20/05/2025
ভেতরের যুদ্ধ....
মানিয়ে নিতে পারছি না আর।
প্রতিদিন সকালটা যেন কাঁটার বিছানা।
ঘুম ভাঙে, কিন্তু জেগে ওঠা হয় না।
চারপাশে এত চেনা মুখ, তবুও অচেনা লাগে।
আনমনে হাঁটি, নিজের ছায়াকেও ভয় পাই।
সব কিছু আগের মতো থাকলেও, আমি আর আগের মতো নেই।
নিজেকেই প্রতিদিন বোঝাই—এইটাই জীবন।
কিছু হারানো, কিছু ছেড়ে দেওয়া, কিছু গিলে ফেলা—নিয়ম হয়ে গেছে।
তবু কোথাও একফোঁটা আশা ছিল…
ভাবতাম, সময় সব ঠিক করে দেবে।
কিন্তু সময় শুধু চলেছে, কাউকে কিছু দেয়নি।
মানিয়ে নিতে নিতে ক্লান্ত আমি,
কখনো কখনো মনে হয়—এই বাঁচাটা শুধুই একটা অভ্যাস।
না থাকা থেকে একটু ভালো, কিন্তু খুব বেশি কিছু নয়।
কেউ বোঝে না, বোঝার চেষ্টাও করে না।
সবাই শুধু বলে—“ভুলে যাও”,
কিন্তু কেউ বলে না কিভাবে ভুলতে হয়।
এই মনটারও একটা সীমা আছে,
সবকিছু ধরে রাখতে পারে না।
একসময় ফেটে পড়ে, চুপচাপ।
কারো চোখে পানি হয়ে ঝরে না, কিন্তু ভিতরটা ভেঙে যায়।
আমি জানি না কবে স্বাভাবিক হবো।
হয়তো কোনোদিনই না।
কারণ, যে জায়গায় বারবার নিজেকে ছোট করতে হয়,
সেখানে মানিয়ে নেওয়া মানে আত্মাকে মেরে ফেলা।
আর পারছি না। সত্যি, আর পারছি না।