17/11/2023
🍁কেমন আছেন সবাই? আমার গত লিখায় একটি প্রকৃতির মানুষ নিয়ে আলোচনা করেছিলাম আজ অন্য আরেক রকম প্রকৃতির মানুষ নিয়ে আলোচনা করতে চাই দেখুন তো আপনার সাথে মিলে কিনা?
👉আপনি কি মধ্যম উচ্চতার হ্যান্ডসাম ব্যক্তি?
👉আপনি কি বেশি তাপ বা গরম সহ্য করতে পারেন না?
👉আপনার কি হাতে ও পায়ের তলায় ও চোখে জ্বালা বেশি হয়?
👉আপনার কি ঠান্ডা আবহাওয়া বেশি পছন্দ?
👉আপনার শরীরে কি লোম কম? অল্প বয়সে টাক পড়ে যাচ্ছে?
👉আপনার শরীর কি সব সময় গরম বা উষ্ণ থাকে?
👉আপনার কি ক্ষুধা ও পানি পিপাসা বেশি হয়?
👉আপনি কি অভিমানী, সহজেই রেগে যান? অল্প কারণেই আপনার চোখ লাল হয়ে যায়?
👉আপনার শরীরে কোথাও কি কোন চুলকানির চিহ্ন রয়েছে বা চুলকানি জাতীয় রোগ রয়েছে?
👉আপনার শরীরে যেখানে সেখানে কি তিল রয়েছে?
👉আপনার প্রস্রাব কি হলুদ হয়? আপনার ঘামে কি দুর্গন্ধ থাকে? আপনি কি স্বপ্নে রাগারাগি মারামারি এরকম দেখেন?
🍁উপরের বৈশিষ্ট্যগুলির মধ্যে অধিকাংশ যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনার শরীরে যে সকল রোগ বেশি হওয়ার সম্ভবনা থাকে, সেগুলো হলো
✪অম্ল পিত্ত, (হাইপার এসিডিটি)
✪অজীর্ণ, বুক জ্বালা, (ডিসপেপসিয়া)
✪অতিরিক্ত ঘাম,
✪ব্রণ,
✪জন্ডিস
✪হেপাটাইটিস,
✪দাউদ, একজিমা, সোরিয়াসিস, শ্বেতী প্রভৃতি চর্মরোগ।
🍁আপনার জন্য নিচের পথ্যাপথ্য এবং আহার বিহার গুলি মেনে চলা আবশ্যক।
এবং এর সাথে অনুপযোগী আহার যেমন অতিরিক্ত টক, ঝাল, লবণ, তীক্ষ্ণ দ্রব্য, ভাজাপোড়া খাবার, মাখনযুক্ত দই এর ঘোল, টক ফল, গরম গরম খাবার, চা, প্রভৃতি খাওয়ার অভ্যাস থাকলে, সেটা অবশ্যই পরিত্যাগ করতে হবে। এছাড়াও ঝিঙ্গে, পানিফল, লাউ, দই, রসুন, হিং, কুলবরুই, পান, বাসি জল এগুলো এড়িয়ে চলতে হবে। তাছাড়া অসময়ে খাওয়ার অভ্যাস থাকলে সেটাও পরিহার চেষ্টা করুন সময়মতো খাবার গ্রহণ করুন।
🍁আপনি নিয়মিত খেতে পারবেনঃ-
মিষ্টি জিনিস, অল্প তিতা, কষায় যুক্ত স্বাদের দ্রব্য,
ঘি, মাখন ছানা,
মুগ, মটর, অড়হর, ছোলার ডাল, আপনি চাইলে খেসারির ডাল ও খেতে পারেন।
মাছের মধ্যে শিং, মাগুর, কই, শোল এবং পুকুরের মাছ খেতে পারবেন।
তরকারি হিসেবে পটল,করলা, কাকরোল, ডুমুর, টাটকা ও পাকা ফল, কচি ডাবের জল এগুলি খেতে পারবেন।
🍁আপনারা আমার এই লেখাটি একটু মনোযোগ দিয়ে পড়বেন আমি ধারাবাহিকভাবে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মানুষের জন্য পথ্য ও অপথ্য সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনাদের যে কোন স্বাস্থ্যসেবার জন্য আমাদের ইয়াশ বিডি হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার এর বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিতে পারেন।
🍁আপনাদের সচেতনতায়
ড. অমৃত কুমার সরকার।
বি. এ. এম. এস. ( ঢাকা বিশ্ববিদ্যালয়)
এম.ফিল, পি এইচ ডি (জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়)
সিনিয়র লেকচারার ও বিভাগীয় প্রধান,
(ফার্মেসী ও ফার্মাসিটিক্স বিভাগ)
সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও
হাসপাতাল, মিরপুর ১৩, ঢাকা- ১২২১।
সিরিয়ালের জন্য যোগাযোগ :
ইয়াশ বিডি হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার
মোল্লাপাড়া (বড় মসজিদ মোড়), দারুশা রোড, রাজশাহী।
মোবাইল - ০১৩২৭-৮৯৪৫৬৯