Dream USMLE

Dream USMLE we provide mentorship for USA,UK,Canada,Australia & Middle east Career

Welcome to Dream USMLE, a nonprofit, professional & membership organization of Bangladeshi-origin US physicians dedicated to guiding aspiring medical professionals around the world.

08/09/2025
Hats off to you All !!তোমরা যারা বাংলাদেশে বা আমেরিকায় থেকে US রেসিডেন্সি এর জন্য প্রস্তুতি নিচ্ছ, এটা তোমাদের সবার জন্...
08/09/2025

Hats off to you All !!

তোমরা যারা বাংলাদেশে বা আমেরিকায় থেকে US রেসিডেন্সি এর জন্য প্রস্তুতি নিচ্ছ, এটা তোমাদের সবার জন্য

এই জার্নিতে যেমন চ্যালেঞ্জ আছে, তেমন আছে অনেক বাধা এবং অনেক Demotivation, তারপরও তোমরা এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছ।
সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে শুরু করার সাহস করা এবং সঠিক গাইডেন্স টা পাওয়া। সম্প্রতি দুজন ডাক্তার Step 1 পরীক্ষায় খারাপ করেছে, হয়তোবা তারা যদি Proper প্রিপারেশন নিতো এবং ভালো গাইডেন্স পেত হয়তোবা পাস করতে পারত। যারা বিভিন্ন পরীক্ষাগুলো পাস করে যাচ্ছে তাদের জন্য অবশ্যই শুভকামনা।

Dream USMLE Organization এর মাধ্যমে সমস্ত US Residency Aspirant দেরকে আমরা চেষ্টা করে যাচ্ছি Proper গাইড করার।
যে স্বপ্নটার কথা আমরা বলে আসছি যে,শতভাগ বাংলাদেশী ডাক্তাররা যেন সমস্ত পরীক্ষাগুলা পাস করতে পারে এবং আগামী ২০৩৫ সালের মধ্যে আমেরিকার রেসিডেন্সি পাওয়ার হার যেন কমপক্ষে ১০ গুণ বেড়ে যায়, এখন প্রতিবছর ৫৫ থেকে ৬০ জনের রেসিডেন্সি হয়, আমাদের লক্ষ্য হচ্ছে কমপক্ষে 600 জনের যেন রেসিডেন্সি হয় প্রতিবছর।

তোমাদের পাশে বাংলাদেশের Doctors Community এবং Dream USMLE পরিবার আছে হেল্প করার জন্য, ভয় পাওয়ার কিছু নেই। শুধু একটু সাহস করে জার্নিটা শুরু করো, মোটিভেশনটা ধরে রাখো এবং নেগেটিভ কথাকে তোমাদের শক্তিতে রূপান্তরিত কর।

আমরা আগামী মাস থেকে Step 1 এর আরেকটা Batch শুরু করতে যাচ্ছি, এ বছরের রেসিডেন্সি ব্যাচ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, আগামী দুই মাস পরে আরেকটি CK এবং Step 3 Batch শুরু করব। You are all invited to join.
চেষ্টা করব তোমাদের এই জার্নি শেষ না পর্যন্ত পাশে থাকার। সবার জন্য শুভকামনা

যারা এবছর রেসিডেন্সিতে এপ্লাই করবে, একটা Goal সবাই Set করো, আজকে থেকে Hard and Soul চেষ্টা করব যেন যে কোনভাবেই হোক এবার ...
07/07/2025

যারা এবছর রেসিডেন্সিতে এপ্লাই করবে, একটা Goal সবাই Set করো, আজকে থেকে Hard and Soul চেষ্টা করব যেন যে কোনভাবেই হোক এবার যেন সুযোগ মিস না হয়।

First Chance is the Best Chance , এ কথাটা US Residency পাওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য।

কমেন্ট এর You Tube ভিডিওটি আশা করি তোমাদেরকে গাইড করবে কিভাবে প্রিপারেশন নেবে।

যারা বর্তমানে Residency করছে তারা তাদের Valuable Insight শেয়ার করেছে কি ভাবে তোমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারো।
Best of wishes for everyone

06/29/2025

২০১৬ সালে আমি যখন LOR এর জন্য ছোটাছুটি করে অনেক কষ্ট করে তিনটা LOR ম্যানেজ করতে হয়, সে সময় আমাকে কিছু কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছিল। আমি তিনজন বাংলাদেশী ডাক্তারের কাছ থেকে Disrespectfully Rejected হয়েছিলাম যখন LOR এর জন্য Request করেছিলাম। অনেক চেষ্টার পর, অন্য তিনজন বাংলাদেশী Attending এর কাছ থেকে LOR সংগ্রহ করেছি। আমি তাদের প্রত্যেককেই অসম্ভবভাবে Respect করি তারা সময় করে আমার জন্য LOR দেয়ার জন্য। আমার মনে হয় তোমরা যার কাছ থেকেই LOR পেয়েছ বা পাবে তাদের প্রতি Respectful হওয়া উচিত।

অনেকেই হয়তো তোমরা অনুভব করেছো ইতিমধ্যেই, LOR পাওয়াটা কতটা কঠিন, কতটা কষ্ট করতে হয় এটার জন্য। অনেকেই দেখেছি মাসের পর মাস এমনকি কয়েক বছর কাজ করার পরেও সময়মতো ভালো LOR পাওয়াটা কষ্টসাধ্য হয়ে যায়।

Dream USMLE যেহেতু সমস্ত বাংলাদেশের জন্য US Residency এর প্রসেসটি সহজ করতে চায় সেজন্য, যখনই কেউ বিপদে পড়ে আমার কাছে এসেছে Dream USMLE Organization থেকে LOR এর জন্য আমি চেষ্টা করেছি তাদেরকে কোনো না কোনোভাবে অর্গানাইজেশন এর বিভিন্ন Activity তে Involve করে তাদের জন্য ভালো কিছু LOR লেখার, যেটাতে প্রোগ্রাম Impressed হয়। এই কাজগুলো আমরা করে আসছি "Wirhout any Financial Benefit", এটা শুধুমাত্র দেশের মানুষের জন্য দায়বদ্ধতা থেকেই, দেশের জন্য কিছু করতে পারার মহৎ উদ্দেশ্য থেকেই।

বিগত বছরগুলোতে অনেককেই আমি ব্যক্তিগতভাবে LOR প্রদান করেছি, তাদের মধ্যে Amin Creativity, Afeda Taher, Pallab Sarker, Fahria Rubyat, Sadia Bari, Fakhrul Islam Imran, Afroza Ritu, Munmun Farzana, Barna Dam, Samsul Chowdhury Shahan, Mousumi Hasan, Srabanti Biswas, Proshika Saha, Aditi Roy Misty, Zissan Sarwardhi, Uttam Dey, Farhana Moin Ria, Naila Akhter. তোমরা ইতিমধ্যেই জানো তাদের অনেকেই রেসিডেন্সি করছে এবং সামনে অনেকেই শুরু করবে। তাছাড়াও আরো অনেককেই তাদের প্রয়োজনের সময় চেষ্টা করেছি LOR দেয়ার। এবং সেই LOR গুলো University Letter Head এ দেয়া।

যখন তোমরা US Attending এর কাছ থেকে University Letter Head এ কোন LOR পাবে সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা যদি খুব ভালো লেখা হয় তাহলে সেটা হতে পারে তোমাদের রেসিডেন্সি পাওয়ার জন্য অতীব গুরুত্বপূর্ণ।
আমাদের যাদের Ability আছে তোমাদেরকে হেল্প করার আমার মনে হয় প্রত্যেকেই তাদের সমর্থ্য অনুযায়ী চেষ্টা করছে। যারা আমার Student এবং যারা Dream USMLE Organization এর হয়ে কাজ করে থাকে তাদেরকে আমি স্বপ্রণোদিত হয়ে আপ্রাণ চেষ্টা করি যতটুকু সম্ভব তাদেরকে সাপোর্ট দেয়ার। যারা আমার স্টুডেন্ট না, কিন্তু খুবই ইমার্জেন্সি সিচুয়েশনে এবং বিপদে পড়ে আমার কাছে এসেছে LOR এর জন্য, তাদের জন্য আমি চেষ্টা করেছি। এবং সেটা আমি চেষ্টা করে যাবো যদি তারা যোগ্য হয়।

এই LOR গুলোতে Applicant রা আমার সাথে বা Organization সাথে যেই কাজে বা যেইভাবে Involve থাকে, ওই কথাগুলোকে চেষ্টা করি সুন্দর করে Highlight করার জন্য, যেন সেটা রেসিডেন্সি পাওয়ার জন্য সহায়ক হয়। আমারও মেনশন করি, এই LOR গুলো তারা পেয়েছে সম্পূর্ণ "Free of Cost"
আগামী বছরগুলোতে ও আমি এবং Dream USMLE চেষ্টা করে যাবো যতটুকু সম্ভব বাংলাদেশে ডাক্তারদেরকে Help করার জন্য। আশা করছি এতে সবার সাপোর্ট পাব। কারো যদি বাধার সম্মুখীন হই, তাহলে চেষ্টা করবো আরো বেশি করে সাপোর্ট দেওয়ার, দিনশেষে "Dream USMLE" আমেরিকায় বাংলাদেশী ডাক্তারদেরকে রিপ্রেজেন্ট করে, এবং আমাদের লক্ষ্য কিভাবে আরো অনেক বেশি বাংলাদেশিরা আমেরিকায় রেসিডেন্সি পেতে পারে

যারা তোমরা এই জার্নিতে আছো, তোমাদেরকে একটু সতর্ক করে দেই, বাংলাদেশী কমিউনিটিতে কয়েকজন সিনিয়র ডাক্তাররা আছে বা কয়েকজন জুনিয়র ডাক্তার আছে, যারা তোমাদেরকে বিভিন্ন সাপোর্ট বা হেল্প পাওয়া থেকে বিরত রাখতে চায়। তার বিভিন্ন কারণ আছে। একটু বুদ্ধি খাটালেই তোমার কারণগুলো জেনে যাবে বা বুঝে যাবে। আশা করছি তোমাদের ভালো-মন্দ বোঝার শক্তি এবং বুদ্ধি দুইটাই আছে।

তোমাদের সবার প্রতি শুভকামনা রইল।

Abdullah Al Masud, MD, FACP
Assistant Professor of Medicine
Chairman & Faculty - Dream USMLE

বাংলাদেশের পুরো Physicians কমিউনিটি কে আমি কৃতিত্ব দিতে চাই রেসিডেন্সি Applicant দের হেল্প করার জন্য। এবং তার সাথে যারা ...
05/29/2025

বাংলাদেশের পুরো Physicians কমিউনিটি কে আমি কৃতিত্ব দিতে চাই রেসিডেন্সি Applicant দের হেল্প করার জন্য। এবং তার সাথে যারা Applicant ছিল তাদেরকেও তোমাদের কষ্ট, পরিশ্রম এবং Sacrifice এর জন্য । আমরা সবাই যদি হেল্প করার জন্য এগিয়ে আসি, এবং Applicant রা যদি আরো বেশি Dedicated থাকে, বাংলাদেশীদের Match করার সংখ্যা অনেক অনেক বেড়ে যাবে

Residency Application এবং Interview season টা অনেকের কাছেই Stressful একটা সময়। ২০২৬ সালের ম্যাচে যারা অংশগ্রহণ করবে, হয়তো তোমার মনে করছো অনেক বেশি সময় হাতে আছে, কিন্তু আসলে খুব বেশি সময় নেই। এ সময়ের মধ্যেই নিজেকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে হবে।

তোমাদের CV তে যেরকম অনেক কিছু add করতে হবে তেমনি তোমাদের Personality বা Communication Skills এ অনেক উন্নতি আনতে হবে।
ইতিমধ্যেই অনেকগুলো Webinar এর মাধ্যমে সমস্ত তথ্য জেনে গেছো কিভাবে তোমাদেরকে তৈরি হতে হবে। এখন সময়টা সেটার Implementation করার।

বিগত বছরগুলোর মত এ বছরও "Dream USMLE (DU)" একটা Team বা Community হিসেবে তোমাদের কে Help করার জন্য প্রস্তুত। আশা করি সকলেই সেই সুযোগটি গ্রহণ করবে।

তোমাদের সবার জন্য শুভকামনা

05/25/2025

যারা Step 2 CK বা Step 3 পরীক্ষা খুব দ্রুতই দিতে চাচ্ছো খুব ভালো স্কোর পাওয়ার প্রত্যাশায়, এবং এ বছর Residency তে Apply করবে, তাদের জন্য সম্ভবত শেষ সুযোগ এ বছর Dream USMLE CK, step 3 Batch এ join করার

আমরা খুব Recently Batch টি শুরু করেছি, এবং খুব দ্রুতই আশা করছি সিস্টেমগুলো আমরা শেষ করে ফেলব

কিছু জিনিস নতুন করে আমরা এই ব্যাচে Add করেছি সেটা হল...

1.⁠ ⁠প্রতিদিন Live Exam ...

2.⁠ ⁠যেহেতু Step 3 এবং Step 2 এ ক্লাসগুলো একসাথে নিচ্ছি, সুতরাং আমরা সমস্ত Advanced ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, এতে করে CK এরপর পরপর খুব দ্রুতই তোমরা Step 3 পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

3.⁠ ⁠As always, আমরা কিভাবে patient Hospital এ ম্যানেজ করি সেটা শেখাচ্ছি।

4 Target অবশ্যই কিভাবে 260+ পাওয়া যায় CK তে এবং 250 Step 3 এর জন্য। যেটা Hopefully , বেশি ইন্টারভিউ পেতে সাহায্য করবে।

5, সে সাথে তোমরা জানো এটা তোমাদেরকে Free of Cost Research এবং Rotation এর জন্য সুযোগ প্রদান করবে।

সবার জন্য শুভকামনা।

Send a message to learn more

05/25/2025

Please join the webinar on Step 1 Experience by Dr. Salima Khatun arranged by Dream USMLE

Send a message to learn more

05/23/2025

Join the webinar on Residncy Match arranged by
Dream USMLE

Send a message to learn more

Address

16523 Wildhorse Creek Road
Chesterfield, MO
63017

Telephone

+13475848314

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream USMLE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dream USMLE:

Share

Category