
08/24/2024
বাংলাদেশের বিভিন্ন জায়গা ভয়াবহ বন্যায় আক্রান্ত। শত শত গ্রামের লক্ষ মানুষের এই ভোগান্তিতে আমরা অত্যন্ত দুঃখিত। এই দূর্যোগে আক্রান্ত সকলের প্রতি রইলো আমাদের সমবেদনা এবং প্রার্থনা। আমরা এই বিপদ থেকে শীঘ্রই পরিত্রাণ পাবো, এর জন্য সকলে মিলে একসাথে কাজ করতে হবে আর বিপদগ্রস্থ সকলের পাশে দাঁড়াতে হবে। আপনাদের সবার মত Taptap Send বিভিন্ন ভাবে কাজ করার চেষ্টা করছে ভিন্ন ভিন্ন ভলান্টিয়ার টিম এবং ফাউন্ডেশনের সাথে যোগ দিয়ে।
বিশ্বাস রাখুন, অভয় থাকুন, এই বিপদ কাটিয়ে উঠবো শীঘ্রই!