Dr. Dipanjoy Ghosh, Dental Surgeon

Dr. Dipanjoy Ghosh, Dental Surgeon Dental Surgeon, Bibliophile, Foodie, Equalist
(2)

আড়াপাঁচ সোনারপুর ক্লিনিকে আজ...শীতাতপনিয়ন্ত্রিত ক্লিনিকে আধুনিক দন্তচিকিৎসা মধ্যবিত্তের সাধ্যের মধ্যে, দক্ষিণ ২৪ পরগণায়....
22/07/2023

আড়াপাঁচ সোনারপুর ক্লিনিকে আজ...
শীতাতপনিয়ন্ত্রিত ক্লিনিকে আধুনিক দন্তচিকিৎসা মধ্যবিত্তের সাধ্যের মধ্যে, দক্ষিণ ২৪ পরগণায়...

স্থান - আরোগ্য সন্ধান বিনয় রায় মেমোরিয়াল হেলথ কেয়ার সেন্টার, আরোগ্য সন্ধান কমপ্লেক্স, মিশন গেট, আড়াপাঁচ, দক্ষিণ ২৪ পরগণা

সময় - প্রতি মঙ্গল ও শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টে।

অতএব, পাপের প্রায়শ্চিত্ত করতে বছরে অন্তত একবার দন্তচিকিৎসকের কাছে গিয়ে চেক-আপ করিয়ে নিন।😎ডাঃ দীপাঞ্জয় ঘোষবি.ডি.এস (WBUH...
21/07/2023

অতএব, পাপের প্রায়শ্চিত্ত করতে বছরে অন্তত একবার দন্তচিকিৎসকের কাছে গিয়ে চেক-আপ করিয়ে নিন।😎

ডাঃ দীপাঞ্জয় ঘোষ
বি.ডি.এস (WBUHS)
হেলথ হোম ডেন্টাল ক্লিনিক, মৌলালি যুবকেন্দ্রের পাশে। যোগাযোগ - ৯৮০৪৮০৪৪০২

আরোগ্য সন্ধান, আড়াপাঁচ, সোনারপুর কেন্দ্রের  প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী ও বাবা মায়েদের সাথে মৌখিক স্বাস্থ্য সচেতনতার সে...
18/07/2023

আরোগ্য সন্ধান, আড়াপাঁচ, সোনারপুর কেন্দ্রের প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী ও বাবা মায়েদের সাথে মৌখিক স্বাস্থ্য সচেতনতার সেশন ছিল আজ। মানুষকে সচেতন করার জন্য এরকম কাজে অংশ নিতে সবসময়ই খুব ভালো লাগে।

Oleander is a well known poison. The Youtuber should be sued and banned for spreading such wrong informations. You will ...
17/07/2023

Oleander is a well known poison. The Youtuber should be sued and banned for spreading such wrong informations. You will find such videos in youtube. Take a lesson, do not try to treat yourself. Visit dental clinic/hospital, take your treatment from specialists.

01/07/2023
শুভ হোক আগামী।
15/04/2023

শুভ হোক আগামী।

26/03/2023

দাঁত থাকতে তার মর্যাদা দিন

গত ২০শে মার্চ ছিল World oral health day. মুখের স্বাস্থ্যরক্ষার জন্য যে রোজ দুবার ব্রাশ করতে হয়, বছরে অন্তত একবার দাঁতের ডাক্তারের কাছে চেক আপ করাতে হয়, তা আমরা জানি। কিন্তু আজও অনেক প্রান্তিক মানুষ ছাই, দাঁতন, নুন, তামাক দিয়ে দাঁত মাজেন।

ছাই দিয়ে দাঁত মাজলে দাঁত ক্ষয়ে যায়, শিরশিরানি বাড়ে, মাড়ি ছড়ে যায় ও ক্ষয়ে যায়। এর ফলে দাঁত আলগা হয়ে যেতে পারে ও নষ্ট হয়ে যায়।

সরাসরি নুন দিয়ে দাঁত ঘষলে দাঁত ক্ষয়ে যেতে পারে, মাড়ি ছড়ে যায়, এর ফলে জ্বালা করতে পারে। বারবার এই জিনিসের পুনরাবৃত্তি হলে মাড়িতে বড়ধরনের ক্ষতি হতে পারে।

নিম দাঁতের মাড়ির জন্য ভাল হলে নিমকাঠি দিয়ে দাঁত মাজতে গেলে মাড়িতে আঘাত লাগতে পারে, ও মাড়ির ক্ষতি হতে পারে।

বারংবার তামাকের ব্যবহার থেকে মুখের ক্যানসার হওয়ার সম্ভাবনা বাড়ে।

অনেকে দাঁতের ফাঁকে খাবার ঢুকে গেলে টুথপিক ব্যবহার করে তা পরিষ্কার করেন। এর ফলে মাড়িতে গ্যাপ বেড়ে যায় ও সেখানে বারবার খাবার ঢোকে ও বারবার টুথপিকের ব্যবহারের ফলে মাড়ি দুর্বল হয়ে যায়।

তাই দাঁত ব্রাশ করার জন্য নরম ব্রাশ, যেকোন স্ট্যান্ডার্ডাইজ টুথপেস্ট/আপনার ডেন্টাল সার্জনের প্রেসক্রাইব করা টুথপেস্ট ব্যবহার করুন। ডেন্টাল সার্জনের পরামর্শ ছাড়া মাউথওয়াশ ব্যবহার করবেন না। রাতে শোয়ার আগে গরম নুনজলে কুলকুচি করলে মুখ ও মাড়ি ভাল থাকে। দাঁতের ফাঁকে খাবার জমলে ফ্লস ব্যবহার করুন।

প্রান্তিক মানুষরা, যাঁরা প্রাইভেটে দেখাতে অসুবিধায় পড়েন, তাঁরা স্থানীয় সরকারি হাসপাতালের ডেন্টাল সার্জনের কাছ থেকে পরামর্শ নিন।

ডাঃ দীপাঞ্জয় ঘোষ
বি.ডি.এস (WBUHS)
হেলথ হোম ডেন্টাল ক্লিনিক, মৌলালি যুবকেন্দ্রের পাশে। যোগাযোগ - ৯৮০৪৮০৪৪০২

প্রতিবছরের ন্যায় আবারও মনে করিয়ে দিচ্ছি।আজ চকোলেট দিবস।মন ভরে চকোলেট খান। আর সাথে সাথে ভাল করে মুখ ধুয়ে নিন। মনে রাখবেন,...
08/02/2023

প্রতিবছরের ন্যায় আবারও মনে করিয়ে দিচ্ছি।

আজ চকোলেট দিবস।

মন ভরে চকোলেট খান। আর সাথে সাথে ভাল করে মুখ ধুয়ে নিন। মনে রাখবেন, দাঁতের ফাঁকে আটকে থাকা চকোলেটের কণা Streptococcus mutans কে আকৃষ্ট করতে পারে, যা আপনার দাঁতের ক্যাভিটির কারণ হতে পারে। মনে রাখবেন, আপনার আনন্দ যেন আপনার দাঁত ব্যথার কারণ না হয়।

সাবধান থাকুন, সতর্ক থাকুন।
জনস্বার্থে প্রচারিত।

বি.দ্র. আজ আবার National Toothache day (দাঁতব্যথা দিবস)ও বটে। কী coinci'dental' ব্যাপার বলুন দেখি।😱

© All India Forward Bloc - Bengal Committee
23/01/2023

© All India Forward Bloc - Bengal Committee

ক্রিসমাসের ফ্রি অ্যাডভাইস😎
25/12/2022

ক্রিসমাসের ফ্রি অ্যাডভাইস😎

24th Dec National Dentist Day - Dr. Rafiuddin Ahmed এর জন্মদিন। ভারতের প্রথম ডেন্টাল সার্জন তথা ভারতের প্রথম ডেন্টাল কলে...
24/12/2022

24th Dec National Dentist Day - Dr. Rafiuddin Ahmed এর জন্মদিন। ভারতের প্রথম ডেন্টাল সার্জন তথা ভারতের প্রথম ডেন্টাল কলেজের প্রতিষ্ঠাতা।

শ্রদ্ধার্ঘ্যে - . Anuran Pal

'কঠিন প্রবেশিকা পেরিয়ে আসা প্রতিটা ছাত্র ছাত্রীদের দের অভিনন্দন ও শুভেচ্ছা । তাঁদের প্রতিদিনের লড়াই, টিকে থাকার লড়াই এ ম্লান হোক ওই ক্ষমতা কুষ্ঠিগত করে রাখা, দুর্নীতিগস্ত মানুষগুলোর আড়ম্বর আয়োজন ।'

On this Childrens' Day, let us pledge to work towards:End of malnourishment End of infant mortality End of s*x discrimin...
13/11/2022

On this Childrens' Day, let us pledge to work towards:

End of malnourishment
End of infant mortality
End of s*x discrimination
Ensure proper education
Ensure affordable quality healthcare
Endless Love
💖💖

Dedicated to my children and all childrens' across the world 💐💐

© Dr. Koushik Chaki

তাহলে স্বাস্থ্যসাথী থেকে ডেন্টাল ট্রিটমেন্টগুলোও বাদ গেলো, আর পশ্চিমবঙ্গ সরকার তো কবেই ডেন্টাল সার্জন পোস্টে নিয়োগ বন্ধ...
28/10/2022

তাহলে স্বাস্থ্যসাথী থেকে ডেন্টাল ট্রিটমেন্টগুলোও বাদ গেলো, আর পশ্চিমবঙ্গ সরকার তো কবেই ডেন্টাল সার্জন পোস্টে নিয়োগ বন্ধ করে দিয়েছে।

স্বাস্থ্যসাথী থেকে ডেন্টাল প্রসিডিওরগুলো বাদ যাবার অন্যতম কারণ হিসেবে দেখানো হয়েছে রাজ্যের সাব ডিভিশনাল, স্টেট জেনারেল, সুপার স্পেশালিটি ও মেডিক্যাল কলেজগুলোতে সন্তোষজনক পরিকাঠামো বিদ্যমান।

এবারে পরিসংখ্যান...

ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল সার্ভিস (WBDS) যা ব্যাচেলরস ডিগ্রিধারী দন্ত চিকিৎসকদের ক্যাডার এবং মূলত এই ক্যাডার থেকেই রাজ্যের গ্রামগুলো, মহকুমা ও জেলায় অবস্থিত সরকারী হাসপাতালগুলোতে দন্ত রোগ বিষয়ক বিভাগে চিকিৎসক নিয়োগ করা হয়।

বর্তমানে এই ক্যাডারে বর্তমানে কর্মরত ডেন্টাল সার্জনদের সংখ্যাটা 410 জন!

9.13 কোটির রাজ্যে 410 জন চিকিৎসক!

রাজ্যের মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজগুলোতে যে শিক্ষক-চিকিৎসকদের পোস্ট সেটা ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল এডুকেশন সার্ভিস (WBDES) থেকে আসে যা মূলত পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী দন্ত চিকিৎসকদের ক্যাডার।

বর্তমানে এই ক্যাডারে কর্মরত চিকিৎসকদের সংখ্যা 215 জন!

