Pramanic homeo clinic

Pramanic homeo clinic Homeopathy treatment and medicine.

ইনশাআল্লাহ
12/05/2022

ইনশাআল্লাহ

অর্শ/ পাইল্স নি‌য়ে চি‌ন্তিত কি ? অপা‌রেশন ছাড়া সুস্থ হওয়া সম্ভব। দ্রুত যোগা‌যোগ করুন~প্রামা‌নিক হো‌মিও ক্লি‌নিক ইছলার...
14/01/2022

অর্শ/ পাইল্স নি‌য়ে চি‌ন্তিত কি ? অপা‌রেশন ছাড়া সুস্থ হওয়া সম্ভব। দ্রুত যোগা‌যোগ করুন~
প্রামা‌নিক হো‌মিও ক্লি‌নিক
ইছলারহাট, চৌধুরাণী
পীরগাছা, রংপুর ।
০১৭১২ ০৩৯৩৭২

কিড‌নি সমস‌্যা থে‌কে মু‌ক্তি পে‌তে নিয়‌মিত ২~৩ মাস চি‌কিৎসা কর‌লে ইনশাআল্লাহ সুস্থতায় ফির‌বেন।
14/01/2022

কিড‌নি সমস‌্যা থে‌কে মু‌ক্তি পে‌তে নিয়‌মিত ২~৩ মাস চি‌কিৎসা কর‌লে ইনশাআল্লাহ সুস্থতায় ফির‌বেন।

 # #‌যৌন সমস‌্যা  # #আজ আমরা আ‌লোচনা করব স্পার্ম্মা‌টো‌রিয়া (Spermatorrhoea) বা অসা‌ড়ে শুক্র ক্ষরন নি‌য়ে।ইহার অন‌্য ন...
02/01/2022

# #‌যৌন সমস‌্যা # #
আজ আমরা আ‌লোচনা করব স্পার্ম্মা‌টো‌রিয়া (Spermatorrhoea) বা অসা‌ড়ে শুক্র ক্ষরন নি‌য়ে।

ইহার অন‌্য নাম শুক্রমেহ। স্বপ্ন বা জাগ্রত অবস্থায়, মলত‌্যগের সময়, প্রসা‌বের পূ‌র্বে বা প‌রে অথবা যে কোন সময় অসা‌ড়ে ধাতু স্খলন হ‌লে তাহা‌কে স্পা‌র্ম্মেটো‌রিয়া ব‌লে।
বর্তমা‌নে এই রোগ অ‌ধিকাংশ মানু‌ষের ম‌ধ্যেই পাওয়া যায় এবং ইহা‌তে ধী‌রে ধী‌রে মান‌সিক শ‌ক্তি ক‌মে যায়।
কারন /:
বে‌শির ভাগ লো‌কের এই র্গে নি‌জের দোষেই হ‌য়ে থা‌কে। যৌবনাবস্থায় অপ‌রি‌মিত ই‌ন্দ্রিয় চালনা, স্ত্রী সংসর্গ, হস্ত‌মৈথুন, স্বপ্ন‌দোষ ইত‌্যা‌দি কার‌নে বীর্য তরল ও নষ্ট হই‌লে জীবনীশ‌ক্তির দুর্ব্বলতা বশত স্নায়ুমন্ডলী ক্রমশ ক্ষীণ হইয়া প‌ড়ে,তখন বীর্য ধারণ ক্ষমতা এ‌কেবা‌রেই নষ্ট হইয়া যায় এবং সামান‌্য উ‌ত্তেজনা‌তেই অসা‌ড়ে শুক্রপতন হয়।
কুসংসর্গ, চ‌টি নগ্ন বই বা ন‌ভেল নাটক পাঠ ইত‌্যা‌দি এই রো‌গের মূল কারণ হই‌লেও ডি‌স্পেপ‌সিয়া, কোষ্ঠবদ্ধ, অ‌ন্ত্রে ক্রিমি, শারীরীক দৌব্বল‌্য, মুত্রনালীর রোগ, প্রমেহ ইত‌্যদি কার‌নেও এই রোগ হয়।
লক্ষন ::
১~ শুরু‌তে বীর্য‌্য তরল হয়।
২~ অসা‌রে ধাতুঙ্খলন হয়।
৩~স্ত্রী‌লোক দেখ‌লে বা উক্ত বিষ‌য়ে চিন্তা কর‌লে পতন হয়।
৪~ প্রসাব বা মলত‌্যা‌গের সময় কোথ‌দি‌লে হড়হ‌ড়ে ধাতু পতন।
৫~ রু‌গির শরীর দিন দিন শীর্ণ হয়।
৬~ মান‌সিক শ‌ক্তি ক‌মে যায়,কোন কা‌জে মন ব‌সে না, বুক ধড়ফড় ক‌রে, স্বরনশ‌ক্তি ক‌মে যায়।
৭~ সবসময় ম‌নের ম‌ধ্যে চিন্তা হয়।
৮~ চোখ মু‌খের উজ্জলতা ক‌মে যায়।
৯~ অল্প বয়‌সে চুল পা‌কে, রাগ বে‌শি হয়।
১০~ বদহজম, গ‌্যাস্টিক, অর্শ / পাইল্স দেখা যায়।
১১~ অ‌নেকক্ষন কথা বল‌তে পা‌রে না, শরীর হাপ‌সি‌য়ে যায়।
১২~ মাথা ব‌্যাথা বা মাথা ঘো‌ড়ে, জীব‌নে হতাশ হয়, একা নির্জ্জনে থা‌কি‌তে ভালবা‌সে।
অ‌নে‌কে যৌব‌নে ধ্বজভঙ্গ হইয়া প‌ড়ে বা কোন ক‌ঠিন রো‌গে আক্রান্ত হয়।

চি‌কিৎসা ঃ

স্থায়ী আর‌গ্যের জন‌্য অবশ‌্যই হো‌মিওপ‌্যা‌থি চি‌কিৎসা কর‌তে হ‌বে। এই রো‌গে কেবল মাত্র ঔষধ এর উপর নির্ভর কর‌লে হ‌বে না, কিছু নিয়ম মে‌নে চল‌তে হ‌বে। পাশাপা‌শি নিয়‌মিত কিছু দিন হো‌মিও চি‌কিৎসা কর‌লে ইনশাআল্লাহ সুস্থ হওয়া সম্ভব।

প্রয়োজ‌নে : ১ নং চেম্বার :
প্রামা‌নিক হো‌মিও ক্লি‌নিক
ইছলারহাট, চৌধুরানী, পীরগাছা , রংপুর।
০১৭১২ ০৩৯৩৭২
প্রতি‌দিন সকাল ৮ টা থে‌কে ১১ টা এবং
শ‌নি, সোম , মঙ্গল ও বুধবার
বিকাল ৩ টা থে‌কে রাত ৮ টা পর্যন্ত।

২নং চেম্বার :
নগড় কাঠগড়া হাট
বামনডাঙ্গা, সুন্দরগঞ্জ,গাইবান্ধা।
র‌বি, বৃহস্প‌তি ও শুক্রবার
বিকাল ৪ টা থে‌কে রাত ৮ টা পর্যন্ত।

বাত ব‌্যাথা  :ইহা প্রা‌ন্তিক একা‌ধিক অ‌স্থি স‌ন্ধি আবর‌ণে প্রদাহজ‌নিত এক জা‌তীয় স‌ন্ধি ধ্বংসকারী পীড়া। এই বাত রো‌গ দিন ...
30/12/2021

বাত ব‌্যাথা :

ইহা প্রা‌ন্তিক একা‌ধিক অ‌স্থি স‌ন্ধি আবর‌ণে প্রদাহজ‌নিত এক জা‌তীয় স‌ন্ধি ধ্বংসকারী পীড়া। এই বাত রো‌গ দিন দিন বে‌ড়ে চ‌লে, ফু‌লে যায়, প্রদাহ হয় এবং প‌রিনা‌মে গাট ধ্বংসপ্রাপ্ত হয়।
এই রো‌গের কোন স‌ঠিক কারণ খু‌জে পাওয়া যায় না। ত‌বে বলা হয় ~১~ অ‌তি‌রিক্ত ঠান্ডা লাগা‌নো,২~~ গ‌নো‌রিয়া বা প্রমেহ ৩~~ পূর্ব পুরুষগত দোষ ৪~~ সেপ‌টিক ফেভার এর মুল কারন। বি‌শেষ ক‌রে ম‌হিলারা এই রো‌গে বে‌শি আক্রান্ত হয়। বয়স বাড়ার সা‌থে সা‌থে ম‌হিলা~পুরুষ সক‌লেই আক্রান্ত হয়।
বাত দুই প্রকার :
১। Rheumatism বা স‌ন্ধি বাত ।
২। Gout বা গে‌টে বাত।

