Nahid Hasan

Nahid Hasan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nahid Hasan, Doctor, Boardman, OH.

04/20/2025

best physiology book you will ever read.

08/08/2024

Orientation Lecture scheduled at 9 AM tomorrow for New USMLE Step 1 Batch! You are invited! Join the WhatsApp group link given in the comment box!

07/06/2024

Good News!

I'm resuming my mentoring for USMLE Step 1. Gonna start a new batch soon this month. Join the Whatsapp group given in the comment section if interested!

03/30/2024

50 % Discount on All USMLE Step 1 Lectures .

Deadline- 5th April.

12/26/2023

আমেরিকাতে ক্লিনিক্যাল রোটেশন করব কিভাবে?

New Lecture Uploaded!
06/21/2023

New Lecture Uploaded!

Almost 250 Lectures for USMLE Step 1! Detailed explanations ! Deadline to Subscribe my Lectures- 05 th June. Follow the ...
05/31/2023

Almost 250 Lectures for USMLE Step 1! Detailed explanations !

Deadline to Subscribe my Lectures- 05 th June.
Follow the Pinned Post for Instructions.

05/26/2023

এটেনশন এভ্রিওয়ান-
আমি কারেন্টলি আর লাইভ ক্লাস নিচ্ছি না। প্রায় আড়াই বছররের মত সময়ে শত শত স্টুডেন্ট পড়িয়েছি শুধু USMLE Step 1 এর জন্য। আমার লেকচারে একসেস পাওয়ার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে রেকর্ডেড ক্লাস নেয়া। একসেস থাকবে দুই বছর। একসেস নেওয়ার আগে আমার কিছু রেকর্ডেড লেকচার দেখে নিতে পারেন। সিস্টেমওয়াইজ নিতে পারেন অথবা সব গুলা সিস্টেম একসাথে একসেস নিতে পারেন। সব গুলা সিস্টেম একসাথে নিলে ডিসকাউন্ট ৫০%। এবং এটা শুধু ৫ জুন পর্যন্ত।

পেমেন্ট ডিটেইলসের জন্য এবং ডেমো রেকোর্ডেড ক্লাস দেখতে চাইলে ইনবক্স করতে হবে।

Biochemistry- 20 Lectures
Cardiovascular System - 25 Lectures
Renal System- 15 Lectures
Reproductive System - 15 Lectures
Respiratory System - 15 Lectures
Rheumatology System - 15 lectures
Neuroanatomy and Neurology - 22 Lectures
Gastrointestinal System - 19 Lectures
Hematology & Oncology - 15 Lectures
Microbiology and Antimicrobials- 32 Lectures
Endocrine System - 14 Lectures
General Pharmacology and General Pathology -11 Lectures
Dermatology System - 11 lectures
ECG and CT scan- 6 Lectures
Psychiatry- 6 Lectures
Ethics and Biostat- 6 Lectures
Ophthalmology & Immunology - 7 lectures

আই রিপিট , ডিসকাউন্টেড পেমেন্ট এভেইলভেল ৫ জুন পর্যন্ত।

04/09/2023

ফাইনাল ইয়ারে থাকতে ২০২০ এর অক্টোবরে ইউএসএমএলই স্টেপ ওয়ান দেবার পর একটা ডিটেইলড পোস্ট দিছিলাম টাইমলাইনে আর প্ল্যাটফর্মে। এত হাজার হাজার মানুষের রেন্সপন্স দেখে দুইদিন পর অবশ্য প্ল্যাটফর্ম থেকে পোস্ট টা ডিলিট দিছিলাম আর আমার টাইমলাইনে অনলি মি, কারণ এই এটেনশন জিনিস টা আমার একদম ই সহ্য হয় না, সাফোকেটেড লাগে। উদ্দেশ্য ছিল শুধু জুনিয়র দের মোটিভেট করা, সেটা ভাল মত করতে পেরেছি বলেই মনে হয়, আমার পরে অনেক জুনিয়র ফাইনাল ইয়ারে স্টেপ ওয়ান দেবার সাহস করেছে। কিন্তু আর একটা উদ্দেশ্য আমার ইনটেনশনাল ছিল না, সেটা হচ্ছে গত আড়াই বছরে যে কত শত বার ভেংগে পড়েছি আর আমার নিজের পোস্ট টা পড়ে মোটিভেটেড হয়েছি আমি জানি না। আজকের পোস্ট টা লেখার উদ্দেশ্য আগের মতোই, কিন্তু এবার দুটো উদ্দেশ্যেই ইনটেনশনাল। নিজেই হয়ত পড়ব কয়েকশ বার।