সত্যিই তো দুটো সার্ভিস ক্যাডার মিলিয়ে যে চিকিৎসক সংখ্যা আলাদা করে স্বাস্থ্যসাথীতে ডেন্টাল প্রসিডিওরগুলো রাখার কীই বা প্রয়োজন?

এদিকে ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল সার্ভিসে (WBDS) গত ৭ বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ করেনা।

২০১৮ সালে ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল এডুকেশন সার্ভিসে (WBDES) মাত্র ৫২ টি পোস্টে নিয়োগ করা হয় কিন্তু কর্মরত চিকিৎসকদের সংখ্যা দেখলে সহজেই বোঝা যায় তা চাহিদার তুলনায় অনেক কম।

বছর বছর সরকার চিকিৎসক নিয়োগ বন্ধ রাখে এদিকে বলা হয়, রাজ্যে চিকিৎসকদের অভাব!

এদিকে বসিয়ে বসিয়ে চিকিৎসকদের পরীক্ষায় বসার সর্ব্বোচ বয়সসীমা পার করিয়ে দেওয়া হয়! বাহ্!

এভাবে দিন দিন Dental Surgery কে খাদের কিনারায় ঠেলে দেওয়া হচ্ছে, ছেলেমেয়েদের ভবিষ্যত অন্ধকারে চলে যাচ্ছে।

সাধারণ মানুষ বারংবার মৌখিক স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, মুখের ক্যান্সারের সম্পর্কে সচেতনতার অভাব থেকে যাচ্ছে, যার ভয়ানক মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

কারণ, ৭ বছর ধরে দন্ত চিকিৎসক নিয়োগ হয়না রাজ্যের হাসপাতালগুলোতে!..

ডা. দিলীপ মহলানবিশ। আমার মতো অনেকেই হয়তো নাম শোনেননি। কিন্তু যেসব বাঙালি বাংলাকে বিজ্ঞানের দরবারে বিখ্যাত করেছেন, তাদের ...
16/10/2022

ডা. দিলীপ মহলানবিশ। আমার মতো অনেকেই হয়তো নাম শোনেননি। কিন্তু যেসব বাঙালি বাংলাকে বিজ্ঞানের দরবারে বিখ্যাত করেছেন, তাদের মধ্যে একজন।

আজ আমরা ডায়রিয়ার জন্য যে ORS (Oral Rehydration Salt) খেয়ে থাকি, যাতে আমাদের শরীরের সব জল না বেরোয় ও শরীর থেকে বেরিয়ে যাওয়া ইলেকট্রোলাইট আবার শরীরে নেওয়া যায়, তার আবিষ্কার করেছিলেন এই চিকিৎসকই। ইনি না করলে হয়তো আজও অনেকের প্রাণ চলে যেতে পারত এই অসুস্থতায়। নোবেল হয়তো পেতে পারতেন, কিন্তু পাননি। আর পেটের রোগে ভোগা বাঙালি এমনই আত্মবিস্মৃত একটি জাতি, যে তারাও এনাকে মনে রাখেনি।

এই মহান জীবনের আজ অবসান হল। আন্তরিক শ্রদ্ধা জানাই। 🙏

12/10/2022

প্রেস রিলিজ: ১২.১০.২২

বিষয়: ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল নির্বাচন-২০২২...সরকারপন্থী প্রার্থীদের ছাপ্পা ভোট দেওয়ার প্রচেষ্টা রুখে দিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস।

২০১৮ সালের চূড়ান্ত প্রহসনের নির্বাচন বাতিল করে, উচ্চ আদালতের নির্দেশে নতুন নির্বাচন প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ার শুরু থেকেই আবারও নানা অনিয়ম, অনৈতিক কাজকর্ম করে চলেছে সরকারপন্থী প্রার্থীরা। যে কমিটির হাতে স্বচ্ছ নির্বাচন করার দায়িত্ব দিয়েছিল উচ্চ আদালত, সেই কমিটির ৫ জনই নিজেদের সরকারপন্থী ঘোষণা করে, বিশ্ব বাংলা লোগো এবং অশোক স্তম্ভ ব্যবহার করে নির্বাচনে দাঁড়িয়ে পড়ে। চিকিৎসকদের কাছে ব্যালট পৌঁছাতে শুরু করলে, গতবারের মতো আবারও, অভিযোগ আসতে শুরু করে ফাঁকা ব্যালট জমা দেওয়ার হুমকি, মেডিক্যাল কলেজ গুলিতে বদলি এবং প্রমোশন আটকে দেওয়ার ভয় দেখিয়ে ফাঁকা ব্যালট সংগ্রহের চেষ্টার। ফাঁকা ব্যালট না দিলে,পিজিটি ডাক্তারদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে বলেও শোনা যাচ্ছিল।

নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রাপ্ত এডহক কমিটি যখন উচ্চ আদালতের মহামান্য প্রধান বিচারপতির, সি সি ক্যামেরা এবং নিরপেক্ষ অবজারভার নিয়োগ করার আদেশনামা অস্বীকার করেন, তখন থেকেই চিকিৎসক সমাজের আশঙ্কা ছিল আবারও এই নির্বাচনকে প্রহসনে পরিণত করা হবে।