Rheumetism বা স‌ন্ধি বাত আবার দুই প্রকার : এক‌টি তরুন বা এ‌কিউট অন‌্যটি পুরাতন বা ক্রো‌নিক।

আমরা সকলেই জা‌নি প্রতে‌্যক স‌ন্ধির ম‌ধ‌্যস্থ‌লে এবং প্রত্যেক গা‌টের শেষ ভা‌গে একপ্রকার অ‌স্থি আবরন পরদা থা‌কে,সেই পর্দা থে‌কে এক প্রকার তরল রস বা‌হির হ‌ইয়া গাটগু‌লো‌কে মসৃন ও পি‌চ্ছিল রা‌খে তখন হা‌গে হা‌ড়ে সংঘষ‌নের ফ‌লে কোন কষ্ট বা ক্ষ‌তি হয় না। কিন্তু যখন কেউ এই বা‌তে আক্রান্ত হয় তখন সেখা‌নে তরল রস গু‌লি থা‌কে না ফ‌লে সেখা‌নে প্রদাহ হয় এবং সেকার‌নে জ্বর আ‌সে।
লক্ষন ঃ সাধারনত জ্বর সহ প্রথ‌মে হাটু তারপর কনুই, গোড়া‌লি , ক‌ব্জি, কাধ আক্রান্ত হয়। আক্রান্ত স্থান লাল বর্ণ হয়, গরম হয়, বেদনা থা‌কে , ফো‌লে নড়াচড়া কর‌তে পা‌রে না, রা‌ত্রে যন্ত্রনা বা‌ড়ে, চি‌ড়িক মা‌রে রোগী সহ‌্য কর‌তে পা‌রে না।

চি‌কিৎসা ও পথ‌্য ঃ

রুগী সুস্থ না হওয়া পযর্ন্ত রোগী‌কে বিছানা থে‌কে উঠ‌তে না দেওয়া, গরম পা‌নি ঠান্ডা ক‌রে বে‌শি ক‌রে খাওয়া, দুধ খাওয়া বা‌র্লি, সাগু খাওয়া ।
রু‌গির জন‌্য মাছ, মাংস নি‌ষিদ্ধ।

এই রে‌া‌গে হৃদ‌পি‌ন্ডের দি‌কে বি‌শেষ লক্ষ রাখ‌তে হ‌বে।
এবং স্থায়ী আরগ‌্য লা‌ভের জন‌্য ভাল হো‌মিওপ‌্যাথ চি‌কিৎসকের কা‌ছে চি‌কিৎসা গ্রহন কর‌তে হ‌বে।

প্রয়োজ‌নে : ১ নং চেম্বার :
প্রামা‌নিক হো‌মিও ক্লি‌নিক
ইছলারহাট, চৌধুরানী, পীরগাছা , রংপুর।
০১৭১২ ০৩৯৩৭২
প্রতি‌দিন সকাল ৮ টা থে‌কে ১১ টা এবং
শ‌নি, সোম , মঙ্গল ও বুধবার
বিকাল ৩ টা থে‌কে রাত ৮ টা পর্যন্ত।

২নং চেম্বার :
নগড় কাঠগড়া হাট
বামনডাঙ্গা, সুন্দরগঞ্জ,গাইবান্ধা।
র‌বি, বৃহস্প‌তি ও শুক্রবার
বিকাল ৪ টা থে‌কে রাত ৮ টা পর্যন্ত।

 # # #চি‌কিৎসা জিজ্ঞাসা  # # #   রোগ কাহা‌কে ব‌লে ?   উত্ত‌রে আমরা বল‌তে পা‌রি , রোগ হ‌লো এই দেহ মধ‌্যস্থ আত্মার উপর ...
30/12/2021

# # #চি‌কিৎসা জিজ্ঞাসা # # #

রোগ কাহা‌কে ব‌লে ?

উত্ত‌রে আমরা বল‌তে পা‌রি , রোগ হ‌লো এই দেহ মধ‌্যস্থ আত্মার উপর দুঃখ সং‌যো‌গ কে আমরা বু‌ঝিয়া থা‌কি। দেহ বা দে‌হের কোন অং‌শের বা য‌ন্ত্রের বিকৃতাবস্থায় ঘ‌টিয়া যে সকল লক্ষন প্রকা‌শিত হয় ঔ সকল লক্ষন সম‌ষ্টি‌কেই রোগ বলা হয়।

হো‌মিওপ‌্যথি কি ধর‌নের চি‌কিৎসা পদ্ধ‌তি ?

প্রকৃতপ‌ক্ষে হো‌মিওপ‌্যথি রো‌গের নয় বরং রুগির চি‌কিৎসা ক‌রে থা‌কে । অ‌নে‌কে আমরা বল‌তে পা‌রি এটা আবার কেমন কথা !!!
হ‌্যঁা এটা মূল কথা ।
একবার ভে‌বে দেখুন তো ! য‌দি আপনার কোন অং‌ঙ্গে আঘাত লা‌গে তাহ‌লে শুধু কি ঔ অং‌শ‌টি কষ্ট ভোগ ক‌রে ? না‌কি আপনার দেহ ম‌ধ্যে যে আত্মা বাস ক‌রে সে‌টি কষ্ট ভোগ ক‌রে? উত্তর আস‌বে আপ‌নি নি‌জেই কষ্ট ভোগ ক‌রেন , এখা‌নে নি‌জে বল‌তে আপনার আত্মা‌কে বুঝা‌নো হ‌চ্ছে।
আ‌রেকটা উদাহরন দেওয়া যাক , ধরুন আপনার শ‌রী‌রে একটা টিউমার জ‌ন্মে‌ছে, সেখা‌নে ব‌্যাথা ক‌রে । এখন বলুন ব‌্যাথাটা কি টিউমার নি‌জেই অনুভব কর‌ছে না‌কি আপনার যে আত্মা আ‌ছে সে অনুভব কর‌ছে?
উত্তর আস‌বে আপ‌নি নি‌জে কষ্ট পা‌চ্ছেন।
অর্থাৎ সমস‌্যা যে অ‌ঙ্গেই হোক না কেন , কষ্ট আপনা‌কেই ভোগ করতে হয়।
সে জন‌্যই হো‌মিওপ‌্যা‌থি রোগ নয় রু‌গির চি‌কিৎসা ক‌রে।
আশাক‌রি স‌ক‌লেই বুঝ‌তে পে‌রে‌ছেন ।

আর এক‌টি গুরুত্বপূর্ন তথ‌্য ::
পৃ‌থি‌বী‌তে যত চি‌কিৎসা পদ্ধ‌তি আ‌ছে তার ম‌ধ্যে শুধু মাত্র হো‌মিওপ‌্যা‌থি মানব শরী‌রে প্রয়োগ ক‌রে প্রুভড করা হয়। যেখা‌নে অন‌্যান‌্য চি‌কিৎসা পদ্ধ‌তি কোন না কোন বন‌্যপ্রা‌নি (কুকুর, গি‌নি‌পিগ, শৃগাল ইত‌্যা‌দি )তে প্রয়োগ ক‌রে প্রুভড করা হয়।
আসুন সুস্থতার জন‌্য আমরা স‌ঠিক, পার্শ্বপ্রতি‌ক্রিয়া মুক্ত হো‌মিওপ‌্যা‌থি চি‌কিৎসা গ্রহন ক‌রি।

আপনার কি কা‌নের সমস‌্যা ?১। কা‌নে কম শু‌নেন বা সবসময় কোন একটা বা‌জে শব্দ কা‌নে বাজ‌ছে ?২। কান দি‌য়ে পা‌নি / রক্ত/ পু,ঁজ...
18/11/2021

