Dr-Sujon Chandra Paul

Dr-Sujon Chandra Paul MBBS,General Practitioner

02/01/2025

বিড়ালের আঁচড় থেকে সাবধান। শরীরে আঁচড়ে ক্ষত হওয়া মাত্র রেবিস ভ্যাক্সিন নেয়া যুক্তিযুক্ত।
বিড়ালের আঁচড় থেকে জলাতঙ্ক হয়েছে এমন রোগী চিকিৎসক জীবনে বেশ কয়েকটা পেয়েছি।

ভুলে যাবেন না স্টাবলিশড রেবিস বা জলাতঙ্কে মৃত্যুহার ১০০%

21/08/2024
বাংলাদেশের আমার প্রিয় বেশ কিছু অভিনেতার মধ্যে মিশু সাব্বির ভাই একজন।।আজ কানাডায় আমার টাভ্রেল এজেন্সিতে অনেকটা সময় আমার স...
18/08/2024

বাংলাদেশের আমার প্রিয় বেশ কিছু অভিনেতার মধ্যে মিশু সাব্বির ভাই একজন।।
আজ কানাডায় আমার টাভ্রেল এজেন্সিতে অনেকটা সময় আমার সাথে ছিলেন।।
ভাইয়া আসলেই অনেক অমায়িক একটা মানুষ।।
ভাইয়ার জন্য সবসময় শুভকামনা ।।

গা টা হিম হয়ে গেছে এই পোস্ট টা পড়ে!💔Please don’t through baby in up 😢রাজীব ও ময়না দম্পতির সংসারে প্রথম সন্তান আসলো। মেয়...
08/07/2024

গা টা হিম হয়ে গেছে এই পোস্ট টা পড়ে!💔
Please don’t through baby in up 😢

রাজীব ও ময়না দম্পতির সংসারে প্রথম সন্তান আসলো। মেয়ের নাম রাখা হল "ইরা"। অনেক ফুটফুটে মেয়ে। দেখতে অনেক মায়াবী। গালে নরম মাংস। যে কেউ দেখলেই আদর করতে চাইবে, গালের মাংস ধরে টানাটানি করবে। প্রথম সন্তান, যত্নের কোন ঘাটতি রইল না। সুস্থ্য স্বাভাবিকভাবেই বড় হতে লাগল সে।
একদিন....
মেয়ের বয়স পাঁচ মাস। শীতকাল তখন। উঠোনে মেয়েকে নিয়ে রোদ পোহাচ্ছে ময়না। সকালের রোদ বাচ্চার জন্য খুব
উপকারী। বাচ্চাকে রোদে শুইয়ে রাখল। হঠাৎই সেখানে আসল পাশের ঘরের রবিন। ইরার কাকা হয় রবিন। এসেই ইরাকে কোলে নিল। আদর করতে লাগল। হাসানোর চেষ্টা করল।কিছুক্ষণ পর সে ইরাকে আকাশের দিকে ছেড়ে দিয়ে আবার বল ক্যাচ ধরার মত করে ধরছে। এতে যেন ইরা আরও ☺
খুশি হচ্ছে। ময়নাও দেখে হাসছে। মেয়ে হাসলে যেকোন মায়েরই ভালো লাগে।🙂
ময়নারও ভালো লাগছে। আর রবিন ই কেন! অনেকেই তো এভাবে খেলা করে বাচ্চাকে নিয়ে। রবিন আবার ইরাকে আকাশের দিকে ছেড়ে দিল। ঠিকঠাক মত ক্যাচও
ধরল।
কিন্তু একি হল??
ইরা হাসছে না।😔 চোখ বন্ধ করে আছে। রবিন ভয় পেয়ে গেল। ময়নাকে ডাক দিল। ময়না দৌড়ে এসে কোলে নিল ইরাকে। নানান নামে ডাকতে শুরু করল। হাত দিয়ে চোখ খুলার চেষ্টা করল। কিন্তু না! ইরা চোখ খুলছে 😷 না। চিৎকার করে কেঁদে উঠল ময়না। বাড়ির সব মানুষ এসে ভীড় করল। সবাই সাধ্যমতো চেষ্টা করল ইরাকে জাগানোর। কেউ ই পারল না। উঠোনে শুয়ে গড়াগড়ি খেতে লাগল ময়না।
তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হল ইরাকে। ইমার্জেন্সিতে নেওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে দিলেন ইরা মারা গেছে। আর হাসবে না সে। চিরদিনের জন্য তার হাসি বন্ধ
হয়ে গেছে। অজ্ঞান হয়ে যায় ময়না।
একমাত্র মেয়েকে হারানোর ব্যাথা সে নিতে পারছে না। ঘরের পিছনে কবর দেওয়া হয় ইরাকে। মাঝে মাঝেই রাতে পাগলের মত আচরণ করে ময়না। মেয়ের
কবরের কাছে দৌড়ে চলে যায়। বিড়বিড় করে কথা বলে! ইরাকে ভুলতে পারছে না। খাওয়া দাওয়া করছে না। শুকিয়ে যাচ্ছে। অগত্যা ময়নাকে নিয়ে অন্য শহরে পাড়ি জমায় রাজীব।

