09/11/2025
ঘুম ও প্রোবায়োটিকস
প্রোবায়োটিকস হলো “ভালো ব্যাকটেরিয়া” — যা আমাদের অন্ত্রে (gut) কাজ করে হজম, মানসিক প্রশান্তি ও ঘুম ঠিক রাখতে সাহায্য করে।
কেন দরকার:
ভালো ঘুমের হরমোন সেরোটোনিন ও মেলাটোনিন বাড়ায়
স্ট্রেস ও উদ্বেগ কমায়
অন্ত্রের প্রদাহ নিয়ন্ত্রণে রাখে
যেসব খাবারে প্রোবায়োটিকস থাকে:
দই, ঘোল, টক দই, ফারমেন্টেড খাবার (যেমন কিমচি, আচার, কম্বুচা ইত্যাদি)
📖 গবেষণায় দেখা গেছে — নির্দিষ্ট প্রোবায়োটিকস ঘুমের মান উন্নত করে ও ইনসমনিয়ার উপসর্গ কমাতে পারে।
💤 রাতে ভালো ঘুম চাইলে, অন্ত্রের যত্ন নিন 💚
#প্রোবায়োটিকস #ঘুম #স্লিপহেলথ #ইনসমনিয়া #ডায়েটিশিয়ান #গাটহেলথ #মাইক্রোবায়োম #স্ট্রেসকন্ট্রোল