Satsanga Sodepur

Satsanga Sodepur man making industry. ..of Sri Sri thakur anukul chandra

30/03/2025
01/03/2024

সবাইকে জয়গুরু।
সবার জন্য একটি সুন্দর দিনের প্রত্যাশা রইলো পরমপিতার রাতুল চরণে---

আজকের অংশবিশেষ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বর্ণিত 'অনুশ্রুতি' গ্রন্থের প্রথম খন্ড থেকে নেওয়া।

বিষয়ঃ *সাধনা*

সৎদীক্ষা তুই এক্ষুণি নে
ইষ্টেতে রাখ সম্প্রীতি,
মরণ-তরণ এ-নাম জপে
কাটেই অকাল যমভীতি।১৭।

দীক্ষা-বিয়ের আনুষ্ঠানিক
সাম্যভাঙ্গা মন্থরতা,
আনেই জীবন-কর্ম্মশালায়
মন্দ-বধির অলসতা।১৮।



জয়গুরু।
বন্দে পুরুষোত্তমম্।।

উপরোক্ত অংশ শ্রীশ্রীঠাকুর বর্ণিত 'অনুশ্রুতি' (প্রথম খন্ড) থেকে সংকলন করলাম মাত্র।

বিনয়াবনত :
শ্রী অশোক কুমার পাল
কোলকাতা, পশ্চিমবঙ্গ।

07/07/2023

*আসন্ন শ্রাবণ পরিক্রমা বিষয়ে পরমপূজ্যপাদ শ্রীশ্রীআচার্য্যদেবের পূত নির্দেশ* —

১. মাতৃসম্মেলনের জন্য দীক্ষা পত্র সমীক্ষার কাজ যেন কোনোভাবেই ব্যহত না হয়।

২. প্রতিটি পিন কোডেই নিরবিচ্ছিন্নভাবে ডিপি ওয়ার্ক্স এর কাজ চালানোর পাশাপাশি মাতৃসম্মেলনের উদ্যোগ নিতে হবে।

৩. পূর্ববর্তী বছরগুলিতে যেভাবে নির্দিষ্ট কিছু মায়েদের বাড়িতে শ্রাবণ মাসে মাতৃসম্মেলন করা হতো – তা না করে দীক্ষা পত্র সমীক্ষার কাজের মাধ্যমে খুঁজে পাওয়া মায়েদের বাড়িতে বাড়িতে মাতৃসম্মেলন আয়োজন করতে হবে।

৪. মাতৃসম্মেলন করার আগে সেইদিন সেই অঞ্চলে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা দীক্ষা পত্র সমীক্ষার কাজে বাড়ি বাড়ি যাজন করতে হবে।

৫. দেড় ঘন্টার মাতৃসম্মেলনে গান-কীর্তন পরিবেশনের পর ২-৪ জন মূলত ডিপি ওয়ার্ক্স ও ব্যক্তিগত জীবনে ঠাকুরের দীক্ষা নিয়ে চলার আনন্দ ও উপলব্ধি প্রকাশ ক'রে কিছু কথা বলবে। অলৌকিক গল্প না ক'রে, ক'রে পাওয়ার বিষয়ে যাজন করতে হবে।

৬. যে সমস্ত মায়েরা বহুদিন ধরে মাতৃসম্মেলনের প্রথম সারিতে আছেন তারা ক্ষমতা আঁকড়ে না রেখে নতুনভাবে যুক্ত মায়েদের মাতৃসম্মেলন পরিচালনা, গান-কীর্তন, আলোচনাতে উৎসাহিত করতে হবে।

৭. যে মায়েদের বাড়িতে মাতৃসম্মেলন হবে তাদেরকে সক্রিয়ভাবে যুক্ত করতে হবে ঠাকুর সাজানোর কাজে, গান-কীর্তন অথবা ইষ্টপ্রসঙ্গ করার মাধ্যমে।

৮. এক‌টি বিষয়ে সকলকে সাবধান থাকতে হবে, যাতে কেউ সরাসরি ওই নতুন পরিবারটির কোনো কাজকেই ভুল বলে চিহ্নিত না করে। মিষ্টি কথায় সঠিকভাবে করার পদ্ধতিটি শিখিয়ে দিতে হবে।

