16/11/2025
নোয়াখালীতে প্রাইম হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর মাইজদীতে প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে ওই হাসপাতালের অপারেশন থিয়েটারে তার মৃত্যু হয়। নিহত রাবেয়া লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের সর্দার বাড়ির শামছুল হুদার স্ত্রী।
রোববার (১৬ নভেম্বর) দুপুরের দিকে নিহতের মেঝো ছেলে মো. রাজন হোসেন সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
রাজন হোসেন জানান, দুই মাস আগে বাড়ির উঠানে পা পিছলে পড়ে বাম হাতের কব্জির ওপরে ফ্র্যাকচার হয় তার মায়ের। স্থানীয় একজন চিকিৎসকের পরামর্শে ভাঙা স্থানে প্লাস্টার করা হয়েছিল। দুই মাস পর প্লাস্টার খুলে এক্সরে করলে দেখা যায়, হাড় জোড়া লাগেনি। পরে মাইজদীর প্রাইম হসপিটালের চিকিৎসক ফরিদুল ইসলামের সঙ্গে অস্ত্রোপচারের মাধ্যমে ভাঙা স্থানে পাত বসানোর জন্য ৭৫ হাজার টাকায় চুক্তি হয়।
শনিবার সন্ধ্যায় রাবেয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং অ্যানেসথেসিয়ান গোলাম হায়দার তাকে অজ্ঞান করেন। রাজনের দাবি, অজ্ঞান করার পর তার মায়ের আর জ্ঞান ফেরেনি। প্রায় ঘন্টাখানেক পর তাকে আইসিইউতে নেওয়া হলেও রাত সাড়ে ৩টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে জানায় যে রাবেয়া মারা গেছেন।
রাজন অভিযোগ করে বলেন, “হাসপাতাল আমাদের প্রচণ্ডভাবে তালবাহানা করেছে। প্রথমে বলা হয় আমার মায়ের উচ্চ রক্তচাপ ছিল, পরে আবার বলে প্রেসার কমে গিয়েছিল। আসলে অজ্ঞান করার কিছুক্ষণের মধ্যেই আমার মা মারা যান। সকালবেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানায় অপারেশন, আইসিইউ কিংবা অ্যাম্বুলেন্সের কোনো খরচ লাগবে না—আমরা মরদেহ নিয়ে যেতে পারি।”
তিনি আরও জানান, রবিবার দুপুরে তার বড় ভাই ও জেঠা এসে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার মাধ্যমে মরদেহ নিয়ে যান। তবে কী সমঝোতা হয়েছে, সে বিষয়ে তিনি অবহিত নন বলে জানান।
এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রাইম হসপিটালের সিনিয়র এজিএম শিপন শাহ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “রোগীর অপারেশনের পর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। রোগীর স্বজনদের আমরা বলেছি, তারা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারেন।”
নোয়াখালী সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে যাচাই-বাছাই করা হবে।”
#নোয়াখালী #মাইজদী #প্রাইম_হসপিটাল #ভুল_চিকিৎসা #রাবেয়া_বেগম #চিকিৎসায়_অবহেলা
#স্বাস্থ্যসেবা #বাংলাদেশ #সংবাদ #হাসপাতাল_দুর্নীতি