ইমার্জেন্সি মেডিসিনে রেসিডেন্সি করব এই স্বপ্ন দেখেছি থার্ড ইয়ার থেকে, কিন্তু আমেরিকাতে ইমার্জেন্সি মেডিসিনে নন ইউ আই এম জি নেয় না, ভিসা রিকোয়ারিং দের জন্য আরো টাফ, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুকরিয়া। বাংলাদেশ থেকে ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট পারসন হিসেবে রেসিডেন্সি শুরু করব ইনশাআল্লাহ, ইমার্জেন্সি মেডিসিনে বোধ হয় আমিই বাংলাদেশ থেকে প্রথম। আমার আম্মু বিশ্বাস করে আমি অনেক কিছুর পাইওনিয়ার হবো। এই জার্নি তে এমন কিছু মানুষ পেয়েছি যাদের প্রতি আমি ফরএভার গ্রেইটফুল, কিছু কারণে এখানে মেনশন দিচ্ছিনা।

২০১৬ সালে মেডিকেল কলেজে ভর্তির সময় থেকেই স্বপ্ন ছিল আমেরিকায় রেসিডেন্সি করব। এর বড় স্বপ্ন আমি কিভাবে দেখতে শিখেছিলাম আমি নিজেই জানি না, কারণ আমার আমেরিকার গ্রীন কার্ড তো দূরে থাক, আমেরিকার পঞ্চাশটা স্টেটে থার্ড অর্ডার রিলেটিভ ও নাই, তবে আমার কলেজ রাইফেলসের একটা ভাইটাল রোল ছিল বলে ফিল করি। মনে আছে ফাইনাল প্রফের সময়টাতে প্রায় ৫০০ ইমেইল করেছিলাম একশোর বেশি হস্পিটালে রোটেশন করার জন্য, ওই প্যান্ডেমিকের সময় টা খুব ই টাফ ছিল পারসিস্টেন্ট থাকা। ফাইনাল প্রফের রেজাল্টের পর যখন সবাই ইন্টার্নিশিপে জয়েন করার জন্য এক্সাইটেড আমি নতুন একটা দেশে সারভাইভ করতেছি প্রতিটা দিন। ২০২১ এ তিন মাস আমেরিকায় রোটেশন করেছি। এই সময় টা ছিল আমার লাইফে সব চাইতে টাফ টাইমের একটা।

আমি যে কয়জন রেসিডেন্ট কে চিনতাম তাদের সবার একটা স্ট্রং সাপোর্ট সিস্টেম ছিল। আমিই বোধহয় এমন একজন যে যার গ্রীন কার্ড নাই, আমেরিকায় ফ্যামিলি নাই, রিলেটিভ নাই, বাবা মা ডাক্তার না/ ফ্যামিলি তে ডাক্তার নাই এবং কোনো ফাইনানশিয়াল সাপোর্ট নাই তবুও এত বড স্বপ্ন দেখেছি। যাদের অন্তত একটা সাপোর্ট আছে তারা যে কতটা ব্লেসড এটা বুঝলে অনেক কিছু ইজি হয়ে যায়।

৩০ ঘন্টা প্লেন জার্নি করে এমন এক দেশে গেলাম যেখানে কেউ আমার না, অনলাইনে খোজা বাসায় কিভাবে যাব জানি না, গিয়ে কি খাবো সেটাও জানি না, এগুলা এখন মনে করলে ভয় লাগে। প্রচন্ড একা লাগত, কত বার যে বাসে/ মেট্রোতে হারিয়ে গেছি হিসাব নাই, আমেরিকা ক্যাশলেস কান্ট্রি, এস এস এন ছাড়া ব্যাংকে ব্যাংকে ঘুরেছি একাউন্ট খোলার জন্যে, এভ্রি স্টেপে স্ট্রাগল করেছি কিন্তু কল দেবার মানুষ পায় নি। প্রতি দিনের স্ট্রাগল লিখলে বই লেখা হয়ে যাবে। তিন মাস পর দেশে এসে স্টেপ টু পড়া শুরু করলাম, টানা টেবিলে থাকতে থাকতে অনেক ওয়েট গেইন করেছি। আজকে পড়াশোনার কথা লিখব না, এগুলা সবাই লিখে, যা লিখে না সেটা লিখব। চারপাশে এত টক্সিক পজিটিভ মোটিভেশন দেখে আমার হাসি পায় এই ভেবে যে, আপনি সবাইকে নিজের মত প্রিভিলেজড মনে করেন কেন?

গত বছরের জুনে স্টেপ টু দিয়ে আবার গেলাম রোটেশন করতে। শিকাগো গিয়ে OET দিয়েছি, প্রতিমাসে এক স্টেট থেকে আরেক স্টেট, এক শহর থেকে আরেক শহর ছুটেছি। শিকাগো, ইন্দিয়ানা, নিউইয়র্ক, ডেলাওয়ার, সিয়াটল সব মিলিয়ে আট টা হস্পিটাল ক্যাম্পাসে রোটেশন করেছি। একোমোডেশন ম্যানেজ করা অনেক হেকটিক ছিল, হোটেল, এয়ার বি এন্ড বি এক্সপেনসিভ হওয়ায় লিভিং রুম শেয়ার করেছি, ঈদের দিন শুধু ম্যাকডোনাল্ডের একটা চিকেন বার্গার খেয়ে কাটিয়েছি, আড়াই ডলার সেইভ করার জন্য মাইলের পর মাইল হেটেছি, এত সব লেখার উদ্দেশ্য এটাই যে আমেরিকান রেসিডেন্সি মানে শুধু ইউএসএমএলই এক্সাম গুলা না, আরো অনেক কিছু।

টানা নন স্টপ একটার পর একটা গোল এচিভ করতে গিয়ে মেন্টালি এক্সহস্টেড ফিল করেছি সম সময়। এপ্লিকেশন সিজনে স্টেপ ৩ দিতে গিয়ে দুই বার টিকেট চেঞ্জ করে দেশে আসতে নিছিলাম, এতটাই মেন্টালি ফ্যাটিগড ছিলাম।

আমার টোটাল প্রায় ৪০ লাখ টাকা স্পেন্ড করতে হয়েছে এখন পর্যন্ত। অনেকে দেখি নিজেদের স্বার্থে এই একাউন্ট টাকে মডিফাই করে দশ লাখে নিয়ে আসেন যেটা একদম ই উচিত না। আমি ফাইনাল ইয়ার থেকে শত শত স্টুডেন্ট পড়িয়েছি যেটার কারণে মেন্টাল পিস বলতে কিছু ছিল না, বাট আই হ্যাড নো আদার অপশন, এরপরেও ফিফটি পার্সেন্টের বেশি টাকা আমি লোন নিছি ফ্যামিলি মেম্বার এন্ড ফ্রেন্ডসদের থেকে। ম্যাচ না হলে হয়ত সেকেন্ড টাইম এপ্লাই করতে পারতাম না, আমেরিকান ডলার আর্ন করলে পারসিস্টেন্ট থাকার মোটিভেশন দেওয়া ইজি, কিন্তু সবাই প্রিভিলেজড না আগেই বলেছি।

আমেরিকান রেসিডেন্সি এখন সুপার কম্পিটিটেটিভ, বিশেষ করে যদি আপনার গ্রীন কার্ড না থাকে। প্রতি বছর আমেরিকান গ্র‍্যাজুয়েট বাড়ছে, ক্যারিবিয়ান গ্র‍্যাজুয়েট বাড়ছে, ভিসা রিকোয়ারিং ক্যান্ডিডেটদের জন্য আরো কঠিন হচ্ছে। নন ইউ আইএমজি দের জন্য ডাটা অনুযায়ী ম্যাচ রেট ৫৯%, কিন্তু এটা আসলে আরো অনেক কম। কারণ হাজার হাজার এপ্লিকেন্ট কোনো ইন্টারভিউ ই পায় না, এরপর এই পারসেন্টেজের ভিতর গ্রীন কার্ড হোল্ডার রা ইনক্লুডেড।।সাপোজ, যদি ১০ হাজার নন ইউ আই এম জি এপ্লাই করে, ৩০% ক্যান্ডিডেট ইন্টারভিউ পায় না, তাহলে থাকে ৭ হাজার এর ভিতর ম্যাচ করবে ৪ হাজার, পার্সেন্টেজ ধরা হয় এই ৭ হাজারের ভিতরে। তাহলে সব মিলিয়ে ম্যাচ রেট ৪০-৪৫%। ভিসা রিকোয়ারিং ক্যান্ডিডেট দের ম্যাচ রেট এরাউন্ড ৪০% হবে হাইয়েস্ট, এর কম ও হতে পারে। এন আর আম পি যে ডাটা রিলিজ করে সেটা হচ্ছে এপ্লাইড ক্যান্ডিডেট দের ভিতর শুধু যারা ইন্টারভিউ পায় তাদেরকে নিয়ে , এবার বাংলাদেশ থেকে যে ৭-৮ জন ভিসা রিকোয়ারিং ম্যাচ করেছেন, তাদের সবার প্রোফাইল ই স্টেলার। কেউ কারো থেকে কম না। আমি যাদের চিনি সবার সিকে স্কোর ২৫৫+।

এবোভ অল, রেসিডেন্সি তে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে কানেকশন, যেটার জন্য মেডিকেল কলেজ এলামনাই নেটওয়ার্ক। এই কানেকশন কে আমি আন্ডারএস্টিমেট করেছি, আই থট আমার সিভি উইল স্পিক ফর মাইসেল্ফ। বাট দিস ইজ নট হাউ দিস দুনিয়া ওয়ার্কস। রেসিডেন্সি প্রসেস ইস আনফেয়ার।

অনেক অনেক কিছু স্কিপ করে গেছি, সবকিছু লিখতে গেলে ত্রিশ টা পোস্ট দিতে হবে, কিছু মানুষ কমেন্ট করবে স্ট্রাগল বেচতেছি, অনেকেই পারসোনালি নিবে, সো তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি আমার অবজারভেশন লিখেছি, পছন্দ না হলে কাইন্ডলি স্কিপ করবেন। টক্সিক মোটিভেশন দেওয়া আমার দায়িত্ব না, আমি চাই রিয়েলিটি টা জেনে সবাই প্লান করে মুভ করুক। আর যাদের ফ্যামিলি / ফাইনানশিয়াল সাপোর্ট আছে তাদের কাছে আমার পোস্ট ডিমোটিভেটিং মনে হতে পারে, আমি তাদের জন্যে লিখিনি, আমি লিখেছি আমার মত মানুষদের জন্যে।

ইউএসএমএলই নিয়ে আর কোনো পোস্ট দিব না। এত বছর পর ফাইনালি একটু রিলাক্সড, সবকিছু থেকে দূরে থাকতে চাই, অনেক ওয়েবিনার করেছি যাদের হেল্প লাগবে ইউটিউব থেকে দেখে নিলেই হবে, Nahid Hasan,MD. পেইজ থেকে কিছু করতে পারি, যদিও সিউর না। আমার শেষ ব্যাচ টা আগামী পরশু শুরু করব, এরপর আর লাইভ ক্লাস নিব না

10/21/2022

I will be hosting an Webinar tomorrow at 9 PM before starting my Fifth batch for USMLE Step 1 this week. I will be discussing the real struugles and harsh truths of this journey as a visa requiring candiddate which no one usually speaks about. Link is given in the comment below.

08/29/2022

মেডিকেল কলেজে সবাই ডিপ্রেসড কেন?

অনেকে হয়ত ভাবে বেশিরভাগ মেডিকেল স্টুডেন্টের ডিপ্রেশনের কারণ পড়াশোনার প্রেসার। কিন্তু এটা পুরোপুরি সত্যি না। কারণ স্কুল কলেজের ফার্স্ট বয় কিংবা ফার্স্ট গার্ল মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারে পড়াশোনার প্রেসারে ডিপ্রেসড হয়ে যাবে? অসম্ভব। তাহলে কারণ টা কি? কারণ টা হচ্ছে ক্লাস শুরু করার পর এদের মাথায় আকাশ ভেংগে পড়ে যখন দেখে তাদের এক্সপেকটেশনের সাথে কিছু মিলতেছে না। তারা ভাবে এনাটমি, ফিজিও, বায়ো হয়ত তাদেরকে অনেক আগ্রহ নিয়ে শিখাবে। কিন্তু গাইড আর রসকসহীন টেক্সট বুকে তারা ওই মেডিকেল সাইন্সের মেইন ফিল টা আর পায় না। অথচ কত ইন্টারেস্টিং ওয়েতে এরা শিখতে পারত। ফার্স্ট প্রফের পর থার্ড ইয়ারে তাহলে কিসের ডিপ্রেশন? এতদিনে ফিল করে যে কাউন্টার কারেন্ট মেকানিজমের ডেফিনেশন তাদের মুখস্থ আছে বাট এইটা কি জিনিস, ক্লিনিক্যাল এপ্লিকেশন কি এগুলা তারা জানে না, কিংবা নিউরোএনাটমির ন না বুঝেই এনাটমি তে পাস। এরপর আসে কম্মেড, ফরেনসিক এর অত্যাচার, যেই দুই সাবজেক্টের আন্ডারগ্র‍্যাডে কোনো ভ্যালুই নাই, একটা বছর নষ্ট, এক বছর কম্মেড পড়া শেষ অথচ সেনসিটিভিটি, স্পেসিফিসিটি বুঝিয়ে বলতে বললে রকেট সাইন্স মনে হয়, সিস্টেম টাই যে এমন। তাহলে এখন ভাবেন ফোর্থ ইয়ারে ওঠে কেন ডিপ্রেশনে যাবে না? মেডিকেল কলেজে তিন বছর পড়া শেষ এখনো কেউ একটা ডিজিজের প্যাথোফিজিওলজি কিংবা প্রেজেন্টেশন জানে না! দেখতে দেখতে ৮-১০ মাস পর যখন ফাইনাল ইয়ারে উঠে তখন ডিপ্রেশনের পিক লেভেল। এখন ফিল হয় যে আমি একজন ফাইনাল ইয়ারের মেডিকেল স্টুডেন্ট আমি এখনো আপার মোটর নিউরন লেসন, লোয়ার মোটর নিউরন লেসন কি বুঝি না কিন্তু কজোলজি মুখস্থ আছে। এবং এটাও ফিল করে যে এগুলা না জেনেই পাস করে যাবে, ইন্টার্নিশিপে গিয়ে আবার ডিপ্রেশন! এই না জানার ডিপ্রেশন! আমাদের অনেক টিচার থেকে শুরু করে স্টুডেন্ট সবাই সবকিছু পোস্ট গ্র‍্যাডের জন্য তুলে রাখে। কিন্তু সাড়ে পাচ বছরে যে এক সমুদ্র শেখা যায় টাইম টা ইউটিলাইজ করলে এটা রিয়েলাইজ করতেই অনেক দেরী হয়ে যায়৷ মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হই তখন প্ল্যাটফর্মে একজন প্রফেসর বলেছিলেন যাদের মুখস্থবিদ্যা অনেক ভাল শুধু তাদের ই মেডিকেলে আসা উচিত। উনি এই কথা কেন বলেছিলেন সেটার এন্সার আমি আজ ছয় বছর পরেও পায় নি। ব্রেইনস্টেম স্ট্রোক ডায়াগনোসিস করার জন্য ক্লিনিক্যাল ফিয়েচার ব্লাইন্ডলি মুখস্থ না করে কিভাবে ভিজুয়ালাইজ করা যায় সেটা শিখলেই মেডিকেল সাইন্স ইজ বিউটিফুল। আমার ক্লাসে প্রায় দুইশ জনকে আমি আস্ক করেছিলাম যে তাদের ডিপ্রেশনের কারণ কি? সবার এন্সার এক্সপেক্টেড। যে যেই ইয়ারেই পড়ুক না কেন তারা এটা ফিল করে যে এই স্টেজে যতটুকু যেভাবে জানা উচিত তারা সেটা জানে না। এটাই মেডিকেল কলেজে ডিপ্রেশনের কারণ।

