05/07/2025
বিশ্ববিখ্যাত Cardiac Surgeon ডাঃ দেবি শেঠির পোস্টিং হয়েছে কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ।চারিদিকে জয়ধ্বনি। এবার কাশিয়ানির মানুষ গুলো সঠিক চিকিৎসা পাবে। বাংলাদেশি কসাই ডাক্তারেরা কিছুই জানেনা। মালা দিয়ে বরণ করা হলো তাকে।
রাত 11 টা বাজে। দেবি শেঠির নাইট ডিউটি চলে। উনি Cardiology এর একটা জার্নাল পড়ছিলেন।
এমন সময় একটা Chest Pain এর রোগী আসলো Emergency তে। দেবি শেঠি বলে উঠলেন:
👨🏻⚕️: আমাদের এখনই উনার একটি ECG করাতে হবে।
Do it fast .
Ward boy একটা মাকাই মার্কা হাসি দিয়ে বললো
🧔🏻♂️: স্যার হাসপাতালে তো কোন ECG মেশিন নাই।আমরা বাইরে থেকে করাই। রাত 9 টার পর ঐ ক্লিনিক গুলাও বন্ধ হয়ে যায়।
👨🏻⚕️: What !!! How come !! Ok একটা Trop I করাতে পারলেও হবে।
🧔🏻♂️: স্যার ওইডা তো পুরো ভাংগুড়ার কোথাও হয় না।
দেবি শেঠি কিছুটা ভ্যাবা চ্যাকা খেয়ে গেলো। এ কোন জায়গায় আসলাম রে ভাই!!
👨🏻⚕️: Well. আমার এখনি Ecosprin 75 mg দরকার সাথে 2 Ampule Lasix , আর Morphine .
🧔🏻♂️: স্যার Ecosprin টা আছে। lasix , morphine এই গুলার ইঞ্জেকশন এখানে কোথাও নাই। Fusid Tablet পাইতে পারেন। এখন 11 টা বাজে ফার্মেসি খুলবে কিনা কে জানে !
দেবি শেঠি দরদর করে ঘামছে। BP মেপে দেখলো 80/50 mm Hg . রোগী Cardiogenic Shock এ চলে যাচ্ছে।
👨🏻⚕️: রোগী কে এখনই 500 ml 5% DA তে 1 Ampule ডোপামিন দিতে হবে 10 drop / min । না হলে রোগী বাচবে না।
🧔🏻♂️: কি কইলেন স্যার !! ভিটামিন ? ঐডা আছে আমাগোরে। এখনই দিতাছি স্যার।
ডাঃ দেবি শেঠি হাল ছেড়ে দিলেন। Treatment Sheet এ লিখে দিলেন।
"Referred to Gopalganj General Hospital For Better Treatment “
বাইরে থেকে চিল্লাচিল্লি শুনতে পারলেন।
" এই ডাক্তার পুরা ভাত বাড়া চাড়ি। কিছুই পারে না। মনে হয় নকল করে পাশ করছে।"
দেবি শেঠি রেফার করার পর তার Assistant কে ফোন দিয়ে বললেন, “Nikhilesh! It’s me ! Is there any Return Ticket available for India Tomorrow? “
©ডাঃ সওগাত এহসান