আজকে ঠিক সেই প্রচেষ্টাই করতে দেখা যায় সরকারপন্থীদের তরফে। বিকাল ৪টে নাগাদ কয়েকজন ( জানা গেছে তাদের কেউ চিকিৎসক নন) দুটো বস্তার মতো ব্যাগে করে প্রায় হাজার দুয়েক ব্যালট নিয়ে এসে ব্যালট বক্সে ফেলতে শুরু করে। এই ঘটনায় ওখানে উপস্থিত,জয়েন্ট প্ল্যাটফর্মের প্রার্থীরা প্রবল প্রতিবাদ করলে
( নির্বাচনের নিয়মে একজন চিকিৎসক হয় পোস্টে অথবা ব্যক্তিগত ভাবে এসে ব্যালট জমা দিতে পারেন) জানালে সাময়িক ভাবে ওরা চলে গেলেও কিছুক্ষন পরে আবার আসে এবং একই ভাবে গোছা গোছা ব্যালট ফেলার উদ্যোগ নেয়। কিন্তু জয়েন্ট প্ল্যাটফর্মের চিকিৎসকদের প্রবল প্রতিবাদে রিটার্নিং অফিসার বাধ্য হয় ওই দুষ্কৃতীদের পুলিশের হাতে তুলে দিতে।

মেডিক্যাল কাউন্সিলের এই নির্বাচনকে আবারও প্রহসনে পরিণত করার যে কোনো প্রচেষ্টা জয়েন্ট প্ল্যাটফর্ম
সর্বশক্তি দিয়ে রুখবে। এবং সরকারপন্থীদের হুঁশিয়ারি দিচ্ছে এই রকম অন্যায়, অনৈতিক প্রচেষ্টা তারা চালালে তার পরিণতির জন্যে যেন প্রস্তুত থাকেন।

ডাঃ পুন্যব্রত গুন
ডাঃ হীরালাল কোনার

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, পশ্চিমবঙ্গ

10/10/2022

প্রতিবছর ভারতে যতজন ওরাল ক্যানসার diagnosed হন, তার মধ্যে একটা বড় অংশ গুটখা ব্যবহারকারী। এনারা সাধারণত নিম্নবিত্ত পরিবারের মানুষ হন। সব সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় বেসরকারি ক্ষেত্রে যেতে হয়, এবং সেখানকার খরচের ফলে অনেক পরিবারকেও সর্বস্বান্ত হতে হয়। এছাড়াও গুটখার ফলে গালে fibrosis হতে পারে, যার থেকে ক্যানসারের সম্ভাবনা বাড়ে। গুটখা ব্যবহারের ফলে দাঁত ঘষে গিয়ে শিরশিরানি বাড়ে। দাঁতে কালচে লাল ছোপ পড়ে যায়, স্কেলিং করালেও সেটাকে সম্পূর্ণভাবে নির্মূল করা বেশ কঠিন হয়। জিভে গুটখার সেডিমেন্টেশন জমে, এর ফলে স্বাদ চলে যায়। মাড়ি ক্ষয়ে যায়, ফলে দাঁত আলগা হয়ে যেতে পারে। তাই গুটখা ব্যবহার করবেন না। গুটখা ব্যান করা একটি পরিবেশসচেতন, বিজ্ঞানসম্মত দাবী।

03/10/2022

প্রেস বিজ্ঞপ্তি
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল

আজ রাসবিহারী মোড়ের এক বিক্ষোভ সমাবেশ থেকে ডা কমলেশ্বর মুখার্জীর গ্রেপ্তারের তীব্র বিরোধিতা করছে।
শাসক দলের গুন্ডা বাহিনীর আক্রমণে প্রগতিশীল বইয়ের একটি স্টল ভেঙ্গে দেওয়ার বিরোধিতা করছিল এই সমাবেশ।
জয়েন্ট প্ল্যাটফর্ম কমলেশ্বর মুখার্জী সহ অন্য গণতান্ত্রিক প্রতিবাদীদের অবিলম্বে মুক্তি দাবী করছে।

ডা হীরালাল কোঙার
ডা পুণ্যব্রত গুণ
(এসোশিয়েসন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ডক্টরস ফর ডেমোক্রাসি, হেলথ সার্ভিস এসোশিয়েসন, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম)

পুজোতে নিশ্চয় সবাইই প্রচুর খাওয়াদাওয়া করছেন। কিন্তু সেসবের মাঝেও দাঁতের যত্ন নিতে ভুলবেন না।১. দিনে দুবার করে দাঁত ব্রাশ...
02/10/2022

পুজোতে নিশ্চয় সবাইই প্রচুর খাওয়াদাওয়া করছেন। কিন্তু সেসবের মাঝেও দাঁতের যত্ন নিতে ভুলবেন না।

১. দিনে দুবার করে দাঁত ব্রাশ করুন। নরম ব্রাশ দিয়ে circular motion এ IDA/FDI recommended toothpaste দিয়ে করবেন।

২. রাতে শুতে যাওয়ার আগে হাল্কা গরম নুন জলে কুলকুচি করতে ভুলবেন না।

৩. নিয়মিত floss/interdental brush ব্যবহার করুন। এর ফলে দুই দাঁতের ফাঁকে খাবারের কণা জমতে পারে না, ফলে দাঁত ও মাড়ি দুইই ভাল থাকে।

৪. আইসক্রিম বা ঠাণ্ডা খাবার খেলে যদি দাঁত শিরশির করে, তাহলে আপনার ডেন্টাল সার্জনের সাথে যোগাযোগ করুন। অনেকক্ষেত্রে এই ছুটির মরসুমে আপনার চিকিৎসক বাইরে থাকলে তাঁর থেকে immediate remedy জেনে নিন ও তিনি ফিরলেই সত্বর তাঁর সাথে যোগাযোগ করুন।

৫. যাদের আগে থেকেই দাঁতের শিরশিরানির সমস্যা, তাঁরা ঠাণ্ডা পানীয় অ্যাভয়েড করুন। এতে দাঁতের ক্ষয় বাড়ার সম্ভাবনা থাকে ও শিরশিরানি বাড়ে।

