
12/10/2025
সারাদেশে টাইফয়েডের টিকাদান শুরু: ৫ কোটি শিশুকে দেওয়া হবে এক ডোজ টিসিভি ভ্যাকসিন
নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১২ অক্টোবর ২০২৫
সরকারের ‘সম্প্রসারিত টিকাদান কর্মসূচি’ (ইপিআই)-এর আওতায় আজ রোববার (১২ অক্টোবর) থেকে সারাদেশে শুরু হয়েছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান কার্যক্রম। এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশু ও কিশোরকে এক ডোজ টিসিভি টিকা দেওয়া হবে — সম্পূর্ণ বিনামূল্যে।
মাসব্যাপী এই কর্মসূচি ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই টিকা টাইফয়েড প্রতিরোধে ৯৫ শতাংশেরও বেশি কার্যকর।
🧬 টাইফয়েড টিকা কতটা কার্যকর?
ইপিআই সূত্রে জানা গেছে, এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেয়। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় বাংলাদেশে এই টিকা সরবরাহ করা হয়েছে।
চিকিৎসকরা জানান, টাইফয়েডে আক্রান্ত হলে শুধু শারীরিক জটিলতাই নয়, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার ঝুঁকিও বৃদ্ধি পায়। তাই টিকা গ্রহণই সবচেয়ে নিরাপদ ও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।
💻 কীভাবে নিবন্ধন করবেন
টিকা গ্রহণের জন্য অভিভাবকদের যেতে হবে 👉 https://vaxepi.gov.bd/registration/tcv
সেখানে সন্তানের ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করা যাবে।
📄 নিবন্ধনের পর জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে অনলাইনে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা সম্ভব।
যাদের জন্মনিবন্ধন নেই, তারা নিকটস্থ টিকাকেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের সহায়তায় নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
---
🧒 লক্ষ্যমাত্রা ও অগ্রগতি
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এবার ৪ কোটি ৯০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইতিমধ্যে ১ কোটি ৭০ লাখের বেশি শিশু নিবন্ধন সম্পন্ন করেছে।
কর্মকর্তারা বলেন,
> “এই টিকা সম্পূর্ণ নিরাপদ, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বিশ্বের ২১টিরও বেশি দেশে বর্তমানে এটি ব্যবহার হচ্ছে।”
---
🌍 বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তথ্যমতে
টাইফয়েড জ্বর হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। উপসর্গের মধ্যে থাকে —
দীর্ঘস্থায়ী জ্বর
মাথাব্যথা
বমি
ক্ষুধামন্দা
ডায়রিয়া
‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর তথ্য অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়, যার মধ্যে ৮ হাজারের বেশি মৃত্যুবরণ করে। আক্রান্তদের ৭০ শতাংশই শিশু।