11/30/2025
ইনশাআল্লাহ্, আল্লাহ রাব্বুল আলামিন সহায় হলে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্যে লন্ডনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে!
মমতাময়ী মায়ের চিকিৎসার জন্য জনাব তারেক রহমান এবং ওনার সুযোগ্যা সহধর্মিণী কার্ডিওলজিস্ট ডাক্তার জোবায়দা রহমান রাত দিন ২৪ ঘন্টা অবিরাম কাজ করে যাচ্ছেন এবং সার্বক্ষণিকভাবে খোঁজ খবর রাখছেন ।
যারা সস্তা সমালোচনা করে বলছেন মা অসুস্থ অথচ ছেলে লন্ডন থেকে দেশে কেন আসছেন না? তাদের উদ্দেশ্য বলতে চাই, জনাব তারেক রহমানের জন্য বাংলাদেশ এখোনো নিরাপদ নয় এবং হুট করে আবেগের বশে চলে আসলে এবং তারপর ওনার কিছু হয়ে গেলে ওনার কাঁধে বাংলাদেশের কোটি কোটি মা এবং তাদের সন্তানদের ভবিষ্যতের যে গুরুদায়িত্ব রয়েছে তার কি হবে? সস্তা সমালোচনা করা খুব সহজ , কিন্তু দায়িত্বশীল নেতৃত্ব দেওয়া ভীষণ কঠিন!
আসলে বাস্তবতা মেনে নেওয়া অত্যন্ত কঠিন এবং নির্মম! নেতৃত্ব দিতে গেলে সেখানে আবেগ বা ইমোশনের কোনো মূল্য থাকে না ! এখানে শুধুমাত্র ব্যাক্তি স্বার্থ দিয়ে নয় বরং দেশের বৃহত্তর স্বার্থকে দেখতে হবে! আবেগ দিয়ে কখনোও রাজনীতি চলেনা!দলের কোটি কোটি নেতাকর্মী এবং বাংলাদেশের মানুষের দায়িত্বের কথাও ভুলে যাওয়া যাবে না!
ইনশাআল্লাহ আল্লাহপাক সহায় হলে এয়ার এ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে । আপনারা সবাই দোয়া করবেন🤲! আস্’সালামুওয়ালাইকুম