৬. যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের অনেকেরই মুখে পেটের অ্যাসিড চলে আসে। এর ফলে দাঁত ক্ষয়ে যায়। তাঁরা দাঁতের শিরশিরানির সমস্যার সমাধান ওপরে বর্ণিত প্রক্রিয়ায় করে নিন। এর পাশাপাশি আপনার জেনারেল ফিজিশিয়ানের যোগাযোগ করে প্রয়োজনীয় অ্যান্টাসিড জাতীয় ওষুধ নিয়মিত গ্রহণ করুন। তেল মশলাজাতীয় খাবার এড়িয়ে চলুন যথাসম্ভব।

৭. পুজোর মধ্যে হঠাৎ দাঁতের ব্যথা শুরু হলে পাড়ার দোকান থেকে ওষুধ নিয়ে না খেয়ে বরং সত্বর নিকটবর্তী হাসপাতালের এমার্জেন্সিতে যোগাযোগ করুন। পুজোর আগে কারো দাঁত তোলা হয়ে থাকলে যদি ক্ষতস্থান থেকে হঠাৎ রক্তপাত শুরু হয়, তাহলে প্রথমে বরফ লাগান। তাতেও না কমলে নিকটবর্তী হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে যান।

শারদোৎসব সকলের আনন্দময় ও হাস্যোময় হয়ে উঠুক।

স্বাস্থ্যসাথীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যসাথীর আওতায় আর প্রাইভেট হাসপাতালে দাঁতের বেশ কিছু চিকিৎসা হবে না, যার মধ্...
10/09/2022

স্বাস্থ্যসাথীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যসাথীর আওতায় আর প্রাইভেট হাসপাতালে দাঁতের বেশ কিছু চিকিৎসা হবে না, যার মধ্যে রয়েছে স্কেলিং, ফিলিং, খোলাপরা সম্পূর্ণ ও আংশিক দাঁত বাঁধানো, সমস্তরকম ফিক্সড দাঁত বাঁধানো ও দাঁতের সৌন্দর্যায়ন সংক্রান্ত চিকিৎসা। কারণ হিসেবে বলা হয়েছে, এই সকল চিকিৎসার পরিকাঠামো রাজ্যের সব সাবডিভিশন হাসপাতাল, সুপারস্পেশালিটি হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজে রয়েছে। তাই সরকার স্বাস্থ্যসাথীর মাধ্যমে প্রাইভেট হাসপাতালে এসব চিকিৎসায় অর্থখরচ করবে না।

তাই কেউ যদি এসব চিকিৎসাকেন্দ্রে এসব চিকিৎসা নিতে গিয়ে হায়ার সেন্টারে রেফার হন, তাহলে ইমেলের মাধ্যমে রেফারেলের ছবিসহ আমায় জানান।

Email ID - dipanjoydental@outlook.com

এই তথ্য আগামীদিনে 'সকলের জন্য মৌখিক স্বাস্থ্য' আন্দোলনে কাজে লাগবে।

✍️ Dr. Koushik Chakiএকদিকে দেশের অর্থনীতির বেহাল দশা। কোভিড পরবর্তী পরিস্থিতিতে কর্মসংস্থান কমেছে, বেকারত্ব বাড়ন্ত। কিছ...
22/08/2022

✍️ Dr. Koushik Chaki

একদিকে দেশের অর্থনীতির বেহাল দশা। কোভিড পরবর্তী পরিস্থিতিতে কর্মসংস্থান কমেছে, বেকারত্ব বাড়ন্ত। কিছু বিশেষ শিল্পপতি হাজার হাজার কোটি টাকা লুঠ করে পগাড় পার, আর ধনীদের ঋণ মকুব!
রাজ্যের অবস্থা তো শোচনীয় - আমার আপনার করের টাকায় লাগাও ফুর্তি, মোচ্ছব, লাগামছাড়া ঋণ, ভোটমুখি অপাত্রে অনুদান, বড়ো শিল্পের অভাব, সর্বব্যাপী অভূতপূর্ব দুর্নীতি, বকেয়া মহার্ঘভাতা, স্বাস্থ্য শিক্ষার মতো জরুরী বিষয়ে রিক্রুটমেন্ট প্রায় বন্ধ।
গরীব, মধ্যবিত্তর তো নাভিশ্বাস উঠেছে লাগামহীন মূল্যবৃদ্ধির জন্য।
এই পরিস্থিতিতে পূজোয় শুধু অনুদান নয়, তার পরিমান বছর বছর বাড়ানো, অন্যান্য বিশেষ ছাড়, বিদ্যুতে অনুদান কতোটা যুক্তিযুক্ত?
ধর্মবিশ্বাস সে যে ধর্মেরই হোক না কেন, তা পালন করতে রাজকোষ থেকে অনুদান সাধারণ মানুষের কি উপকারে লাগতে পারে?
পুজোয় ক্লাবে ক্লাবে অনুদান, বিশেষ বিশেষ ধর্মীয় গুরু, ইমামদের ভাতা, বিভিন্ন ধর্মের তীর্থযাত্রায় অনুদান ইত্যাদি তো সোজা গোদা বাঙলায় যাকে বলে ধর্মের রাজনীতিকরণ, তোষণ….নয় কি?

পুঃ খবরে প্রকাশ, শিশুরোগের চিকিত্সার সরকারি দায় ঝেড়ে ফেলার খসরা নীতি নাকি প্রায় চুড়ান্ত করে ফেলেছে কেন্দ্র!

