DXN2U

DXN2U DXN is an international company based in Malaysia. Founded in 1993 by Datuk Dr. Lim Siow Jin

29/07/2025
মাইগ্রেন — শুধু মাথাব্যথা নয়, এক নিঃশব্দ যন্ত্রণা।একটা মানুষের যার জীবনে এই মাইগ্রেন এবং এলার্জির problem আছে তাঁর আর সা...
22/05/2025

মাইগ্রেন — শুধু মাথাব্যথা নয়, এক নিঃশব্দ যন্ত্রণা।

একটা মানুষের যার জীবনে এই মাইগ্রেন এবং এলার্জির problem আছে তাঁর আর সারা জীবনে কোনো শত্রুর প্রয়োজন পড়ে না।

যারা মাইগ্রেনের ব্যথায় ভোগেন, তারা জানেন এই ব্যথা ঠিক কেমন—চোখের পেছনে তীব্র টান, আলো-আওয়াজ অসহ্য লাগে, বমি বমি ভাব, ঘোরে যাওয়া সব কিছু... যেন পুরো পৃথিবীটা থেমে যায় কয়েক ঘণ্টা বা কখনো কয়েক দিনের জন্য।

কিন্তু কিছু অভ্যাস আপনাকে এই যন্ত্রণা থেকে কিছুটা হলেও মুক্তি দিতে পারে।
মাইগ্রেন কমাতে যা করতে পারেন:

১. পর্যাপ্ত ঘুম:
রাতে কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুম খুব জরুরি। অতিরিক্ত ঘুম বা ঘুমের ঘাটতি—দুটোই ট্রিগার হতে পারে।

২. নির্দিষ্ট সময়ে খাবার:
খালি পেটে থাকা বা দীর্ঘ সময় না খেয়ে থাকাও মাইগ্রেনের কারণ হতে পারে। তাই সময়মতো হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন।

৩. জোরালো আলো ও শব্দ এড়িয়ে চলুন:
মাইগ্রেনের সময় মৃদু আলো ও নিরব পরিবেশে থাকুন। চাইলে চোখে ঠান্ডা কাপড় দিতে পারেন।

৪. হাইড্রেশন:
যথেষ্ট পানি পান করুন। শরীর ডিহাইড্রেটেড হলে মাথাব্যথা আরও বেড়ে যেতে পারে।

৫. কফি বা চা নিয়ন্ত্রিতভাবে:
ক্যাফেইন কখনো কখনো উপকার দিতে পারে, তবে অতিরিক্ত গ্রহণ মাইগ্রেন বাড়িয়ে দিতে পারে। বুঝে ও নিয়ন্ত্রিতভাবে খান।

৬. স্ট্রেস কমান:
অতিরিক্ত মানসিক চাপ মাইগ্রেনের বড় ট্রিগার। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন—শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, মেডিটেশন বা হালকা হাঁটাহাঁটি করতে পারেন।

৭. প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিন:
বারবার মাইগ্রেন হলে চিকিৎসকের পরামর্শ নিন। কারণ প্রতিটি শরীরের ব্যথা আলাদা গল্প বলে।

মাইগ্রেনের ব্যথা বোঝে না সবাই, কিন্তু যারা বোঝে—তাদের জন্য এই টিপস।
নিজেকে সময় দিন, নিজের শরীরকে ভালোবাসুন।
Lingzhi Black Coffee গ্রহণ করুন।
ধন্যবাদ। ❤️

এইটি কারো প্রয়োজনে লাগলে যোগাযোগ করুন ইনবক্সে
অথবা
whatsapp 👇👇👇 https://wa.me/0500473827

🍀DXN Spirulina Cereal🍀🍀 ডিএক্সএন স্পিরুলিনা সিরিয়াল🍀স্পিরুলিনা ভারসাম্যযুক্ত খাবার হিসাবে সুপরিচিত এবং হাই ফাইবার সিরিয...
22/05/2025

