
19/02/2025
১. ওজন কমাবে দারুচিনি চা
প্রাকৃতিক উপায়ে দেহের বাড়তি মেদ ঝরানোর জন্য দারুচিনি চা বেশ উপকারি। এজন্য প্রতিদিন সকালে নাস্তার ১৫ মিনিট পর এক কাপ এবং বিকেলে আরো এক কাপ দারুচিনি চা পান করতে হয়। জাপানের এক জার্নালে প্রকাশিত গবেষণা মতে, দারুচিনি শরীরের ভেতরে জমে থাকা মেদ ও ক্ষতিকর কোলেস্টেরল ধীরে ধীরে গলিয়ে দেয়। তবে শুধু দারুচিনি চা পান করাই যথেষ্ট নয়। সেই সাথে শরীরচর্চা, সুষম খাবার এবং পর্যাপ্ত ঘুম জরুরি। জেনে নিন দারুচিনি চা কীভাবে বানাবেন।
দেড় কাপ পরিমাণ পানিতে ১টি বড় স্টিকের দারুচিনি ফুটিয়ে নিন। সুগন্ধ বের হওয়া শুরু করলে নামিয়ে ছেঁকে কাপে নিন। পান করার আগে এই চায়ে এক চামচ মধু ও লেবুর রস মিশিয়ে পান করুন। এই চা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারি। স্বাদ বাড়াতে লেবুর রস ও মধুর সাথে আদা, এলাচ ও গোলমরিচও মিশিয়ে নিতে পারেন।