প্যানাসিয়া ফার্মেসি ও মেডিক - Panacea pharmacy & Medic

  • Home
  • প্যানাসিয়া ফার্মেসি ও মেডিক - Panacea pharmacy & Medic

প্যানাসিয়া ফার্মেসি ও মেডিক - Panacea pharmacy & Medic  সার্বক্ষনিক একজন অভিজ্ঞ এ-গ্রেড রেজ?

ডায়াবেটিকস  জটিলতা সমুহআজকের আমি ডায়াবেটিকস রোগের জটিলতা ও এঁর ভয়াবহ দিক নিয়ে আলোচনা করবো । ডায়াবেটিকস রোগ কি তা আপনারা ...
04/10/2023

ডায়াবেটিকস জটিলতা সমুহ
আজকের আমি ডায়াবেটিকস রোগের জটিলতা ও এঁর ভয়াবহ দিক নিয়ে আলোচনা করবো । ডায়াবেটিকস রোগ কি তা আপনারা আগের পোষ্টে জেনেছেন। ডায়াবেটিকস রোগীর রক্তে শরর্করা বা গ্লোকোজের পরিমান যত বেশি হবে শরীরে বিভিন্ন জটিলতার হার ও তার তীব্রতা ততো বাড়তে থাকবে। জটিলতাগুলো আপনার শরীরে বিভিন্ন অংগহানী করে আপনার মৃত্যুর কারন পর্যন্ত হতে পারে। তাই রক্তের শর্করা বা ডায়াবেটিকসকে নিয়ন্ত্রনে রাখা খুবই গুরুত্তপূর্ন।
এক নজরে ডায়াবেটিকস রোগের জটিলতা সমুহ।
১।পেরিফেরাল নিউরোপ্যাথি
২।নেফ্রোপ্যাথি
৩। রেটিনোপ্যাথি
৪। হার্টের বিভিন্ন রোগ যেমন উচ্চ রক্তচাপ, হার্ট ফেইল, ষ্ট্রোক প্রভৃতি
এছাড়াও মস্তিষ্কের ক্ষতিসাধন ।
https://youtu.be/Tc_KF9ulGGs
এখন আসুন বোঝার চেষ্টা করি পেরিফেরাল নিউরোপ্যাথি কি ?
পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে আপনার শরীরের দূরবর্তী অংশে মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাওয়া। আপনার রক্তে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত শর্করা থাকলে তা রক্ত ও তার সাথে অন্যান্য নিউট্রেশন চলাচল বাধা প্রদান করে এতে দুরবর্তী কোষে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। এই কারনে আপনার হাতের বা পায়ের নখ, আংগুল, দুই আংগুলের মধ্যেকার ফাকা যায়গায় ঘা হতে দেখা যায়, আবার কোন কারনে আংগুল বা নখ মারা যায় বা পচন ধরে, গংলিন হতে দেখা যায় আবার মড়া চামড়াও দেখা যায়, সময় মতো সঠিক চিকিৎসা না করলে এবং ডায়াবেটিকস নিয়ন্ত্রন না করলে আপনার আংগুল বা যেকোনো অংগ কেটে ফেলতে হতে পারে।
এছাড়াও আপনার শরীরের কোথাও আঘাত প্রাপ্ত হয়ে ঘা হলে তা সারতে অনেক সময় লাগে আবার ঐ যায়গায় পচন ও ধরতে পারে, শরীরের তক ফেকাসে রঙ ধারন করতে পারে। এছাড়াও পুরুষ ডায়াবেটিকস রোগীদের একটা বড় সমস্যা হল পুরুষাঙ্গ উত্থান জনিত সমস্যা । ডায়াবেটিকস রোগীদের পুরুষাঙ্গের সঠিক উত্থান বাধাগ্রস্থ হয় । এইসব জটিলতা থেকে নিরাপদ থাকতে হলে কঠোরভাবে ডায়াবেটীকস নিয়ন্ত্রন করতে হবে।
আপনার দাতের মাড়ি ক্ষয়প্রাপ্ত হয়ে দাত নড়বড়ে করতে পারে আবার পড়ে ও যেতে পারে। মাঝে মাঝে দাতের গোড়া দিয়ে রক্ত ঝড়তে পারে।
এখন আসুন নেফ্রোপ্যাথি সম্পর্কে জানা যাক
নেফ্রন মানে হচ্ছে কিডনির গাঠনিক ও কার্যকরী কোষ। ডায়াবেটিকসের কারনে কিডনির এসব কোষ ক্ষতিগ্রস্থ হয়ে GFR কমিয়ে দেয়, কিডনি দিয়ে শর্করা ও প্রোটিন নিসরন বাড়িয়ে দেয়। এছাড়াও রক্তে বিভিন্ন ইলেক্ট্রোলাইটের অসামাঞ্জস্যতা তৈরি করে, যার কারনে উচ্চ রক্তচাপ দেখা যায়। উচ রক্তচাপের কারনে মস্তিষ্কে চাপ পড়ে। ডায়াবেটিকসের কারনে ইস্কেমিক ও হেমরহেজ দুই ধরনের স্ট্রোকই দেখা যায়। আবার হৃদপিন্ডের কার্যকারিতা বন্ধ হয়ে হার্ট ফেইল ও করতে পারেন।
আপনার কিডনিতে সমস্যা হলে বা কিডনির ছাকন কমে গেলে তা আপনার হার্টে প্রভাব ফেলে, হার্টের কাজ করার হার বেড়ে যায় আবার একইভাবে উচ্চ রক্ত চাপ হার্টের মাধ্যমে ঘটে হার্টে প্রভাব সৃষ্টি করে যা কিডনিকে ক্ষতিগ্রস্থ করে। অপরদিকে হার্ট ও কিডনির সমস্যার কারনে মস্তিস্কের কার্যক্ষমতা ক্ষতিগ্রস্থ হয় যা পরবর্তিতে শরীরের বিভিন্ন অংশে সমস্যা তৈরি করে ।

আপনার শরীরের কিডনি, হার্ট, মস্তিষ্ক সবগুলই একে অপরের সাথে সম্পর্কযুক্ত একটির সমস্যা হলে তা অপরটিকে প্রভাবিত করে।
আবার একইভাবে আপনি যদি উচ্চ শক্তি সম্পন্ন খাবার খান যেমন- ফাস্ট ফুড বা জাংক ফুড জাতীয় খবার। এগুলো উচ্চ ক্যলরি সমৃদ্ধ খাবার, এই ক্যলরির পুরোটা আপনার শরীর ব্যবহার করতে পারে না এতে অতিরিক্ত ক্যালরি আপনার শরীরে ফ্যাট আকারে সঞিত হতে থাকে, এতে করে আপনি স্থুলু বা মোটা হতে থাকেন যাতে করে তা আপনার হার্টে অতিরিক্ত চাপ প্রয়োগ করে থাকে রক্ত সঞালনের জন্য। যা পরোক্ষভাবে কিডনিতে অতিরিক্ত চাপ প্রয়োগ করে কিডনি ক্ষতিগ্রস্থ করে। আবার যারা ডায়াবেটিকস রোগী তাদের জন্য এই অতিরিক্ত ক্যালরি মৃত্যু সরূপ।
এবার আসুন জানা যাক রেটিনোপ্যাথি সম্পর্কে
রেটিনোপ্যাথি মানে হচ্ছে চোখের দৃষ্টি জনিত সমস্যা। ডায়াবেটিকস রোগীর রক্তে আতিরিক্ত শর্করা থাকার কারনে রেটিনার কোষগুলোও একইভাবে নিউট্রেশন সাপ্লাই থেকে বঞিত হয়। তাদের নিজেদের মধ্যেও শক্তি উতপন্ন বাধাগ্রস্থ হয়। আবার উচ্চ রক্তচাপ ও রেটিনার কোষগুলোতে প্রভাব বিস্তার করে এতে করে কোষগুলো ভিষনভাবে ক্ষতিগ্রস্থ হয় যাতে একজন ডায়াবেটিকস রোগী দৃষ্টি হীনতায় ভুগেন, চোখে কম দেখেন । ডায়াবেটিকস নিয়ন্ত্রন না করলে এবং প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে কোন এক সময় রোগী অন্ধ হয়ে যেতে পারেন।
ডায়াবেটিকস রোগ নিয়ন্ত্রনে রেখে সুস্থ থাকার জন্য ডায়াবেটিকসের নির্দেশনামুলোক সবগুলো ভিডিও দেখুন এবং মেনে চলুন সুস্থ থাকুন।

https://panaceapharmacyandmedic.com/complications-of-diabetic/
https://panaceapharmacyandmedic.com/diabetes-mellitus/

