অপূর্ণ স্বপ্ন

12/07/2025

‘মনে রাখবেন মাঝে মাঝে খারাপ সময় আসে জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দিতে,,,

12/07/2025
12/07/2025

কথার আঘাত জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পরে যায় কিন্তু পঁচে যায় না।

11/07/2025

আমি আমার মা কে ভালোবাসি,,,।

এভাবেই পাথর দিয়ে থেঁতলে ব্যাবসায়ীকে খুন করে যুবদল নেতা মঈন।কি এক জঘন্য অমানবিক দৃশ্য। বিএনপির চাঁদাবাজরা ক্ষমতায় আসার...
11/07/2025

এভাবেই পাথর দিয়ে থেঁতলে ব্যাবসায়ীকে খুন করে যুবদল নেতা মঈন।
কি এক জঘন্য অমানবিক দৃশ্য। বিএনপির চাঁদাবাজরা ক্ষমতায় আসার আগেই খুনি হাসিনার রূপ ধারণ করেছে।

সামান্য টাকার জন্য মানুষ মারতে পারে কি জঘন্য বর্বরতা। এদের কাছে মানুষের মুল্য নেই। 😰
ধিক্কার দেই এই সব কুলাংগার দের যারা রাজনীতির নামে মানুষের জীবন নিয়ে খেলা করে। 😡



আলহামদুলিল্লাহইতিহাসে লেখা থাকবে! যখন ইহুদিদের ভয়ে মুসলিমদেশের শাসকরা চুপ হয়ে আছেন।মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ে চুপসে আ...
18/06/2025

আলহামদুলিল্লাহ

ইতিহাসে লেখা থাকবে! যখন ইহুদিদের ভয়ে মুসলিম

দেশের শাসকরা চুপ হয়ে আছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ে চুপসে আছে বিশ্ব।

তখনি এই ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ্ আল খামেনি মাথা নত না

করে

একাই লড়াই করে যাচ্ছেন দখলদার অশুভ শক্তির বারুদ ইজরাইল

ইহুদি বাহিনীর বিরুদ্ধে!

মহান আল্লাহ্ আপনার প্রতি সহায় হোক আমিন।








ভেতরের যুদ্ধ....মানিয়ে নিতে পারছি না আর।প্রতিদিন সকালটা যেন কাঁটার বিছানা।ঘুম ভাঙে, কিন্তু জেগে ওঠা হয় না।চারপাশে এত চ...
20/05/2025

ভেতরের যুদ্ধ....

মানিয়ে নিতে পারছি না আর।
প্রতিদিন সকালটা যেন কাঁটার বিছানা।
ঘুম ভাঙে, কিন্তু জেগে ওঠা হয় না।
চারপাশে এত চেনা মুখ, তবুও অচেনা লাগে।
আনমনে হাঁটি, নিজের ছায়াকেও ভয় পাই।
সব কিছু আগের মতো থাকলেও, আমি আর আগের মতো নেই।

নিজেকেই প্রতিদিন বোঝাই—এইটাই জীবন।
কিছু হারানো, কিছু ছেড়ে দেওয়া, কিছু গিলে ফেলা—নিয়ম হয়ে গেছে।
তবু কোথাও একফোঁটা আশা ছিল…
ভাবতাম, সময় সব ঠিক করে দেবে।
কিন্তু সময় শুধু চলেছে, কাউকে কিছু দেয়নি।

মানিয়ে নিতে নিতে ক্লান্ত আমি,
কখনো কখনো মনে হয়—এই বাঁচাটা শুধুই একটা অভ্যাস।
না থাকা থেকে একটু ভালো, কিন্তু খুব বেশি কিছু নয়।

কেউ বোঝে না, বোঝার চেষ্টাও করে না।
সবাই শুধু বলে—“ভুলে যাও”,
কিন্তু কেউ বলে না কিভাবে ভুলতে হয়।

এই মনটারও একটা সীমা আছে,
সবকিছু ধরে রাখতে পারে না।
একসময় ফেটে পড়ে, চুপচাপ।
কারো চোখে পানি হয়ে ঝরে না, কিন্তু ভিতরটা ভেঙে যায়।

আমি জানি না কবে স্বাভাবিক হবো।
হয়তো কোনোদিনই না।
কারণ, যে জায়গায় বারবার নিজেকে ছোট করতে হয়,
সেখানে মানিয়ে নেওয়া মানে আত্মাকে মেরে ফেলা।

আর পারছি না। সত্যি, আর পারছি না।

17/05/2025

সৌদি আরব এবং বাহরাইন এর মাঝখানে আছি

10/05/2025

আল্লাহ্ তা'আলার নীতিসমূহের অন্যতম মূলনীতি হলো, الجزاء من جنس العمل অর্থাৎ 'যেমন কর্ম তেমন ফল। ' সুতরাং যে ব্যক্তি যেমন কর্ম করবে, সে অনুরূপ ফল প্রাপ্ত হবে।

“কফিলের সাথে,,,عيد مبارك – تقبل الله منا ومنكمঈদ মোবারক – তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম,,,।
31/03/2025

“কফিলের সাথে,,,

عيد مبارك – تقبل الله منا ومنكم
ঈদ মোবারক – তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম,,,।

30/01/2025

" জীবনটা সংক্ষিপ্ত! প্রান খুলে হাসুন, মন থেকে বাঁচুন, খুব ছোট ছোট কারণ বেঁচে থাকার জন্য যথেষ্ট। ❤️❤️

17/09/2024

মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই, কারণ মানুষের সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায়।

Address

Dammam

Alerts

Be the first to know and let us send you an email when অপূর্ণ স্বপ্ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to অপূর্ণ স্বপ্ন:

Share

Category