
26/07/2022
বিসমিল্লাহ ( in the name of Allah )
কেমন হবে পিসিওএস রোগীর ডায়েট?
ডায়েটের ক্ষেত্রে PCOS রোগীদের যে দুটি ব্যাপার মাথায় রেখে আগাতে হবে, সেগুলো হল :
1.Insulin Resistance
2. Inflammation
এই দুটি সমস্যাই PCOS এর অন্যতম মূল কারণ ।
তাই ডায়েট এবং লাইফ স্টাইল কারেকশনের সময় অবশ্যই এই দুটি কে টার্গেট করতে হবে।
🌿🌿🌿🌿🌿🍃🍃🍃🍃🍃🌿🌿🌿🌿
INSULIN RESISTANCE কমানোর জন্য :
avoid করতে হবে -
❌Sugar
❌Refined grains
❌Refined oil
❌Processed Food
❌Packaged snacks ( biscuit, chips, candies, noodles etc. )
❌Soft Drinks
❌Fast food
Diet এ include করতে হবে / খেতে হবে :
✅লো GI কার্ব : Brown rice, Whole grains (brown flour, oars, barley , millet etc.)
✅ফাইবার সমৃদ্ধ খাবার : vegetables, fruits
✅এছাড়াও, cinnamon ( দারচিনি) এবং apple Cider Vinegar খুব উপকারী।
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
Inflammation কমানোর জন্য :
Avoid করতে হবে -
এই লিস্ট মোটামুটি ভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স এ যা যা avoid করতে হবে তেমন ই, তবে কারো কারো ক্ষেত্রে dairy এবং gluten সমৃদ্ধ খাবার ও inflammation করে। তাদের কে এগুলোও বাদ দিতে হবে।
খেতে হবে ( anti- inflammatory foods ) :
✅Fresh fruits & vegetables
✅Leafy greens (শাক)
✅Nuts ( almond, cashew, walnut etc. )
✅seeds ( flax seed, pumpkin seed, chia seeds, sunflower seeds etc )
✅Unprocessed natural oil ( extra virgin olive oil, ghee, ঘানি ভাঙ্গা সরিষার তেল, extra virgin coconut oil etc )
✅Fatty fish / তৈলাক্ত মাছ
✅Spices - ginger, turmeric, garlic etc.
এবার আসা যাক পরিমাণে কতটুকু খাবেন :
আপনার goal অনুযায়ী daily calorie requirement ক্যালকুলেট করুন ।
মোট ক্যালোরির, 25-35% carbohydrates , 30-40% protein , 30-40 % healthy fat হিসেবে set করুন এবং প্রতি meal এ এভাবেই খাবেন।
Average Bangladeshi diet এ কার্ব অনেক বেশি, প্রোটিন খুব কম এবং healthy fat নাই বললেই চলে।
তাই consciously এই ratio maintain করে চলা খুব দরকার।
সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ক্যালোরি যেমন দরকার তেমনি পর্যাপ্ত carbohydrates, protein, healthy fat ও দরকার