“দুটোই বাঁদর, দুটোই গাধা,
রোগা মোটা সমান হাঁদা।
ভন্ড বেড়াল, পালের ধাড়ি,
লাগাও মুখে ঝাঁটার বাড়ি।
মাথায় মাথায় ঠুকে ঠুকে
চুনকালি দাও দুটোর মুখে”

Inauguration of Dental Clinic at Benoy Roy Memorial Day Care Hospital Arogya Complex Arapanch, Sonarpur,South 24 Pargana...
21/08/2022

Inauguration of Dental Clinic at Benoy Roy Memorial Day Care Hospital
Arogya Complex
Arapanch, Sonarpur,
South 24 Parganas

I will be available here for every Tuesday & Saturday. Timing - 12pm to 4pm.

Special thanks to Dr. Shabnam Zahir mam for her immense support.

On this Independence Day, let’s work towards a Healthy India where every countrymen has equal right to quality, affordab...
15/08/2022

On this Independence Day, let’s work towards a Healthy India where every countrymen has equal right to quality, affordable healthcare without discrimination
Hope, Care, Cure Together.

🇮🇳West Bengal Doctors Forum🇮🇳

04/08/2022

যখন ওষুধের ওপর জিএসটি বেড়েছে তখন আপনি ধর্ম নিয়ে ব্যস্ত ছিলেন। এখন বলবেন না, অল্প দামী ওষুধ দিতে।

ভাবছি, এবার থেকে চেম্বারে ফুচকাও রাখব।🤭🤭
02/08/2022

ভাবছি, এবার থেকে চেম্বারে ফুচকাও রাখব।🤭🤭

স্পষ্টকথায় কষ্ট নেই।
26/07/2022

স্পষ্টকথায় কষ্ট নেই।

স্বাস্থ্য আর রাজনীতি কোন বিচ্ছিন্ন দুটো বস্তু নয়। বরং একটা অন্যের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। ভুল রাজনীতির ফলে স্বাস্থ্যনীত...
21/07/2022

স্বাস্থ্য আর রাজনীতি কোন বিচ্ছিন্ন দুটো বস্তু নয়। বরং একটা অন্যের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। ভুল রাজনীতির ফলে স্বাস্থ্যনীতিও ভুল হাতে চলে যায়।

27/06/2022

Is Dentistry and oral- health compatible?-- By Prof.(Dr.) Paresh chakraborty. ---

There is a proverb that" Money begets money but not the peace of mind". Similarly "Dentistry begets Dentistry but not the improvement of oral- health"( at least in India). Dental profession is bound to strive to improve the oral-health of the population. At present how far it is trying to achieve that goal is totally questionable.The obstacles may be identified as: 1.Least importance of National oral health policy in National Health Mission; 2.Apex regulatory body's inefficency and inactiveness; 3.Oral- health literacy specially amongst the rural people. 4.Oral care is a low priority in the Indian population life until there is aproblem.5.Access to oral health services is less in rural areas.6.Tobacco industry is not being controlled properly.7.No effective project for fluoride mapping. 8.Less importance on oral problems and assciated risk factors 9.Improper utilisation of awareness- expansion worker(Aasha worker) in health care delivery system. Dental personnel is now a burden to Indian society because of non- utilisation of skilled and educated human resources properly at different levels of health care delivery system and partly due to over- produced man power in relation to its demand. Is the present- day Dentistry ond oral health compatible? In fairness, how much of our work, ,,of the buiseness of Dentistry ,actually exists when we strip out the treatment, the curative element? The present situation is that "Dentistry begets Dentistry". The classic journey of a tooth from a class1 cavity and restoration, through a larger class1, then a class2 with a mesial box, then with a distal box, an amalgam core, aroot treatment perhaps, a crown , maybe an extraction, and then an implant, another crown------------- and all from a simple class1. But what if class1s cease to exist?So all activities related to this path will become non- existence, if a class1 ceases to exist. Oral health care strives to achive this goal. But oral cavity does not comprise only with the teeth.The teeth comprises only 23% of the entire oral tissue.The rest 77% tissue excludes the teeth. But the problem is ever- changing, ever- increasing and never- ending. Numerous new problems will then emerge and oral health professionals will have to deal with new problems. Traditional course curriculum, method of teaching- learning and assesment will then become obsolete. It will enter a new world of Dentistry and oral-care specialty where along with curative treatment of care, promotion and preventive aspect of care will be the main target. We dont know whether our policy makers and planners are in the right direction trying to achive that goal.--------- Ref.- Oral health: prevention is the key. Editorial. Lancet2009;373(9657):1.

'তোমার মৃত্যু আমাদের অপরাধী করে দেয় চে'পিতৃদিবসে অনেকেই তাঁর বাবাকে নিয়ে তাদের ভালোবাসা শ্রদ্ধার কাহিনী শুনিয়েছেন। আমা...
19/06/2022

'তোমার মৃত্যু আমাদের অপরাধী করে দেয় চে'

পিতৃদিবসে অনেকেই তাঁর বাবাকে নিয়ে তাদের ভালোবাসা শ্রদ্ধার কাহিনী শুনিয়েছেন। আমার অদেখা এই মানুষটি কে আজ স্মরণ করলাম যিনি ডা: আনন্দ কুমারের ভাষায় ছিলেন ভারতের তথা এশিয়া মহাদেশের প্রথম নলজাতকের "সাইন্টিফিক ফাদার", Dr. সুভাষ মুখোপাধ্যায়। গবেষণা পাগল নিঃসন্তান এই মানুষটি আমাদের জন্য যে লিগ্যাসি রেখে গেছেন তা হল এই যে আমরা বাঙালিরা, ভারতীয়রাও পারি।

Dr. Samudra Sengupta এর কলমে - https://m.facebook.com/story.php?story_fbid=2020381878115238&id=100004303361548

Dr. Bishan Basu এর কলমে - https://m.facebook.com/story.php?story_fbid=10227415778570149&id=1532815359

