18/05/2025
🥰মানুষের শখের কতো কিছুই না থাকে।
কারো বিড়াল,কারো কুকুর, কারো বাড়ি, কারো নারী, কারো গাড়ি ঠিক তেমনি আমার ও শখের একটা গাড়ি আছে👉
❤️দোয়েল ক্লাসিক❤️ঢাকা মেট্রো-ব ১৫-৮৮৫৮❤️ গাড়িটি❤️
এই গাড়িটি কে পোষ মানিয়েছিলাম
নারীকে পোষ মানাতে কষ্ট সাধ্য হলে ও গাড়ি কে পোষ মানানো যায়।
আমি কখনো কল্পনা ও করতে পারিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরতে পারবো আল্লাহর রহমতে ড্রাইভার হওয়ার সুবিধায় এই সুবর্ণ সুযোগটি সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা ও হয়েছে।
🌿প্রতিটি রাস্তার বাঁকে অপেক্ষা করে নতুন চ্যালেঞ্জ। গাড়ির স্টিয়ারিং ঘোরানোর সাথে সাথে আসে সাহসের পরীক্ষা।
🌿গাড়ির জানালায় ঝিরঝির বাতাস, মনে করিয়ে দেয় জীবনের অজানা পথ। প্রতিটি মোড়ে অপেক্ষা করে নতুন অভিজ্ঞতা।
🌿হাওয়ার সাথে তাল মিলিয়ে গাড়ি চালানোর মজাটা শুধুমাত্র একজন ড্রাইভারই বুঝতে পারে।
🌿গাড়ি চালানোর সময় যে স্বাধীনতা অনুভব করি, তা যেন জীবনের প্রতিটি বাধাকে অতিক্রম করার শক্তি দেয়।
🌿গাড়ি চালানোর সময় যে অনুভূতি হয়, তা যেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে তোলে।
🌿গাড়ি চালানোর সময় মনে হয়, আমি আমার গন্তব্যের চেয়ে বেশি উপভোগ করছি যাত্রাপথের সৌন্দর্য।
🌿গাড়ি চালানোর সময় নিজের সাথে কিছু সময় কাটানোর উপায় খুঁজে পাই।
আরো অনেক সুন্দর মহূর্ত আছে যা লিখে শেষ করা যাবে না❤️
ধন্যবাদ জানাই প্রিয় বন্ধু Robin Khan -কে
তোমার জন্যই হয়তো দেশের মানচিত্র কে আমার স্বরনে আঁকতে পারলাম🥰