30/10/2025
😰“অতিরিক্ত ওজন বনাম কম ওজন”👇
-+-+-+-+-+-+-+--+-+-+-
⚖️ অতিরিক্ত ওজন বনাম কম ওজন — দুটোই বিপজ্জনক!
আমাদের শরীরের ওজন যদি সঠিক না থাকে, তাহলে তা যেমন সৌন্দর্য নষ্ট করে, তেমনি নানা রোগেরও জন্ম দেয়।
স্বাভাবিক ওজনই সুস্থ জীবনের মূলভিত্তি।
🧍♂️ অতিরিক্ত ওজন (Overweight/Obesity):
📈 BMI ≥ 25
📌 সমস্যা:
হৃদরোগ ও উচ্চ রক্তচাপ
ডায়াবেটিস
হাঁটুব্যথা ও কোমর ব্যথা
ঘুমের ব্যাঘাত
মানসিক চাপ ও আত্মবিশ্বাসের অভাব
📌 কারণ:
অতিরিক্ত খাবার, ফাস্টফুড, কম হাঁটা, স্ট্রেস, হরমোনজনিত সমস্যা
📌 সমাধান:
🥗 সুষম খাবার খান
🚶 প্রতিদিন অন্তত ৩০–৪৫ মিনিট ব্যায়াম করুন
💧 প্রচুর পানি পান করুন
😴 পর্যাপ্ত ঘুম নিন
🧍♀️ কম ওজন (Underweight):
📉 BMI ≤ 18.5
📌 সমস্যা:
রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়
রক্তস্বল্পতা (Anemia)
হাড় দুর্বল হয়ে যায়
মানসিক ক্লান্তি ও দুর্বলতা
গর্ভবতী নারীদের জটিলতা বাড়ে
📌 কারণ:
অপুষ্টি, হরমোনজনিত সমস্যা, মানসিক চাপ, দীর্ঘস্থায়ী অসুখ
📌 সমাধান:
🍚 পুষ্টিকর ও ক্যালরিযুক্ত খাবার খান
🥜 ডিম, দুধ, বাদাম ও মাছ নিয়মিত খান
🩺 প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট নিই।
🌿 শেষ কথা:
অতিরিক্ত ওজন যেমন ক্ষতিকর, কম ওজনও তেমনই ঝুঁকিপূর্ণ।
নিজের BMI 18.5–24.9 এর মধ্যে রাখুন —
👉 তাহলেই আপনি সুস্থ, সবল ও সুন্দর।
#স্বাস্থ্য িয়ন্ত্রণ #স্বাস্থ্যসচেতনা