আপনার কি কা‌নের সমস‌্যা ?
১। কা‌নে কম শু‌নেন বা সবসময় কোন একটা বা‌জে শব্দ কা‌নে বাজ‌ছে ?
২। কান দি‌য়ে পা‌নি / রক্ত/ পু,ঁজ প‌রে ?
৩। কা‌নে অসহ‌্য বেদনা কর‌ছে ?
অ‌তিদ্রুত এ সব সমস ‌্যা থে‌কে সমাধান পে‌তে যোগা‌যোগ করুন:

১। ইছলারহাট চেম্বার
চৌধুরানী, পীরগাছা, রংপুর।
শ‌নি, সোম, মঙ্গল ও বুধবার
বিকাল ৩:৩০ থে‌কে ৮:৩০ পর্যন্ত
২। নগর কাঠগড়া হাট চেম্বার
বামনডাঙ্গা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা ।
র‌বি, বৃহস্প‌তি ও শুক্রবার
বিকাল ৩:৩০ থে‌কে ৮:০০ পর্যন্ত।
০১৭১২ ০৩৯৩৭২
দয়া ক‌রে বিনা কার‌নে ফোন দি‌বেন না।

একটা ছ‌বি
27/10/2021

একটা ছ‌বি

27/10/2021

অর্শ বা পাইলস ঃ
মলদ্বা‌রের ভিতর বা বা‌হি‌রে ফোলা ও ছাগ‌লের বাঁ‌টের মত একপ্রকার পদার্থ (‌টিউমার) জন্মাই‌লে তাহা‌কে অর্শ বা পাইলস ব‌লে।

রো‌গের কারণ ঃ
লিভারের ম‌ধ্যে এবং পোর্টাল সি‌স্টে‌মে রক্তা‌ধিক‌্য হইয়া অর্শ হয়, অতএব লিভা‌রের দোষই অ‌র্শের প্রধান কারণ।
১। বহু‌দিন যাবৎ কোষ্ঠকা‌ঠিন‌্য পীড়া ভোগ।
২। সি‌রো‌সিস অব দ‌্যা লিভার।
৩। হৃদ‌পি‌ন্ডের কিছু পীড়া।
৪। মদ‌্য, অ‌তি‌রিক্ত মাংস, ডিম,কাকড়া,পেয়াজ,রশুন,ম‌রিচ,অ‌ধিক গরম মসলা, অ‌তি‌রিক্ত আহার, রা‌ত্রি জাগরণ, বংশগত দোষ।
৫। কোন রো‌গের কার‌নে পায়খানার সময় জো‌ড়ে কোথ দেওয়া।
৬। মুত্রনলীর রো‌গের কার‌নে প্রসা‌বের সময় অ‌তি‌রিক্ত কোথ দেওয়া।
৭। মলদ্বা‌রের ভিতর স্ট্রীকচার বা সং‌কোচন।
৮। ডি‌স্পেপ‌সিয়া বা কোন এ‌ন্টিবা‌য়ো‌টিক ঔষধ অ‌ধিক দিন আহার করা।
অ‌র্শের পীড়ায় মলদ্বা‌রের ভিতর বা বা‌হি‌রে ছোট ছোট টিউমার বা অর্ব্বু‌দের মত এক প্রকার পদার্থ উৎপন্ন হয় তাহা‌কে অ‌র্শের ব‌লি বা পাইলস ব‌লে। উক্ত বলীর ভিতর ছোট ছোট ধমনী থা‌কে , সেই ধমনীর ভিতর কিছু‌দিন ধ‌রিয়া ক্রমশ রক্ত জ‌মে, তাহা‌তে ধমনী প্রসা‌রিত ও মোটা হয়। অ‌র্শ হই‌তে যে রক্তস্রাব হয় তাহা আ‌র্টিরিয়াল, মিউকাস -‌মে‌ম্ব্রেনের আর্টা‌রি হই‌তে আ‌সে।

27/10/2021

আবা‌রো আসলাম সবারত‌রে, স্বাস্থ‌্য/হো‌মিও চি‌কিৎসা সম্প‌র্কে জা‌ন‌তে যোগা‌যোগ করুন।

Address

ইছলারহাট, চৌধুরাণী, পীরগাছা
Rangpur

Telephone

+8801712039372

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pramanic homeo clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pramanic homeo clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Other Medical & Health in Rangpur

Show All