
10/07/2022
যদি ৬ মাস থেকে এক বছরের মধ্যে কারও ও জন ৫ কেজি কমে যায়, তবে সেটাকে চিকি ৎসাবি জ্ঞানের ভাষায় ‘সি গনিফি*ক্যান্ট ও/য়েট লস’ বলে। উচ্চতা অনুযায়ী ও জন ঠিক আছে কি না, তা জানতে যে পরিমাপ ব্যবহৃত হয়, তার নাম বি এম আই বা ব/ডি মাস ইনডে*ক্স। ও জ নকে উচ্চ তার বর্গ দিয়ে ভাগ করলে এই বিএম আই পাওয়া যায়। স্বাভাবিক বিএম আই হচ্ছে ১৮ দশমিক ৫ থেকে ২৪ দশমিক ৯ পর্যন্ত। কারও বিএম আই ১৮ দশমিক ৫–এর নিচে হলে তাকে আ ন্ডারওয়ে ট বা কম ও জনবিশিষ্ট বলে ধরে নেওয়া যায়।