🍀DXN Spirulina Cereal🍀
🍀 ডিএক্সএন স্পিরুলিনা সিরিয়াল🍀

স্পিরুলিনা ভারসাম্যযুক্ত খাবার হিসাবে সুপরিচিত এবং হাই ফাইবার সিরিয়ালগুলি সাধারণত পুষ্টিবিদদের দ্বারা সুপারিশ করা হয়। DXN স্পিরুলিনা সিরিয়াল পুষ্টির সর্বোত্তম উৎস প্রদানের জন্য উচ্চমানের সিরিয়াল এবং 100% জৈব স্পিরুলিনা পাউডার থেকে তৈরি ভারসাম্যযুক্ত ক্ষারযুক্ত খাবার। ডিএক্সএন স্পিরুলিনা সিরিয়াল (ISO 14001 এবং GMP) মান মেনে পুরোপুরি জৈব পরিবেশে মালয়েশিয়ার আলোর সেতারে স্পিরুলিনা চাষের পুরো প্রক্রিয়াটি পরিচালনা করে। স্পিরুলিনা শৈবাল সেরা মাদার প্রকৃতি সরবরাহ করে এমন সুপার ফুড হিসাবে সুপরিচিত।

বিস্তৃত পুষ্টিগুণ প্রাকৃতিকভাবে এবং সহজেই স্পিরুলিনার 100% প্রাকৃতিক উপায়ে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনেরাল পরিপূরক খাবার চান তাদের জন্য DXN স্পিরুলিনা পাউডার গম, যব ও ভ্যানিলিনের সমন্বয় তৈরি কেমিক্যাল মুক্ত পুষ্টি উপাদানে ভরপুর ঔষধী গুন সম্পন্ন সুপার ফুড ও ২১ শতাব্দীর শ্রেষ্ঠ সম্পুরক খাবার নিয়ে আসছে।

DXN স্পিরুলিনা সিরিয়ালের উপকারিতা:
🍀 শিশুর পুষ্টির অবস্থার উন্নতি করে।
🍀 রক্তের ঘাটতি দুর করে।
🍀 রক্ত শূন্যতা প্রতিরোধ করে।
🍀 হজম শক্তি বৃদ্ধি কারক ও রূচি কারক।
🍀 রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করে।
🍀 ওজন হ্রাস করে ও এলার্জি প্রতিরোধ করে।
🍀 চোখে দেখার ক্ষমতা বজায় রাখে।

এটি একটি কোলেস্টেরল মুক্ত খাবার প্রতিস্থাপন যা সমস্ত বয়সের জন্য উপযুক্ত। প্রস্তুত করা খুবই সহজ কেবল গরম পানির সাথে আপনার স্পিরুলিনা সিরিয়াল মিশ্রণ করলে হয়ে যাবে তবে দুধ যুক্ত করলে একটু বেশি মজা পাবেন তাই বাচ্ছাদের জন্য দুধ মিশ্রণ করলে খেতে আনন্দ পাবে।

এই প্রোডাক্ট টা বিশ্বের যেকোনো যায়গায় পাওয়ার জন্য ইনবক্সে যোগাযোগ করুন

DXN Spirulina Cereal🍀
🍀 DXN Spirulina Serial🍀

প্রয়োজন হলে ইনবক্সে যোগাযোগ করুন। যে কোনো দেশ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ।

Heartfelt Congratulations to our respected leader  Anisur Rahman on achieving the prestigious rank of Executive Star Dia...
01/05/2025

Heartfelt Congratulations to our respected leader Anisur Rahman on achieving the prestigious rank of Executive Star Diamond at DXN e-World!

Your dedication, leadership, and tireless efforts have inspired many of us to dream bigger and work harder. This achievement is a testament to your vision and commitment to excellence.

One World | One Market | One Family

Wishing you continued success and many more milestones ahead. Let’s rise together!

অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের প্রিয় নেতা জনাব আনিসুর রহমানকে, DXN e-World-এ Executive Star Diamond পদে উন্নীত হওয়ায়!

আপনার পরিশ্রম, নেতৃত্বগুণ এবং অনুপ্রেরণামূলক পথচলা আমাদের সকলের জন্য একটি উদাহরণ। এই অর্জন আপনার প্রতিশ্রুতি ও লক্ষ্যসাধনার জীবন্ত প্রমাণ।

One World | One Market | One Family

আপনার আগামীর পথচলা আরও সফল হোক—এই কামনায়। আসুন, একসাথে সামনে এগিয়ে চলি!

Address

Dammam
34621

Alerts

Be the first to know and let us send you an email when DXN2U posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram