MHS Media

MHS Media নতুন update news পেতে page টাকে follow করুন M H S media all tame gi

14/12/2025
16/11/2025

লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে হত্যা
করে ফেসবুকে ‘আউট’ লিখে ভিডিও পোস্ট করে ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি: ১৬ নভেম্বর ২০২৫
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আবুল কালাম (৪৮) নামে বিএনপির একজন ওয়ার্ড পর্যায়ের নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রদল কর্মী কাউছার হোসেন হত্যাকাণ্ডের পরপরই ফেসবুকে ‘আউট’ লিখে একটি ভিডিও পোস্ট করায় বিষয়টি নিয়ে এলাকায় তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জের মোস্তফার দোকান এলাকায়। নিহত আবুল কালাম স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

নিহত আবুল কালামকে কুপিয়ে ও গুলি করে হত্যার প্রায় আধা ঘণ্টা পর রাত ৯টার দিকে অভিযুক্ত ছাত্রদল কর্মী কাউছার হোসেন তার ফেসবুক আইডি থেকে একটি ক্রিকেট ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন— “আউট”। নিহতের পরিবার দাবি করছে, এটি হত্যাকাণ্ড ইঙ্গিত করেই পোস্ট করা হয়েছে।

তবে কাউছার হোসেন দাবি করেছেন, তার ভিডিও পোস্টের সঙ্গে হত্যার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, “ঘটনার সময় আমি লতিফপুর বাজারের মোস্তফার দোকানে ছিলাম। কালাম ভাই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সাথে বাজারে ঘুরেছেন।”

নিহতের স্ত্রী ফেরদৌসী আক্তার অভিযোগ করে বলেন—
“আমার স্বামীকে খুন করার পর কাউছারের ওই পোস্ট কাকতালীয় নয়। এটি হত্যার ঘটনা ইঙ্গিত করেই দিয়েছে।”

ঘটনার পর রাত ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন:

> “এই হত্যাকাণ্ড যেই করুক, অবিলম্বে তাদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তিগত বিরোধে কাউকে নির্মমভাবে হত্যা করা গ্রহণযোগ্য নয়।”

চন্দ্রগঞ্জ থানার ওসি মো. ফয়েজুল আজীম জানান:

➡ প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কাউছার ঘটনাটির সঙ্গে জড়িত।
➡ হত্যাকাণ্ডে চার-পাঁচজন অংশ নিয়েছে বলে অনুমান পুলিশের।
➡ কাউছারের ফেসবুক পোস্টটিও পুলিশের তদন্তের আওতায় আনা হয়েছে।

এদিকে ঘটনার ১৬ ঘণ্টা পরও কোনো মামলা হয়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

#লক্ষ্মীপুর #চন্দ্রগঞ্জ
#আবুল_কালাম #হত্যাকাণ্ড #বাংলাদেশরাজনীতি

16/11/2025

নোয়াখালীতে প্রাইম হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর মাইজদীতে প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে ওই হাসপাতালের অপারেশন থিয়েটারে তার মৃত্যু হয়। নিহত রাবেয়া লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের সর্দার বাড়ির শামছুল হুদার স্ত্রী।

রোববার (১৬ নভেম্বর) দুপুরের দিকে নিহতের মেঝো ছেলে মো. রাজন হোসেন সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

রাজন হোসেন জানান, দুই মাস আগে বাড়ির উঠানে পা পিছলে পড়ে বাম হাতের কব্জির ওপরে ফ্র্যাকচার হয় তার মায়ের। স্থানীয় একজন চিকিৎসকের পরামর্শে ভাঙা স্থানে প্লাস্টার করা হয়েছিল। দুই মাস পর প্লাস্টার খুলে এক্সরে করলে দেখা যায়, হাড় জোড়া লাগেনি। পরে মাইজদীর প্রাইম হসপিটালের চিকিৎসক ফরিদুল ইসলামের সঙ্গে অস্ত্রোপচারের মাধ্যমে ভাঙা স্থানে পাত বসানোর জন্য ৭৫ হাজার টাকায় চুক্তি হয়।

শনিবার সন্ধ্যায় রাবেয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং অ্যানেসথেসিয়ান গোলাম হায়দার তাকে অজ্ঞান করেন। রাজনের দাবি, অজ্ঞান করার পর তার মায়ের আর জ্ঞান ফেরেনি। প্রায় ঘন্টাখানেক পর তাকে আইসিইউতে নেওয়া হলেও রাত সাড়ে ৩টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে জানায় যে রাবেয়া মারা গেছেন।

