Family Planning Charfassion, Bhola

Family Planning Charfassion, Bhola মা ও শিশু স্বাস্থ্য সেবা এবং পরিবার পরিকল্পনা কর্মসুচী।

02/03/2022

#ইমপ্ল্যান্ট
ইমপ্ল্যান্ট কি

ইমপ্ল্যান্ট শুধুমাত্র প্রজেস্টোরেন হরমোন সমৃদ্ধ অস্থায়ী দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, যা মহিলাদের বাহুতে চামড়ার নিচে স্থাপন করা হয় । ৩-৫ বছর মেয়াদি এই পদ্ধতির কার্যকারিতার সময় নির্ভর করে এর রডের সংখ্যা এবং হরমোনের ধরনের উপর । ইমপ্ল্যান্ট প্লাস্টিক বা সিলিকন রাবারের তৈরি এক বা একাধিক ক্যাপসুল বিশিষ্ট ডিভাইস, যার ভিতরে কৃত্রিম প্রজেস্টোরেন হরমোন থাকে । চামড়ার নিচে স্থাপনের পরপর ক্যাপসুলের গায়ের অসংখ্য অনুবীক্ষণিক ছিদ্র দিয়ে নির্দিষ্ট মাত্রায় হরমোন নিঃসৃত হতে থাকে ।

#বিভিন্ন প্রকার ইমপ্ল্যান্ট

1.ইমপ্ল্যানন-এটি এক রড বিশিষ্ট ৩ বছর মেয়াদি ইমপ্ল্যান্ট । ইমপ্ল্যাননে ৬৮ মিলিগ্রাম ইটোনজেস্ট্রিল ইথিনিল-ভিনাইল এ্যাসিটেট এর একটি পলিমার ক্যাপসুলের ভিতর থাকে । এটি একবার ব্যবহার উপযোগী একটি জীবাণুমুক্ত এপ্লিকেটরে প্রি-লোডেড অবস্থায় থাকে ।

2.জ্যাডেল- জ্যাডেল দুই রড বিশিষ্ট ৫ বছর মেয়াদি ইমপ্ল্যান্ট । জ্যাডেল’র দুটি রডের প্রতিটিতে ৭৫ মিলিগ্রাম করে মোট ১৫০ মিলিগ্রাম লেভোনরজেস্ট্রিল থাকে । এর অন্য নাম হচ্ছে নরপ্ল্যান্ট-(II) জ্যাডেলের দুটি সিলিকন ক্যাপসুল (সাইলাস্টিক টিউব) ও ট্রকার জীবাণুমুক্ত একটি প্যাকেটে থাকে ।

#ইমপ্ল্যান্ট কিভাবে কাজ করে

ডিম্বস্ফুটন রোধ করে । ইমপ্ল্যানন পুরো ৩/৫ বছরই সম্পূর্ণরূপে ডিম্বস্ফুটন রোধ করে ।
সারভিক্সের নিঃসরণের বা শ্লেষ্মার ঘনত্ব বাড়ায় ।
এন্ডোমেট্রিয়াম এর পুরুত্ব কমিয়ে দেয় ।

ইমপ্ল্যান্ট কাদের জন্য উপযোগী
*নবদম্পতি।
*যারা দীর্ঘদিনের জন্য জন্মবিরতি চান।
*যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান।
*যারা ইস্টোজেন সমৃদ্ধ পদ্ধতি ব্যবহার করতে পারেন না।

# ইমপ্ল্যান্ট-এর সুবিধা
*খুবই কার্যকর ।
*দীর্ঘমেয়াদি ।
*খুলে ফেলার প্রায় সাথে সাথেই গর্ভধারণ ক্ষমতা ফিরে আসে।
*নবদম্পতিরাও ব্যবহার করতে পারেন ।
*যৌনইচ্ছা বা যৌনমিলনে বাধার সৃষ্টি করে না ।
*প্রসব পরবর্তী মা যারা সন্তানকে বুকের দুধ পান করাচ্ছেন তারা সন্তানের বয়স ৬ সপ্তাহ পর থেকেই এটি ব্যবহার করা যায় ।
*যারা ইস্ট্রোজেন সমৃদ্ধ পদ্ধতি ব্যবহার করতে পারেন না তাদের জন্য এটা একটি উপযুক্ত পদ্ধতি ।

#ইমপ্ল্যান্ট-এর অসুবিধা
*প্রিয়ডের স্রাবের ধরন পরিবর্তন করে।
*প্রজেস্টরেন হরমোনে সংবেদনশীল এমন মহিলা এটি *ব্যবহার করতে পারেন না ।
*কখনো কখনো বাইরে থেকে বোঝা যায় ।
*পরতে ও খুলতে হলে সেবাদান কেন্দ্রে যেতে হয় ।

#ইমপ্ল্যান্ট নেয়ার/ব্যবহারের উপযুক্ত সময়
*মাসিকের ১-৭ দিনের মধ্যে ।
*মিশ্র খাবার বড়ি গ্রহীতার ক্ষেত্রে -
*সবচেয়ে উপযুক্ত সময় হল শেষ খাবার বড়ি (সাদাবড়ি) খাওয়ার পরদিন ।
*এছাড়া সবগুলো বড়ি (আয়রন সহ)খাওয়া শেষ হলে তার পরদিন ।

#অন্য কোনো প্রজেস্টরেন হরমোন ব্যবহারকারীর ক্ষেত্রে -
*মিনিপিল বাদ দেয়ার দিন ।
*ইমপ্ল্যান্ট খোলার দিন ।
*ইনজেকটেবলস এর মেয়াদ কার্যকর থাকা অবস্থায় ।
*প্রসব পরবর্তী সময়ে--
*মা বুকের দুধ খাওয়ালে ৬ সপ্তাহ পরে।
*মা বুকের দুধ না খাওয়ালে প্রসবের সাথে সাথে।
*গর্ভপাত হলে সাথে সাথে।
গর্ভ নেই তা নিশ্চিত হলে যে কোনো সময়ে ।

#ইমপ্ল্যান্ট সেবা কোথায় পাবেন

ইমপ্ল্যান্ট স্থাপনে অভিজ্ঞ ডাক্তার বা সেবাদানকারীর সাহায্য নিতে হবে। আমাদের দেশে প্রতিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্বীকৃত এনজিও/ বেসরকারি ক্লিনিকে ইমপ্ল্যান্ট সেবা পাওয়া যায় ।

#ইমপ্ল্যান্ট স্থাপনের পর অনুসরণ (ফলো-আপ)

নিয়মিত ফলো-আপের জন্য ইমপ্ল্যান্ট নেয়ার এক বছরের মধ্যে মোট ৩ বার ক্লিনিকে আসতে হবে-

১ম ফলো-আপঃ স্থাপনের ১ মাস পর + ৭ দিন ।
২য় ফলো-আপঃ স্থাপনের ৬ মাস পর + ১ মাস ।
৩য় ফলো-আপঃ স্থাপনের ১২ মাস পর + ১ মাস ।
এছাড়াও জরুরি অবস্থা দেখা দিলে যে কোনো সময় ক্লিনিকে আসার পরামর্শ দেয়া হয় ।

#ইমপ্ল্যান্টের পার্শ্বপ্রতিক্রিয়া ও করণীয়

*দুই প্রিয়ডের মধ্যবর্তী সময়ে ফোঁটা ফোঁটা রক্তস্রাব হতে পারে ।
*বেশিদিন ধরে অল্প অল্প রক্তক্ষরণ বা অতিরিক্ত রক্তস্রাব । এই সম্যসাটির হার খুবই কম এবং প্রথম কয়েকমাস পর এমনিতেই ভাল হয়ে যায় ।
*প্রিয়ড বন্ধ থাকতে পারে (কিছু কিছু মহিলা এটিকে সুবিধা হিসেবে গণ্য করেন)
*মাথাধরা, বমি বমি ভাব, ওজন বৃদ্ধি পাওয়া বা কমে যাওয়া ইত্যাদি হতে পারে ।
*অবসাদ দেখা দিতে পারে ।
*স্তনে ব্যথা বা ভারী লাগা বোধ হতে পারে।
*তলপেটে ব্যথা হতে পারে (পদ্ধতির সাথে সম্পর্কিত হতেও পারে বা নাও হতে পারে)।

উল্লেখিত সম্ভাব্য জটিলতার যে কোনোএকটি দেখা দিলেই হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে।যদিও সমস্যা গুলো হয় না বললেই চলে.
(কপি করা)

আসলামপুর ইউনিয়নে ১/খ ইউনিটে, স্যাটেলাইট ক্লিনিকে আগত দম্পতিদের সেবাদানের স্থির...
20/12/2021

আসলামপুর ইউনিয়নে ১/খ ইউনিটে, স্যাটেলাইট ক্লিনিকে আগত দম্পতিদের সেবাদানের স্থির...

Photos from Family Planning Charfassion, Bhola's post
19/10/2021

Photos from Family Planning Charfassion, Bhola's post

26/08/2021

হানিফ স্যার,
পরিচালক নিরীক্ষা,
পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
পরিদর্শন করেন চরফ্যাশন পরিবার পরিকল্পনা কার্যালয়।

Photos from Family Planning Charfassion, Bhola's post
25/07/2021

Photos from Family Planning Charfassion, Bhola's post

13/05/2021
27/04/2021

সেবা নিন সুস্থ থাকুন...

মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র  শ্রদ্ধা। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, চরফ্যাশন।
21/02/2021

মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, চরফ্যাশন।

কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহন।
16/02/2021

কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহন।

Ms. Maria Persson, Second Secretary of the Embassy of Sweden in Bangladesh seconded to Ipas Bangladesh as a Bilateral As...
10/02/2021

Ms. Maria Persson, Second Secretary of the Embassy of Sweden in Bangladesh seconded to Ipas Bangladesh as a Bilateral Associate Sexual and Reproductive Health Expert visit the Charfassion, Bhola for a gender analysis for one of our Global Affairs Canada supported COVID-19 Telehealth project.

উপজেলা প্রশাসনের কোভিড-১৯ এর ভ্যাক্সিন গ্রহণ।
07/02/2021

উপজেলা প্রশাসনের কোভিড-১৯ এর ভ্যাক্সিন গ্রহণ।

মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত কিশোর কিশোরীদের প্রজননস্বাস্থ্য ও কোভিড-১৯ সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মাশা...
30/01/2021

মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত কিশোর কিশোরীদের প্রজননস্বাস্থ্য ও কোভিড-১৯ সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মাশালায় অংশগ্রহণ।

ইউনিয়ন পর্যায়ের কিশোর- কিশোরী ক্লাবের কিশোর কিশোরীদের ' বয়ঃসন্ধিকাল, প্রজননস্বাস্থ্য ও কোভিডকালীন স্বাস্থ্যপরিচর্যা ' বি...
27/01/2021

ইউনিয়ন পর্যায়ের কিশোর- কিশোরী ক্লাবের কিশোর কিশোরীদের ' বয়ঃসন্ধিকাল, প্রজননস্বাস্থ্য ও কোভিডকালীন স্বাস্থ্যপরিচর্যা ' বিষয়ক অবহিতকরণ অনুষ্ঠান (২৬ ও ২৭ জানুয়ারি)

এম আর ক্যাম্পেইনRCM কার্যক্রমপাইকপাড়া, ওসমানগঞ্জ
24/01/2021

এম আর ক্যাম্পেইন
RCM কার্যক্রম
পাইকপাড়া, ওসমানগঞ্জ

খ/১-A হাম ক্যাম্পেইন পরিদর্শন, রত্তন হাওলাদার বাড়ি, ওসমান গঞ্জ। টিকাদানের তারিখঃ ২৩/০১/২০২১ সময়-১১.৩০।অতঃপর ওসমানগঞ্জ UH...
23/01/2021

খ/১-A হাম ক্যাম্পেইন পরিদর্শন, রত্তন হাওলাদার বাড়ি, ওসমান গঞ্জ। টিকাদানের তারিখঃ ২৩/০১/২০২১ সময়-১১.৩০।

অতঃপর ওসমানগঞ্জ UH&FWC পরিদর্শন, সময় -দুপুর ১.০০টা। পরিদরশনের সময় সাথে ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের এফপিআই সালাউদ্দিন।

মা ও কিশোর কিশোরী সমাবেশে অংশগ্রহণ। চরকলমী ইউনিয়ন।
21/01/2021

মা ও কিশোর কিশোরী সমাবেশে অংশগ্রহণ।
চরকলমী ইউনিয়ন।

20/01/2021
কাউন্সিলিং

আসলামপুর ইউনিয়নে কিশোর কিশোরীদের কাউন্সিলিং...
আবু সালে মোঃ ফোরকান উদ্দিন
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা
চরফ্যাশন, ভোলা৷

আসলামপুর ইউনিয়ন, আসলামপুর গ্রামে, কালাম পাটোয়ারী বাড়ী, স্যাটেলাইট ক্লিনিক   ও স্বাস্থ্য সহকারীর  ইপিআই কার্যক্রম এবং  হা...
20/01/2021

আসলামপুর ইউনিয়ন, আসলামপুর গ্রামে, কালাম পাটোয়ারী বাড়ী, স্যাটেলাইট ক্লিনিক ও স্বাস্থ্য সহকারীর ইপিআই কার্যক্রম এবং হাম রুবেলার খানা পরিদর্শন...
১. আবু সালে মোঃ ফোরকান উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চরফ্যাশন, ভোলা।
২. মাহমুদুল হাসান , পরিবার পরিকল্পনা পরিদর্শক, আসলামপুর ইউনিয়ন ,চরফ্যাশন, ভোলা৷
৩. ফাতেমা বেগম ঝুকু, পরিবার কল্যাণ পরিদর্শিকা, আসলামপুর ইউনিয়ন, চরফ্যাশন, ভোলা৷
৪. রাশেদ আক্তার, পরিবার কল্যাণ সহকারী, আসলামপুর ইউনিয়ন, চরফ্যাশন, ভোলা৷
৫. সুফিয়া বেগম, স্বাস্থ্য সহকারী,আসলামপুর ইউনিয়ন, চরফ্যাশন, ভোলা৷
৬. সিপানুর বেগম, আয়া, আসলামপুর ইউনিয়ন।

মুজিব নগর ইউনিয়ন,চরমোতাহার গ্রামে, বুট্টু মাঝি বাড়ী, স্বেচ্ছাসেবীর  দম্পতি  ও স্বাস্থ্য সহকারীর  ইপিআই কার্যক্রম পরিদর্শ...
17/01/2021

মুজিব নগর ইউনিয়ন,চরমোতাহার গ্রামে, বুট্টু মাঝি বাড়ী, স্বেচ্ছাসেবীর দম্পতি ও স্বাস্থ্য সহকারীর ইপিআই কার্যক্রম পরিদর্শন...
১. আবু সালে মোঃ ফোরকান উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চরফ্যাশন, ভোলা।
২. তারেক আহমেদ শাওন, মেডিকেল অফিসার ( এমসিএইচ-এফপি), চরফ্যাশন, ভোলা।
৩. মোহাম্মদ রাশেদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক, নুরাবাদ ইউনিয়ন ,চরফ্যাশন, ভোলা৷
৪. মোঃ এনায়েত হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী, চরফ্যাশন, ভোলা।
৫. স্বাস্থ্য সহকারী, মোঃ জাহাঙ্গীর হোসেন, মুজিব নগর।
৬. সাহিদা বেগম,স্বেচ্ছাসেবী, চরমোতাহার,মুজিব নগর, চরফ্যাশন।

আইপাস কর্তৃক পিপিই প্রদান অনুষ্ঠান১) জনাব মাহমুদল হক আযাদউপ পরিচালক, পরিবার পরিকল্পনা, ভোলা৷ ২) জনাব আবু সালেহ মোঃ ফোরকা...
11/01/2021

আইপাস কর্তৃক পিপিই প্রদান অনুষ্ঠান

১) জনাব মাহমুদল হক আযাদ
উপ পরিচালক, পরিবার পরিকল্পনা, ভোলা৷

২) জনাব আবু সালেহ মোঃ ফোরকান উদ্দীন
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চরফ্যাশন।

৩) ডাঃ তারেক আহমেদ শাওন,
মেডিকেল অফিসার(MOMCH-FP)।

সার্বিক সহযোগিতায়-আইপাস বাংলাদেশ

পৃষ্ঠপোষকতায় - পিএইচডি প্রকল্প।

পদোন্নতি পাওয়ায় স্যার মহোদয়দের  শুভেচ্ছা ও অভিনন্দন৷ ১. জনাব, মাহমুদুল হক আযাদসহকারী পরিচালক,  পরিবার পরিকল্পনা।২. আবু স...
11/01/2021

পদোন্নতি পাওয়ায় স্যার মহোদয়দের শুভেচ্ছা ও অভিনন্দন৷
১. জনাব, মাহমুদুল হক আযাদ
সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা।
২. আবু সালেহ মোঃ ফোরকান উদ্দিন
সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা।।

স্যাটেলাইট ক্লিনিকের আসবাবপত্র বিতরন,উপস্থিত ছিলন১) জনাব মাহমুদল হক আযাদউপ পরিচালক, পরিবার পরিকল্পনা, ভোলা৷ ২) জনাব আবু ...
11/01/2021

স্যাটেলাইট ক্লিনিকের আসবাবপত্র বিতরন,উপস্থিত ছিলন

১) জনাব মাহমুদল হক আযাদ
উপ পরিচালক, পরিবার পরিকল্পনা, ভোলা৷

২) জনাব আবু সালেহ মোঃ ফোরকান উদ্দীন
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চরফ্যাশন।

৩) ডাঃ তারেক আহমেদ শাওন,
মেডিকেল অফিসার(MOMCH-FP)।

হাজারীগঞ্জ( বর্তমান এওয়াজপুর) ইউনিয়নে ১/ক ইউনিটে, কাশেম মাষ্টার বাড়ী উঠান বৈঠক। উপস্থিত আছেন-১) জনাব মাহাবুব আলম খোকনচেয়...
09/12/2020

হাজারীগঞ্জ( বর্তমান এওয়াজপুর) ইউনিয়নে ১/ক ইউনিটে, কাশেম মাষ্টার বাড়ী উঠান বৈঠক। উপস্থিত আছেন-

১) জনাব মাহাবুব আলম খোকন
চেয়ারম্যান, এওয়াজপুর ইউনিয়ন।

২) জনাব আবু সালেহ মোঃ ফোরকান উদ্দীন
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চরফ্যাশন।

৩) ডাঃ তারেক আহমেদ শাওন,
মেডিকেল অফিসার(MOMCH-FP)।

৪) অসিত রায়
FPI ( অতি. দা.), হাজারীগঞ্জ।

৫) জনাব মোঃ বাবুল সিকদার
ইউপি সদস্য ০৬ নং ওয়ার্ড।

৬) নাজমা বেগম
FWV, হাজারীগঞ্জ।

৭) তহমিনা আক্তার,
CHCP, নাজির মিয়া বাড়ী সিসি

সার্বিক সহযোগিতায়- আয়েশা বেগম, FWA, ১/ক, হাজারীগঞ্জ।

পৃষ্ঠপোষকতায় - পিএইচডি প্রকল্প।

06/12/2020
প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য প্রতিবন্ধীবান্ধব অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণের শেষদিনে প্রশিক্ষ...
26/11/2020

প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য প্রতিবন্ধীবান্ধব অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণের শেষদিনে প্রশিক্ষনার্থীদের সাথে।

আয়োজনে- পার্টনার্স ইন হেলথ ডেভেলপমেন্ট (পিএইচডি)

রসুলপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র পরিদর্শন।
25/11/2020

রসুলপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র পরিদর্শন।

মজিবল হক চেয়ারম্যান বাড়ী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন।হাজারীগঞ্জ, ০১ নং ওয়ার্ড।  সিএইচসিপি ছুটিতে আছেন।সেবা দিচ্ছেন ফয়জুন ন...
23/11/2020

মজিবল হক চেয়ারম্যান বাড়ী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন।হাজারীগঞ্জ, ০১ নং ওয়ার্ড।
সিএইচসিপি ছুটিতে আছেন।
সেবা দিচ্ছেন ফয়জুন নাহার বেগম, পরিবার কল্যান সহকারী, ৩/খ ইউনিট, হাজারীগঞ্জ।

আমিনাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র পরিচালনা কমিটির সভা।উপস্থিত আছেনমোঃ জামাল উদ্দিন চেয়ারম্যান,  আমিনাবাদ...
19/11/2020

আমিনাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র পরিচালনা কমিটির সভা।
উপস্থিত আছেন
মোঃ জামাল উদ্দিন
চেয়ারম্যান, আমিনাবাদ ইউনিয়ন।
মীর হোসেন কবির
প্রধান শিক্ষক, আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়।
মোঃ আহাদ আলী
পরিবার পরিকল্পনা পরিদর্শক, আমিনাবাদ।

উপজেলা পরিবার পরিকল্পনা মাসিক সভা,নভেম্বর / ২০২০৷ স্থানঃ- উপজেলা পরিবার পরিকল্পনা হল রুম, চরফ্যাশন, ভোলা।আবু সালেহ মোঃ ফ...
17/11/2020

উপজেলা পরিবার পরিকল্পনা মাসিক সভা,নভেম্বর / ২০২০৷
স্থানঃ- উপজেলা পরিবার পরিকল্পনা হল রুম, চরফ্যাশন, ভোলা।

আবু সালেহ মোঃ ফোরকান উদ্দিন৷
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা৷
ডা. তারেক আহমেদ শাওন৷
মেডিকেল অফিসার (এম সি এইচ এফ পি)
এফ পি আই।
এফ ডব্লিউ ভি।
এফ ডব্লিউ এ
সভাপতি মহোদয় PP-FP, LAPM, ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটি ও স্যাটেলাইট ক্লিনিক কমিটির মিটিং, মানসম্পন্ন রিপোর্টিং সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উপস্থিত সবাইকে পরিবার পরিকল্পনার অস্থায়ী, দীর্ঘমেয়াদি এবং স্থায়ী সেবা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং তাদের দিকনির্দেশনা প্রদান করেন।

Photos from Family Planning Charfassion, Bhola's post
11/11/2020

Photos from Family Planning Charfassion, Bhola's post

04/11/2020

Address

Bhola
8332

Telephone

+8801717464973

Website

Products

birth control contraceptive

Alerts

Be the first to know and let us send you an email when Family Planning Charfassion, Bhola posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Family Planning Charfassion, Bhola:

Videos

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Other Medical & Health in Bhola

Show All

Comments

Ibas++এ ডিজিটাল নম্বর দিয়ে নতুন নিয়মে GPF Subscriber Nominee Entry দেওয়ার পদ্ধতি ?
#জিপিএফএরনমিনি #জিপিএফনমিনিপরিবর্তন
১ জুলাই ২০২১-২০২২ অর্থ বছরের কর্মকর্তাদের জিপিএফ কম/বেশি করার পদ্ধতি?



১ জুলাই ২০২১-২০২২ অর্থ বছরের কর্মচারিদের জিপিএফ কমবেশি করার পদ্ধতি?

নিজে নিজে অনলাইনে খুব সহজেই জিপিএফ ব্যালেন্স যাচাই করার প্রদ্ধতি?


Ibas++ এ ১ জুলাই ২০২১ সালের Increment বের করার প্রদ্ধতি | পে ফিক্সেশন ২০২১ | Ibas pay fixation 2021
#পেফিক্সেশন২০২১

সাহায্যর আবেদন:
----
রাঙ্গামাটি জেলার সদরে দেবাশীষ
নগর গ্রামে নাম- সুমন তালুকদার স্ত্রী-
প্রমিলা তালুকদার তাদের ইহজীবন
সুখে দিন গুলো অতিবাহীত
করতেছে।
জীবনের চলার পথে তাদের পারিবারিক
জীবন আরো সুখ বৃদ্ধির জন্য ২৫
জুলাই ২০১৮ খ্রি. এক কন্যা সন্তান জম্ম
হয়।
সেই কন্যা শিশুটি জম্মের কয়েকদিন
পর থেকে অসুস্থ হয়ে পড়ে। শিশুটি
ডাক্তারের কাছে গিয়ে জানতে পারে
তার শরীরে বিলিরুবিন পরিমাণ
বেশি,টাইফয়েড, জ্বর নির্ণয় করা হয়।
অতপর, রাঙ্গামাটি হাসপাতালে অসুখের
রোগ নির্ণয়ের জন্য ডাক্তারের
কাছে নিয়ে যায়
।অতপর রাঙ্গামাটি হাসপাতালে Echo
cordiography পরিক্ষার মাধ্যমে জানতে
পারে,শিশুটির হার্টের মধ্যে ২
থেকে ৩ টি ছিদ্র হয়েছে।
রাঙ্গামাটিতে এমন রোগ সু-চিকিৎসা না
থাকায় চট্রগ্রাম মা ও শিশু হাসপাতালে
প্রেরণ করে। দুঃখের বিষয় সেখানে
ও কোন চিকিৎসা ব্যবস্থা নেই।
সেই অবস্থান থেকে ঢাকা সেই অবস্থান থেকে ঢাকা মা ও শিশু
হাসপাতালে প্রেরণ করে। কিন্তু তাকে
চিকিৎসার
জন্য ৩ লক্ষ টাকা প্রয়োজন।
এত টাকা যোগার করতে সুমন
তালুকদারের পক্ষে সম্ভব নয়।তাই তার
মেয়েকে এই রোগ থেকে বাঁচার
জন্য বিভিন্ন জনসাধারণ থেকে জন্য বিভিন্ন জনসাধারণ থেকে এগিয়ে
আসার জন্য আহব্বান জানান।
বর্তমানে " পার্বত্য ত্রাণ ফাউন্ডেশন"
এই কর্ম উদ্ধোগ হাতে নিয়েছে।
পার্বত্য ত্রাণ ফাউন্ডেশন পক্ষ
থেকে সকল শ্রেণী স্তর
থেকে এই কন্যা শিশুকে বাঁচানোর
জন্য এগিয়ে আসার জন্য উদাত্ত
আহব্বান করতেআহব্বান করতেছে।
যোগাযোগ ঠিকানা-
# নাম- বাবুল চাকমা( পুলিশ সদস্য, সি,এম,পি)
সুমন তালুকদারের দুলাভাই
মো: ০১৯৮৪৪০৪১১৫
# মানব চাকমা,সাধারণ সম্পাদক, পার্বত্য
ত্রাণ ফাউন্ডেশন।
বিকাশ-০১৫৫৯৪৫০৪৩৩
# ডিপো চাকমা, চট্টগ্রাম শাখা,পার্বত্য
ত্রাণ ফাউন্ডেশন।
বিকাশ-০১৮২৭২৯৪৬৮০
( পার্বত্য ত্রাণ ফাউন্ডেশন সকল
কর্মীদের এই কন্যা শিশুটিকে
বাঁচানোর জন্য প্রচার আর কেন্দ্রীয়
নির্দেশ অনুযায়ী কাজ করার জন্য
অনুরোধ করা গেল।)
আশা করি দেশের সকল জনগণ এগিয়ে
আসবে এই আশাবাদ ব্যক্ত করতেছে
পার্বত্য ত্রাণ ফা
চর মাদ্রাজ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন
জনাব,মোজামম্মেল হক জমাদার
(বীরমুক্তিযোদ্ধা)
চেয়ারম্যান ৩নংচরৃাদ্রাজ ইউনিয়ন পরিশদ
অমর একুশে প্রভাত
জিন্নাগড় রুস্তুম আলি চকিদার বাড়ী EPI স্যাটেলাইট ক্লিনিক গর্ভবতি ও কিশোরি দের স্বাস্থ্য সেবা দিচ্ছেন (HA,FWA,AHI,FWV)
উপজেলা পঃ পঃ কার্যালয় থেকে কন্ট্রাসেপ্টি নেওয়ার তারিখ সমূহ-------
আগামী ০৫/০২/২০১৭ ইং তারিখ উপজেলা মাসিক সভা