমবিবিএস_করার_সুযোগ🥰      23/24🥰প্রশ্নউত্তর:১| দেশের বাইরে কোন কোন দেশে মেডিকেল পড়া যায়?😃= দেশের বাইরে সবচেয়ে ক...
03/06/2024

#বিদেশে_এমবিবিএস_করার_সুযোগ🥰





23/24🥰

প্রশ্নউত্তর:

১| দেশের বাইরে কোন কোন দেশে মেডিকেল পড়া যায়?😃

= দেশের বাইরে সবচেয়ে কম খরচে পড়া যায় কিরগিজস্তান এ। এরপর রাশিয়া, চায়না, ইউক্রেন সহ আরো দেশ এ ও সুযোগ আছে পড়ার...

২| বাকি সব দেশের তুলনায় কেনো কিরগিজস্তান ভালো হবে?😇

= বাকি সব দেশে এমবিবিএস শেষ করতে ৬ বছরের কোর্স করতে হয়, কিন্তু কিরগিজস্তান এ সেই কোর্স টা ৫ বছরের... এ ক্ষেত্রে ১ বছর কম লাগে যা আমাদের জন্য ভালো..

৩| খরচ কেমন পরে?😊

= এখানে বিভিন্ন রাংকিং এর মেডিকেল কলেজ রয়েছে.. রাংকিং এর উপর ডিপেন্ড করে ২০ লাখ থেকে ৩০ লাখ টাকার মতো লাগে..

৪| টাকা কি এক সাথেই দিতে হয়?🙂

= না, এখানে সেমিস্টার হিসেবে টাকা দিতে হয়.. এক সাথে কোনো টাকা দিতে হয় না...

৫| কয়টা সেমিস্টার?🙃

= ৫ বছরে মোট ১০ টা সেমিস্টার

৬| পার সেমিস্টার কতো টাকা করে লাগে?😇

= কলেজ অনুযায়ী ১.৫ লাখ থেকে ৩.৫ লাখ করে লাগে

Mahfuj mia

5th semester

Avicenna international medical university

MBBS Students in Kyrgyzstan💖BS Students in Kyrgyzstan💖

Whats app:+996990809084
Mia

26/05/2024

640 দিন পর দেশে আসতেছি।তার মধ্যে জামেলা।🤕🤕🤕

Mia

Address

Bishkek

Alerts

Be the first to know and let us send you an email when NK Nuhil talukdar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to NK Nuhil talukdar:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram