04/08/2025
🦟 চিকুনগুনিয়া জ্বরের লক্ষণগুলো চিনে নিন সময় থাকতেই!
বৃষ্টির মৌসুমে মশাবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। এরমধ্যে চিকুনগুনিয়া একটি ভয়ানক ও যন্ত্রণাদায়ক রোগ, যা Aedes মশার মাধ্যমে ছড়ায়। সময়মতো লক্ষণগুলো চিনে চিকিৎসা নিলে জটিলতা এড়ানো সম্ভব।
⚠️ সাধারণ লক্ষণসমূহ:
▪️ হঠাৎ উচ্চমাত্রার জ্বর (১০২°F বা তারও বেশি)
▪️ গিঁট বা জয়েন্টে তীব্র ব্যথা (হাত, পা, আঙুল, কবজি ও গোড়ালি)
▪️ পেশিতে ব্যথা ও দুর্বলতা
▪️ শরীরে লালচে র্যাশ / ফুসকুড়ি
▪️ মাথাব্যথা ও চোখে ব্যথা
▪️ বমি বমি ভাব ও হজমে সমস্যা
▪️ অবসাদ ও ঘুম ঘুম ভাব
🔍 অনেকে একে ডেঙ্গু ভেবে ভুল করেন, তবে জয়েন্ট ব্যথা চিকুনগুনিয়ার অন্যতম আলাদা বৈশিষ্ট্য। এই ব্যথা জ্বর সেরে যাওয়ার পরও সপ্তাহ বা মাসব্যাপী থাকতে পারে।
🏥 চিকিৎসায় আছেন:
ডাঃ মহিউদ্দীন মহিন
🔹 মেডিসিন, হৃদরোগ, হাইপ্রেসার, ডায়াবেটিস, কিডনী, লিভার
🔹 স্ট্রোক, বাত-ব্যথা, শ্বাসকষ্ট, চর্মরোগ ও শিশু রোগে অভিজ্ঞ
📌 কোর্টবাজার ডিজিটাল হাসপাতাল
📍 প্রধান সড়ক, কোর্টবাজার, উখিয়া, কক্সবাজার।
সিরিয়ালের জন্য:
01324 318556, 01858- 242481