Skin Solution Point

Skin Solution Point Look better, feel better, a new you...

05/26/2020
আপনার আমার হয়তো মরার ভয় একটু কম, কেননা আমরা তরুণ, রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি, কিন্তু আপনার বাবা, আমার বাবা? আপনার মা,...
04/22/2020

আপনার আমার হয়তো মরার ভয় একটু কম, কেননা আমরা তরুণ, রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি, কিন্তু আপনার বাবা, আমার বাবা? আপনার মা, আমার মা? আপনার ছোট বাচ্চা, আমার ছোট বাচ্চা। ছোট ভাই বোন? তাদের কথা একটু ভাবা উচিত নয় কি?

করোনা ভাইরাস খুবই সংক্রমনশীল, খুব দ্রুত এটি একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায় এবং করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি নিজের অজান্তেই অনেকের মধ্যেই এই রোগ ছড়িয়ে দিতে পারে। এবং নতুন করে আক্রান্ত ব্যাক্তি ছড়াবে আরও কিছু মানুষের মধ্যে। এবং এই পুরো প্রক্রিয়াটাই ঘটবে নিজেদের অজান্তে। কেননা এই রোগের উপসর্গ দেখা দিতে কয়েকদিন সময় লেগে যাবে।

তাই যদি আমরা ঘরে থাকি, জনসমাগম এড়িয়ে চলি তাহলে আমরা এই রোগ তুলনা মূলক ভাবে সহজে মোকাবেলা করতে পারব।


করোনা ভাইরাসের থেকে সাবধানে থাকতে যেহেতু হাত ধোয়ার বিকল্প নেই আর বারবার হাত ধোয়ার ফলে দেখা দিচ্ছে নানান ধরনের স্কিন ডি...
04/22/2020

করোনা ভাইরাসের থেকে সাবধানে থাকতে যেহেতু হাত ধোয়ার বিকল্প নেই আর বারবার হাত ধোয়ার ফলে দেখা দিচ্ছে নানান ধরনের স্কিন ডিজিস...তার থেকে মুক্তি পেতে ভালভাবে হাতের যত্ন নিতে নিচের ছবিটি দেখুন।

04/21/2020
04/21/2020

সৌন্দর্যচর্চার আদি ধারণা এবং নিয়মগুলো নিয়ে হয়তো আপনি সন্তুষ্ট নন কিংবা বাজারের কেমিক্যাল প্রসাধনীতে আস্থা হারিয়ে ফেলেছেন। তখন নতুন এবং বিকল্প কোন উপায় ভাবতে গেলে প্রথমেই আসে লেজারের কথা। লেজার ট্রিটমেন্ট সৌন্দর্যচর্চায় এনেছে ভিন্নমাত্রা। এটি এক ধরণের চিকিৎসা পদ্ধতি। চিকিৎসার মাধ্যমে ত্বকের সৌন্দর্য ধরে রাখা বা বাড়িয়ে তোলা অথবা বডি শেপিং করা, সবই সম্ভব লেজারের বদৌলতে। ব্যথামুক্ত এবং কোনো রকম কাটা-চেড়া ছাড়াই করা যায় এ চিকিৎসা। তাই দিন দিন এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে।

লেজার করা হয় এমনই এক প্রযুক্তি ব্যবহার করে। এটি একটি ফোটন রশ্মি, যা ত্বকের জন্য ক্ষতিকারক নয়। তাই নিশ্চিন্তে এ চিকিৎসা গ্রহণ করা যায়।

লেজারের মাধ্যমে মুখের বলিরেখা, ব্রণ সমস্যা, মুখের কালো দাগ, চুল পড়া, জন্ম দাগ, অবাঞ্ছিত লোম তোলা, বডি শেপিং – এসব কিছুই করা সম্ভব। লেজার ট্রিটমেন্ট এর জন্য কয়েকটি সেশনের প্রয়োজন। চিকিৎসার সুফল পেতে হলে ধৈর্য্য ধরে সবকটি সেশনেই অংশ নিতে হবে।

04/21/2020

চিরন্তন সত্য কথা হলেও নিজের বয়স বাড়ার বিষয়টি আমরা কেউই কেন যেন মেনে নিতে চাই না। প্রত্যেকেই নিজের তারুণ্যে ভরা চেহারা দেখতে চায়।
অনেক রকমের অ্যান্টি-এজিং প্রোডাক্ট থাকে যা বয়সের ছাপ পড়া কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় আবার অনেকে পার্লারে গিয়ে নিয়মিত রূপচর্চার মাধ্যমে চেহারায় বয়সের ছাপ লুকানোর চেষ্টা করেন। কিন্তু সত্যি করে বলুন তো আসলেই কি কোন কাজ হয়েছে?
তাই এসব নানান ধরনের ক্ষতিকারক প্রোডাক্ট ব্যবহার করে নিজের ত্বককে আরও ক্ষতির দিকে ঠেলে দেবেন না।
কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এবার নিজের বয়স ১০ বছর অবদি কমিয়ে ফেলুন।
ডাবল চিনের সমস্যা ? ডাবল চিন এর সমস্যা আপনাকে ভোগাচ্ছে কি?

ডাবল চিন নিয়ে আমরা অনেকেই অস্বস্তিতে থাকি। সঠিক ডায়েট ও ব্যায়াম না করার ফলে বা জেনেটিক কারণে আমাদের ডাবল চিন হয়। আর এটি হলে আমাদের চেহারার শার্পনেস কমে যায়।

মুখে সাধারণত মেদ জমার কারণে এই ধরণের সমস্যা হয়ে থাকে, যা আপনার সৌন্দর্য্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

চিন্তা নেই – আপনাদের সমস্যার কথা চিন্তা করে স্কিনিক ডার্মাটোলজি নিয়ে এলো " ডি ফ্যাট ট্রিটমেন্ট " যা মাত্র ২ টি সেশনেই আপনার ডাবল চিনকে দূর করে আপনাকে করে তুলবে আরও কয়েকগুণ বেশী সুন্দর ।

Address

Brooklyn Center, MN
11208

Alerts

Be the first to know and let us send you an email when Skin Solution Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Skin Solution Point:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category