23/05/2022

এ রাজ্যে ডাক্তার, নার্স, শিক্ষক নিয়োগে দুর্নীতি হলেও ডেন্টাল সার্জন নিয়োগে কোন দুর্নীতি হয় না।

কারণ, গত সাড়ে ৬বছর ধরে এ রাজ্যে ডেন্টাল সার্জন পদে (WBDS) কোন নিয়োগই হয়নি।🤣🤣

চিকিৎসক রাজ্যে থাকবে কিভাবে? নিয়োগ করলে তো সাধারণ মানুষ সরকারী হাসপাতালে পরিষেবা পাবেন। গত ১ বছর ধরে GENERAL DUTY MEDIC...
15/05/2022

চিকিৎসক রাজ্যে থাকবে কিভাবে? নিয়োগ করলে তো সাধারণ মানুষ সরকারী হাসপাতালে পরিষেবা পাবেন। গত ১ বছর ধরে GENERAL DUTY MEDICAL OFFICER এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বেরোয়নি আর DENTAL SURGEON তো শেষ কবে নিয়োগ হয়েছে খোদ স্বাস্থ্য দফতর এবং রাজ্য সরকারও ভুলে গিয়েছে! তাও মনে করানো যাক প্রায় ৬ বছর ৭ মাস! অবশ্য মনে করিয়েও লাভ নেই আমাদের মতো চিকিৎসকদের ক্ষীণ আওয়াজ সরকারের কান অব্দি গিয়ে পৌঁছায় না। তাই রাজ্যে চিকিৎসকের অভাব বলে হাহাকার না করে তার কারণটা একটু ভাবুন, দেখবেন বুঝতে একটুও কষ্ট হবেনা।

14/05/2022

বিষয় - প্রেগন্যান্সি চলাকালীন দাঁতের প্রধান সমস্যা ও তার সমাধান।

রোগী ও ডাক্তারের মাঝে রোজ যোগসূত্র গড়েন যারা, আজ তাদের দিন। নানা বাধাবিপত্তি থাকা সত্ত্বেও দিনেরাতে কর্মক্ষেত্রে তাদের অ...
12/05/2022

রোগী ও ডাক্তারের মাঝে রোজ যোগসূত্র গড়েন যারা, আজ তাদের দিন। নানা বাধাবিপত্তি থাকা সত্ত্বেও দিনেরাতে কর্মক্ষেত্রে তাদের অক্লান্ত পরিশ্রমকে কুর্নিশ জানাই।

ফিমেল ডমিনেটেড এই পেশাতে বর্তমানে বহু পুরুষও যোগ দিচ্ছেন। আগামীদিনে এই পেশাও অন্যান্য পেশার মতোই লিঙ্গনিরপেক্ষ হয়ে উঠবে।

এই অরাজকতা আর কদিন??
15/04/2022

এই অরাজকতা আর কদিন??

14/04/2022

অনেকে মধ্যরাত হতেই 'শুভ নববর্ষ' এর শুভকামনা জানাচ্ছেন। অনেকে সূর্যোদয়ের পরে জানাবেন। কিন্তু মাফ করবেন, অতিমারিতে প্রাণের বিনিময়ে লড়া স্বাস্থ্যকর্মীদের ওপর সরকারি ও আমলাতান্ত্রিক স্বৈরাচার, অবিরত শারীরিক আক্রমণের শিকারে এই নববর্ষে কাউকে বিশেষ শুভেচ্ছা জানাতে পারলাম না।

কোভিড শহীদদের পরিবার যেন ভালো থাকে, কোনো চিকিৎসক যেন আত্মহত্যা করতে বাধ্য না হয়, আক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি না হয় এই আশায় রইলাম!

গিমিক নয়, সবার জন্য স্বাস্থ্যের অধিকারের দাবিতে চিকিৎসা কর্মী ও চিকিৎসা প্রার্থীদের যৌথ প্রচেষ্টার অঙ্গীকারে রইলাম।

ভালো থাকবেন!

(মূল লেখাটি Dr. Koushik Chaki দার পোস্ট থেকে সংগৃহীত, ও যৎকিঞ্চিত সংযোজিত)

Denture can change the smile & can boost the confidence of the patient. This type of denture fabrication was not new to ...
11/04/2022

Denture can change the smile & can boost the confidence of the patient.

This type of denture fabrication was not new to me. But still I found the case challenging because the patient was uncontrolled diabetic previously, & she had a lot of periodontal destruction due to it. She had lost her 4 anterior teeth all total from the both arches in a very short period of time. Now, she is under hypoglycemic drugs, & periodontal health becomes better than previous. She has come to me for the dentures to make her smile better. I tried my level best to restore her smile.

Take home message - If you are known diabetic, be under proper medication, prescribed by your physician, & consult your dental surgeon at least 6months alternatively. If you don't know that whether you are diabetic or not, don't miss the sign of your tooth loosening & gum destruction. Consult dental surgeon, general physician & obey their all suggestions.

Thank you all.

হাওড়া জেলা হাসপাতাল।একজন বয়স্ক রোগী ভর্তি হলেন, অসুস্থতা - অনিয়ন্ত্রিত ডায়েবেটিস ও ক্রনিক কিডনি ডিজিজ। বলা ভালো, রোগীর প...
10/04/2022

হাওড়া জেলা হাসপাতাল।
একজন বয়স্ক রোগী ভর্তি হলেন, অসুস্থতা - অনিয়ন্ত্রিত ডায়েবেটিস ও ক্রনিক কিডনি ডিজিজ। বলা ভালো, রোগীর পরিবার প্রায় যত্ন না নিয়েই শেষমুহূর্তেই হাসপাতালে এনেছিলেন। তারপর রোগীমৃত্যু।

আর তারপর চিকিৎসারত দুই ডাক্তারের ওপর রোগীর সোনার টুকরো পুত্রের আক্রমণ ও প্রহার। ফল - দুজন ডাক্তার গুরুতর আহত। একজনের মাথায় চোট, অন্যজনের Shoulder dislocation।

অসাধারণ না?

না, এরকম চলতে থাকলে কোন ডাক্তারই কোন কমপ্লিকেটেড কেসে হাত দেবে না। সবাই রেফারই করবে। ঠাণ্ডা ঘর থেকে কেউ হুকুম দেবে, রেফার চলবে না আর ডাক্তারদের সুরক্ষা দিতে পারবে না, দুটো একসাথে চলতে পারে না।

ডাক্তারদের সুরক্ষা দিতে হবে বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে। ভবিষ্যতে ডাক্তাররা যদি কোন ধ্বংসাত্মক পদক্ষেপ নেন, তখন তার জন্য শুধু দায়ী থাকবে আজকের প্রশাসনিক উদাসীনতা। প্রশাসন যেন এটা মনে রাখেন। আমরা সৌজন্য বজায় রাখছি, তার অর্থ এই নয়, আমরা অসহযোগ জানি না। পালটা দেওয়ার শুরু হলে আবার NRS কাণ্ডের মতো নাকের জলে, চোখের জলে করে ছাড়ব।

কাল বিকেল ৪টেয় এই ঘটনায় জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ও কর্মক্ষেত্রে ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবীতে স্বাস্থ্যভবনের সামনে জড়ো হওয়ার ডাক দিয়েছে Joint Platform of Doctors।

এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে।

এক ডক্টর কী মউত- দায়ী আমরা© Dr Indranil Saha রাজস্থানের গোল্ড মেডেলিস্ট ডাঃ অর্চনা শর্মার অকাল মৃত‍্যু আমাদের ডাক্তারদে...
30/03/2022

এক ডক্টর কী মউত- দায়ী আমরা
© Dr Indranil Saha

রাজস্থানের গোল্ড মেডেলিস্ট ডাঃ অর্চনা শর্মার অকাল মৃত‍্যু আমাদের ডাক্তারদের আবার একবার আয়নার সামনে যেন দাঁড় করিয়ে দিল। একজন মহিলা ডাক্তার যিনি কারও মা, কারও স্ত্রী সর্বোপরি কোনও পরিবারের স্তম্ভ তিনি কী কোনো সন্তানসম্ভবা মাকে প্রাণে মারতে পারেন?
তিনি কেন বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়ে প্রমাণ করতে চাইলেন তার একমাত্র ভুল ছিল তিনি একজন হাই রিস্ক প্রেগন্যান্ট মহিলার চিকিৎসা করছিলেন।

স্ত্রী রোগ চিকিৎসক হিসেবে জানি, প্রেগন্যান্সির যে কোনও সময় জটিল থেকে জটিলতর হয়ে উঠতে পারে। ভারতে প্রতি ১০০,০০০ জীবিতজন্মে প্রায় ১১৩ জন মহিলার মৃত্যু হয় ,যার২/৩ অতিরিক্ত রক্তক্ষরণের জন্য।

কোনও ডাক্তার ইচ্ছাকৃত ভাবে কোনও রোগীর ক্ষতির চেষ্টা করেনা। সেকথা কোভিডের সময় যখন ঢেউয়ের ওপর ঢেউয়ে রোগীরা কূলকিনারা পাচ্ছিল না তখন আরেকবার প্রমাণ পাওয়া গেছে। কত ডাক্তার রোগীর চিকিৎসা করতে গিয়ে নিজেদের প্রাণ দিয়েছেন। নিজেদের পরিবারের কথা না ভেবে তাঁরা রোগীর পাশে থেকেছেন। ভাইরাল হেপাটাইটিস, টিবি, এডস এর মতো সংক্রামক অসুখের চিকিৎসা করতে গিয়েও অনেকে সংক্রমিত হন। তাঁর বিনিময়ে কী পান? রোগীর আত্মীয়ের কাছে শারীরিক ও মানসিক হেনস্তা।

বিচারক যখন ভুল রায় দেন, উকিল যখন মামলা হারেন,নেতারা যখন প্রতিশ্রুতি রাখতে পারেন না, তাদের কী জেল হয়?কিন্তু ডাক্তার সবরকমভাবে চেষ্টা করেও যখন একজন রোগীকে হারান তাঁর বিরুদ্ধে যাওয়ার লোকের অভাব হয় না। সহজেই ডাক্তারকে দোষী সাব্যস্ত করা যায়, মারধর করা যায় এমনকী জেলেও পোরা যায়।

তাহলে কী আমরা জটিল রোগীদের চিকিৎসা করবো না ! কারণ এই ধরনের রোগীদের চিকিৎসা করতে গিয়ে নিজেকে ও পরিবারকে বিপদে ফেলার কোনও মানে হয় না। যে সমাজে আমাদের কোনও সম্মান নেই, সুরক্ষা নেই, সেখানে কিছু করার দরকার নেই। আগে নিজে বাঁচি, পরিবারকে বাঁচাই।

অর্চনার শেষ চিঠি দিয়ে শেষ করি, ' DON'T HARRAS INNOCENT DOCTORS '

#ইন্দ্রনীল

Congratulations Dr. Koushik Chaki ❤️
24/03/2022

Congratulations Dr. Koushik Chaki ❤️

Address

Kolkata
700014

Opening Hours

Monday 11am - 1pm
Wednesday 11am - 3pm
Thursday 11am - 3pm
Friday 11am - 3pm

Telephone

+919804804402

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Dipanjoy Ghosh, Dental Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Dipanjoy Ghosh, Dental Surgeon:

Videos

Share

Category



You may also like