02/01/2022
# #যৌন সমস্যা # #
আজ আমরা আলোচনা করব স্পার্ম্মাটোরিয়া (Spermatorrhoea) বা অসাড়ে শুক্র ক্ষরন নিয়ে।
ইহার অন্য নাম শুক্রমেহ। স্বপ্ন বা জাগ্রত অবস্থায়, মলত্যগের সময়, প্রসাবের পূর্বে বা পরে অথবা যে কোন সময় অসাড়ে ধাতু স্খলন হলে তাহাকে স্পার্ম্মেটোরিয়া বলে।
বর্তমানে এই রোগ অধিকাংশ মানুষের মধ্যেই পাওয়া যায় এবং ইহাতে ধীরে ধীরে মানসিক শক্তি কমে যায়।
কারন /:
বেশির ভাগ লোকের এই র্গে নিজের দোষেই হয়ে থাকে। যৌবনাবস্থায় অপরিমিত ইন্দ্রিয় চালনা, স্ত্রী সংসর্গ, হস্তমৈথুন, স্বপ্নদোষ ইত্যাদি কারনে বীর্য তরল ও নষ্ট হইলে জীবনীশক্তির দুর্ব্বলতা বশত স্নায়ুমন্ডলী ক্রমশ ক্ষীণ হইয়া পড়ে,তখন বীর্য ধারণ ক্ষমতা একেবারেই নষ্ট হইয়া যায় এবং সামান্য উত্তেজনাতেই অসাড়ে শুক্রপতন হয়।
কুসংসর্গ, চটি নগ্ন বই বা নভেল নাটক পাঠ ইত্যাদি এই রোগের মূল কারণ হইলেও ডিস্পেপসিয়া, কোষ্ঠবদ্ধ, অন্ত্রে ক্রিমি, শারীরীক দৌব্বল্য, মুত্রনালীর রোগ, প্রমেহ ইত্যদি কারনেও এই রোগ হয়।
লক্ষন ::
১~ শুরুতে বীর্য্য তরল হয়।
২~ অসারে ধাতুঙ্খলন হয়।
৩~স্ত্রীলোক দেখলে বা উক্ত বিষয়ে চিন্তা করলে পতন হয়।
৪~ প্রসাব বা মলত্যাগের সময় কোথদিলে হড়হড়ে ধাতু পতন।
৫~ রুগির শরীর দিন দিন শীর্ণ হয়।
৬~ মানসিক শক্তি কমে যায়,কোন কাজে মন বসে না, বুক ধড়ফড় করে, স্বরনশক্তি কমে যায়।
৭~ সবসময় মনের মধ্যে চিন্তা হয়।
৮~ চোখ মুখের উজ্জলতা কমে যায়।
৯~ অল্প বয়সে চুল পাকে, রাগ বেশি হয়।
১০~ বদহজম, গ্যাস্টিক, অর্শ / পাইল্স দেখা যায়।
১১~ অনেকক্ষন কথা বলতে পারে না, শরীর হাপসিয়ে যায়।
১২~ মাথা ব্যাথা বা মাথা ঘোড়ে, জীবনে হতাশ হয়, একা নির্জ্জনে থাকিতে ভালবাসে।
অনেকে যৌবনে ধ্বজভঙ্গ হইয়া পড়ে বা কোন কঠিন রোগে আক্রান্ত হয়।
চিকিৎসা ঃ
স্থায়ী আরগ্যের জন্য অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা করতে হবে। এই রোগে কেবল মাত্র ঔষধ এর উপর নির্ভর করলে হবে না, কিছু নিয়ম মেনে চলতে হবে। পাশাপাশি নিয়মিত কিছু দিন হোমিও চিকিৎসা করলে ইনশাআল্লাহ সুস্থ হওয়া সম্ভব।
প্রয়োজনে : ১ নং চেম্বার :
প্রামানিক হোমিও ক্লিনিক
ইছলারহাট, চৌধুরানী, পীরগাছা , রংপুর।
০১৭১২ ০৩৯৩৭২
প্রতিদিন সকাল ৮ টা থেকে ১১ টা এবং
শনি, সোম , মঙ্গল ও বুধবার
বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
২নং চেম্বার :
নগড় কাঠগড়া হাট
বামনডাঙ্গা, সুন্দরগঞ্জ,গাইবান্ধা।
রবি, বৃহস্পতি ও শুক্রবার
বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।