18/10/2022
সিঙ্গাপুরে আসছেন মাত্র ১৫ দিন হয়েছে -
এখনো পারমিট কার্ড ও পাননি এই প্রবাসী ভাইটি !
গতকাল মেরিমাউন্টে কাজের সাইটে হঠাৎ হার্ট অ্যাটাক করে শেষ নিঃশ্বাস ত্যা গ করেন এক সিঙ্গাপুর সিঙ্গাপুর প্রবাসী।
এ মৃ ত্যু র দায় কে নেবে !! কম্পানি !!
ট্রেনিং সেন্টার!! এজেন্সি!! নাকি পরিবার !! নাকি সে নিজে ??
২২-২৪ বছরের একটা ছেলেকে যদি আপনি লক্ষ টাকা বেতনের লোভ দেখিয়ে একটা সাপ্লাই কম্পানিতে এনে দেন তাহলে তো সে ছেলে হার্ট অ্যাটাক করে মা রা যাবেই !!
৯ লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুরে এসে যদি দেখে একটা সাপ্লাই কম্পানি !! উনি যে কম্পানিতে এসেছে সেখানে বেতন পেতেন সর্বোচ্চ ৭০০-৭৫০ ডলার !
এ বেতনে চাকরি করে উনি সর্বোচ্চ ৩০ হাজার টাকা দেশে পাঠাতে পারতেন !
তার মানে উনার ঋনের টাকা পরিশোধ করতেও ৩ বছর লাগতো !! ২২ বছরের একটা কিশোর কি এতো টেনশন নিতে পারে !!?
যেখানে আমাদের পাশের দেশ মায়ানমার থেকে সিঙ্গাপুরে আসতে খরচ হয় সর্বোচ্চ আড়াই লাখ টাকা -
সেখানে আমাদের খরচ হয় ৯ লক্ষ !!
এগুলো কি দেখার কেউ নেই !!
এই যে প্রবাসী ভাইটি গতকাল হার্ট অ্যাটাক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এ দায় বার কি রাষ্ট্রের উপর যায় না !!
অনেক কিছুই বলার ছিলো বললে আবার হুমকি দেয়ার জন্য একদল বসে আছে ।।
সজিব আহম্মেদ
সিঙ্গাপুরে একজন হতভাগা প্রবাসী।