09/19/2022
৯০% এলোভেরা সমৃদ্ধ এলোভেরা জেল। এটি আপনার মুখের ত্বক এবং মাথার চুল উভয়ের জন্যই অনেক উপকারী।
উপকারীতাঃ
এটি আপনার ত্বকের ময়েশ্চার বাড়াবে অনেক অল্প সময়ে। শীতের জন্য ইহা একটি অপরিহার্য উপাদান।
নন স্টিকিঃ পাতাঞ্জালি এলোভেরা জেলের সবথেকে বড় গুণ এটি। ইহা সম্পূর্ণ নন স্টিকি তাই এটি অল্পতেই আপনার মুখে মিশে যাবে। বোঝাই যাবে না আপনি মুখে কিছু লাগিয়েছেন।
অয়েলি ত্বকের জন্যঃ এটি অয়েলি ত্বকের জন্য অনেক ভাল একটি উপাদান। এটি ব্যবহারে মুখের তৈলাক্ত ভাব কমে যায়। আপনার রেগুলার ফেইস ওয়াশের সাথে ব্যবহার করলে ভাল ফল পাবেন।
সান বার্ণ বা পোড়া ত্বকের জন্যঃ সূর্যের অতিবেগুনি রশ্মী আপনার ত্বকের ১২ টা বাজিয়েছে? তাহলে আপনার জন্য পাতাঞ্জালি এলোভেরা জেল। এটি আপনার পোড়া ত্বককে হিল করে মৃত কোষ গুলোকেকে সজীব করে।
একনি ও ব্রন সমস্যাঃ পাতাঞ্জালি এলোভেরা জেল একনি ও ব্রণ সমস্যা দূরিকরণে ১০০% কার্যকরী। নিয়মিত ব্যবহারে আপনি ১ম দিন থেকেই ফলাফল পাবেন।
ডার্ক সার্কেল ও আই মাস্কঃ চোখে ডার্ক সার্কেল সৌন্দর্যের জন্য অনেক কার্যকরি, পাতাঞ্জালি এলোভেরা জেলটি আপনার চোখের ডার্ক সার্কেল দূর করবে। এটি আই মাস্ক হিসেবেও অনেক কার্যকরী।
নাইট ক্রিমঃ যারা নিয়মিত নাইট ক্রিম ব্যবহার করেন তাদের জন্য এটি বিশেষ ভাবে প্রযোজ্য। এটি রাতে আপনার ঘুমন্ত ত্বকে সারা রাত ধরে কাজ করে। তাই সকালে উঠে আপনি পাবেন উজ্জ্বল, মোলায়েম, কোমল একটি ত্বক।
হেয়ার জেলঃ চুল রুক্ষ? পাতাঞ্জালি এলোভেরা জেল হাতে নিয়ে চুলে ম্যাসাজ করুন। আর স্বচোখে পার্থক্য উপলব্ধি করুন। দেখবেন আগের থেকে অনেক সফট ও শাইনি হয়ে গেছে চুল।
বি বি ক্রিমঃ অবাক হচ্ছেন? হ্যা অবাক হওয়ারই কথা। আপনি এটি বি বি ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারবেন। আপনার ফাউন্ডেশনের সাথে একটু এলোভেরা জেল মিশিয়ে নিন। তারপর মুখে মেখে নিন।
ভিটামিন ই সমৃদ্ধঃ আপনার ত্বক কি শুষ্ক? তাহলে রাতে শুবার আগে এলোভেরা জেল লাগিয়ে নিন মুখে। সকালে উঠে নিজের পার্থক্য যাচাই করুন।।।