HMAhalim

HMAhalim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HMAhalim, Allergist, South Africa northwest Mafiking Itsoseng, Johannesburg.

04/06/2024

Available Plot :
Block- L ; 3 katha,
Block- M ; 3 katha, 4 katha,
Block- N ; 3 katha, 4 katha, 5 katha
Block- P ; 3 katha, 4 katha, 5 katha, 6 katha

যোগাযোগ করুনঃ 01329666162, 01329666165
💬 https://wa.link/5ryd7i
🌐 https://redbricksbd.com
▶️ https://www.youtube.com/
💼Office Address:
📍 Haveily Complex (Ka-06), Level-8, Bashundhara Main Road,
Vatara, Dhaka.


03/05/2024

আলহামদুলিল্লাহ

প্রিয় রাহবার আল্লামা মা*মুনুল হক হাফিঃ এখন মুক্ত বাতাসে। I ইবনে শাইখুল হাদীস মুক্ত পৃথিবীতে। আলহামদুলিল্লাহ। ৫ ই মে ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের
জাতীয় সেমিনার সফল হোক।

02/05/2024

আমার তো মনে হয় এটা কিছু মানুষের পরিকল্পনা।
এখন দোষ শুধু আবেগের । ষড়যন্ত্রকারীরা এখনো লিপ্ত সামান্য কোন ইস্যুতে মুক্তি বিলম্বিত করার,,,,
ومكروا ومكر الله والله خير الماكرين.

28/03/2024
23/02/2024

মওদূদীবাদ বিষয়ে মাওলানা আবুল কালাম আযাদ বাশারকে ওপেন চ্যালেঞ্জ!

বাংলাদেশের বৃহৎ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ কর্তৃক অনুষ্ঠেয় সাম্প্রতিক কেন্দ্রীয় পরীক্ষায় ‘ফেরাকে বাতিলা’ বিষয়ক প্রশ্নপত্রে ‘মওদূদী মতবাদ’ বিষয়ক প্রশ্ন নিয়ে চরম ক্ষিপ্ত হয়েছে মওদূদীপন্থী ‘জামাতে ইসলামী বাংলাদেশ’।

কুরুচিপূর্ণ ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন একাধিক জামাত ও শিবির নেতারা। এর মাঝে আমার নজরে এসেছে জামাতপন্থী বক্তা ‘মাওলানা আবুল কালাম আযাদ বাশার’ এর একটি বক্তব্য। যেখানে তিনি চরম ঘৃণা ও তাচ্ছিল্যের সাথে উলামায়ে দেওবন্দকে কটাক্ষ করেছেন। মওদূদী মরহুম বিষয়ে নাকি উলামায়ে দেওবন্দ মিথ্যাচার করে আসছেন।

আমি উলামায়ে দেওবন্দের এক নগণ্য তালেবে ইলম হিসেবে মাওলানা বাশারকে চ্যালেঞ্জ করছি। আপনার হিম্মত থাকলে আমার সাথে বসুন।
অনলাইন হোক বা সরাসরি। আপনি নিজেই স্থান ও সময় নির্ধারণ করুন। আমি অধম আপনার সাথে মওদূদী সাহেবের ভ্রান্তিতা বিষয়ে কথা বলতে রাজি।

আমার চ্যালেঞ্জ!

১ আবুল আলা মওদূদী সাহেব একাধিক সহীহ হাদীসকে শুধু অস্বিকার নয়, তাচ্ছিল্যও করেছেন।

২ মওদূদী সাহেব সাহাবায়ে কেরামগণ রাঃ বিষয়ে শিয়াদের মতো চরম ভ্রষ্টতার পরিচয় দিয়েছেন।

৩ নবীদের নিষ্পাপ হওয়া বিষয়ে চরম বেআদবীমূলক বক্তব্য প্রদান করেছেন।

যদি আমি উক্ত বিষয়গুলো প্রমাণ করতে না পারি যে, মওদূদী সাহেব উপরোক্ত বিষয়গুলোতে ভ্রষ্টতা ও গোমরাহীতে নিমজ্জিত, তাহলে আমি আপনাদের মতবাদ গ্রহণ করতে প্রস্তুত আছি।
আর যদি প্রমাণ করতে পারি, তাহলে আপনিও মওদূদী সাহেবের গোমরাহী থেকে তওবা করে ফিরে আসবেন হকের পথে।

হিম্মত থাকলে বসুন। অনলাইনে চাপার জোরে বক্তৃতা দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করবেন না।

চ্যালেঞ্জদাতা!
বান্দা লুৎফুর রহমান ফরায়েজী

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস কেন পালন করবেন বা করবেন না?এক. কুরআনে কারীমে নবীর জন্মদিবস পালন কর...
19/09/2023

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস কেন পালন করবেন বা করবেন না?
এক. কুরআনে কারীমে নবীর জন্মদিবস পালন করতে বলা হয়নি।
দুই. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসে জন্মদিবস পালনের কোনো নির্দেশনা আসেনি।
তিন. সাহাবায়ে কিরাম আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু বর্ণনা করেছেন, যেমন,
১- অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। (বুখারী ১০২১)।
২- অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু শব্দ করে হাসলেন। (বুখারী ১৯৩৬)।
৩- অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। (বুখারী ৩৬৯৫)।
৪- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হলেন। (বুখারী ৬৯৮২)
৫- অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন। (বুখারী ১৩০৪)
এভাবে সাহাবায়ে কিরাম আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল এক্টিভিটির বর্ণনা দিলেন, কিন্তু কেউ এটা বর্ণনা করলেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবসের উৎসব করলেন। তাহলে আমরা কীসের উপর ভিত্তি করে নবীর জন্মদিবস পালন করবো?? বিবেকবানরা একটু চিন্তা করবেন??
———————————-
চার. আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু তার আড়াই বছরের খেলাফত কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেননি।
পাঁচ. উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর দশ বছরের খেলাফতকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেননি।
ছয়. উসমান রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর তেরো বছরের বছরের খেলাফত কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেননি।
সাত. আলী রাদিয়াল্লাহু আনহু তাঁর চার বছরের বছরের খেলাফত কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেননি।
আট. হাসান ইবন আলী রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর ছয় মাস বছরের খেলাফত কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেননি।
নয়. খলীফা মুআওয়িয়াহ রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর বিশ বছরের ইমারতকাল ও বিশ বছরের বছরের খেলাফত কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেননি।
দশ. উমাইয়া খলীফাদের কেউ তাদের বহু বছরের খেলাফত কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেননি।
এগারো. আব্বাসীয় খলীফাদের কেউ তাদের বহু বছরের খেলাফত কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেননি।
বারো. ইমাম আবু হানীফা রাহিমাহুল্লাহ তার জীবনে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেননি।
তেরো. ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার জীবনে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেননি।
চৌদ্দ. ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ তার জীবনে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেননি।
পনেরো. ইমাম আহমাদ রাহিমাহুল্লাহ তার জীবনে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেননি।
তাহলে এদের অনুসরণ না করে বলুন কাদের অনুসরণ আপনি করছেন?? যে কাজ না করে তারা শ্রেষ্ঠ হয়েছেন আপনি সেটা না করেই তো চলতে পারেন।
——————————————-
ষোলো. এ জন্মদিবস পালনের বিদআতটি প্রবর্তন করেছে শিয়া রাফযী বাতেনী ফির্কার নেতা আল-মুইয লি- দীনিল্লাহ। যারা তাদের রাজত্বে সুন্নীদেরকে মারাত্মক ভয়াবহ অত্যাচার করে হত্যা করত। যারা পাঁচ ধরণের জন্মদিবস চালু করেছিল। ১- রাসূলের, ২- আলীর, ৩- ফাতেমার, ৪- হুসাইনের ৫- মুইয লি দ্বীনিল্লাহর। দুর্ভাগ্যবশত সুন্নীদের কেউ কেউ সেখান থেকে একটি বিদআতকে ভালো মনে করে আত্মস্থ করে নেয়। আর দীন ও ইলমের অজ্ঞতার মাঝে সেটা পরবর্তী অনেক মানুষের মনে তা জায়গা করে নেয়।
———————————————
সতেরো. নিঃসন্দেহে এ কাজটি বিদআত। আর বিদআতের ভয়াবহতায় কুরআন ও হাদীসের ভাষ্য আমাদের সবার জানা রয়েছে। শুধু দুটি আয়াত ও দুটি হাদীস বর্ণনা করতে চাই।
১- আল্লাহ তাআলা বলেন,
يوم تبيض وجوه وتسود وجوه
মুফাসসিরগণ বলেছেন, বিদআতীদের চেহারা কিয়ামতের দিন কালো হবে।
২- আল্লাহ তাআলা বলেন,
قل هل ننبئكم بالأخسرين أعمالًا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا
বলুন, আমি কি তোমাদের জানিয়ে দিব না তাদের সম্পর্কে, যারা আমলের দিক থেকে বেশি ক্ষতিগ্রস্ত? যারা তাদের দুনিয়ার জীবনের সকল আমল খুইয়ে বসেছে, অথচ তারা মনে করছে তারা কতই না ভালো কাজ করেছে।
আঠারো. সালাফে সালেহীন তথা সাহাবায়ে কিরাম, তাবে’ঈন, তাবে তাবে’ঈন ও ইমামগণ থেকে বিদআত ও বিদআতীদের পরিণাম সম্পর্কে শত শত ভাষ্য এসেছে।
সুতরাং আসুন আমরা কুরআন, সুন্নাহ ও সালাফে সালেহীনের পথে ও বুঝে অবস্থান করি।

18/09/2023
11/08/2023

আল্লামা মামুনুল হকের সেরা ১০ টি হুংকার, জেলখানায় আটক হওয়ার আগে সেরা ১০ টি হুংকার,,আল্লামা মামুনুল হকের সেরা ১০ টি .All...

08/08/2023

Studio Taqwa presents Islamic Song : ইসলামী সংগীত । Ye Shaykhe Hadith । ইয়ে শায়খে হাদিস । Hope you will enjoy our exclusive Hamd, Naat, Islamic Nasheed,উক...

08/08/2023

Hope you will enjoy our exclusive Hamd, Naat, Islamic Nasheed,উক্ত নাশিদটি কেউ দয়া করে অন্য কোন ইউটিউব চ্যানেলে কপি করবেন না, Song: Ye Ilm O Amol kaSinger: ...

08/08/2023

ফিরবেই মামুনুল হক জাগরনী সংগীত। ২০২২ সালে গাওয়া মামুনুল হককে নিয়ে একটি প্রতিবাদী গজল মামুনুল হক ফিরবেই গান-ফিরবে...

08/08/2023

হকের বাতি কারাগারে।। Hoquer Bati Mamunul hoqe New Gojol 2022।। alor prodip gojolSong: Hoquer BatiLyric: শেখ সুমাইয়া সুলতানা টিউন: ইয়াসিন আল আরাফাতশিল্পী : ই...

Address

South Africa Northwest Mafiking Itsoseng
Johannesburg

Website

Alerts

Be the first to know and let us send you an email when HMAhalim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to HMAhalim:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category