E. Coli Diagnostic Centre & Health Care

  • Home
  • E. Coli Diagnostic Centre & Health Care

E. Coli Diagnostic Centre & Health Care Regular blood testing is a great way to monitor your health, keeping you and your health.

 .Coli Diagnostic Centre & Health Care  .Lal Pathlab  Sarif, Near Block Hospital✓রবিবার বিশেষ আকর্ষণীয় ছাড়ে রক্ত পরীক্...
16/07/2025

.Coli Diagnostic Centre & Health Care
.Lal Pathlab
Sarif, Near Block Hospital
✓রবিবার বিশেষ আকর্ষণীয় ছাড়ে রক্ত পরীক্ষা করা হবে,আপনারা বিস্তারিত জানতে যোগাযোগ করুন।
📞📞 8345001465

Dear customer, If you have any query related to blood test / price / report / home collection. Contact Us.  #8345001465/...
08/07/2025

Dear customer, If you have any query related to blood test / price / report / home collection. Contact Us. #8345001465/74075 60617
Regards,E. Coli Diagnostic Centre & Health Care Sarif railway station near Ghutiyari Sarif block hospital
# Dr Lal Pathlabs

✅গর্ভবতী মহিলাদের কি কি করা উচিৎ।✓গর্ভবতী নিশ্চিত হলে নিকটবর্তী সরকারি স্বাস্থ্যকেন্দ্রে আপনার নাম লেখান(রেজিস্টার করান)...
05/07/2025

✅গর্ভবতী মহিলাদের কি কি করা উচিৎ।
✓গর্ভবতী নিশ্চিত হলে নিকটবর্তী সরকারি স্বাস্থ্যকেন্দ্রে আপনার নাম লেখান(রেজিস্টার করান)
✓প্রসবের আগে চারটি পরীক্ষা একান্ত প্রয়োজন।
•প্রথম পরীক্ষা -১২ সপ্তাহের মধ্যে (এএনসি)
• দ্বিতীয় পরীক্ষা -১৪ থেকে ২৬ সপ্তাহের মধ্যে
•তৃতীয় পরীক্ষা -২৮ থেকে ৩৪ সপ্তাহের মধ্যে
•চতুর্থ পরীক্ষা -৩৬ সপ্তাহ ও তার পরে।
✓প্রসবের আগে পরীক্ষার সময় আপনার রক্তে হিমোগ্লবিনের মাত্রা,রক্তচাপ,প্রস্রাব,ওজন,আয়রন ও ফলিক অ্যাসিড,ভিটামিন ডি যুক্ত ক্যালসিয়াম এবং কৃমিনাশক বড়ি নিয়মিত খান ও অবশ্যই দুটি টিটেনাস - ডিপথেরিয়া ইঞ্জেকশন নিন ,প্রয়োজনে ডাক্তার বাবুর পরামর্শ নিন।
রক্তে হিমগ্লোবিনের মাত্রা দেখে নিলে প্রাথমিক স্তরে রক্তাল্পতা ধরা পড়ে ও রক্তাল্পতার চিকিৎসা করা যায়।একজন গর্ভবতী মহিলার রক্তের হিমগ্লোবিনের মাত্রা ১০.৯গ্রাম/ডেসিলিটার হওয়া বাঞ্ছনীয়।
✓গর্ভাবস্থায় গর্ভবতী মহিলার ওজন ৯-১১কেজি ওজন বৃদ্ধি পায়।
✓রক্তচাপ পরীক্ষা করান।বেশি রক্তচাপ আপনার ও আপনার শিশুর জন্য বিপ্পজনক।
✓প্রসাবে অ্যালবুমিন ও সুগার পরীক্ষা করান,যেটি আপনাকে ও আপনার গর্ভস্থ শিশুকে অসুস্থতা থেকে বাঁচায়। গর্ভাবস্থায় প্রথম পরীক্ষার সময় এইচ আই ভি সংক্রমণ নির্ণয় করুন।
*গর্ভাবস্থায় জ্বর হলে রক্ত পরিক্ষা করে জেনে নিন ম্যালেরিয়া হয়েছে কিনা
✓টিটেনাস ও ডিপথেরিয়া দুটি ইঞ্জেকশন মা ও শিশুকে প্রাণঘাতী টিটেনাস ও ডিপথেরিয়া রোগ থেকে বাঁচায়।
✓ গর্ভাবস্থায় চতুর্থ মাস থেকে প্রসবের পর ছয়মাস পর্যন্ত আয়রন ও ফলিক অ্যাসিড বড়ি খান।কিছু খাওয়ার পরে বড়িটি খাবেন।এতে রক্তাঅল্পতা দূর হয় ও সুস্থ শিশুর জন্ম সুনিশ্চিত হয়।
✓ভিটামিন ডি যুক্ত ক্যালসিয়াম বড়ি মাতৃমৃত্যু, মাতৃ অসুস্থতা ও উচ্চ রক্তচাপ জনিত জটিলতা প্রতিরোধ করে।
✓গর্ভাবস্থায় তিন মাসের পর একটি কৃমিনাশক বড়ি খান,কৃমিনাশক বড়িটি লৌহ অভাব জনিত রক্তাল্পতা প্রতিরোধ করে।

🌡️ Fever Panel Basic Test 🌡️জ্বরের প্রকৃত কারণ জানতে করান এই গুরুত্বপূর্ণ টেস্টগুলো ✅🔸 CBC – রক্তের বিভিন্ন উপাদান যাচাই...
04/07/2025

🌡️ Fever Panel Basic Test 🌡️
জ্বরের প্রকৃত কারণ জানতে করান এই গুরুত্বপূর্ণ টেস্টগুলো ✅

🔸 CBC – রক্তের বিভিন্ন উপাদান যাচাই
🔸 ESR – শরীরের ভিতরে প্রদাহের মাত্রা বোঝায়
🔸 MP Smear – ম্যালেরিয়া সনাক্ত করতে
🔸 WIDAL – টাইফয়েড পরীক্ষার জন্য
🔸 Urine Routine – সংক্রমণ বা অন্য সমস্যার ইঙ্গিত পেতে

🩺 আপনার সুরক্ষায় আজই করান ফিভার প্যানেল
📞 যোগাযোগ: 8345001465/


.Coli Diagnostic Centre And Health Care
#জ্বরপরীক্ষা

04/07/2025

Typhoid fever: What is typhoid fever in adults? Discover its symptoms, causes, diagnosis, and risk factors. Stay aware to protect your health and prevent infection.

21/06/2025
Electrolytes ❤️❤️🎉
30/05/2025

Electrolytes ❤️❤️🎉

While more prevalent in older women, Ovarian Cancer can also occur in younger women. Timely testing is a must.          ...
30/05/2025

While more prevalent in older women, Ovarian Cancer can also occur in younger women. Timely testing is a must.

. Coli Diagnostic Centre & Health Care

🔬💉🩺ডিম্বাশয়ের ক্যান্সার নির্ণয়
এখনও কোনো কার্যকরী ডিম্বাশয়ের ক্যান্সার স্ক্রীনিং পরীক্ষা নেই। শ্রোণী পরীক্ষা, ইমেজিং পরীক্ষা, CA-125 মাত্রার জন্য রক্ত পরীক্ষা, এবং অস্ত্রোপচারের মূল্যায়ন এটি নির্ণয়ের জন্য ব্যবহার করা যেতে পারে।

ডিম্বাশয়ের ক্যান্সার সন্দেহ হলে, স্বাস্থ্যসেবা প্রদানকারী লক্ষণগুলি সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন এবং অস্বাভাবিকতা পরীক্ষা করার জন্য একটি পেলভিক পরীক্ষা করতে পারেন।

অতিরিক্ত পরীক্ষা অন্তর্ভুক্ত হতে পারে:

পেলভিক আল্ট্রাসাউন্ড, এমআরআই, সিটি স্ক্যান বা পিইটি স্ক্যানের মতো ইমেজিং

                                 গর্ভবতী মায়েদের রক্ত পরীক্ষার প্রয়োজনীয়তা: গর্ভাবস্থার জন্য রক্ত পরীক্ষার মূল উদ্দেশ...
28/05/2025

গর্ভবতী মায়েদের রক্ত পরীক্ষার প্রয়োজনীয়তা:
গর্ভাবস্থার জন্য রক্ত পরীক্ষার মূল উদ্দেশ্য হলো মায়ের স্বাস্থ্য এবং সন্তানের বিকাশের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা করা। গর্ভাবস্থার প্রথম দিকে hCG (হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন) হরমোনের মাত্রা পরিমাপের জন্য রক্ত পরীক্ষা করা হয়। এছাড়াও, রক্তের ধরন, সম্পূর্ণ রক্ত গণনা (CBC), এবং বিভিন্ন রোগ যেমন: থাইরয়েড সমস্যা, ডায়াবেটিস, এবং সংক্রমণের জন্য রক্ত পরীক্ষা করা হয়।
গর্ভাবস্থার জন্য রক্ত পরীক্ষার বিস্তারিত:
✓hCG পরীক্ষা (হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন):
এই পরীক্ষাটি গর্ভাবস্থা সনাক্ত করতে এবং গর্ভাবস্থার সঠিক বয়স নির্ধারণ করতে সাহায্য করে। গর্ভধারণের ১০ দিন পর রক্তে hCG দেখা যায়।
✓রক্তের ধরন এবং আরএইচ ফ্যাক্টর:
মায়ের রক্তের ধরন এবং শিশুর রক্তের ধরন সামঞ্জস্যপূর্ণ কিনা তা নির্ধারণ করা হয়। আরএইচ ফ্যাক্টর নেগেটিভ মায়ের ক্ষেত্রে, এটি শিশুর জন্য জটিলতা তৈরি করতে পারে, তাই এই পরীক্ষাটি করা হয়।
✓সম্পূর্ণ রক্ত গণনা (CBC):
এটি রক্তে বিভিন্ন কোষের সংখ্যা পরিমাপ করে। গর্ভাবস্থায়, সিবিসি অ্যানিমিয়া (রক্তাল্পতা) এবং অন্যান্য রক্তের ব্যাধি সনাক্ত করতে সাহায্য করে।
✓অন্যান্য পরীক্ষা:
গর্ভাবস্থায় থাইরয়েড সমস্যা, ডায়াবেটিস, এবং বিভিন্ন সংক্রমণের জন্য রক্ত পরীক্ষা করা হয়।
এছাড়াও, গর্ভাবস্থার বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষার প্রয়োজন হতে পারে। উদাহরণস্বরূপ, গর্ভাবস্থার প্রথম দিকে কিছু পরীক্ষার মাধ্যমে সন্তানের জন্মগত ত্রুটি সনাক্ত করা সম্ভব, বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন।
গর্ভাবস্থার রক্ত পরীক্ষার মাধ্যমে মা এবং সন্তানের স্বাস্থ্য রক্ষা করা সম্ভব।
গর্ভাবস্থার রক্ত পরীক্ষা: প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশিকা
অনূদিত — গর্ভাবস্থার রক্ত পরীক্ষা: আপনার যা জানা দরকার গর্ভাবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে, রক্ত পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when E. Coli Diagnostic Centre & Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram