06/29/2025
২০১৬ সালে আমি যখন LOR এর জন্য ছোটাছুটি করে অনেক কষ্ট করে তিনটা LOR ম্যানেজ করতে হয়, সে সময় আমাকে কিছু কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছিল। আমি তিনজন বাংলাদেশী ডাক্তারের কাছ থেকে Disrespectfully Rejected হয়েছিলাম যখন LOR এর জন্য Request করেছিলাম। অনেক চেষ্টার পর, অন্য তিনজন বাংলাদেশী Attending এর কাছ থেকে LOR সংগ্রহ করেছি। আমি তাদের প্রত্যেককেই অসম্ভবভাবে Respect করি তারা সময় করে আমার জন্য LOR দেয়ার জন্য। আমার মনে হয় তোমরা যার কাছ থেকেই LOR পেয়েছ বা পাবে তাদের প্রতি Respectful হওয়া উচিত।
অনেকেই হয়তো তোমরা অনুভব করেছো ইতিমধ্যেই, LOR পাওয়াটা কতটা কঠিন, কতটা কষ্ট করতে হয় এটার জন্য। অনেকেই দেখেছি মাসের পর মাস এমনকি কয়েক বছর কাজ করার পরেও সময়মতো ভালো LOR পাওয়াটা কষ্টসাধ্য হয়ে যায়।
Dream USMLE যেহেতু সমস্ত বাংলাদেশের জন্য US Residency এর প্রসেসটি সহজ করতে চায় সেজন্য, যখনই কেউ বিপদে পড়ে আমার কাছে এসেছে Dream USMLE Organization থেকে LOR এর জন্য আমি চেষ্টা করেছি তাদেরকে কোনো না কোনোভাবে অর্গানাইজেশন এর বিভিন্ন Activity তে Involve করে তাদের জন্য ভালো কিছু LOR লেখার, যেটাতে প্রোগ্রাম Impressed হয়। এই কাজগুলো আমরা করে আসছি "Wirhout any Financial Benefit", এটা শুধুমাত্র দেশের মানুষের জন্য দায়বদ্ধতা থেকেই, দেশের জন্য কিছু করতে পারার মহৎ উদ্দেশ্য থেকেই।
বিগত বছরগুলোতে অনেককেই আমি ব্যক্তিগতভাবে LOR প্রদান করেছি, তাদের মধ্যে Amin Creativity, Afeda Taher, Pallab Sarker, Fahria Rubyat, Sadia Bari, Fakhrul Islam Imran, Afroza Ritu, Munmun Farzana, Barna Dam, Samsul Chowdhury Shahan, Mousumi Hasan, Srabanti Biswas, Proshika Saha, Aditi Roy Misty, Zissan Sarwardhi, Uttam Dey, Farhana Moin Ria, Naila Akhter. তোমরা ইতিমধ্যেই জানো তাদের অনেকেই রেসিডেন্সি করছে এবং সামনে অনেকেই শুরু করবে। তাছাড়াও আরো অনেককেই তাদের প্রয়োজনের সময় চেষ্টা করেছি LOR দেয়ার। এবং সেই LOR গুলো University Letter Head এ দেয়া।
যখন তোমরা US Attending এর কাছ থেকে University Letter Head এ কোন LOR পাবে সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা যদি খুব ভালো লেখা হয় তাহলে সেটা হতে পারে তোমাদের রেসিডেন্সি পাওয়ার জন্য অতীব গুরুত্বপূর্ণ।
আমাদের যাদের Ability আছে তোমাদেরকে হেল্প করার আমার মনে হয় প্রত্যেকেই তাদের সমর্থ্য অনুযায়ী চেষ্টা করছে। যারা আমার Student এবং যারা Dream USMLE Organization এর হয়ে কাজ করে থাকে তাদেরকে আমি স্বপ্রণোদিত হয়ে আপ্রাণ চেষ্টা করি যতটুকু সম্ভব তাদেরকে সাপোর্ট দেয়ার। যারা আমার স্টুডেন্ট না, কিন্তু খুবই ইমার্জেন্সি সিচুয়েশনে এবং বিপদে পড়ে আমার কাছে এসেছে LOR এর জন্য, তাদের জন্য আমি চেষ্টা করেছি। এবং সেটা আমি চেষ্টা করে যাবো যদি তারা যোগ্য হয়।
এই LOR গুলোতে Applicant রা আমার সাথে বা Organization সাথে যেই কাজে বা যেইভাবে Involve থাকে, ওই কথাগুলোকে চেষ্টা করি সুন্দর করে Highlight করার জন্য, যেন সেটা রেসিডেন্সি পাওয়ার জন্য সহায়ক হয়। আমারও মেনশন করি, এই LOR গুলো তারা পেয়েছে সম্পূর্ণ "Free of Cost"
আগামী বছরগুলোতে ও আমি এবং Dream USMLE চেষ্টা করে যাবো যতটুকু সম্ভব বাংলাদেশে ডাক্তারদেরকে Help করার জন্য। আশা করছি এতে সবার সাপোর্ট পাব। কারো যদি বাধার সম্মুখীন হই, তাহলে চেষ্টা করবো আরো বেশি করে সাপোর্ট দেওয়ার, দিনশেষে "Dream USMLE" আমেরিকায় বাংলাদেশী ডাক্তারদেরকে রিপ্রেজেন্ট করে, এবং আমাদের লক্ষ্য কিভাবে আরো অনেক বেশি বাংলাদেশিরা আমেরিকায় রেসিডেন্সি পেতে পারে
যারা তোমরা এই জার্নিতে আছো, তোমাদেরকে একটু সতর্ক করে দেই, বাংলাদেশী কমিউনিটিতে কয়েকজন সিনিয়র ডাক্তাররা আছে বা কয়েকজন জুনিয়র ডাক্তার আছে, যারা তোমাদেরকে বিভিন্ন সাপোর্ট বা হেল্প পাওয়া থেকে বিরত রাখতে চায়। তার বিভিন্ন কারণ আছে। একটু বুদ্ধি খাটালেই তোমার কারণগুলো জেনে যাবে বা বুঝে যাবে। আশা করছি তোমাদের ভালো-মন্দ বোঝার শক্তি এবং বুদ্ধি দুইটাই আছে।
তোমাদের সবার প্রতি শুভকামনা রইল।
Abdullah Al Masud, MD, FACP
Assistant Professor of Medicine
Chairman & Faculty - Dream USMLE