ডায়াবেটিকস রোগআমি আজকে ডায়াবেটিকস রোগ সম্পর্কে, এঁর প্রকারভেদ, এর ভয়াবহতা ও রোগ নির্নয় সম্পর্কে আলোচনা করবো। আমরা সবাই ম...
26/09/2023

ডায়াবেটিকস রোগ
আমি আজকে ডায়াবেটিকস রোগ সম্পর্কে, এঁর প্রকারভেদ, এর ভয়াবহতা ও রোগ নির্নয় সম্পর্কে আলোচনা করবো। আমরা সবাই মুটামুটিভাবে ডায়াবেটিকস রোগ সম্পর্কে পরিচিত। আমাদের প্রত্যেক পরিবার বা আত্তীয় সজন বা আশে পাশে একজন না একজন ডায়াবেটিকস রোগি আছেই। উপমহাদেশে ডায়াবেটিকস রোগীর সংখা দিনকে দিন যেভাবে বাড়তেছে তা একটি দুশ্চিন্তার বিষয় বটে। ডায়াবেটিকস রোগের জন্য কোন সুনির্দিষ্ট বয়সের প্রয়োজন হয় না। যেকোন বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হতে পারেন। ডায়াবেটিকস একটি ভয়াবহ রোগ, আপনি যদি সঠিক সময়ে সঠিক চিকিতসা না করেন তবে তা আপনার অনেক রোগের কারন হতে পারে যা পরবর্তিতে মৃত্যুর কারনও হতে পারে।
বাংলাদেশের সাস্থবিভাগ ও ডায়াবেটিকস সমিতি দুহাজার বাইশ সালে মফসল এলাকাতে আট উপজেলার একহাজার তেইশ জনের উপর এক জরিপ পরিচালনা করেন, এতে দেখা যায় গ্রামের ১৪% মানুষ ডায়াবেটিকসে আক্রান্ত চার আগেও যা ছিলো ৭% মাত্র। এই রিপোর্টটি খুবই চিন্তার বিষয়।
ডায়াবেটিকস রোগের ভয়াভহতা সংক্ষেপে বললে যা আপনার শরীরের দূরবর্তী অংশে রক্ত চলাচল কমে যায় রক্তে শর্করা বেশি থাকায় দূরবর্তী অংশে যেমন নখ বা আঙ্গুল বা আঙ্গুলের ফাকে ঘা হতে পারে সঠিক সময়ে সঠিক চিকিতসা না করলে অংগহানি ও হতে পারে।
ডায়াবেটিকস রোগে আপনার কিডনি, হার্ট ও মস্তিষ্ককে ক্ষতিগ্রস্থ করে, যেমন কিডনি বিকল হয়ে যাওয়া রক্তচাপ বেড়ে যাওয়া সৃতিশক্তি কমে যাওয়া ইত্যাদি ।
এছাড়াও আপনার দৃষ্টিশক্তি কমে যেতে পারে এমনকি কোন এক সময় আপনি অন্ধ হয়ে যেতে পারেন।
এখন আসুন জানা যাক ডায়াবেটিকস কি ?
মানুষের জৈবিক কাজ পরিচালনার জন্য শক্তির প্রয়োজন খাদ্য হতে শর্করা উতপন্ন হয়ে কোষের ভিতরে এই শক্তি উতপন্ন করে।অগ্নাশয় হতে এই ইনসুলিন উতপন্ন হয়ে শর্করাকে কোষে প্রবেশ করিয়ে শক্তি উতপন্ন করে এবং অতিরিক্ত শর্করা লিভারে সঞ্চয় করে। যদি কোন কারনে রক্তে প্রয়োজনের অধিক শর্করা থাকে তবে তখন ডায়াবেটিকস আছে বলে ধরে নেওয়া হয়।
https://youtu.be/Z2Y-UZEE2z4

ডায়াবেটিকস সাধারনত তিন প্রকার
১। টাইপ ১ ডায়াবেটিকস
২। টাইপ ২ ডায়াবেটিকস
৩। গর্ভকালীন ডায়াবেটিকস
টাইপ ১ ডায়াবেটিকস
টাইপ ১ ডায়াবেটিকস হচ্ছে যখন কোন কারনে আপনার অগ্নাশয় ইনসুলিন তৈরিতে ব্যর্থ হয় বা প্রয়োজনের সমপরিমান ইনসুলিন তৈরি করতে পারে না। এটা কারো জন্মগতভাবে হতে পারে অথবা অন্য কোন কারনে যেমন অটোইমোইন প্রক্রিয়ায় ইনসুলিন তৈরির কোষগুলো ধংসপ্রাপ্ত হয় যা পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে ব্যর্থ হয়। অটোইমোইন হতে পারে বি সেল, ট সেল, লেম্ফসাইট, ইন্টারলিঊকিন এক বা প্রভৃতি সাইটোকাইনের মাধ্যমে।
টাইপ ১ ডায়াবেটিকস রোগীর জন্য ইনসুলিন প্রয়োগ হছে এখনো পর্যন্ত একমাত্র চিকিতসা।
টাইপ ২ ডায়াবেটিকস কি ???
টাইপ টু ডায়াবেটিকস হচ্ছে আপনার শরীরে অগ্নাশয় কোষ পর্যাপ্ত ইনসুলিন তৈরি করে কিন্তু কোষগুলো এই ইনসুলিন ব্যবহার করতে পারে না, এঁর জন্য পর্যাপ্ত শর্করা ব্যবহার হয় না এবং পর্যাপ্ত শক্তি ও উতপন্ন হয় না । শর্করাগুলো তখন রক্তে ঘুড়াঘুড়ি করে এবং ডায়াবেটিকস রোগের লক্ষন দেখা দেয়। কোষগুলো তখন ইনসুলিন ব্লকড হয়ে থাকে।
গর্ভকালীন ডায়াবেটিকস
গর্ভাবস্থায় মায়ের শরীরে বিভিন্ন হরমোনাল পরিবর্তন আসে। এই হরমোনাল পরিবর্তনে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, এতে দুশ্চিন্তা না করে প্রয়োজনীয় ঔষধ সেবন বা ঔষধ সেবন না করেও ডায়াবেটিকস নিয়ন্ত্রন করা যায়।
আপনার ডায়াবেটিকস তা আপনি কিভাবে বুজবেন ??
এঁর জন্য বায্যিক লক্ষন ও লেবরেটরীর পরীক্ষার প্রয়োজন পরবে।
বায্যিক লক্ষনগুলোর মধ্যে
১।অতিরিক্ত ঘামা ,
২।হার্টবিট বেড়ে যাওয়া,
৩।ক্লান্তি অনুভব করা,
৪।মনযোগ নষ্ট হওয়া,
৫। অত্যাধিক ঘুম পাওয়া,
৬।অত্যাধিক খুধা পাওয়া,
ইত্যাদি

লেবরেটরীর পরীক্ষাগুলোর মধ্যে,
১। প্রশ্রাবে শর্করা ও প্রোটিন যাওয়া,
২। দুই নাম্বারে রক্তে ক্রিয়েটিনিন, বিভিন্ন ইলেক্ট্রোলাইট ও বাইকার্বোনেট বেড়ে যাওয়া।
৩। রক্তে Hbac1 6.5% এঁর বেশি হলে।
৪। খাবার আগে রক্তে শর্করা 7 mmol/L এঁর বেশি হলে।
৫। খাবার ১থেকে ১.৫ ঘন্টা পরে রক্তে 11 mmol/L এঁর বেশি হলে ।
আপনার ডায়াবেতিকস আছে বলে ধরে নেওয়া যায়।
এছাড়া বাসায়ই গ্লাইকোমিটার ব্যবহার করে আপনি চার ও পাচ নাম্বার পরীক্ষা করে আপনার ডায়াবেটিক্সের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে পারবেন।
ডায়াবেতিকস রোগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পরবর্তি আর্টিকেলগুলো ও ভিডিওগুলো দেখুন। ভিডিও আপডেট পেতে চেনেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, সুস্থ থাকুন ।
ধন্যবাদ।

Understanding Diabetes: Types and SymptomsIntroduction: Diabetes is a chronic medical condition that affects how your body processes glucose, the primary sou...

Address


Alerts

Be the first to know and let us send you an email when প্যানাসিয়া ফার্মেসি ও মেডিক - Panacea pharmacy & Medic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to প্যানাসিয়া ফার্মেসি ও মেডিক - Panacea pharmacy & Medic:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram