Fastest-growing international business insider

Fastest-growing international business insider Health wealth and personal development

ডিএক্সএন এর চেকগুলো দেখে কি মনে প্রশ্ন জাগে?কিভাবে এত টাকা আয় করে?কিভাবে কোম্পানী এত টাকা দিচ্ছে?আদৌ সম্ভব কিনা?সবই সম্ভ...
13/07/2024

ডিএক্সএন এর চেকগুলো দেখে কি মনে প্রশ্ন জাগে?
কিভাবে এত টাকা আয় করে?
কিভাবে কোম্পানী এত টাকা দিচ্ছে?
আদৌ সম্ভব কিনা?
সবই সম্ভব, ডিএক্সএন সারা পৃথিবীতে ব্যবসা করে বিলিয়ন ডলার সেলস করে,আর এই সেলস এর লভ্যাংশই আমাকে-আপনাকে দিচ্ছে।
আপনার নেটওয়ার্কের শক্তি যত বেশি আপনার ইনকাম ততবেশি, অবাক হওয়ার কিছু নেই আজকের দিনে বাংলাদেশীরাও ৪লক্ষ, ৭ লক্ষ, ১০ লক্ষ, এমনকি ২৪/২৫ লক্ষ টাকা মাসে আয় করছে।
এখানে একটা যোগ্যতাই বেশি কাজ করেছে আর তা হলো- যারা ডিএক্সএন কে ভালবেসেছে এবং বিশ্বাস করেছে এই প্রতিষ্ঠান তার শ্রমের মূল্যায়ন করবে তাই আজ তারা সফল।

07/07/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেওবােঝা মনে হয়।কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়।বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়...
07/07/2024

বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও
বােঝা মনে হয়।
কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়।
বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়।
পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলাে
আপনার উপকারের কথা
মানুষ বেশিদিন মনে রাখবে না।
জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলাে, কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর।
এই বাস্তবতা আপনি মানলেও সত্যি,
না মানলেও সত্যি।

আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর সে একই পত্রিকার
১ কেজির দাম ১০ টাকা।
হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলাে গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলােই কেজি মাপে বিক্রি করে দেন।
সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর।
আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে ২ টাকা দেয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূণ্য অর্জন হবে।
বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না।এতকিছুর পরও চলুন
একটু হেসে কথা বলি।
রাগটাকে কমাই।
অহংকারকে কবর দেই।
যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান।

আপনি কারাে জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান। কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে।
আবার কেউ যদি আপনার জন্য খুব ছােট কিছুও করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন। কারণ এটা
আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতাসম্পন্ন একজন ভালাে মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে।

সংগৃহীত পোস্ট।

Shout out to my newest followers! Excited to have you onboard! Rodela Akter, Md Sentu, MD Ripon, Mushfika Islam Islam
09/05/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Rodela Akter, Md Sentu, MD Ripon, Mushfika Islam Islam

08/05/2024
DXN কি????? অনেকেই জানতে চায় কাজটা কি? কাজ হচ্ছে International business  with DXN.DXN হচ্ছে মালয়েশিয়ান কোম্পানি যার ২০০+...
08/05/2024

DXN কি????? অনেকেই জানতে চায় কাজটা কি? কাজ হচ্ছে International business with DXN.
DXN হচ্ছে মালয়েশিয়ান কোম্পানি যার ২০০+ দেশে ব্যবসা রয়েছে।
কেন আমাদের DXN বিজনেস করা দরকার?

🛑 DXN এটা কি?
DXN মুলত মালেশিয়ান কোম্পানি। DXN মাশরুম নিয়ে কাজ করে। আর আমরা জানি মাশরুম শরীরের জন্য খুবই উপকারী খাদ্য হিসেবে প্রাচীন যুগ থেকে প্রমাণিত।🛑 DXN এর বিজনেস পৃথিবীর ২১০ টি দেশে প্রতিষ্ঠিত অফিস ৫০০০+ আর স্টক পয়েন্ট ১৫০০০+

১৯৯৩ সাল থেকে আজ অবধি সুনামের সাথে বিজনেস করে টপ ফিফটিন কোম্পানিতে স্থান করে নিয়েছে।
বিস্তারিত,Goggle, YouTube এ DXN লিখে সার্চ দিয়ে দেখতে পারেন।

🛑 আমি DXN কেন করি?

