16/04/2022
আমিও এককালে এই হোমিওপ্যাথি চিকিৎসাকে প্লাসিবো ইফেক্ট ভাবতাম কিন্তু দু'টি ঘটনা আমাকে এর প্রতি অনুরক্ত করে।
২০০৮ সালের ঘটনা। আমার ২ বছরের মেয়ের গায়ে লাল লাল গোটা মত উঠলো। ঢাকার একজন ভাল স্কিন স্পেশালিষ্ট দেখালাম। মেডিকেল টেস্ট শেষে বললেন, লেজার দিয়ে সারাতে হবে। দ্বিতীয় ডাক্তার দেখালাম, সেম ডায়াগনোসিস। সে সময় লেজার চিকিৎসা নতুন এবং ব্যয়বহুল। অফিসে এক কলিগের সাথে শেয়ার করলাম ব্যাপারটা। উনি হোমিও রেফার করলেন। হোমিও ডাক্তার অশুধ দিয়ে বললেন, প্রথমদিকে বাড়তে পারে, তবে বাড়লে ভয় নেই ভাল হয়ে যাবে। যেমন বলেছে হুবহু তাই ঘটল। ৩ সপ্তাহ পর মেয়ের শরীর থেকে সব দূর হয়ে গেল।
আমার প্রশ্ন ২ বছরের বাচ্চার ক্ষেত্রে প্লাসিবো ইফেক্ট প্রযোজ্য নয়, তাহলে সারলো কী করে?
জনৈক চিকিৎসক বন্ধু সব শুনে বললেন, হোমিওপ্যাথি ওষুধের কারণে নয় বরং ৩ সপ্তাহ পর এমনিতেই সেরে যেত।
আমার প্রশ্ন, যদি এমনিতেই সেরে যাবার মত বিষয়ই ছিল তাহলে দু'জন চর্ম বিশেষজ্ঞ সেটা বোঝে নি কেন? দুজনেই বাচ্চাকে লেজার করতে বললেন কেন?
সমসাময়িক আর একটি ঘটনা। আমার নাকের ভিতরে ফোড়া উঠল। এক পরিচিত হোমিওপ্যাথি ডাক্তার তা দেখে বললেন,"হাত দিবেন না খবরদার! ইনফেকশন হয়ে যাবে। ৩০ টাকা দিন কাল অসুধ দেব!" পরিচিত ডাক্তার চেয়েছেন তাই চক্ষু লজ্জায় দিলাম। বিশ্বাস নাই, টাকা দিয়ে কেনা তাই খাই আর কি। জানি, নাকের ফোড়া তো এমনিতেও ৫-৭ দিন পর ভাল হবে! কিন্তু ব্যাপারটা সেখানে না। আমার পায়ের বুড়ো আংগুলের নিচে একটা খরখরে বড় আচিল টাইপের ছিল। যেটা ৩-৪ বছর যাবত নানা চিকিৎসাতেও সারে নি, খেয়াল করলাম এ ঔষধ খাবার পর সেটাও শুকিয়ে ভাল হয়ে গেল। এটাও কি প্লাসিব?!
সারমর্ম এই যে হোমিওপ্যাথি ওষুধে রোগ সারলে তা প্লাসিব ইফেক্ট আর এলোপ্যাথিতে সারলে তা ওষুধের গুণ?😄
ভাবলাম এ বিদ্যায় কি আছে শিখব। ইভিনিং এ DHMS কোর্সে ভর্তি হলাম, শেষ করলাম। পরিচিত ডাক্তার বন্ধুদের সাথে ওঠাবসা করি, নেটে পড়াশুনা করি, টুকটাক রোগীও দেখি। পেশার জন্য না, বরং শেখার জন্য। মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতাম তাই চিকিৎসাকে ব্যবসা হিসেবে নিতে হয় নি। বিনে পয়সায় চিকিৎসা দিতাম, তাই রোগীও অনেক ছিল। অনেকেই আরোগ্য হয়ে আপ্লুত প্রশংসা জানাতো। ভালই লাগতো।
সুইডেনে চলে আসার পর সব রোগীদের সাথে ঠিকমতো যোগাযোগ হয়ে ওঠে নি। বাংলাদেশের সাথে সময়ের পার্থক্য একটা বাধা। অনেকেই অনুরোধ করেছেন একটা পেজ খুলতে। তাই এই উদ্যোগ। যদিও হোমিওপ্যাথি চিকিৎসায় রোগীর প্রত্যক্ষ উপস্থিতি একান্ত কাম্য। তাই যে সব হোমিওপ্যাথিভক্ত রোগীর কেস জটিল তাদেরকে দেশে কোন হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে দেখা করে চিকিৎসা নিতে বলব। দেশে যারা আমার কাছে চিকিৎসা নিতেন তাদের ফলোআপ সেইসাথে সাধারণ রোগীরা শুধুমাত্র শনি ও রবিবারে যে কোন সময় ম্যাসেঞ্জারে বা পেজে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
গোথেনবার্গ, সুইডেনে কোন বাংলাদেশী রোগী হোমিওপ্যাথিতে আস্থাশীল থাকলে যোগাযোগ করতে পারেন।