রাজন অভিযোগ করে বলেন, “হাসপাতাল আমাদের প্রচণ্ডভাবে তালবাহানা করেছে। প্রথমে বলা হয় আমার মায়ের উচ্চ রক্তচাপ ছিল, পরে আবার বলে প্রেসার কমে গিয়েছিল। আসলে অজ্ঞান করার কিছুক্ষণের মধ্যেই আমার মা মারা যান। সকালবেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানায় অপারেশন, আইসিইউ কিংবা অ্যাম্বুলেন্সের কোনো খরচ লাগবে না—আমরা মরদেহ নিয়ে যেতে পারি।”

তিনি আরও জানান, রবিবার দুপুরে তার বড় ভাই ও জেঠা এসে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার মাধ্যমে মরদেহ নিয়ে যান। তবে কী সমঝোতা হয়েছে, সে বিষয়ে তিনি অবহিত নন বলে জানান।

এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রাইম হসপিটালের সিনিয়র এজিএম শিপন শাহ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “রোগীর অপারেশনের পর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। রোগীর স্বজনদের আমরা বলেছি, তারা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারেন।”

নোয়াখালী সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে যাচাই-বাছাই করা হবে।”

#নোয়াখালী #মাইজদী #প্রাইম_হসপিটাল #ভুল_চিকিৎসা #রাবেয়া_বেগম #চিকিৎসায়_অবহেলা
#স্বাস্থ্যসেবা #বাংলাদেশ #সংবাদ #হাসপাতাল_দুর্নীতি

10/11/2025
09/11/2025
09/11/2025

৩১ দফা কর্মসূচির আদর্শ ভুলে যাচ্ছে বিএনপি: আলোচনার প্রতি অনাগ্রহে সমালোচনা
ঢাকা, ৯ নভেম্বর ২০২৫:
বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে আলোচনাভিত্তিক নতুন সামাজিক চুক্তির কথা থাকলেও, বাস্তবে দলটির সেই অঙ্গীকারের প্রতিফলন দেখা যাচ্ছে না—এমন মন্তব্য করেছেন বিশ্লেষক ও রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
বিএনপির ৩১ দফার দ্বিতীয় দফায় স্পষ্টভাবে বলা আছে: “অব্যাহত আলোচনা, মতবিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যতমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে (Social Contract) পৌঁছাতে হবে।”
কিন্তু সমালোচকদের মতে, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রশ্নে বিএনপির কোনো জেনুইন বা আন্তরিক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না।
গত বছরের আগস্ট বিপ্লবের পর রাষ্ট্র বিনির্মাণে বিএনপিকে কোনো আলোচনার উদ্যোগ নিতে দেখা যায়নি। এ পর্যন্ত যে সামান্য আলোচনা হয়েছে, তা মূলত ঐকমত্য কমিশনের উদ্যোগে, বিএনপির নয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের পতনের পর দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির উচিত ছিল আলোচনায় নেতৃত্ব দেওয়া—দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় পর্যায়েই। কিন্তু দেখা যাচ্ছে, দলটি ক্ষমতায় যাওয়ার আগে কোনো ধরনের সমঝোতা বা আলোচনায় অংশ নিতে অনীহা প্রকাশ করছে।
একজন বিশ্লেষক মন্তব্য করেন,
“বিএনপির নীতি-নির্ধারকদের অনেকেই হয়তো ৩১ দফা কর্মসূচি পড়েননি, অথবা নিজেরাই সেই নীতিগুলোতে বিশ্বাস রাখেন না। এটি অত্যন্ত দুঃখজনক।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভবিষ্যতের বাংলাদেশ গঠনে একটি “নতুন সামাজিক চুক্তি” অপরিহার্য। সেই লক্ষ্যে বিএনপির ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দিতে না পারলে জনগণের আস্থা অর্জন কঠিন হবে।

বিএনপির ঘোষিত ৩১ দফা ও বাস্তব রাজনৈতিক আচরণের মধ্যে স্পষ্ট অমিল লক্ষ্য করা যাচ্ছে।

#বিএনপি #৩১দফা #রাজনীতি #সামাজিকচুক্তি #বাংলাদেশরাজনীতি #ঐকমত্যকমিশন #রাজনৈতিকসংস্কার #মির্জাগালিব #বিশ্লেষণ #নতুনবাংলাদেশ

Address

Khaitan
Kuwait City

Telephone

+96567047403

Website

Alerts

Be the first to know and let us send you an email when MHS Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MHS Media:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category