01/01/2022
ডিসেম্বরের শহর।
ডিসেম্বরের শহরটি বাকি ১১ টি মাসের চেয়ে আলাদা, আলাদা একটি শহর, এই শহরে অপ্রিয়রাও খোজ নেয়,শুভেচ্ছা জানায়,নিয়নের বিজ্ঞাপন বেড়ে যায়,চেনা বন্ধুর সাথে একসাথে নিজের ধ্বংস জানা সত্ত্বেও নিকোটিনে মুখ রাখতে দেখা যায়,ভালোবাসাও পোর্সেলিন মতো হয়ে যায়, কোন এক পার্টিতে তোমার সাজানো হাসি দেখা যায়,অভিমানের খবর তোমার প্রিয়জন না রাখলেও রাম ঠিকই রাখে।
তারা হয়ত তোমার শিশির ভেজা দুচোখ দেখেছে তবে তাতে তাদের কি,তারা নিজেদের নিয়েই ভাবতে বেশি ভালোবাসে । প্রিয়তমা শব্দের তর্জমা ওরা অনেক করেছে তবে এই অর্থ আমার মতো করে কেউ সাজায়নি,তারা জানেনা প্রতিটি বাসষ্টপে আমার পদচিহ্ন যা তোমাকে খোজ করে,আমার মনও শীতের ট্রাম এর মতো তোমার থেকে একটু উষ্ণতা চায়।
আমার বিশ্বাস যেদিন পার্কস্ট্রিট আলোয় স্নান করবে, সেদিন তুমি ফিরবে ট্যাক্সিতে করে হাতে একরাশ বিষন্নতাভর্তি সুটকেস নিয়ে।
তোমাকে ডাক দিব একটা বার ?
নাহ থাক,ঘরে ফেরা তোমার অভ্যাসে নেই।
আর পিছু ডাকা আমারও সিলেবাসে নেই।
বিষাদ চিহ্ন সানগ্লাসে নেই।
ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়
প্রাক্তন ভালোবাসা নিয়ে প্রাক্তন কলকাতায় ।
জানি সব শীতের পরে বসন্তের মতো তুমি আসবেনা,চাপা পড়ে থাকুক সম্পর্ক ধ্বংসস্তুপে।
আবার দেখা হবে ডিসেম্বরের শহর, অপেক্ষায় রইলাম আরো এক বছর। ভালো থেকো প্রিয়, ভালো রেখো৷