Love care

Love care নিজেকে করূন আসল পূরূষ.

আসসালামু আলাইকুম
06/10/2024

আসসালামু আলাইকুম

02/09/2020

অরজিনিয়াল লাভ ফরএভার দেখে নিন কোটার উপরে এলিট কর্পোরেশন কোটার নিচে লাভ ফরএভার লিখা অরজিনাল প্রোডাক্ট অবশ্যই দেখে নিন প্রয়োজনে ভিডিও কল করুন।

02/09/2020
আমাদের সকল পণ্য বাংলাদেশ সাইন্সল্যাব হারা পরীক্ষিত।
31/08/2020

আমাদের সকল পণ্য বাংলাদেশ সাইন্সল্যাব হারা পরীক্ষিত।

অরজিনিয়াল লাভ ফরএভার বারকোড দেখে নিন।100% গ্যারান্টি সহকারে।
31/08/2020

অরজিনিয়াল লাভ ফরএভার বারকোড দেখে নিন।
100% গ্যারান্টি সহকারে।

বিবাহিত জীবনকে করুন সুমধুর,, হয়ে উঠুন আসল পুরুষ
31/08/2020

বিবাহিত জীবনকে করুন সুমধুর,, হয়ে উঠুন আসল পুরুষ

Bangladesh Pratidinঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২০সকালে নিয়মিত লেবু পানি পানের উপকারিতাঅনলাইন ডেস্ক সকালে নিয়মিত লেবু পানি ...
31/08/2020

Bangladesh Pratidin
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২০

সকালে নিয়মিত লেবু পানি পানের উপকারিতা
অনলাইন ডেস্ক

সকালে নিয়মিত লেবু পানি পানের উপকারিতা
আমরা সাধারণত খাবারের স্বাদ বাড়াতে এবং গরমের দিনে শরবত তৈরি করতে লেবু ব্যবহার করি। কিন্তু এর উপকারিতা এখানেই শেষ না। লেবুতে আছে ভিটামিন সি এবং খনিজ উপাদান যা আমাদের হৃদযন্ত্রের ধড়ফড়ানি কমানো থেকে ফুসফুসকে ঠিকভাবে কাজ করতে সাহায্য করে। আর সকাল সকাল লেবু পানি পান করা আরও ভালো। নিয়মিত সকালে এক কাপ লেবু পানি পান করলে আপনাদের দেহ পাবে জাদুকরী উপকারিতা।

১. পাকা লেবুতে থাকে ইলেকট্রোলাইটস (যেমন পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদি)। সকাল সকাল লেবু পানি আপনাকে হাইড্রেট করে, শরীরে যোগান দেয় এইসব প্রয়োজনীয় উপাদানের যা দেহের পানিশূন্যতা দূর করে।

২. লেবুপানি দেহের ত্বকের জন্য খুবই ভাল। লেবুর ভিটামিন সি উপাদান দেহের ত্বক ও টিস্যুর জন্য খুব জরুরি। তাই ত্বকের যে কোন সমস্যা রোধ করতে প্রতিদিন লেবুপানি পান করুন। আপনার ত্বককে করে তোলে সুন্দর ও পরিষ্কার। ৩. বুক জ্বলা পড়া দূর করে। যাদের এই সমস্যা আছে রোজ আধা কাপ পানির মাঝে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে পান করুন।

৪. অন্য যে কোন খাবারের চেয়ে লেবু পানির ব্যবহারে লিভার অনেক বেশি দেহের জন্য প্রয়োজনীয় এনজাইম তৈরি করতে পারে।

৫. আপনার নার্ভাস সিস্টেমে দারুণ কাজ করে। সকাল সকাল লেবুর পটাশিয়াম আপনার বিষণ্ণতা ও উৎকণ্ঠা দূর করতে সহায়ক।

৬. উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে।

৭. লেবু পানি শরীরের রক্তবাহী ধমনী ও শিরাগুলোকে পরিষ্কার রাখে।

৮. হাড় জয়েন্ট ও মাসল পেইন কমায় দ্রুত।

৯. সকাল সকাল চা বা কফি পান করে দিন শুরু না করে লেবু পানি পান করে দেখুন। নিজের এনার্জিতে নিজেই বিস্মিত হবেন! আপনার নার্ভাস সিস্টেমে দারুণ কাজ করে। সকাল সকাল লেবুর পটাশিয়াম আপনার বিষণ্ণতা ও উৎকণ্ঠা দূর করতে সহায়ক।

১০. গর্ভবতী নারীদের জন্য খুবই ভালো লেবু পানি। এটা শুধু নারীর শরীরই ভালো রাখে না। বরং গর্ভের শিশুর অনেক বেশি উপকার করে। লেবুর ভিটামিন সি ও পটাশিয়াম শিশুর হাড়, মস্তিষ্ক ও দেহের কোষ গঠনে সহায়তা করে। মাকেও গর্ভকালে রোগ বালাই থেকে দূরে থাকে।

যেভাবে পান করবেন : সামান্য উষ্ণ পানি বা এই গরমের দিনে কক্ষ তাপমাত্রার পানিতেই মিশিয়ে নিন লেবুর রস। লাইম নয়, লেমনের রস। পাকা, অর্থাৎ পেকে হলুদ হয়ে যাওয়া লেবুর রস। নাহলে খালি পেটে অ্যাসিডিটির সমস্যা হতে পারে! আপনার ওজন যদি ১৫০ পাউন্ডের কম হয়, তাহলে অর্ধেক লেবুর রস এক গ্লাস পানিতে মেশাবেন। আর যদি ১৫০ পাউনডের বেশি হয়, তাহলে মেশাবেন পুরো একটা লেবুর রস।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

Address

Muradpur

Telephone

+8801870601896

Website

Alerts

Be the first to know and let us send you an email when Love care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram