03/12/2025
#বন্ধ্যাত্বের_সফলতার_গল্প_success_stories
বন্ধ্যাত্বের সফলতার গল্প (Success Stories):
মিসেস মিম আমাদের সেন্টারে আসেন ৪ বছরের বন্ধ্যাত্বের হিস্ট্রি নিয়ে। অনেক জায়গায় ডাক্তার দেখানোর পরও কোন কিছুতেই তার স্বামীর ও তার সমস্যার কোন সমাধান হচ্ছিল না। আমাদের পূর্ববর্তী সাকসেস এর রোগী থেকে শুনে আমাদের কাছে আসেন।
আমাদের এখানে সে ও তার স্বামীর বন্ধ্যাত্বের সম্পূর্ণ চেকআপে (SIS সহ) তার প্রোল্যাক্টিন হরমোনের সমস্যা ও পিসিওএস ধরা পরে। দুজনকেই মতোই প্রথম মাসে চিকিৎসা দেয়া হয়। সে নিয়মিত চেক আপে আসতো। এবং পিসিওএস থাকায় নিয়মিত ডায়েট করতো, ওজন কমিয়েছিল।
আলহামদুলিল্লাহ, সে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার অশেষ রহমতে, Dr. Takia Akhter Isheta ম্যাডামের চিকিৎসায় সে মাত্র ৩ মাসের ঔষধের মাধ্যমেই কন্সিভ কন্সিভ করে যায় এবং তার দীর্ঘ বন্ধ্যাত্বের অবসান হয়।
মিসেস মিমের মতো অসংখ্য সফলতার গল্পের সাক্ষী আমাদের মেডিকেয়ার হেল্থ সেন্টার, মুকসেদপুর, কিশোরগঞ্জ।
উনাদের খুশির অংশীদার হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।
যোগাযোগ :
মেডিকেয়ার হেল্থ সেন্টার, মুকসেদপুর, কিশোরগঞ্জ।
মুকসেদপুর ( গাইটাল বাসস্ট্যান্ড পার হয়ে পল্লী বিদ্যুৎ অফিসের গেইটের বিপরীতে) কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
📞01750-455722
📞01310-991644
#বন্ধ্যাত্ব #বন্ধ্যাত্বের_সফলতার_গল্প #কিশোরগঞ্জ #বন্ধ্যাত্ব_সেন্টার #বন্ধ্যাত্ব #