25/02/2020
জনস্বার্থে 𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗨𝗽𝗱𝗮𝘁𝗲: Covid-19 till 25 Feb 2020
করোনা ভাইরাস কীভাবে প্রতিরোধ করবেন?
ভাইরাসটিতে সংক্রমণের লক্ষণ হচ্ছে সর্দি, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্টজনিত সমস্যা। এছাড়া জ্বর ও মাথাব্যথাও হতে পারে। এর নির্দিষ্ট চিকিৎসা নেই, কোনো ভ্যাকসিনও নেই।
আপাতত প্রতিরোধের একমাত্র উপায় হলো - সচেতন থাকাটাই মূল বিষয়।
1. যারা ইতোমধ্যেই আক্রান্ত হয়েছেন বা এই ভাইরাস বহন করছেন তাদের সংস্পর্শ এড়িয়ে চলা।
2. হাত দিয়ে নাক-মুখ স্পর্শ না করা, সবসময় সাবান দিয়ে হাতে ধোয়া; অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে।
3. হাঁচি ও কাশি দেওয়ার সময় নাক ও মুখ ঢেকে রাখুন।
4. বাইরে বেরোনোর সময় মাস্ক ব্যবহার করুন।
করোনা ভাইরাস সম্পর্কে নিজে সতর্ক হউন, আপনার প্রিয়জনকে সতর্ক করুন!