Natural solution

Natural solution রোগ প্রতিরোগ ও সাস্হ সুরক্ষায় আপনার পাশে সর্বদা❤️
❤️মেসেজের রিপ্লাই না পেলে 01331278247 কল করুন ❤️

আপনি  কি জটিল ব্যথায় ভুগছেন?তবে আর দেরি নয় সঠিক সময়ে সমাধান নিয়ে এলো,জেনুইন পণ্য প্রাকৃতিক ব্যথা প্রতিরোধক সাপ্লিমেন্ট।উ...
19/12/2023

আপনি কি জটিল ব্যথায় ভুগছেন?

তবে আর দেরি নয় সঠিক সময়ে সমাধান নিয়ে এলো,জেনুইন পণ্য

প্রাকৃতিক ব্যথা প্রতিরোধক সাপ্লিমেন্ট।
উপকারীতা

শারীরিক, স্মায়ূ,মাংস পেশী,হাঁড়,অস্থিমজ্জার পুষ্টিঘাটতি জনিত ব্যথা
সমুহ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য কোষের স্টেম সেলকে গভীর থেকে পরিপুষ্ট রাখতে
এবং দেহের হরমোনের কারনে সৃষ্ট বিভিন্ন জটিলতা থেকে যে ব্যথার উদ্রেগ হয় তা দূর করতে ’জিরো পেইন জেনুইন পুণ্য
প্রাকৃতিক ব্যথানাশক ও ব্যথা প্রতিরোধক হিসেবে দারুন কার্যকরী পণ্য
হাজার বছরের পরীক্ষিত প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি, আধুনিক পুষ্টি বিজ্ঞানের সর্বশেষ তথ্যভিত্তিক উপাদান এবং স্বাস্থ্য বিজ্ঞান সম্মত এই সাপ্লিমেন্ট ব্যবহারে আপনার দেহের।
মাংসপেশী সুসংহত রাখে।
স্নায়ুকোষগুলো পরিপুষ্ট রাখে।
অস্তিমজ্জা ও হাড়ের গঠন ও খয় রোধ করে।
আথ্রাইটিস ও বাতের ব্যাথা
প্রতিরোধ করে।
ঘাড়, জয়েন্ট, মেরুদণ্ড
কোমর ও হাটুর ব্যাথা দুর করে।
শারীরিক দুর্বলতা রোধ করে।

বাংলাদেশের তৈরি আন্তর্জাতিকমানের পন্য

জীবানু ধ্বংস করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ কার্যকরী
মাথা ব্যাথা থেকে শুরু করে শরীরের সকল জয়েন্টের ব্যাথা দূর করে
হাড় ক্ষয় দূর করে
কোস্টকাঠিন্য দূর করে
হাত পায়ের জ্বালা পোড়া
এ্যাজমা ও শ্বাসনালীর ইনফেকশন দূর করে
কোল্ড এলার্জি দূর করে
বাত জ্বর দূর করে
ভিটামিন, আয়রন, ক্যালসিয়ামের ঘাটতি পূরন করে রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে
শারীরিক ও মানসিক দুর্বলতা দূর করে
ত্বকের উজ্জলতা বৃদ্ধি করে মাতৃকালী দুর্বলতা দূর করে পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুস্বাস্থ্য গঠনে এক কার্যকরী ঔষধ, যা বিশ্বের অগনিত লোক সেবন করে সুস্থতা অনুভব করুন

বিস্তারিত জানতে মেসেজ করুন।

CLEANSING DETOX                      ( ক্লিনজিং ডিটক্স )                 ন্যাচারাল বডি সার্ভিসিং       ড্রাগ/ঔষধ নয়, রোগ...
22/11/2023

CLEANSING DETOX
( ক্লিনজিং ডিটক্স )
ন্যাচারাল বডি সার্ভিসিং
ড্রাগ/ঔষধ নয়, রোগ প্রতিরোধক পুষ্টি খাদ্য
২০ টি সাসেট মূল্যঃ ৯০০ টাকা
ক্লিনজিং ডিটক্সের উপকারিতা
• কোষ্ঠকাঠিন্য, গ্যাষ্ট্রিক ও বুক জ্বালা-পোড়া নিরময় করে।
• হযমশক্তি বৃদ্ধিতে সহায়তা করে।
• এন্টি-আক্সিজেন্ট হিসাবেও কাজ করে।
• দেহে রক্ত সঞ্চালন বাড়ায়।
• শারীরিক সৌন্দর্য্য বৃদ্ধি করে।
• রক্তচাপ ও হৃদরোগ কমায়।
• রক্তের খারাপ কোলেস্টেরল কমায়।
• যকৃত বা লিভারের রোগ প্রতিরোধ করে।
• লিভারের পিত্ত নিঃস্বরণ বাড়ায়।
• অতিরিক্ত ওজন হ্রাস করে, ব্যাকটেরিয়া প্রতিরোধসহ, এলার্জি ও বহু জটিল সমস্যায় সহায়ক একটি খাদ্য।
খাবার নিয়ম
১. যে কোন সুস্থ্য মানুষের মাসে অন্তত ৩-৪ টি সাসেট খেলে
ক্ষতিকারক টক্সিন ও কোলেস্টেরল দূর হয়ে যায়।
২. গ্যাস্ট্রিক, আলসার, কোষ্ঠকাঠিন্য ও পেটের পীড়া দূর করতে ২ চা
চামচ অথবা এক সাসেট প্যাক ক্লিনজিং ডিটক্সে এক গ্লাস
সমপরিমাণ হালকা গরম পানিতে মিশিয়ে সকালে খালি পেটে
অথবা রাতে খাওয়ার এক ঘন্টা পরে সেবন করুন।
৩. ওজন কমাতে ও অন্যান্য সমাস্যায় একি পদ্ধতি ব্যবহার
করবেন।
বিশেষ নির্দেশনা : গর্ভকালীন এবং মাতৃদুদ্ধ প্রদানকালীন সমায়ে ক্লিনজিং ডিটক্সে পাউডার সেবন না করা উত্তম।
যোগাযোগ : 01768626502

আপনি  কি জটিল ব্যথায় ভুগছেন?তবে আর দেরি নয় সঠিক সময়ে সমাধান নিয়ে এলো,জেনুইন পণ্য প্রাকৃতিক ব্যথা প্রতিরোধক সাপ্লিমেন্ট।উ...
22/11/2023

আপনি কি জটিল ব্যথায় ভুগছেন?

তবে আর দেরি নয় সঠিক সময়ে সমাধান নিয়ে এলো,জেনুইন পণ্য

প্রাকৃতিক ব্যথা প্রতিরোধক সাপ্লিমেন্ট।
উপকারীতা

শারীরিক, স্মায়ূ,মাংস পেশী,হাঁড়,অস্থিমজ্জার পুষ্টিঘাটতি জনিত ব্যথা
সমুহ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য কোষের স্টেম সেলকে গভীর থেকে পরিপুষ্ট রাখতে
এবং দেহের হরমোনের কারনে সৃষ্ট বিভিন্ন জটিলতা থেকে যে ব্যথার উদ্রেগ হয় তা দূর করতে ’জিরো পেইন জেনুইন পুণ্য
প্রাকৃতিক ব্যথানাশক ও ব্যথা প্রতিরোধক হিসেবে দারুন কার্যকরী পণ্য
হাজার বছরের পরীক্ষিত প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি, আধুনিক পুষ্টি বিজ্ঞানের সর্বশেষ তথ্যভিত্তিক উপাদান এবং স্বাস্থ্য বিজ্ঞান সম্মত এই সাপ্লিমেন্ট ব্যবহারে আপনার দেহের।
মাংসপেশী সুসংহত রাখে।
স্নায়ুকোষগুলো পরিপুষ্ট রাখে।
অস্তিমজ্জা ও হাড়ের গঠন ও খয় রোধ করে।
আথ্রাইটিস ও বাতের ব্যাথা
প্রতিরোধ করে।
ঘাড়, জয়েন্ট, মেরুদণ্ড
কোমর ও হাটুর ব্যাথা দুর করে।
শারীরিক দুর্বলতা রোধ করে।

বাংলাদেশের তৈরি আন্তর্জাতিকমানের পন্য

জীবানু ধ্বংস করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ কার্যকরী
মাথা ব্যাথা থেকে শুরু করে শরীরের সকল জয়েন্টের ব্যাথা দূর করে
হাড় ক্ষয় দূর করে
কোস্টকাঠিন্য দূর করে
হাত পায়ের জ্বালা পোড়া
এ্যাজমা ও শ্বাসনালীর ইনফেকশন দূর করে
কোল্ড এলার্জি দূর করে
বাত জ্বর দূর করে
ভিটামিন, আয়রন, ক্যালসিয়ামের ঘাটতি পূরন করে রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে
শারীরিক ও মানসিক দুর্বলতা দূর করে
ত্বকের উজ্জলতা বৃদ্ধি করে মাতৃকালী দুর্বলতা দূর করে পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুস্বাস্থ্য গঠনে এক কার্যকরী ঔষধ, যা বিশ্বের অগনিত লোক সেবন করে সুস্থতা অনুভব করুন

বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে কল করুন।(০১৭৬৮৬২৬৫০২)

12/08/2023

ছোট ছোট সম্পর্ক গুলো একসময় জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসে, যা হয়তো আপনি কোনদিন কল্পনাও করেননি। তার জন্য প্রয়োজন সততা ও লেগে থাকা, এটা শুধু অর্থনৈতিক সততা নয়, সম্পর্কের সততা ও কমিটমেন্ট।

আজকাল বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক সেখানেও স্বার্থ খোঁজে, স্বার্থ শেষ হলে কেটে পড়ে, প্রয়োজন ও স্বার্থ ছাড়া কেউ কারো সাথে নুনতম সম্পর্কও করে না – এটা ভুল পুরাটাই ভুল। স্বার্থের কোন সম্পর্ক বেশী দিন টিকে না।

আমার জীবনে লাখো মানুষের সাথে ভালো পরিচয় ও সম্পর্ক আছে, যার সাথে স্বার্থের কোন সম্পর্ক নেই – হ্যাঁ একটা স্বার্থ আছে, তা হল ভালোবাসা।

কোন কোন সম্পর্ক আপনাকে হয়তো নগদ কিছু দিবে না কিন্তু কোন একটা সময় এমন একটা সুযোগ সামনে নিয়ে আসবে যেটার জন্য নিজের সততার সম্পর্ক ছাড়া আর কিছুই করেননি বা চাননি।

একটু ভাবুন, আপনি কাউকে কোন কাজ দিবেন বা চাকরীর জন্য রেফার করবেন বা কাউকে চাকরী দিবেন বা কাউকে বিজনেস পার্টনার করবেন এমনকি বিয়ে দিবেন/করবেন – আপনি কিন্তু আপনার পরিচিতদের মধ্যে সেই মানুষটাকেই খুঁজবেন যে সৎ, যার ব্যবহার ভালো, যে স্মার্ট ও যার কমিটমেন্টে কোন ভেজাল পান নাই।

এটা কিন্তু একটা বিরাট যোগ্যতা – এটাকে ধারণ করুন আজীবন। এটাও একটা নেটওয়ার্কিং!

আপনার স্বপ্ন পূরণে ও এগিয়ে যাবার প্রতিটি ধাপে এই সম্পর্কগুলো কাজে লাগবে।

সম্পর্কের যত্ন করুন!

♥ জেনুইন গ্লোবালের পন্যসমূহের মূ্ল্য তালিকা:০১/ ক্লিনজিং ডিটক্স ~ ৯০০ টাকা ০২/ অলরাউন্ডার অয়েল ~ ৭২০ টাকা০৩/ পিউর সয়া গো...
06/08/2023

♥ জেনুইন গ্লোবালের পন্যসমূহের মূ্ল্য তালিকা:
০১/ ক্লিনজিং ডিটক্স ~ ৯০০ টাকা
০২/ অলরাউন্ডার অয়েল ~ ৭২০ টাকা
০৩/ পিউর সয়া গোল্ড ~ ৮০০ টাকা
০৪/ পিউর সয়া চকলেট ~ ৯০০ টাকা
০৫/ ভিটা লাইফ ~ ১৩০০ টাকা
০৬/ ফ্লাক্সিড অয়েল ~ ১৩০০ টাকা
০৭/ পাওয়ার এক্স ♥~ ১৩০০ টাকা
০৮/ জিরো পেইন রিলিফ ~ ১০৫০ টাকা
০৯/ জেনুইন জুস ~ ৫০০ টাকা
১০/ মরিঙ্গা গোল্ড ~১৪০০ টাকা
১১/ পিউর স্পিরুলিনা ~৮০০ টাকা
১২/ ডায়া ক্যাপ ১০৫০ টাকা
১৩/ ডায়া গার্ড ~ ১৩০০ টাকা
১৪/ ওমেন্স সুপার ১৩০০ টাকা
১৫/ কার্ডিও ফুড ২৫০০ টাকা
১৬/ লাংস রিফ্রেশার ১৪০০টাকা
১৭/ পাইলস কেয়ার ~১৪০০ টাকা
১৮/ কোল্ড এন্ড ফ্লু ~ ৪০০ টাকা
১৯/ জেনুইন হারবাল জুস ~ ৩০০ টাকা
২০/ স্লিমিং চা ৪৮০ টাকা
২১/ বায়ো নিউট্রি ৬৮০০ টাকা
২২/ ইউরিনা ১২০০ টাকা
২৩/ফিটনেস নিউট্রিশন ১৬০০ টাকা
২৪/ ওমেগা ৩= ১২০০ টাকা
২৫/ রিফাইন্ড ফুড ১৬০০ টাকা
২৬/অ্যালক্যালিব ৮০০ টাকা
২৭/ মাশালা চা ৪০০ টাকা
২৮/ মাউথ ক্লিনজার ২০০ টাকা
২৯/ সুপার মাশরুম ১২০০ টাকা
৩০/ স্পাইসি ৬৫০ টাকা
৩১/ ফিট এন্ড স্লিম ১২০০ টাকা

06/08/2023

জেনুইন গ্লোবালের প্রোডাক্ট পরিচিত.....

06/08/2023

Cleansing Detox - ক্লিনজিং ডিটক্স :

ক্লিনজিং ডিটক্স এর উপকারিতা:
100% Pure,Organic,Natural Product.

★গ্যাসটিকের সমস্যা দূর করে।
★ডিটক্স আপনার ফুসফুস থেকে বিষাক্ত পদার্থ (টক্সিন) দূর করে।
★শরীরের বিষাক্ত উপাদান দূর করে স্বাভাবিক বিপাকক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করে।
★হজম শক্তি বাড়তে সাহায্য করে।
★কোষ্ঠকাঠিন্য দূর করে৷
★লিভারের স্বাভাবিক ক্রিয়া বজায় রাখতে সাহায্য করে।
★ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং পেটের চর্বি কমায়।
★পেটের বদহজম ও অরুচিভাব দূর করতে সহায়ক।
★শরীরের প্রদাহ ও জ্বালা-যন্রণা কমাতে সহায়ক।
★অ্যালার্জি নিয়ন্ত্রণে সহায়ক।
★রোগ-প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে।
★শরীরের সুষম শক্তির মাত্রা বজায় রাখে।
★লিভার এ চর্বি জমাট বাধা থেকে রক্ষা করে এবং লিভার কে ক্লিন করতে দারুন কাজ করে।
★পন্যটি ইউজ করলে আপনি লিভার সিরোসিস এর হাত থেকে রক্ষা পাবেন।
★হার্ট এটাক এর ঝুকি কমায়।
★চোখের নিচের কালো দাগ দূর করবে।
★পুরো চেহারায় শরীরের লাবন্যতা ফিরিয়ে আনবে।
★যারা ধুমপান করে তাদের জন্যে অত্যান্ত ইফেক্টিভ একটি প্রোডাক্ট এই ডিটক্স।

[ #কিছু_গুরুত্বপূর্ণ_কথাঃ]
সুস্থ থাকা অবস্থায় এই পন্যটি ইউজ করা হলে আপনি অনেক বেশি লাভবান হবেন কারন এটি ব্যবহারের ফলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে না। প্রতিদিন ই আমরা বাহিরের খাবার খাচ্ছি, বিভিন্ন ধরনের তৈলাক্ত খাবার, বা ফাস্ট-ফুড যা আমাদের খাদ্য পরিপাকতন্ত্র কে দিন দিন দুর্বল করে দিচ্ছে। ফলে লিভারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এবং শারীরিক ভাবেও আপনি অনেক অসুস্থ হয়ে পড়েন । CELANSING ডিটক্স পন্যটি ব্যবহারে আপনাকে আর এই ধরনের সমস্যা বয়ে বেড়াতে হবে না। তাই আজ ই সংগ্রহ করুন CELANSING ডিটক্স।

প্রতিদিন পরিবেশ দূষণ,পানি দূষণ,খাদ্যের বিষক্রিয়া আমাদের শরীরে বিরুপ প্রভাব বিস্তার করে।
এক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে,মানুষের শরীরে প্রায় ৯০% রোগের কারণ হচ্ছে ক্ষতিকারক টক্সিন ও ফ্রি রেডিকেল।

প্রস্তুতকারকঃ GENUINE GLOBAL;BANGLADESH.

ব্যবহারবিধি :
প্রতিদিন রাতের খাবারের ১ঘন্টা পর ১ টি করে স্যাছেট খেলে ভালো ফল পাওয়া যায়।১গ্লাস কুসুম গরম পানির সাথে মিক্সড করে খাবেন।

পণ্যটি অর্ডার করতে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্স করুন।

অথবা ফোন করুন - ০১৭৬৮৬২৬৫০২

06/08/2023

এলার্জির বিদায় ঘন্টা বেজে গেলো এবার
আজকাল এলার্জি নাই এমন পরিবার খুঁজে পাওয়া মুস্কিল
খাবারে এলার্জি
সিজনাল এলার্জি
ধুলাবালিতে এলার্জি
বংশানুক্রমিক এলার্জি
স্থান-পরিবর্তনে এলার্জি
ওষুধে ও এলার্জি
এমনকি মানসিক এলার্জিতে ভরপুর চারপাশ কেউ কেউ বছরের পর বছর বয়ে বেড়াচ্ছে এই যন্ত্রনা এই এলার্জি
অনেকে ধরেই নিয়েছেন, পার্মানেন্ট সমাধান বুঝি এ দুনিয়ায় নাই ভুল ধারণা
সমাধান আছে প্রকৃতিতে।

জেনুইনের দীর্ঘদিনের গবেষণার
ফসল এলার্জি ও ব্লাড পিউরিটি ফুড
এবার বাজারে নিয়ে এলেন এলার্জির জম

আলহামদুলিল্লাহ

প্রাকৃতিক গুনে গুণান্বিত কাঁচা হলুদ
মেথি, নিম, গুলঞ্চ, ইসুবগুল ও চিরতার এক্সট্র্যাক্ট সমৃদ্ব এই পাওয়ারফুল।

"A & B Purity Food"

উপকারিতা:
১ এটি দেহের এলার্জি প্রতিরোধ করে |
২ নাক ও গলার চুলকানি থেকে রক্ষা করে |
৩ ত্বকের রেশ / ফুসকুড়ি থেকে সুরক্ষা দেয় |
৪ চোখের লালচে ভাব ও পানি পড়া রোধ
করে
৫ সাইনাসজনিত হাঁচি, কাশি, মাথা ব্যথা
প্রতিরোধ করে |
৬ রক্তকে পরিশুদ্ব করে |

সুস্থ করার মালিক আল্লাহ।
ওষুধ মাত্র অছিলা সত্যি ১০০% কাজ করে
ইনশাআল্লাহ।

খাবারের নিয়ম :
সকালে۔ এবং রাত্রে ১টি করে ক্যাপসুল কুসুম গরম পানির সাথে সেবন করবেন।

সতর্কতা :
গর্ভবতী ও মাতৃদুগ্ধ প্রদানকারী মা ও চার বছরের নিচে শিশুদের জন্য প্রযোজ্য নয় |

সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) : ৮০০ টাকা মাত্র
প্যাক সাইজ : ৩০ ক্যাপসুল

জেনুইন সোশ্যাল এন্টারপ্রাইজ
সুস্থ ধারার পরিছন্ন বিপনন
যোগাযোগ 01768626502

Address

মিয়ার বাজার, বিশ্বনাত, সিলেট
Sylhet

Telephone

+8801768626502

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natural solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Natural solution:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram