Rahman Pharmacy - রহমান ফার্মেসী

Rahman Pharmacy - রহমান ফার্মেসী এখানে সকল প্রকারের এলোপ্যাথি ঔষধ সহ হ?
(1)

M/S RAHMAN PHARMACY - মেসার্স রহমান ফার্মেসী

Kathaltola Bazar (Main Road), Manirampur, Jashore
Mobile: 01915-318232, 01796-803359
Email: rahmanpharmacy.bd@gmail.com

সাশ্রয়ে ঔষধ কিনুন বিকাশ পেমেন্টে! বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক, ৫০ টাকা পর্যন্ত।
18/05/2023

সাশ্রয়ে ঔষধ কিনুন বিকাশ পেমেন্টে!
বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক, ৫০ টাকা পর্যন্ত।

সিরিয়ালের জন্য  কল করুন 01976-803359 অথবা 01796803359
02/03/2023

সিরিয়ালের জন্য কল করুন 01976-803359 অথবা 01796803359

রিলেশনটা যেনো টেনশনের কারণ না হয়, নোরিক্স ১ এর সাথে এঞ্জয় করুন আনন্দ, অনুরাগে আর ভালোবাসায়।ডিসক্লেইমারঃ শুধুমাত্র রেজিস্...
12/12/2022

রিলেশনটা যেনো টেনশনের কারণ না হয়, নোরিক্স ১ এর সাথে এঞ্জয় করুন আনন্দ, অনুরাগে আর ভালোবাসায়।

ডিসক্লেইমারঃ শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসক এর ব্যবস্থাপত্র মোতাবেক এন্টিবায়টিক সেবন / গ্রহণ করুন।
ঔষুধের বিরূপ প্রতিক্রিয়া রিপোর্টিং, মূল্য যাচাই, যে কোন অভিযোগ দাখিল ও সঠিক ঔষধ যাচাই করতে google playstore হতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মোবাইল আ্যপস DGDA Drug Verification download করুন।

বিনম্র শ্রদ্ধা
20/02/2022

বিনম্র শ্রদ্ধা

কোভিড টিকা কীভাবে কাজ করে?আমাদের চারিদিকে নানান ধরনের জীবাণু ভরা, সেটা পরিবেশে কিংবা শরীরে। কিন্তু আমাদের শরীরের ভেতরে-ব...
10/02/2022

কোভিড টিকা কীভাবে কাজ করে?

আমাদের চারিদিকে নানান ধরনের জীবাণু ভরা, সেটা পরিবেশে কিংবা শরীরে। কিন্তু আমাদের শরীরের ভেতরে-বাইরে কিছু প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যেটা বেশিরভাগ জীবাণুকে আটকে দেয়, রক্ষা করে ক্ষতিকর প্রভাব থেকে। যখন মানুষ কোনো অতি ক্ষতিকারক জীবাণুর সংস্পর্শে আসে বা যখন জীবাণু মানুষের প্রতিরক্ষা দেওয়াল ভেদ করে যায়, তখন রোগ হয় কিংবা মৃত্যু ঘটে। টিকা কীভাবে মানুষের শরীরে কাজ করে, তা জানার আগে বুঝা দরকার মানুষের মধ্যে থাকা সেই সুরক্ষা দেওয়াল কী এবং সেটা কীভাবে কাজ করে।

জীবাণুর বিরুদ্ধে যে প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিকারক জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে সেটাকে বলা হয় ইমিউন সিস্টেম। যেটা জীবাণুকে শরীরের ভেতরে ঢুকতে দেয় না আর ঢুকে পড়লে ধ্বংস করে দিতে পারে।

শরীরের ইমিউন সিস্টেম কাজ করে যেভাবে

কোভিড টিকার কার্যকারিতা বুঝার জন্য জানা দরকার, আমাদের শরীর কীভাবে অসুস্থতার বিরুদ্ধে কাজ করে। যখন করোনাভাইরাস আমাদের শরীরে আক্রমণ করে তখন এটা কয়েকগুণ বাড়তে থাকে। এর সংক্রমণ (ইনফেকশন) আমাদের অসুস্থ করে তোলে। স্বাভাবিকভাবেই, বাইরে থেকে কোনো রোগজীবাণু মানুষের শরীরে ঢুকে গেলে আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে।

ইমিউন সিস্টেম এই সংক্রমণ মোকাবেলায় বিভিন্ন রকমের মাধ্যম ব্যবহার করে। মানুষের ত্বক, এমনকি চোখের পানিও এই ইমিউন সিস্টেমের অংশ। আর রক্তে থাকে লৌহকণিকা (রেড সেল), যা টিস্যু ও অঙ্গপ্রত্যঙ্গে অক্সিজেন প্রবাহিত করে আর রক্তের শ্বেতকণিকা (হোয়াইট সেল) সংক্রমণ প্রতিহত করে। আর বিভিন্ন ধরনের শ্বেতকণিকা বিভিন্নভাবে ভাইরাস মোকাবেলা করে।

এক ধরনের শ্বেতকণিকা জীবাণু আর মৃত ও মৃতপ্রায় সেলকে গিলে খায়, যেটাকে বলা হয় ম্যাক্রোফেইজ। ম্যাক্রোফেইজগুলো আক্রমণকারী জীবাণুকে হজম করে যে অংশ ফেলে রাখে তাকে বলা হয় অ্যান্টিজেন। আর আমাদের শরীর সেই অ্যান্টিজেনকে চিহ্নিত করে এবং ভাইরাসকে আক্রমণের জন্য অ্যান্টিবডিকে চালিত করে দেয়।

ইমিউন সিস্টেমের হয়ে প্রতিরোধকারী কোষ লিমফোসাইট (টি-সেল) শরীরে প্রবেশ করা অচেনা বস্তুকে দমন করতে ঝাঁপিয়ে পড়ে। সংক্রামক কোষের অ্যান্টিজেনের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করে টি-সেল। সংক্রামক কোষে সফলভাবে সেঁটে যেতে পারলে টি-সেল থেকে এক ধরনের রাসায়নিক নিঃসৃত হয়, যা সেই জীবাণুকে ধ্বংস করে।

আমাদের শরীরে যখন কোনো জীবাণুর মুখোমুখি হয়, তখন এর সংক্রমণ থেকে রক্ষা পেতে তার ইমিউন সিস্টেমের অস্ত্র ব্যবহার করে। আর সংক্রমিত হয়ে গেলে এই সিস্টেম মনে রেখে দেয়, এই রোগে বিরুদ্ধে কীভাবে প্রতিরোধ গড়তে হবে।

কোভিড টিকা কাজ করে যেভাবে

ভাইরাসের সংক্রমণটাকে অনুকরণের মাধ্যমে তৈরি করা হয় কোভিড টিকা। পরবর্তীতে সেটা শরীরে প্রবেশ করানো মাধ্যমে ওই অনুকরণীয় সংক্রমণ ইমিউনিটিকে উন্নত করতে সহায়তা করে। এই সংক্রমণ অসুস্থ করে তোলে না, বরং এটা ইমিউন সিস্টেমকে টি-সেল ও অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে। কোনো কোনো সময় এই সংক্রমণ অনুকরণের (ইমিটেশন ইনফেকশন) প্রক্রিয়ার কারণে টিকা নেওয়ার পর জ্বরের মতো উপসর্গ দেখা দিতে পারে। এই ধরনের উপসর্গ দেখা দেওয়া একেবারেই স্বাভাবিক, কারণ ওই সময়টাকে শরীর ভাইরাসের মোকাবেলায় দ্রুততার সাথে অ্যান্টিবডি তৈরির কাজ করে।



শারীরিক প্রক্রিয়ায় এই ইমিটেশন ইনফেকশন যখন চলে যায়, তখনও এর স্মৃতি বা টি-সেল এবং বি-সেল থেকে যায়। এই প্রক্রিয়া ভবিষ্যতে ওই রোগের মোকাবেলা করে। সাধারণত এই টি-সেল ও বি-সেল তৈরিতে টিকা প্রয়োগের পর কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। ফলে টিকা নেওয়া পরেও মানুষের মধ্যে ভাইরাসের উপসর্গ দেখা যেতে পারে, কারণ সুরক্ষা বলয় তৈরিতে টিকা তেমন সময় পায়নি।

কোভিড টিকার ধরণ

টিকা আবিষ্কারের জন্য বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি অনুসরণ করে থাকেন। ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণকে টিকা কীভাবে মোকাবিলা করতে পারে, তার তথ্যের উপর ভিত্তি করে এই দৃষ্টিভঙ্গি ঠিক করা হয়। প্রতিরোধের ক্ষেত্রে ভাইরাস কীভাবে সেলকে সংক্রমণ করে এবং ইমিউন সিস্টেম এটার প্রতি কেমন প্রতিক্রিয়া দেখায়, তা বিবেচনায় নেওয়া হয়। পাশাপাশি অঞ্চলভেদে ভাইরাসের ছড়িয়ে পড়া, টিকার মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা এবং ভাইরাসের বিভিন্ন ধরণকে মাথায় রাখেন তারা।

এমআরএনএ টিকা

এমআরএনএ টিকা তৈরি করা হয় কোভিড-১৯ আক্রান্তকারী ভাইরাস থেকে নেওয়া উপাদান থেকে, যা আমাদের সেলকে নির্দেশনা দেয় ভাইরাস প্রতিরোধী প্রোটিন তৈরির। তখন আমাদের শরীর চিহ্নিত করতে পারে, এই প্রোটিন এভাবে থাকার কথা নয় এবং শরীর নিজেই টি-সেল ও বি-সেল তৈরি করে। আর এই টি-সেল ও বি-সেল মনে রাখে কোভিড-১৯ সৃষ্টিকারী ভাইরাসকে কীভাবে প্রতিরোধ করতে হবে। এবং শারীরিক প্রক্রিয়ায় পরবর্তীতে ভাইরাসকে প্রতিহত করে।

প্রোটিন সাবইউনিট টিকা

এই টিকা তৈরির ক্ষেত্রে পুরো ভাইরাসকে না নিয়ে ভাইরাসে থাকা প্রোটিনের ক্ষতিকর নয় এমন অংশকে নেওয়া হয়। টিকা শরীরে প্রয়োগের পরে আগের মতোই আমাদের শরীর চিহ্নিত করতে পারে, এই প্রোটিনতো এভাবে থাকার কথা নয় এবং শরীর নিজেই টি-সেল ও বি-সেল তৈরি করে। আর এই টি-সেল ও বি-সেল মনে রাখে কোভিড-১৯ সৃষ্টিকারী ভাইরাসকে কীভাবে প্রতিরোধ করতে হবে। এবং শারীরিক প্রক্রিয়ায় পরবর্তীতে ভাইরাসকে প্রতিহত করে।

ভেক্টর টিকা

ভেক্টর টিকা তৈরির ক্ষেত্রে কোভিড-১৯ সৃষ্টিকারী ভাইরাসের অংশ নেওয়ার পরিবর্তে অন্যান্য ভাইরাসের মোডিফাইড ভার্সন নেওয়া হয়। আর এই মোডিফাইড ভাইরাসের মধ্যে কোভিড-১৯ সৃষ্টিকারী ভাইরাসের উপাদানও থাকে। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ভাইরাল ভেক্টর। যখন ভাইরাল ভেক্টর আমাদের শরীরে প্রবেশ করানো হয়, তখন তার জেনেটিক উপাদান আমাদের প্রোটিন তৈরির নির্দেশনা দেয়, যেই প্রোটিন কোভিডের সাথে সম্পর্কিত। আর নতুনভাবে তৈরি হওয়া প্রোটিনের নির্দেশনা পেয়ে আমাদের শরীর আরও প্রোটিন তৈরি করতে থাকে, যা পরবর্তীতে টি-সেল ও বি-সেল তৈরির মাধ্যমে কোভিড সংক্রমণ থেকে সুরক্ষা দেয়।

07/01/2022
তিনটি সহজ উপায়ে ওজন কমাতে পারেনওজন কমানোর জন্য অনেকেই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। না খেয়ে থাকাসহ বিভিন্ন পদ্ধতি গ্রহণ ক...
01/11/2021

তিনটি সহজ উপায়ে ওজন কমাতে পারেন

ওজন কমানোর জন্য অনেকেই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। না খেয়ে থাকাসহ বিভিন্ন পদ্ধতি গ্রহণ করেন অনেকে। এ পদ্ধতি অবলম্বন করে যদি ওজন কমাতে না পারেন তাহলে আগের পরিকল্পনাগুলো ছেড়ে দিন। নিতে পারেন নতুন কোনো পদ্ধতি। আপনার খাওয়া কমিয়ে দিন। তবে কখনোই না খেয়ে থাকবেন না। আপনি ৩ বেলা খাবারকে ৫ বা ৬ বেলা করে খেতে পারেন। এর ফলে আপনার শরীরও আগের চেয়ে ভালো থাকবে।

ওজন কমানোর তিনটি কার্যকরী উপায়।

১. সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওজন বৃদ্ধি পায় এমন খাবার খাওয়া থেকে বিরত থাকা। বিশেষ করে চিনি এবং অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার। যখন আপনি ওজন কমাতে চাইবেন, তখন আপনার ক্ষুধার মাত্রা নিচে নামিয়ে আনুন। আপনার শরীরে জমে থাকা চর্বি কমাতে কাজ করুন। চর্বি কমানোর অন্যতম ভালো উপায় হলো পানি পান করা। বিশেষ করে হালকা গরম পানি। বেশি করে পানি খাওয়ার ফলে আপনার কিডনি ভালো থাকবে। এটি পেট মোটা হওয়া কমাবে।

এ পদ্ধতি অবলম্বন করলে প্রথম সপ্তাহে ১০ পাউন্ড বা তারও বেশি ওজন কমানো সম্ভব। এতে আপনার প্রত্যাশা অনুযায়ী ওজন কমবে। এর ফলে আপনার কম ক্যালরিযুক্ত খাবারে অভ্যাস তৈরি হবে। সেটা স্বয়ংক্রিয়ভাবে চালিয়ে নিতে পারবেন। চর্বি কমানো এ পদ্ধতি সহজভাবেই আপনাকে ওজন কমাতে সাহায্য করবে। সবচেয়ে বড় কথা শর্করাজাতীয় খাবার এবং স্টেক খাওয়া কমিয়ে দিতে হবে।

২. খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনুন। আপনার খাদ্যতালিকায় এমন খাবার যুক্ত করুন যাতে আপনার ওজন কমাতে সাহায্য করে। আপনার খাবারের তালিকায় একটি প্রোটিনযুক্ত খাবার, একটি চর্বিযুক্ত এবং সবুজ শাকসবজি রাখুন। পুষ্টির এ উপকরণগুলো রেখে প্রতিদিন ২০ থেকে ৫০ গ্রাম রাখুন। আপনার খাবারের তালিকার প্রোটিনের উৎসগুলোও রাখুন। এগুলো হলো গরু ও মুরগির মাংস, চিংড়ি, সামুদ্রিক মাছ এবং ডিম। ওজন কমানোর সময় প্রচুর পরিমাণে প্রোটিন খাওয়া উচিত না।

উচ্চ প্রোটিন আছে এমন ৬০ শতাংশ খাবার বাদ দিলে আপনার ওজন কমাতে সাহায্য করবে। রাতে ঘুমানোর আগে কম ক্যালরিযুক্ত খাবার খেতে হবে। এ পদ্ধতি অবলম্বন করে ওজন কমালেও একটি জিনিস আপনাকে মানতে হবে। প্রোটিন হলো পুষ্টির রাজা। ফুলকপি, টমেটো, পাতাকপি, লেটুস পাতা, শসা ইত্যাদি কম কার্বনযুক্ত সবজি। আপনি কম কার্বনযুক্ত উপকরণ দিয়ে প্লেট ভর্তি করে ফেলেন। এ উপকরণগুলো দিয়ে প্রতিদিন প্রচুর পরিমাণ খাবার খেলেও ওজন বাড়বে না। মাংস, মাছ, সবজি, ভিটামিন এবং খনিজ খেলে আপনার শরীর ভালো থাকবে। প্রতিদিন আপনি ৫ থেকে ৬ বার খাবার খান। যখনই আপনি নিজেকে ক্ষুধার্ত মনে করবেন, তখনই খাবার গ্রহণ করুন। ওজন কমাতে চাইলেও আপনি চর্বি খেতে ভয় পাবেন না। সবচেয়ে বড় কথা হলো, প্রতিদিন আপনার খাবারের তালিকায় পরিপূর্ণ পুষ্টি উপকরণ রাখুন।

৩. ব্যায়াম করতে পারেন। এটি খুবই কার্যকর। সপ্তাহে আপনাকে দুই থেকে তিনবার জিমে যেতে হবে। শুধু গিয়ে বসে থাকলে হবে না। আপনাকে ওজন কমানোর জন্য উপযুক্ত ব্যায়ামগুলোও করতে হবে। যদি জিমে নতুন যাওয়া শুরু করেন তাহলে প্রথম দিনেই কষ্টকর ব্যায়াম করা উচিত নয়। এতে উল্টো ফল হতে পারে। তাই ব্যায়াম করার আগে প্রশিক্ষকের সঙ্গে পরামর্শ করে নিন। তাহলে আপনি যার জন্য ব্যায়াম করবেন সেই ফলটা পাবেন।

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছিলেন গণতন্ত্রের মানসকন্যা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জন...
27/09/2021

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছিলেন গণতন্ত্রের মানসকন্যা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ষড়যন্ত্রকারীদের রক্তচক্ষু উপেক্ষা করে সকল বাঁধা পেরিয়ে ১৯৮১ সালে দেশে প্রত্যাবর্তনের পর থেকেই প্রিয় মাতৃভূমির সেবায় নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছেন।

এই মহান নেত্রীর বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ এলডিসি থেকে মুক্ত হয়ে এক উন্নত দেশের স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে চলেছি দুর্বার গতিতে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে বঙ্গবন্ধুর স্বপ্নের “সোনার বাংলা” খুব দূরের পথ নয়।

মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে, মেসার্স রহমান ফার্মেসী পরিবারের পক্ষ থেকে রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘজীবী হোন আমাদের সকলের প্রিয় নেত্রী।

জন্মনিয়ন্ত্রণে মানুষের সুচিন্তিত পরিকল্পনা ও সঠিক সিদ্ধান্ত দেশের কোটি কোটি শিশুকে দিয়েছে সুন্দর ও সফল ভবিষ্যতের নিশ্চয়ত...
26/09/2021

জন্মনিয়ন্ত্রণে মানুষের সুচিন্তিত পরিকল্পনা ও সঠিক সিদ্ধান্ত দেশের কোটি কোটি শিশুকে দিয়েছে সুন্দর ও সফল ভবিষ্যতের নিশ্চয়তা, পরিবারে এনেছে সুখ-স্বাচ্ছন্দ্য আর জনসংখ্যা নিয়ন্ত্রণে রেখে দেশকে করেছে সমৃদ্ধ ও উন্নত। জন্মনিয়ন্ত্রণের সহজ ও বহুমুখী পদ্ধতি নিয়ে ৪০ বছর ধরে এসএমসি আপনাদের পাশে ছিলো,থাকবে চিরকাল।
বিশ্ব জন্মনিয়ন্ত্রণ দিবস ২০২১ সফল হোক।

SMC ব্লু স্টার কেন্দ্র
মেসার্স রহমান ফামের্সী
কাঁঠালতলা বাজার(মেইনরোড),মনিরামপুর ,যশোর।
মোবাইলঃ ০১৯১৫-৩১৮২৩২
ইমেইলঃ rahmanpharmacy.bd@gmail.com

সাধারণত আয়রনের অভাবজনিত এনিমিয়ার ফলে শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যহত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এসএমসি’র ...
18/09/2021

সাধারণত আয়রনের অভাবজনিত এনিমিয়ার ফলে শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যহত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এসএমসি’র মনিমিক্সে রয়েছে প্রয়োজনীয় মাত্রায় আয়রন, ফলিক এসিড, জিঙ্ক, ভিটামিন এ এবং সি যা রক্তস্বল্পতা ও অপুষ্টি প্রতিরোধে কার্যকর। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়ম মেনে আপনার শিশুকে মনিমিক্স খাওয়ান।
#মনিমিক্স
#আপনার_সন্তান_বুদ্ধিতে_বাড়ুক_শক্তিতে_বাড়ুক

গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণে এসএমসি নিয়ে এলো "ফুলকেয়ার" ট্যাবলেট। "ফুলকেয়ার" গর্ভাবস্থায় স...
17/09/2021

গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণে এসএমসি নিয়ে এলো "ফুলকেয়ার" ট্যাবলেট। "ফুলকেয়ার" গর্ভাবস্থায় সেবনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এবং ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যান্টিনেটাল প্রিপারেশন (UNIMMAP) ফর্মুলায় তৈরী। প্রতিদিন একটি করে "ফুলকেয়ার" ট্যাবলেট গর্ভবতী মায়েদের ভিটামিন এবং মিনারেলের চাহিদা পূরণ করে।


আলহামদুলিল্লাহ। ছোট করে দোয়া অনুষ্ঠান সম্পন্ন হলো।
16/09/2021

আলহামদুলিল্লাহ।
ছোট করে দোয়া অনুষ্ঠান সম্পন্ন হলো।

করোনাভাইরাস থেকে সেরে ওঠার পরও অনেকেরই  নানা শারীরিক ও মানসিক জটিলতার সম্ভাবনা থেকেই যায়। তাই সুস্থ থাকতে সেরে ওঠার পরও ...
12/09/2021

করোনাভাইরাস থেকে সেরে ওঠার পরও অনেকেরই নানা শারীরিক ও মানসিক জটিলতার সম্ভাবনা থেকেই যায়। তাই সুস্থ থাকতে সেরে ওঠার পরও বিশেষ কিছু নিয়মকানুন মেনে চলুন, নিরাপদ থাকুন।

নিজেকে নিরাপদ রাখতে সবার আগে প্রয়োজন সাবধানতা। তাই একে অপরকে সুরক্ষিত রাখতে আসুন সকলে সঠিক নিয়মে মাস্ক পরি, সুস্থ থাকি।জ...
10/09/2021

নিজেকে নিরাপদ রাখতে সবার আগে প্রয়োজন সাবধানতা। তাই একে অপরকে সুরক্ষিত রাখতে আসুন সকলে সঠিক নিয়মে মাস্ক পরি, সুস্থ থাকি।
জনস্বার্থে:- মেসার্স রহমান ফার্মেসী, কাঁঠালতলা বাজার (মেইন রোড), মনিরামপুর , যশোর। মোবাঃ ০১৯১৫-৩১৮২৩২

18/08/2021
Going On.. Rahman Pharmacy - রহমান ফার্মেসী
27/07/2021

Going On..
Rahman Pharmacy - রহমান ফার্মেসী

করোনা টিকার নিবন্ধন নিয়ে ভাবছেন?৩৫ নয়, ৩০ বছর হলেই এখন টিকার জন্য আবেদন করতে পারবেন।৩০ বছর বয়সোর্ধ নাগরিক ও তালিকাভুক্ত ...
24/07/2021

করোনা টিকার নিবন্ধন নিয়ে ভাবছেন?

৩৫ নয়, ৩০ বছর হলেই এখন টিকার জন্য আবেদন করতে পারবেন।
৩০ বছর বয়সোর্ধ নাগরিক ও তালিকাভুক্ত পেশাজীবীরা সুরক্ষা ওয়েবসাইটে (www.surokkha.gov.bd) নিবন্ধনের মাধ্যমে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। নিবন্ধন সংক্রান্ত সহায়তায় কল করুন ১৬২৬৩ নাম্বারে।

মাস্ক পরুন, নিজে বাচুন, সমাজকে বাচান।
23/07/2021

মাস্ক পরুন, নিজে বাচুন, সমাজকে বাচান।

সরকারী স্বাস্থ্য বিধি মেনে চলুন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলকে জানাই ঈদ মোবারক 🥀
19/07/2021

সরকারী স্বাস্থ্য বিধি মেনে চলুন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলকে জানাই ঈদ মোবারক 🥀

18/07/2021
😬
17/07/2021

😬

মাস্কবিহীন ক্রেতাদের জড়ো করে পণ্য বিক্রির অপরাধে যশোরের মনিরামপুরে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্.....

এক নজরে যে সকল প্রাণী দিয়ে কুরবানী বৈধ..
17/07/2021

এক নজরে যে সকল প্রাণী দিয়ে কুরবানী বৈধ..

মনিরামপুরে বিনামূল্যে অক্সিজেন সেবাদানকারী প্রতিষ্ঠান ও সংগঠনের নাম ও নম্বর। যে কোন সময় দরকার পড়তে পারে, সংরক্ষণে রাখবেন...
07/07/2021

মনিরামপুরে বিনামূল্যে অক্সিজেন সেবাদানকারী প্রতিষ্ঠান ও সংগঠনের নাম ও নম্বর। যে কোন সময় দরকার পড়তে পারে, সংরক্ষণে রাখবেন সকলে..

06/07/2021

বৃষ্টি ❤️

১ লা জুলাই  থেকে ৩১ শে জুলাই পর্যন্ত সম্পূর্ণ  বিনা মূল্যে করোনা ভাইরাসের পরীক্ষা করা যাবে ।
01/07/2021

১ লা জুলাই থেকে ৩১ শে জুলাই পর্যন্ত সম্পূর্ণ বিনা মূল্যে করোনা ভাইরাসের পরীক্ষা করা যাবে ।

Address

Jessore
7450

Telephone

+8801915318232

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahman Pharmacy - রহমান ফার্মেসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rahman Pharmacy - রহমান ফার্মেসী:

Share


Other Pharmacies / Drugstores in Jessore

Show All