আমি স্বপ্ন দেখি এই বিশ্বায়নের যুগে নিজেকে world wide বিজনেস ম্যান হিসেবে দেখতে এটা DXN এর মাধ্যমে সম্ভব।
🛑 DXN এ বিজনেস করতে কোন পুজি লাগে না।
🛑 কোন ধরনের প্রেশার,টার্গেট,ডিমোশনের সুযোগ নাই।
🛑 কাজ বন্ধ করলে ও আইডি বন্ধ হবে না। জীবনের যেকোন মুহূর্তে আবার ওখান থেকে কাজ শুরু করা যাবে।
🛑 নিজের মেধা খাটিয়ে কাজ করলে খুব দ্রুত নিজেকে ইম্প্রুভ করার সুযোগ আছে।

🛑 DXN করতে যা লাগে।
টেকনিক, টেকনোলজি
আর ধৈর্য ধারণ করতে হবে শর্টকাট কোন পথ নাই বিজনেস করলে ইনকাম করার সুযোগ আছে।

🛑 DXN কি নিয়ে কাজ করে?

DXN এর অনেক পন্য নিয়ে কাজ করে বাট আমি নতুনদের জন্য যেটা সাজেস্ট করি যেটা নিত্য প্রয়োজনীয় যেমন।
DXN এর টুথপেষ্ট।
DXN এর সাবান।
DXN এর শেম্পু ।
DXN এর ফেসওয়াস।
DXN এর টুথব্রাশ।
DXN এর Black and মাশরুম কফি।
DXN এর spriliana ভিটামিন এবং ক্যালসিয়াম ট্যাবলেট।
DXN এর কোকোজি অনেক সুস্বাদু এবং পুষ্টিকর।
DXN এর রোজেল জুস।
DXN এর মরেণজি জুস।

DXN এর প্রোডাক্ট নিয়ে কাজ করার আগে নিজে use করে নিজের ভালো লাগলে share and Business করবেন। কারন DXN এর প্রোডাক্ট অসাধারণ আমি নিজে ইউস করি।

🛑 DXN আপনাকে সুন্দর একটি স্টেজ দিচ্ছে। DXN এর প্রোডাক্ট কে প্রোমট করবো বিশ্বের যেকোন জায়গায় প্রোডাক্ট বিক্রি করলে রয়েলিটি পাব ইনশা আল্লাহ।
বিস্তারিত জানতে ইনবক্স করুন।
Wa.me/966571013393

যখনই মনে হবে, 'জীবন হ্যামস্টার হুইলের মধ্যে আটকে আছে, সামনে আগাচ্ছে না কিংবা আগাতে পারছি না,' তখনই বুঝবেন, আপনার নিজের স...
08/05/2024

যখনই মনে হবে, 'জীবন হ্যামস্টার হুইলের মধ্যে আটকে আছে, সামনে আগাচ্ছে না কিংবা আগাতে পারছি না,' তখনই বুঝবেন, আপনার নিজের সাথে নিজের বোঝাপড়ায় ঘাটতি আছে এবং এই না আগানোর জন্য মূলত আপনিই দায়ী। জীবন ঠিকই আগাচ্ছে এবং সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি সেটা ধরতে পারছেন না। পহেলা মে, ২০২৪ আপনার জীবনে দ্বিতীয়বার আর আসবে না। পরের বছর হবে ২০২৫। ১০০ বছর পরে ২১২৪ সাল। আজকের দিনটির দিকে তাকান এবং সেটিকে কাজে লাগান। নিজেকে ব্যস্ত করুন। পেশাগত কাজ দিয়ে, পারিবারিক কাজ দিয়ে, সামাজিক কাজ দিয়ে, পড়ালেখা দিয়ে, সৃজনশীল কোন কিছু চেষ্টা করা দিয়ে, নতুন আয়ের পথ খোলার চেষ্টা দিয়ে। সময় কোথা দিয়ে পার হয়ে যাবে টেরই পাবেন না। একটু নিজের সাথে নিজে স্থির হয়ে বসুন। দেখবেন করবার মতো এবং নিজেকে গড়বার মতো হাজারটা জিনিস আছে চারপাশে। জীবনে একটাই এবং সেটা একমুখী যাত্রা। সেটাকে অর্থপূর্ণ করে তোলার দায়িত্ব আপনার।

Address

Khobar
34425

Alerts

Be the first to know and let us send you an email when Fastest-growing international business insider posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Fastest-growing international business insider:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram