Dr.Amirul islam Sagar

Dr.Amirul islam Sagar ডা.মো:আমিরুল ইসলাম সাগর
(চর্ম-যৌন,সেক্স,মেডিসিন অভিজ্ঞ)
MBBS(AIMU),MPH(VU)
CDV(Skin&VD)
DAMS(Tmss),CMU(Ultra)
Tour -🇧🇩,🇸🇦,🇨🇮,🇰🇬🛫

06/12/2025
scalp psoriasis 😭আল্লাহ ভরসা
01/12/2025

scalp psoriasis 😭
আল্লাহ ভরসা

15/11/2025

যৌ-ন চাহিদা আছে, কিন্তু মেটাতে পারছেন না??

একবার স-হবাস করার পর, দ্বিতীয়বার করতে পারছেন না?
প্রথমবারের সর্বোচ্চ সময় তিন মিনিট (সর্বোচ্চ)।

লি-ঙ্গ শক্ত হয় না, সে-ক্স করার ইচ্ছা থাকলেও লিঙ্গ শক্ত হয় না?

স-হবাসের সময় লি-ঙ্গ শিথিল হয়ে যায়? লি-ঙ্গের বোধশক্তি নেই।

অ-ন্ডকোষ ঝুলে গেছে, অ-ন্ডকোষে চাপ দিলে ব্যথা করে, ভেতর দিক দিয়ে মনে হয় কি যেন জমে আছে?

বী-র্য পানির মত পাতলা, ইন্টারকোর্স করা মাত্র বী-র্যপাত?

বিবির প্রতি অনহা, স-হবাসের প্রতি অনিহা, স্ত্রী স-হবাস করতে চাইলেও নিজেকে উত্তেজিত করতে পারেন না।

যৌ-বনটা প্রবাসে কাটিয়ে দিয়েছেন, মাস্টা-রবেশন করতে করতে অসুস্থ।

প-র্নোগ্রাফিতে আসক্ত, অতিরিক্ত স্ব-প্নদোষ,শরীর দুর্বল, মাথা ঝিমঝিম করে,

লি-ঙ্গ আগের মত শক্ত হয় না, লোকগুলো ফুলে গেছে, আগের মতো ইচ্ছা শক্তি নাই (সহ-বাস)

আপনার বয়স অনুযায়ী বউ এর বয়স অনেক কম ?

অনেক বয়স করে বিয়ে করেছেন, হরমোনের ঘাটতি নিজেই ফিল করতে পারেন??

বউ এর গোপ*নাঙ্গ*তে প্রবেশ করার আগে বিজ্রপাত।

স-হ-বা-স এর অনীহা (বউ এর মন রক্ষা করতে পারছেন না)

সে*ক্স করার ইচ্ছা থাকলেও লি*ঙ্গ শক্ত হয় না। নিজের স্ত্রীকে এড়িয়ে চলছেন।

লি*ঙ্গ সব সময় নিস্তেজ থাকে, অন্ডকোষ ঝুলে গেছে।

স্ত্রীর চাহিদা থাকা সত্ত্বেও স*হবা*স করতে পারছেন না,।

লি*ঙ্গ স্ত্রীর গো*পনা*ঙ্গে প্রবেশ করা মাত্র নিস্তেজ হয়ে যাচ্ছে।

অনেক দুর্বল মনে হয়। (সবকিছু অন্ধকার লাগে)
সময় অনেক কম (মিনিটে পৌঁছায় না)

মাথা ঝিমঝিম, বুক ধরফর করা, ক্লান্ত লাগ? হাইপার হয়ে যাওয়া, ঘুম কম (চার ঘন্টা)
খাওয়া দাওয়ার পর কোন নিঃসত্তি থাকা
মাথা ভর্তি টেনশন।

আপনার যৌ-ন - সংক্রান্ত সকল সমস্যার সমাধানে
আপনার পাশে........

স্বনামধন্য চর্ম ,যৌ-ন রোগের চিকিৎসক😊

👨‍⚕️ ডাঃ মো: আমিরুল ইসলাম সাগর
MBBS (AIMU)
MPH (প্রজনন ও শিশু সাস্থ্য)Varendra university
CDV( চর্ম ও যৌন রোগ)Dhaka
DAMS( ন্যচারাল মেডিসিন)TMSS

🔔রোগী দেখবেন : প্রতিদিন (সকাল ১১ টা থেকে রাত ১০ টা)

🗣️সিরিয়াল- ০১৭১৯-১০১০৪৬

🏨ঠিকানা : হাজেরা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ,গুরুদাসপুর,নাটোর।

Golden Days 🥰
17/10/2025

Golden Days 🥰

  06  Urinary Tract Infection (UTI)মহিলাদের সবচেয়ে কমন একটি সমস্যা.. 👉 Female দের  এই সমস্যা Male দের থেকে বেশি হয়। কারন...
26/05/2025

06

Urinary Tract Infection (UTI)
মহিলাদের সবচেয়ে কমন একটি সমস্যা..

👉 Female দের এই সমস্যা Male দের থেকে বেশি হয়। কারন Female দের urethra ছোট হয়& এর অবস্থান va**na ও A**l কাছে থাকে। যেখান থেকে সহজেই জীবানু মুএনালীতে প্রবেশ করতে পারে & Infection করে

UTI এর কারণ *‼️
# প্রস্রাব আটকে রাখার জন্য
# প্রয়োজনে চেয়ে পানি কম খাওয়ার জন্য

# রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গেলে যেমনঃ ডায়াবেটিস।
# নোংরা পানি ব্যবহার করা

# In*******se এর আগে ও পরে প্রস্রাব না করা
# কিডনিতে পাথর

# প্রস্রাবের পর ঐস্থান ভালোভাবে ও নিয়মমত পরিস্কার না করা।
# কোনো কারনে ক্যাথেটার ব্যবহার করলে

# পরিস্কার পরিচ্ছন্নতার অভাব
# যৌনবাহিত কোনো রোগ থাকলে

# আগে একবার হয়েছিল কিন্তুু ঔষধের কোর্স ঠিকমতো কম্পিলিট করা হয় নাই।ইত্যাদি ©️


*প্রসাব এর সময় ; প্রশ্বাবের রাস্তায় জ্বালাপোড়া (Dysuria**)
*প্রসাবের বেগ আসলে; ধরে রাখতে না পারা(Urgency**)
*ঘন ঘন প্রসাব এর চাপ আসা(Urine Frequency**)
*কোমড় থেকে তলপেটে ও ২ পাশে ব্যথা(Lion to grion pain)
*Urine আটকে থাকা
*বাজে তিক্ত গন্ধ থাকে অনেক সময়
*প্রসাবের colur Change হয়ে যায়
*Nausea & Vomiting **
UTI এর লক্ষন গুলোর মধ্যে এগুলাই most Common **

এই লক্ষন গুলো দিয়েই মোটামুটি অনেক সময় UTI Diagnosis করা যায়;;

📌URINE R/M/E & C/S করে আমরা Confirm হতে পারি!!

-Urine R/M/E তে Pus cell....Epithelial cell⬆️ Present থাকে more than Normal...ESR ও বেড়ে যায় ⬆️

________________________________
UTI confirm হয়ে RX....
১.. Tab (Nitrofurantoin*)Drug of choice
Tab Nintoin Sr
1+0+1--------৭ -১০ দিন
Or

2.. Tab Furotil 500mg(Cefuroxim*)
1+0+1---------৭ দিন
Or

3.. Tab Denvar 200mg(Cefixim *)
1+0+1----------৭ দিন
Or

4.. Tab Ciprocin 500mg(Ciprofloxacin)
1+0+1----------৭ দিন
Or
5.. Cap Oflacin 400 mg (Ofloxacin 400 mg)
1+0+1----------৭ দিন

Or
Fosfomycin 3mg sachet
One sachet once only**with mixed of half glass of water**Pregnancy Safe...

উপরের ৫ টা থেকে যেকোনো একটা ****
______________________________
🔹প্রস্রাবের এর রাস্তায় জ্বালাপোড়া হলে

Syrap Citra k or Urikal*

2 চামচ সিরাপ ১ গ্লাস পানিতে mixed করে ২/৩ বার** Avoid to Prescribed with Nintrofurantoin*

Note~
[ Nitrofurantoin এর সাথে কোনো ধরনের Alkalinising agent যেমন- Potassium citrate (Syp Citra-K / Urical) Prescribed করা থেকে #বিরত থাকুন।

Pottasium citrate Alkalising agent হওয়ায় Urine কে Less acidic করে ফেলে, যার জন্য Nitrofurantoin এর কার্যকারিতা হ্রাস পায়। কারণ Nitrofurantoin Works best In urine...]
Ref- Notes & Notes

🎭পেট বেথা থাকলে
Tab Viset or Algin 50 mg
1+1+1 /1+0+1(Sos)

🔶UTI incase of তে আমরা🤰

1st & 2nd Trimester এ Nintoin Sr (Drug of choice)

3rd trimester এ Cefuroxime**/Amoxillin*
___________________________
অনেক পেশেন্ট দেখা যায় UTi নিয়ে আসে;কেঊ যদি ৬ মাসে ২ বারের বেশি ;১ বছরে ৪ বারের বেশি Affected হয়! তাহলে Recurnt UTI বলা হয়***

⛔️In case of Recurnt UTI Rx___
• Acute treatment 7--14 দিন চলবে & Prophylaxis হিসেবে আমরা

• Trimethoprim 100mg( BD তে Available না)
At night* drug of choice*
Or

• Tab Nintoin 50 mg
0+0+1---- 3 মাস

• Cranberry Juice
1+0+1----6মাস

✅Note**বার বার ইনফেকশন হলে urine c/s করে Antiobiotics Sensitive & pregnancy Safe Antiobiotics advice করা

Advice For All**

•প্রতিদিন ২-৩ লিটার পানি খাবে ✅
• প্রস্বাব আটকে রাখবেন না❌;চাপ আসলেই প্রস্রাব করবেন✅
• In*******se এর আগে পরে Bladr খালি করবে✅
• পরিষ্কার রাখবেন,প্রয়োজনে Toilet Tissue use করবেন((Foward to Backward)**
• Personal hygiene মেনে চলবে✅
• প্রস্বাব করার সময় Bladr সম্পুর্ন খালি করা ✅
Atif

📢 স্ক্যাবিস (Scabies): তীব্র চুলকানির কারণ ও প্রতিকার! 🦠🛡️😖 স্ক্যাবিস হলো এক ধরনের চর্মরোগ, যা Sarcoptes scabiei নামক মা...
04/04/2025

📢 স্ক্যাবিস (Scabies): তীব্র চুলকানির কারণ ও প্রতিকার! 🦠🛡️

😖 স্ক্যাবিস হলো এক ধরনের চর্মরোগ, যা Sarcoptes scabiei নামক মাইট 🪳 দ্বারা হয়। এই মাইট ত্বকের নিচে গর্ত করে ডিম পাড়ে, যার ফলে তীব্র চুলকানি 🤧 ও লাল ফুসকুড়ি দেখা দেয়।

🔍 লক্ষণসমূহ:
✅ তীব্র চুলকানি (বিশেষত রাতে)
✅ ছোট ছোট ফুসকুড়ি বা লাল দাগ
✅ ছোট গর্তের মতো দাগ
✅ হাতের আঙুলের ফাঁক, বগল, কুঁচকি, কোমর ও যৌনাঙ্গে বেশি প্রভাবিত হয়
✅ সংক্রমণের জায়গায় চামড়া শক্ত বা পুরু হয়ে যায়

🤝 কীভাবে ছড়ায়?
👫 সরাসরি ত্বক স্পর্শে
🛏️ একই বিছানা, কাপড় বা তোয়ালে ব্যবহার করলে
🏢 জনাকীর্ণ স্থানে বা শিশুদের মধ্যে সহজে ছড়ায়

⚠️ কারা বেশি ঝুঁকিতে?
👶 শিশু ও বয়স্ক ব্যক্তি
🏘️ অনুন্নত এলাকায় বসবাসকারী
🧪 রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তি

🛡️ প্রতিরোধের উপায়:
🧺 পোশাক ও বিছানাপত্র গরম পানিতে ধুয়ে শুকাতে হবে।
👨‍👩‍👧‍👦 পরিবারের সকল সদস্যকে চিকিৎসা করাতে হবে।
🚫 আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সংস্পর্শ এড়াতে হবে।
🧴 নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

⚠️ মনে রাখুন:
📆 চিকিৎসার পুরো কোর্স শেষ না করলে রোগ ফিরে আসতে পারে।
👨‍⚕️ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার করবেন না।
🙌 ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখলে সহজেই এই রোগ প্রতিরোধ করা যায়!

🔄 শেয়ার করে অন্যদেরও সচেতন করুন! ♻️

🥰🥰
09/03/2025

🥰🥰

20/01/2025

গ্যাস্ট্রিক ও লিভারের রোগীদের খাদ্য তালিকা:-

খেতে পারবেন:-

০১। নরম ভাত ও যাউ ভাত, নরম রুটি।
০২। পেপে, লাউ, কোমড়া সহ সবধরনের সবজি।
০৩। কম ঝাল ও কম তেল দিয়ে রান্না করা তরকারি।
০৪। শিং, রুই, কাতলা, পুঁটি, টেংরা, পাবদা ইত্যাদি মাছ খেতে পারবেন।
০৫। দেশি মুরগী বা কক মুরগী খেতে পারবেন।
০৬। আম, পেয়ারা, আপেল, পেপে, জাম, নাশপাতি, আনার খেতে পারবেন।

খাওয়া নিষেধ:

০১। দুধ ও দুধের তৈরি যে কোন খাবার।
০২। যে কোন ধরনের শাক পাতা।।
০৩। ভাজা, পোড়া অতিরিক্ত তৈলাক্ত খাবার
০৪। ভুনা, কষা, ঝাল, মসলা জাতীয় খাবার।
০৫। গরু ও খাসির মাংস জাতীয় খাবার।
০৬। ইলিশ, পাঙ্গাস, গলদা চিংড়ি নিষেধ।
০৭। ভর্তা, শুটকি, আচার, চাটনি খাওয়া নিষেধ।
০৮। যে কোন ধরনের ধুমপান, জর্দা, পান, তামাক, সাদা পাতা, মদ পান নিষেধ।
০৯। বাহিরের বা হোটেলে তৈরি যে কোন খাবার নিষেধ।
১০। কাঁঠাল খাওয়া নিষেধ।
১১। চা, কফি নিষেধ

বিশেষ নিয়ামাবলী:

১। খাবার সাথে সাথে পানি পান করবেন না। (খাবার আধাঘন্টা পর পানি পান করবেন।)
২। খাবার পর বিছানায় শুবেন না। (খাবার একঘন্টা পর বিছানায় শুবেন।)
৩। খাবার পর ভারি কাজ করা নিষেধ এবং নিচু হয়ে বা ঝুকে কাজ করা নিষেধ। (খাওয়ার আগে নামাজ পরবেন।)
৪। নিয়মিত খাবার খাবেনঃ সকালের নাস্তা ৮.০০টার মধ্যে দুপুরের খাবার ২.০০টার মধ্যে এবং রাত্রের খাবার রাত ১০.০০টার মধ্যে।

Address

Bishkek

Telephone

+8801723469560

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Amirul islam Sagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Amirul islam Sagar:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category