পেইজে সবাইকে শুস্বাগতম �। স্বাস্থই সকল সুখের মূল। একটি সুখী সমৃদ্ধ দেশ গঠনের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার কোনো বিকল্প নাই। অধিকাংশ মানুষই অসুস্থ্য হাওয়ার আগে নিজের স্বাস্থ্যের দিকে খুব বেশি একটা গুরত্ব দেয়না। আবার অসুুস্থ্য হওয়ার পরও যখন আমরা এদিক-সেদিক দৌড়-ঝাঁপ শুরু করি।তখন অনেক সময়ই ঠিক একটা নির্দেশনার অভাবে ভালো সেবা পাইনা। সুস্বাস্থ্যের জন্য প্রতিকার মূলক ব্যবস্থা গ্রহন করতে পারি,অসুুস্থ্য হলে আমরা যেন সঠিক দিকনির্দেশনা নিয়ে সবচেয়ে ভালো সার্ভিস টি পেতে পারি এবংস্বাস্থ্য সেবা নিতে গিয়ে যাতে বিভিন্ন প্রকারর হেনস্ত না হই - সেজন্য বাংলাদেশের একদল তরুন ডাক্তার, ইঞ্জিনিয়ার পেশাজীবী ছাত্রছাত্রী আরো অন্যান্য সবাইকে নিয়ে আমারা গঠন করেছি- "Community Health Service" সংগঠন। একটি সুষ্ঠু ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা সবাই মিলে কাজ করবো এ প্লাটফর্মে। গড়ব সুখী সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের পেইজটি বিভিন্ন রকম স্বাস্থ্য পরামর্শে কাজ করবে।
মানুষ মানুষের জন্য।মানব সেবাই আমাদের মূল লক্ষ্য। পেইজ এ পোস্ট সংক্রান্ত নীতিমালা :
১।জনস্বাস্থ্য, স্বাস্থ্যশিক্ষা,স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য, প্রমোশন, স্বাস্থ্য সচেতনতা সহ স্বাস্থ্য ব্যবস্থা সংক্রান্ত সব ধরনের পোস্ট নির্ভরযোগ্য সোর্স সহ করা যাবে।
২।যে কোন ধরনের স্বাস্থ্য সেবা জিজ্ঞাসা, স্বাস্থ্যা পরামশ , স্বাস্থ্য তথ্য, ডাক্তার -হসপাতাল রিলেটেড তথ্য,এবং স্বাস্থ্য সেবা সংক্রান্ত যে কোন তথ্য এবং পরামর্শ জানতে চেয়ে পোস্ট করা যাবে।
৩। চিকিৎসা বিষয়ক জানতে চাওয়া পোস্ট শুধুমাত্র রেজিস্ট্রার্ড ( MBBS, BDS, DMF) চিকিৎসকরা কমেন্ট করতে পারবেন। অন্য কেউ কোন ধরনের চিকিৎসা বিষয়ক কমেন্ট করতে পারবেন না। চিকিৎসা সংক্রান্ত কমেন্টের সাথে সংশ্লিষ্ট চিকিৎসক অবশ্যই নিজের নাম এবং পদবী উল্লেখ করবেন।
৪। স্বাস্থ্য সম্পকিত জরুরী প্রয়োজন যেমন: রক্তের প্রয়োজন জরুরী এম্বুলেন্স, ঔষুধ, ফার্মেসি বা এজাতীয় সব ধরনের জরুরী বিষয়ে পোষ্ট করা যাবে।৫।স্বাস্থ্য বিষয়ক জিজ্ঞাসা পোস্ট অবশ্যই প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে। রোগীর লিংক, বয়স বাচ্চাদের ওজন, বর্তমান উপসর্গের পযাপ্ত বিবরন, পূর্বের রোগ এবং হসপিটাল ভর্তির ইতিহাস উল্লেখ করতে হবে।
৬। কোন পোস্ট বা কমেন্ট কোন ধরনের অশ্লীল শব্দ অপমান শূচক শব্দ আক্রমণাত্নক শব্দ ইমোটিকন, সরাসরি বা আকারে ইংগিতে ব্যবহার করা যাবেনা। এক্ষেত্রে নিয়ম ভংগকারীকে পেইজ থেকে ব্যান করা হবে।
৭।যে কোন প্রয়োজনে যে কোন পোস্ট। কমেন্ট ডিলেট করার সব সব ক্ষমতা Community Health Servic এডমিনরা সংরক্ষণ করেন।
৮। প্রয়োজন এবং সময়ের আলোকে পেইজ এর নিয়মাবলী পরিমার্জন এবং পরিবধনযোগ্যা এ সংক্রান্ত সব অথরিটি পেইজ এডমিনরা সংরক্ষন করেন।
# Stay-Home
# stoy- Safe
Admin - Community Health Services