৯. মাতৃসম্মেলনের প্রসাদে কোনোরূপ বাহুল্য প্রদর্শন করা ঠিক না। সামর্থ্য থাকলেও সকলেই যা করতে পারে সেভাবেই তা করা ভালো।

১০. বিবাহে ভুল আছে, স্বস্ত্যয়নী ব্রতধারী নয় ইত্যাদি বিভিন্ন অজুহাতে ইষ্টকাজে কাউকেই অচ্ছুত করে রাখা, অবহেলা করা চলবে না যদি না তার আচরণ ইষ্টবিরোধী হয়।

ঐ ফটোর মধ্যে ঠাকুর আছেন, ঐ সিংহাসনে ঠাকুর আছেন, ঐ বাড়ীতে ঠাকুর আছেন, ঐ দেবালয়ে ঠাকুর আছেন, ঐ মানুষের মধ্যে ঠাকুর আছেন এই...
23/11/2022

ঐ ফটোর মধ্যে ঠাকুর আছেন, ঐ সিংহাসনে ঠাকুর আছেন, ঐ বাড়ীতে ঠাকুর আছেন, ঐ দেবালয়ে ঠাকুর আছেন, ঐ মানুষের মধ্যে ঠাকুর আছেন এইটাকে খুঁজে যে দেখে সেই অজ্ঞানী,আর জ্ঞানী সেই যে বলে আমার মধ্যে ঠাকুর আছে। এটাই হচ্ছে জ্ঞানের কথা,আমার মধ্যে ঠাকুর আছে। মন্থন করলে যেমন ননীর উত্থান হয়,সেইরকম আমিও জাগিয়ে তুলব তোমাকে। আমার ভিতর থেকে তোমাকে প্রকাশ ঘটাব। আমি যেরকম ভাবি,ভাবার খাঁকতি আছে,সেটা আমারই খাঁকতি। এরকম করে নিরন্তর প্রকাশ করতে থাকি তাহলে মানুষ একদিন বলবে যে এই মানুষটা ঠাকুরের মানুষ। এর চলা,বলা,করা প্রত‍্যেকটা ঠাকুরের মতন। এর ভাবনা,চিন্তা সমস্ত কিছু। যা আমি ঠাকুরকে বুঝি সেইরকম আচরণে অভ‍্যাস করতে থাকি বুদ্ধি করে,করতে করতে একদিন সেটা সংস্কারে পরিণত হবে। এই যে বুদ্ধি করে ঠাকুর কিরকম বলেছেন সেটাকে বুঝে নিয়ে চলার চেষ্টা করি এটাই ঠাকুরত্ব জাগা। এই ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়,ঠাকুরও নয়।

💐পরমপূজ‍্যপাদ প্রধান আচার্য দেব শ্রীশ্রীবাবাইদাদা💐

বিশ্বগুরু শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র এবংতাঁর প্রতিষ্টিত সৎসঙ্গের কার্য্যপ্রণালী সম্পর্কে অমৃতবানী বলেগেলেন শ্রীশ্রী স্বা...
23/11/2022

বিশ্বগুরু শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র এবংতাঁর প্রতিষ্টিত সৎসঙ্গের কার্য্যপ্রণালী সম্পর্কে অমৃতবানী বলেগেলেন শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব (বাবামণি)::
"এক নবযুগ সন্মুখে আসছে । সেই যুগে দীক্ষা থাকবে, কিন্তু দীক্ষাদাতা হবেন গৌণ । তিনি অনাদরের পাত্র হবেন না, বরং প্রভূত কৃতজ্ঞতার ভাজনই হবেন, কিন্তু দীক্ষা দান ক'রে তিনি মুণ্ডু কিনে নেবেন না, দীক্ষা দিয়ে তিনি সেই নিত্যগুরুরই শিষ্য তোমাকে করবেন, যাঁর শিষ্য তিনি নিজে । দীক্ষাদাতা সেই যুগে দীক্ষা-গ্রহীতার গুরু নন, গুরুভ্রাতা । সবাই তখন একই পথের যাত্রী মাত্র, কেউ বা অগ্রগামী, কেউ পশ্চাৎবর্ত্তী, কিন্তু সবাই একে অন্যের ভাই বা বোন, কেউ গুরু নন বা শিষ্য বা শিষ্যা নন । বহু-দেববাদে লাঞ্ছিত দেশে অবস্থার স্বাভাবিক পরিণতির যে গুরুবাদ, একলক্ষ্য জাগ্রত সমাজে তার রূপান্তর হবে । সবাই তখন এক গুরুর শিষ্য, শত শত গুরুর তখন প্রয়োজন নেই । সেই শুভদিনের প্রতীক্ষায় আমি এই নর-তনু বহন করে বেড়াচ্ছি ।"
(অখণ্ড-সংহিতা, ৪র্থ খণ্ড, পৃ: ২৬, ২৭)
তাই বলছি, যারা এখনও যুগ পুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুরের সৎদীক্ষা পাননি, আসুন সেই আদি বীজনাম, দয়ালধামের সেই সৎনাম গ্রহণ করে এই দুর্লভ মানব জীবন তথা শ্রীশ্রীবাবামণির স্বপ্নটা স্বার্থক করে তুলুন । জয়গুরু ॥

সৎসঙ্গ নেদারল্যান্ড, ইউরোপ ।মহোৎসব ১৯/১১/২০২২ইং, 🙏🙏
23/11/2022

সৎসঙ্গ নেদারল্যান্ড, ইউরোপ ।
মহোৎসব ১৯/১১/২০২২ইং, 🙏🙏

 #সেদিন পরমপূজ্যপাদ শ্রীশ্রীআচার্য্যদেব একটি আলোচনা করছিলেন এক দাদা এসে শ্রীশ্রী আচার্য্যদেব কে উপদেশ দিচ্ছেন আপনারা নিজ...
16/11/2022

#সেদিন পরমপূজ্যপাদ শ্রীশ্রীআচার্য্যদেব একটি আলোচনা করছিলেন এক দাদা এসে শ্রীশ্রী আচার্য্যদেব কে উপদেশ দিচ্ছেন আপনারা নিজেদের একটি TV Channel খুলে প্রচার করতে পারেন,তখন পরম পূজ্যপাদ শ্রীশ্রীআচার্য্যদেব গম্ভীর সুরে বলেন যে

● "ফাঁকা কলসি দেখেছেন? যখন ফাঁকা কলসি দিয়ে নদী যে জল নেওয়া হয় তখন কেমন বগ বগ শব্দ করে না?? আবার ভর্ত্তি কলসি নিয়ে জলে দিবেন দেখবেন কোনো শব্দ করবে না! ঠাকুর এর জগত মানুষ রা এমন পূর্ণ কলসি মত তাই তাদের আলাদা করে TV বা চ্যানাল বানিয়ে বসে বগ বগ করতে হয় না,আমাদের আচরণ বুঝিয়ে দিবে আমরা কী?"

প্রশ্নকর্তা চুপ এবং লজ্জিত!!

তারিখ: 20.09.22
নাটমণ্ডপ,সৎসঙ্গ,দেওঘর

13/11/2022

"""" #গ্রন্থ"""""" #প্রিয়পরমের কথা""""(৪৩)

👉।। বড়াল-বাংলোর(তখন ঠাকুর বাংলো নাম হয়নি)প্রশস্ত প্রাঙ্গণে প্রথমদিকে যখন কোন ঘরবাড়ী ছিল না, শীতকাল ছাড়া অন্য সময়ে শ্রীশ্রীঠাকুর রাতে প্রাঙ্গণেই বড় ত্রিপলের ছাউনির তলে শয়ন করতেন।তখনও এদিকে বিদ্যুৎ আসে নি।তাই, লম্ফ,হেরিকেন ইত্যাদি জ্বেলে রাতের কাজকর্ম্ম হ'ত। শ্রীশ্রীঠাকুর যখন শয়ন করতেন তখন একজন তাঁর বরবপু মৃদু মৃদু ঝাঁকিয়ে দিতেন,আর একজন বড় একখানি হাতপাখা দিয়ে তাঁকে হাওয়া করতেন।

বর্ত্তমানে যেখানে পার্লার গৃহ, একদিন রাতে ঐখানেই একটা বড় ত্রিপলের ছাউনির তলে শ্রীশ্রীঠাকুর নিদ্রিত।নিয়ত সেবক বঙ্কিমচন্দ্র রায় ধীরে ধীরে অঙ্গ-সংবাহন করছেন এবং ডাঃ প্যারীমোহন নন্দী খাটের পাশে দাঁড়িয়ে হাতপাখা দিয়ে টেনে টেনে হাওয়া দিচ্ছেন।

নিশুতি রাতের গভীর অন্ধকারে চারদিক ঢাকা।সমগ্র পৃথিবী ঘুমে অচেতন।

হঠাৎ বঙ্কিমদা মৃদুস্বরে প্যারীদাকে ডাক দিলেন, 'প্যারীদা! ঐ দেখ।' ততক্ষণে প্যারীদারও চোখ পড়েছে।দূর দারোয়া নদীর নিকট থেকে দু'টি উজ্জ্বল আলো ভেসে আসছে।তখনও ঠাকুরবাড়ীর পশ্চিম দিকে ঘরবাড়ী ওঠেনি।কাজেই ঠাকুরবাড়ীর প্রাঙ্গণে দাঁড়িয়েই দারোয়া নদী পর্য্যন্ত পরিষ্কার দেখা যেত।আলো দুটি শ্রীশ্রীঠাকুরের দিকে ক্রমশঃ এগিয়ে আসছে।সেবক দু'জনেই সচকিত,কিন্ত বিস্মিত নন।কারণ,পূর্ব্বে এ-জাতীয় ব্যাপারের সঙ্গে তাঁদের পরিচয় আছে। আলো দুটি শ্রীশ্রীঠাকুরের ছাউনির কাছাকাছি এসে কিছুক্ষণ স্থির হ'য়ে রইল,তারপর আবার দারোয়ার দিকে ফিরে মিলিয়ে গেল।

জানা জায়নি এরা কারা।হয়তো কোন বিশেষ আত্মা শ্রীশ্রীঠাকুরকে দর্শন ক'রে গেল।বঙ্কিমদা ও প্যারীদা পরদিন সকালে ঘটনাটি বিবৃত করেন।

ক্রমশ...

#সৎসঙ্গ #শ্রীশ্রীঠাকুরের কথা #শ্রীশ্রীঠাকুর #অনুকূলচন্দ্র #ধর্ম

Joyguru aagami 18 December... panihati teswasti jagrihi utsab ER 49 Tomo borse sobar uposthiti ekanta bhabe kamona kori ...
12/11/2022

Joyguru aagami 18 December... panihati teswasti jagrihi utsab ER 49 Tomo borse sobar uposthiti ekanta bhabe kamona kori 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🙏Jay Guru🙏       🙏 Good Morning🙏★"The fifth man will lead the way"★ ( )............................................... ....
10/11/2022

🙏Jay Guru🙏
🙏 Good Morning🙏

★"The fifth man will lead the way"★

( )............................................... ...........

said that the day will be like that if a man hides behind a rock, that rock will say out loud that there is a sinner behind me catch him.

Now Keshtada said how can we survive. I don't feel like taking it and tell me the way to live?

said he heard Keshtada Barakhoka may not be able, it may not happen in his (Sri Sri Barda's) son's time, it will start in his (Sri Sri Dada's) son's time, the "fifth" Purusha will show the way.
Now we need to know who this fifth man is. This fifth Purusha is Param Pujyapada Sri Sri Abinada.

Now let's see what the "fifth" man said to the people of the earth............................................... ................................
# I still don't know how much to do,
But before death I want to shake half the world.

someone feels that there is no one by my side, buy the JCD ticket and come....I am standing for you.

about Pujyapad Abinada............................................... ................................
Listen Abin, let me tell you one thing, I may not be able to see you at my age, your father may not be able to see it, but when you are as old as I am, you will see every person in the whole of India doing Tagore Tagore.


Ramakrishna Dev said I will come and Naren(Swami Vivekananda) will not come what happens?

Now that man has arrived. He told the world before turning 21-
" "

(collected)

Address

C. R . Road Natagarh
Kolkata
700113

Telephone

+918296777611

Website

Alerts

Be the first to know and let us send you an email when Satsanga Sodepur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Satsanga Sodepur:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram