Yes Blood Bangladesh

Yes Blood Bangladesh নিঃস্বার্থ ভাবে কোন কাজ করতে চান??
অসহায় রোগীকে করুন রক্ত দান!! (২) রক্তের গ্রুপ ও কত ব্যাগ লাগবে? (৩) হাসপাতালের নাম, ব্লক, কেবিন/ওয়ার্ড নং ও ঠিকানা?

রক্তের প্রয়োজনে এই পেজে পোষ্ট/ মেসেজ করতে হলে অবশ্যই নিচের বিষয়গুলো অবলম্বন করুনঃ-

(১) রোগির সমস্যা ? (৪) কোন সময়ের মধ্যে লাগবে। (৫) যোগাযোগের জন্যে মোবাইল নাম্বার ও নাম, (৬) রক্তের ব্যবস্থা হলে অবশ্যই আমাদের জানাবেন।

বি: দ্র: রোগী দেখা ছাড়া কেউ রক্ত দান করবেন না।


জরুরি রক্ত লাগলে, প্রথমে নিজেদের মধ্যে চেষ্টা করুন....ব্যবস্থা না হলে আমাদের জানান।

এই কথা বলার কারন হচ্ছে......অনেক সময় রুগির আত্মীয়-স্বজনদের রক্তের গ্রপের সাথে প্রয়োজনিয় রক্তের গ্রুপ মিললেও ভয়ে রক্ত দিতে চায়-না। এমন হলে আপনার আত্মীয়কে, অন্য অপরিচিত মানুষ কেন রক্ত-দান করবে ?

04/07/2022

দুর্ঘটনায় বিচ্ছিন্ন অঙ্গ সংরক্ষন করে কিভাবে হাসপাতালে আনবেনঃ
কোরবানির ঈদে অনেক অপেশাদার সাধারন মানুষ পশুর মাংস প্রস্তুতে নিযুক্ত হন।কাটাকাটির অভিজ্ঞতা না থাকায় অনেকেই দুর্ঘটনার শিকার হন।বিশেষ করে ভারি ধারালো অস্ত্র দিয়ে সজোড়ে হাড় কাটার সময় কারো পুরো আঙ্গুল হয়ত বিচ্ছিন্ন হয়ে যায়।কোরবানির ঈদে এই ঘটনা বিরল নয়।প্রতি বছর ই বড় ঈদে দেশের প্লাস্টিক সার্জনদের কাছে এমন অনেক কেস আসে।কিন্তু সঠিক সময়ে পৌঁছাতে না পারায় এবং সঠিক পদ্ধতিতে সংরক্ষন করে না আনায় অধিকাংশ ক্ষেত্রে কাংখিত ফলাফল দেয়া সম্ভব হয় না।
শুধু কোরবানির কাটাকাটি ছাড়া ও মারামারি বা রোড ট্রাফিক এক্সিডেন্টে ও কারো অঙ্গ বিচ্ছিন্ন হতে পারে। বিচ্ছিন্ন অঙ্গ কেউ পুণঃসংযোজন করতে চাইলে আসতে হবে মাইক্রোসার্জারিতে পারদর্শী একজন প্লাস্টিক সার্জনের কাছে।আমরা সাধারন মানুষ বিচ্ছিন্ন অঙ্গের সংরক্ষন পদ্ধতি জানিনা এবং কত সময়ের মধ্যে আসতে হবে তাও জানিনা।
বিচ্ছিন অঙ্গটি (আঙ্গুল,হাত বা পা) প্রথমেই নরমাল স্যালাইন দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।নরমাল স্যালাইন পাওয়া না গেলে পরিষ্কার পানি দিয়ে খুব দ্রুত পরিষ্কার করে নিলেও চলবে।তারপর একটি পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে শুকিয়ে ফেলতে হবে।শুকনো অঙ্গটি একটি পরিষ্কার পলিথিনে ভরে পলিথিনের মুখ ভালভাবে আটকে নিতে হবে।অতপর একটি আইস বক্সে বরফ দিয়ে সেখানে পলিথিনে ভরা অঙ্গটি সংরক্ষন করতে হবে।যদি আইস বক্স না পাওয়া যায় সেক্ষেত্রে অন্য একটি পলিথিনে বরফ নিয়ে তার ভিতর পলিথিনে মোড়ানো অঙ্গটি সংরক্ষন করা যাবে।
বরফ দেয়ার উদ্দেশ্য হল দীর্ঘ সময় যেন সতেজ থাকে অঙ্গটি।তাই পরিবহনের সময় প্রয়োজনে মাঝপথে বরফ সংযোজন করা যাবে।
অঙ্গহানির ৬ ঘন্টার মধ্যে নির্দিষ্ট হাসপাতালে পৌঁছাতে হবে।এই ক্ষেত্রে সময় খুব গুরুত্বপূর্ণ বিষয়।তাই সবচে ভাল হয় যদি রওয়ানা দেয়ার পুর্বেই মাইক্রোসার্জারিতে অভিজ্ঞ একজন প্লাস্টিক সার্জনের সাথে ফোনে যোগাযোগ করে রওয়ানা দেয়া যায়,যাতে সেই সময়ের মধ্যে সার্জন তার টিম ও অপারেশন থিয়েটার প্রস্তুত করে ফেলতে পারে।

© ডা. কামরুল ইসলাম মামুন

05/03/2022

েগেটিভ রক্তদাতা এগিয়ে আসুন।
একজন ওপেন হার্ট সার্জারি রুগীর জন্য A- (Negative) Blood প্রয়োজন।
🔴 রক্তের গ্রুপ: A-ve (A Negative)
📆 রক্তদানের তারিখ: ৭-০৩-২০২২
🏥 রক্তদানের স্থান: ইউনাইটেড হসপিটাল
☎ যোগাযোগ: 01748218684

04/03/2022

বি পজিটিভ রক্তদাতা এগিয়ে আসুন 🙏

💁রোগীর সমস্যা: ওপেন হার্ট সার্জারী
🔴রক্তের গ্রুপ: B+
💉রক্তের পরিমাণ: ১ ব্যাগ
👉হিমোগ্লোবিনঃ জানা নাই
📆রক্তদানের তারিখঃ ০৫-০৩-২০২২
⌚রক্তদানের সময়ঃ আগামীকাল সকাল
🏥রক্তদানের স্থান: বরডেম হাসপাতাল, ঢাকা।
☎যোগাযোগ: 01888793940

23/02/2022

একজন মায়ের জরায়ু অপারেশনের জন্য েগেটিভ রক্তের প্রয়োজন।
দিতে না পারলেও শেয়ার করে সহযেগিতা করুন। রক্তদাতা পাওয়া যাচ্ছে না।

🔴 রক্তের গ্রুপ: O-
💉 রক্তের পরিমাণ: ২ ব্যাগ
📆 রক্তদানের তারিখঃ ২৫/০২/২০২২
⌚ রক্তদানের সময়: সকাল ১১ঃ০০টা
🏥 রক্তদানের স্থান: ল্যাব এইড হাসপাতাল, মধ্য বাড্ডা
☎ যোগাযোগঃ 0183-8324479
🤳 নাম: সাজ্জাদ হোসেন
🛌 সম্পর্ক: মা

17/02/2022

জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন!

🔴রক্তের গ্রুপ:- O+
🩸রক্তের পরিমাণ:- 6 bag
রোগীর সমস্যা:- Heart Bypass

📆রক্তদানের তারিখ:-১৮/০২/২২ (শুক্রবার )
🕰রক্তদানের সময়: বিকাল ৫-৮টা
🏥রক্তদানের স্থান: গ্রিনলাইফ হাসপাতাল গ্রিনরোড (পান্থপথ এর নিকটস্থ), ঢাকা
📞যোগাযোগ: 01611451002

10/11/2021

#জরুরি_রক্তের_প্রয়োজনে_নিন্মের_তথ্যাবলী_প্রদান_করা_হলোঃ
🚫 রোগীর সমস্যা : ডেঙ্গু
🔴 রক্তের গ্রুপ :A+
💉 রক্তের পরিমান : ১ ব্যাগ
📆 রক্তদানের তারিখ : ১০ নভেম্বর
⌚ রক্তদানের সময় : নির্ধারণ হয়নি
🏥 রক্তদানের স্থান: স্কয়ার হাসপাতাল
☎ যোগাযোগের নাম্বার : +880 1847-346300 (রবি ভাই)

03/11/2021

#জরুরী_রক্ত_প্রয়োজন
B+ (Positive) Blood Needed

আজ (৩-১১-২০২১) সকাল ১০ টার মধ্যে এক রোগীর জন্য ১ব্যাগ বি পজেটিভ রক্ত প্রয়োজন

ঠিকানা: শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল

যোগাযোগ: 01812188817 - রিপন

Collected
26/10/2021

Collected

18/10/2021

Emergency AB+ (Positive) Blood needed

* রোগীর সমস্যা : Hemoglobin problem, kidney problem, lungs infection
* রক্তের গ্রুপ : AB positive
* রক্তের পরিমাণ : 2 bag
* রক্তদানের তারিখ : 18 October 2021
* রক্তদানের সময়.. as early as possible
* রক্তদানের স্থানঃ BIRDEM General Hospital, Shahbag, Dhaka
* যোগাযোগ নাম্বারঃ 01318214453
(ডোনারের যদি ভেকসিন গ্রহন ৩০দিন হয়ে থাকে তাহলে রক্ত দিতে পারবে)

08/10/2021

#জরুরী_রক্ত_প্রয়োজন
#বি_পজেটিভ
B+ (Positive) Blood দরকার
এক চাচীর জন্য ভোরের মধ্যে ২ ব্যাগ B(+ve) রক্ত প্রয়োজন।

ঠিকানা: আজিমপুর মাতৃসদন হাসপাতাল

সরাসরি যোগাযোগ: +8801729588079 (সুমন রশিদ (চাচা))

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Yes Blood Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Yes Blood Bangladesh:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram