Dhaka medical center riyadh

Dhaka medical center riyadh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhaka medical center riyadh, Hospital, Batha, Riyadh.

তাশরিকের দিনগুলোতে যে তাকবির পড়ে তাকে তাকবিরে তাশরিক বলে। ৯ জিলহজ ফজরের নামাজ হতে ১৩ জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্তের...
13/06/2024

তাশরিকের দিনগুলোতে যে তাকবির পড়ে তাকে তাকবিরে তাশরিক বলে। ৯ জিলহজ ফজরের নামাজ হতে ১৩ জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্তের সময়কে তাশরিকের দিন ধরা হয়। এই ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর কোনো কথা বা সুন্নত নামাজ না পড়ে একবার করে তাকবিরে তাশরিক বলা ওয়াজিব।

19/09/2021

আপনার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।
টাকা অর্জনের জন্য স্বাস্থ্য নষ্ট করছেন আর স্বাস্থ্য ঠিক রাখার জন্য টাকা খরচ করছেন? সতর্ক হোন।

13/03/2019

Urgently Need Doctors:
Urgently Need Doctors and Nurses for Medical Center:
1) Internal Medicine -1
2) Optometrist - 1
3) Orthopedic - 1
4) Radiologist -1
5) X-ray Technician- 1
6) Nurse -5
Interested can send CV throw email: bdsmedicalcenter@gmail.com
or,whatsapp: 0502025490. for any information can contact: 0551562224

14/03/2018
মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্ঠা জনাব, ইকবাল সুবহান চৌধুরী ও আমি শাহিদ আহমদ
28/01/2018

মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্ঠা জনাব, ইকবাল সুবহান চৌধুরী ও আমি শাহিদ আহমদ

25/01/2018

জন্ডিস নিয়ে ভাবনা

★★★ জন্ডিসকে অনেকেই রোগ বলে থাকেন। প্রকৃতপক্ষে জন্ডিস (Jaundice) কোনো রোগ নয়, বরং রোগের উপসর্গ। ফরাসি jaune শব্দ থেকে Jaundice নাম করণ করা হয়েছে । ফরাসি ভাষায় শব্দটির অর্থ হলো হলুদ। এই রোগে আক্রান্ত হলে চামড়া ও চোখ হলুদ দেখায় কারণ শরীরে বিলুরুবিন নামে হলুদ রঙএর পদার্থের পরিমাণ বেড়ে যায় ।

মানব দেহে বিলুরুবিনের স্বভাবিক পরিমাণ ১ হতে ১.৫ মিলিগ্রাম/ডেসিলিটার । রক্তে এই উপাদানের মাত্রা এর দ্বিগুণ হলে বাইরে থেকে তা বোঝা যায়। কিছু ক্ষেত্রে প্রশ্রাব গাঢ় হলুদ হয়ে যায়। রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে চামড়া পাণ্ডুর বা ফ্যাকাশে দেখা যায় বলে জন্ডিসকে আগে পাণ্ডুরোগ বলা হত । ভারতীয় উপমহাদেশে জন্ডিসের একটি প্রধান কারণ হল ভাইরাস ঘটিত হেপাটাইটিস।

★★★ বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ইউনাইটেড হাসপাতালের গ্যাস্ট্রো এন্ট্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহবুব আলমের সাথে আমরা এ রোগ নিয়ে কথা বলেছিলাম। বিলুরুবিনের পরিমাণ নানা কারণে বেড়ে যেতে পারে। লিভার বা যকৃত কোষে নানা ধরণের ভাইরাসের আক্রমণের ফলে এমনটি হতে পারে অথবা যকৃতে যে বিলুরুবিন তৈরি হয় তা বের হয়ে যাওয়া পথে কোনো বাঁধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কারণেও এমনটা হতে পারে।

ভাইরাসের কারণে বিলুরুবিনের পরিমাণ বেড়ে যাওয়াকে চিকিৎসকরা লিভার প্রদাহ বা প্যারেন্টাইনাল ডিজিজ বলেন। যে সব ভাইরাস লিভার বা যকৃতে সংক্রমণ ঘটিয়ে বিপদ ডেকে আনে তার মধ্যে সেগুলোর নাম হলো এ, ই এবং বি ভাইরাস। অনেকেই হেপাটাইটিস বি' ভাইরাসকে নীরব ঘাতক বলে অভিহিত করে থাকেন । হেপাটাইটিস-বি ভাইরাস যা মুলত লিভারকে আক্রমণ করে। এর সংক্রমণের ফলে পৃথিবীর অন্যতম ঘাতক ব্যাধি লিভার সিরোসিস ও লিভার ক্যান্সার হতে পারে ।

★★★ বিশ্ব স্বাস্হ্য সংস্হার মতে, বাংলাদেশের মোট জনসংখ্যার ৫ শতাংশ হেপাটাইটিস-বি ভাইরাসের দীর্ঘমেয়াদি বাহক এবং এদের ২০ শতাংশ লিভার ক্যান্সার ও সিরোসিসের কারণে মারা যেতে পারে। বাস্তবে হেপাটাইটিস-বি এইডসের চেয়ে ১০০ গুণ বেশি সংক্রামক এবং প্রতি বছর এইডসের কারণে পৃথিবীতে যত লোক মৃত্যুবরণ করে তার চেয়ে বেশি মৃত্যুবরণ করে হেপাটাইটিস-বি'র কারণে ।

তবে আশার কথা হলো হেপাটাইটিস বি ভাইরাসের টিকা আছে । এ টিকা যে কোনো বয়সে নেয়া যায়। হেপাটাইটিস বি-র টিকা ৪ টি ডোজ নিতে হয় । প্রথম তিনটি ১ মাস পর পর এবং চতুর্থ ডোজটি প্রথম ডোজের ১ বছর পর নিতে হয় । হেপাটাইটিস বি এবং ই ভাইরাস রক্তের মাধ্যমে সংক্রমিত হয় । এ ছাড়া অন্যান্য ভাইরাস দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে সংক্রামিত হয়। সাধারণ ভাবে বিশ্রাম নিলে জন্ডিসে আক্রান্ত রোগী চার থেকে ছয় সপ্তার মধ্যে ভাল হয়ে যায়।

কিন্তু জন্ডিসের চিকিৎসার জন্য যদি কেউ হারবাল বলে কথিত কোনো চিকিৎসা পদ্ধতির দিকে ঝুকেন তবে রোগ জটিল হয়ে উঠতে পারে । ছয় সপ্তা দুরের কথা ছয় মাসেও রোগী ভাল নাও হতে পারেন । কাজেই এ ধরণের চিকিৎসা থেকে রোগীর স্বার্থেই সবার দূরে থাকা উচিত । তা না হলে চিকিৎসা করাতে গিয়ে রোগকে আরো জটিল করে তোলা হবে । তাই কোনো অবস্থায় হাতুড়ে ডাক্তার কবিরাজ দিয়ে জন্ডিসের রোগীর চিকিৎসা করাবেন না।

25/01/2018

Address

Batha
Riyadh
111432

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka medical center riyadh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dhaka medical center riyadh:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category