ব্যাখ্যাঃ🙏
বাচ্চাদের আকাশে তুলে আবার কোলে নিয়ে আমরা অনেক আনন্দ পাই। বাচ্চারাও পায়। কিন্তু বাচ্চাদের শরীরের অঙ্গপ্রত্যংগ ম্যাচিউর হতে অনেকদিন সময় লাগে। খুব সহজেই সেগুলো
আঘাতপ্রাপ্ত হতে পারে। ইরাকে যখন বারবার উপরে তোলা হচ্ছিল তখন গ্রাভিটির এগেইনস্টে তাকে বারবার উপরে তোলায় তার ব্রেইনের সাথে মাথার খুলির হাড্ডির বারবার ধাক্কা লাগছিল। যেহেতু তার ব্রেইন টাও নরম আর
মাথার হাড়টাও নরম তাই হাড়ের সাথে বারবার ধাক্কা লেগে তার ব্রেইনের ধমনী ছিড়ে যায়। ধমনী শিরাতে রক্ত চলাচল করে। ব্রেইনের ধমনী ছিড়ে রক্তক্ষরণ শুরু হয় মাথার ভিতরে।রক্তে থাকে গ্লুকোজ। গ্লুকোজ না পেলে ব্রেইন ৪-৫ মিনিটের ভিতর মারা যায়। সাথে জীবন্ত মানুষটাও। রক্ত
সব ধমনী দিয়ে বের হয়ে আল্টিমেটলি ব্রেইন ডেথ হয় ছোট্ট ইরার।
তাই এসব ব্যাপারে জানুন, সতর্ক হোন, নিজে বাঁচুন,
আপনার 🗣 প্রিয়জনকেও বাঁচান।।

সংগৃহীত*

দেশ বিদেশে অবস্থানরত সকল ভাই,বোন ,বন্ধুদের জানাই ঈদের শুভেচছা ।।                         🥰ঈদ মোবারক🥰
16/06/2024

দেশ বিদেশে অবস্থানরত সকল ভাই,বোন ,বন্ধুদের জানাই ঈদের শুভেচছা ।।
🥰ঈদ মোবারক🥰

Off to 🇨🇦 🇨🇦 Canada 🍁
09/05/2024

Off to 🇨🇦 🇨🇦 Canada 🍁

বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ কর্তৃক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়। নতুন বাংলা বছর বরণ উপলক্ষ...
14/04/2024

বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ কর্তৃক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়।
নতুন বাংলা বছর বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্যবর হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে মান্যবর হাইকমিশনার, তাঁর সহধর্মিণী ও অন্যান্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে নববর্ষ উদযাপন উপলক্ষে একটি কেক কাটেন।
এরপর উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন মজার গেমস এ অংশগ্রহণ করেন।
মজার গেমসে আমি বিজয়ী হওয়ায় আমাকে মান্যবর হাই কমিশনার স্যার পুরস্কৃত করেন।
সবশেষে উপস্থিত সকলকে বাংলাদেশী বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়।
বর্ষবরণ অনুষ্ঠানে মালদ্বীপে বসবাসরত বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশীবৃন্দ ও তাদের পরিবারবর্গ ও মিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।

Eid Mubarak to everyone .
12/04/2024

Eid Mubarak to everyone .

26/03/2024

বিনোদন জগতের নতুন সংযোজন।।।
২০২৪ সালের সেরা বিনোদন।।
ভুয়া ডাক্তার এ ভরপুর সমাজের নিয়ন্ত্রণ করার কেউ নেই বাংলাদেশে।।
কোন রুলস এর বালাই নাই স্বাস্থ্য বিভাগে।।।
No rules is the rule in BD now.

এই ১০টি ওষুধ সবসময় আপনার বাসায় রাখবেনঃ১. প্যারাসিটামল (Paracetamol)২. ট্রামাডল (Tramadol)৩. টাইমনিয়াম মিথাইলসালফেট (Tiem...
16/03/2024

এই ১০টি ওষুধ সবসময় আপনার বাসায় রাখবেনঃ

১. প্যারাসিটামল (Paracetamol)
২. ট্রামাডল (Tramadol)
৩. টাইমনিয়াম মিথাইলসালফেট (Tiemonium Methylsulfate)
৪. এসোমিপ্রাযল/ ওমিপ্রাযল (Esomeprazole/omeprazole)
৫. অ্যালুমিনিয়াম হাইডঅক্সাইড (Aluminium hydroxide suspension)
৬. ওরস্যালাইন (Oral Rehydration Saline)
৭. ফেক্সোফেনাডিন/রুপাটাডিন (Fexofenadine/ Rupatadine)
৮. সিলভার সালফাডায়াযিন অয়ন্টমেন্ট (Silver sulfadiazine ointment)
৯. পোভিডন-আয়োডিন মলম (Povidone-iodine ointment)
১০. অ্যাসপিরিন (Aspirin)

✅ প্যারাসিটামল (Paracetamol)
জ্বরের জন্য প্রথমে একটি প্যারাসিটামল খেতে পারেন। জ্বর বাড়লে (

অনেকেই ভিজিটিং কার্ড এর জন্য অনুরোধ করেন তাদের সুবিধার্থে এই পোস্ট।।।যাদের প্রয়োজন সংগ্রহ  করে রাখতে পারেন।।।
16/03/2024

অনেকেই ভিজিটিং কার্ড এর জন্য অনুরোধ করেন তাদের সুবিধার্থে এই পোস্ট।।।
যাদের প্রয়োজন সংগ্রহ করে রাখতে পারেন।।।

Address

Male

Opening Hours

Monday 18:00 - 22:00
Tuesday 18:00 - 22:00
Wednesday 18:00 - 22:00
Thursday 18:00 - 22:00
Saturday 18:00 - 22:00
Sunday 18:00 - 22:00

Telephone

+8801737053810

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr-Sujon Chandra Paul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr-Sujon Chandra Paul:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category