08/29/2022

An incredible speech given by Dr. Conrad Fischer at the IMG event.

08/27/2022

Breathtaking view of Manhattan! ❤️

Life has many ways of testing a person’s will, either by having nothing happen at all or by having everything happen all...
08/26/2022

Life has many ways of testing a person’s will, either by having nothing happen at all or by having everything happen all at once. I have been feeling more stressed out and overwhelmed than ever these days. I know there will be an ocean of rejections, uncertainties, disbelief and despair in next couple of months but hoping to grow and shape myself as a more stronger person than I am now. There is nothing more charming than glowing through hard days. The struggle is beautiful ❤️

08/24/2022

How much does USMLE cost? A complete breakdown!

08/22/2022

Made my day!

Assalamu alaikum vaia ......apnak k j ki bole thanks janabo i don't know....ami bujhe porte valo basi kintu vaia third yr porjntw kono resources pacchilam na j kivabe ki agabo ward relate korte partam na 4th yr e apnar kache admit holam kintu ammu r suddenly chole jaoate imbalance hoye gechilam so tokhn cls e ki korchi ki porchi i don't remember....fifth yr e eshe reproductive system n neurology te live cls join kortechi vaia apnar ....medicine ward e stroke bujhte pere eto osadharon feelings lagteche vaia mane i can not express in words, apnar cls er onke aro age theke e bujhteche ami final year e so a bit late but i am so happy vaia....vaia apank bole bojhate parbona how grateful i am to you .....Sristikorta apnak apnar smostw dream fulfill korar road gulo apnar jonne easy kore dik tai doa thakbe always.

06/25/2022

Last call for my Webinar on my 4th Batch for USMLE Step 1.
Time - 26th June, 8 PM.
Course outlines-
1. 10 classes per month.
2. Duration - 14-16 months
3. Payment - 2k per month.
4. you must be an undergrad student ( First year to Final year) .
Join the Whatsapp group- Link in the comment.

06/08/2022

Welcome to my blog! Starting with my favourite saying “we must accept finite disappointment but never lose infinite hope”. This is for those who are struggling in medical school.

Address

Boardman, OH
44512

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahid Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nahid Hasan:

Share

Category