Care For Feel Confident

Care For Feel Confident We provide daily skin care product

14/11/2023

ASSURE Hair Oil
ASSURE Daily care shampoo
Available ❤️‍🔥

08/06/2023

Isn’t it look so delicious? 😋

07/06/2023

ঘরোয়া আচার ❤️

10% discount on Every products
27/10/2021

10% discount on Every products

10% discounts  on every products
27/10/2021

10% discounts on every products

All Our Products Are Now 10% Off
25/10/2021

All Our Products Are Now 10% Off

অর্জুন গুড়া অর্জুনের ছাল এর ৭টি বিশেষ উপকারিতা :১. হৃদরোগ উপশম করে, হৃদ পেশিকে করে শক্তিশালী এবং হৃৎপিন্ডের দুর্বলতা দূর...
25/10/2021

অর্জুন গুড়া
অর্জুনের ছাল এর ৭টি বিশেষ উপকারিতা :

১. হৃদরোগ উপশম করে, হৃদ পেশিকে করে শক্তিশালী এবং হৃৎপিন্ডের দুর্বলতা দূর করে।
২. হাঁপানিতে বিশেষ কার্যকরী, দুধের সাথে খেলে বুকের ধড়ফড় কমে।
৩. চর্ম ও যৌন রোগ অর্জুন বহুল ব্যবহৃত হয়। ৪. রক্তচাপ কমায় ও মূত্রবর্ধক।
৫. অর্জুনে বিদ্যমান ট্রাইটারপিন রক্ত আমশয় নিবারণে কার্যকর।
৬. মধুর সাথে মিশিয়ে ব্রণে ও মেছতায় দিলে ভালাে ফল পাওয়া যায়।
৭. এছাড়াও ক্ষত, ফোড়া, মুখ- জিহ্বা- মাড়ির প্রদাহে, জ্বর সারাতে, হজম শক্তি বৃদ্ধিতে অর্জুন কার্যকরী।

সেবন পদ্ধতি : ৫ গ্রাম / ১ চা চামচ পাউডার ১ কাপ পানিতে ভিজিয়ে খাওয়া যাবে।

গোলাপ পাপড়ি গুড়া ত্বকের উজ্জ্বলতায়ঃ  রাতে ২ কাপ পানিতে ১ টেবিল চামচ গোলাপ ফুলের গুড়া ভিজিয়ে রাখুন। ঘুম থেকে উঠে এই পানি ...
25/10/2021

গোলাপ পাপড়ি গুড়া
ত্বকের উজ্জ্বলতায়ঃ রাতে ২ কাপ পানিতে ১ টেবিল চামচ গোলাপ ফুলের গুড়া ভিজিয়ে রাখুন। ঘুম থেকে উঠে এই পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের উজ্জ্বলতা ও কোমলতা বাড়াবে।
ডার্ক সার্কেল কমাতেঃ একটি পাত্রে গোলাপ গুড়া ভিজিয়ে রেখে তারপর তুলা দিয়ে সেই পানি চোখে লাগিয়ে ১৫ মিনিট চোখ বন্ধ করে রাখুন। এটি নিয়মিত ব্যবহারে চোখের নিচের কালি বা ডার্ক সার্কেল দূর হয়।
ব্রণ ও ব্রণের কমাতেঃগোলাপ পাপড়ি গুঁড়া+ নিম গুড়া+ মুলতানি মাটি ও সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। সপ্তাহে ২-৩ এর ব্যবহারে ব্রণের সমস্যা দূর করবে।
সানট্যান দূর করতেঃ গোলাপ পাপড়ি গুঁড়া+ চালের গুঁড়া ও টমেটো পাল্প একসাথে পেস্ট করে মুখ, গলা ও হাতে মাখুন। রোদে পোড়াভাব কমে যাবে এবং ত্বক উজ্জল হবে।
ঠোঁটের ঔজ্জ্বল্যেঃ চিনি ও লেবুর রসের মিশ্রণ দিয়ে ঠোঁট হালকাভাবে স্ক্রাব করে নিন। এতে ঠোঁটের মৃত চামড়া উঠে আসবে। এরপর গোলাপ পেস্ট ও মধুর মিশ্রণ ঠোঁটে লাগিয়ে ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঠোঁট সুন্দর হবে।
চুল সফট করতেঃ গোলাপ পাপড়ি গুঁড়ার সাথে হালকা গরম নারিকেল তেল মিশিয়ে সম্পূর্ণ চুলে ও মাথার তালুতে ম্যাসাজ করুন। ২০-২৫ মিনিট পর চুলে শ্যাম্পু করে ফেলুন। চুল সফট হবে এবং আগাফাটাও কমবে।

বাসক পাতা গুড়ান্যাচারাল প্রোডাক্টসর্দি কাশি উপশম হয়বাসক পাতার রস ১ বা ২ চামচ মধু সহ খেলে জন্ডিস রোগে উপকার পাওয়া যায়হাঁপ...
25/10/2021

বাসক পাতা গুড়া
ন্যাচারাল প্রোডাক্ট
সর্দি কাশি উপশম হয়
বাসক পাতার রস ১ বা ২ চামচ মধু সহ খেলে জন্ডিস রোগে উপকার পাওয়া যায়
হাঁপানিতে খুবি কার্যকরী
বাসক পাতার সাথে কাঁচা হলুদ বেটে দাদ চুলকানিতে লাগালে কয়েকদিনের মধ্যে তা সেরে যায়
বাসক পাতা দীর্ঘক্ষণ পানিতে রাখলে পানি বিশুদ্ধ হয়
খিঁচুনি রোগ সারে

25/10/2021
সজনে পাতা গুড়াসজনে পাতার উপকারিতাঃ> অন্ধত্ব দূর করতে বেশি কার্যকরি এটি। গাজর থেকে বেশি ভিটামিন এ রয়েছে এ পাতায়।> সজনে...
25/10/2021

সজনে পাতা গুড়া
সজনে পাতার উপকারিতাঃ
> অন্ধত্ব দূর করতে বেশি কার্যকরি এটি। গাজর থেকে বেশি ভিটামিন এ রয়েছে এ পাতায়।
> সজনে পাতা আ্যনিমিয়া দূর করে। কারণ এতে শাকের চেয়ে ২৫ গুণ বেশি আয়রন রয়েছে।
> কলা থেকে বেশি পটাশিয়াম আছে সজনে পাতায়। এটি আ্যন্টিএজেন্স হিসেবে কাজ করে।
> সজনে পাতা হার্ট ভালো রাখে।
> উচ্চ রক্তচাপ কমায়।
> রক্তের সুগার লেভেল কমানোর ফলে ডায়বেটিস নিয়ন্ত্রণ করে।
> মাইক্রো নিউট্রিয়েট নিয়ন্ত্রনের মাধ্যমে ডেফিসিয়েন্সি কমায়।
> কোলস্টরেল কমায়।
> হজম শক্তি বাড়ায়।

লাল চন্দন গুড়াবহুল প্রচলিত চন্দনেরই আরেক প্রকার এই লাল বা রক্ত চন্দন। লাল চন্দন রূপচর্চার দুনিয়ায়আভিজাত্যের প্রতীক। যার ...
25/10/2021

লাল চন্দন গুড়া
বহুল প্রচলিত চন্দনেরই আরেক প্রকার এই লাল বা রক্ত চন্দন। লাল চন্দন রূপচর্চার দুনিয়ায়
আভিজাত্যের প্রতীক। যার চল প্রাচীন কাল হতে। লাল চন্দন সাদা চন্দনের চেয়ে দাম কম এর পাশাপাশি ত্বকে
বেশি কার্যকর বলে থাকেন অনেকেই।

রূপচর্চায় লাল চন্দন পরিচিত না হলেও সাদা চন্দনের চেয়ে বেশি কার্যকরী এই চন্দন। সুগন্ধিময় ত্বক ও
উজ্জ্বল ত্বকের জন্য উপকারী এই লাল চন্দন।

বিভিন্ন ফেইস প্যাক এবং এসেন্সিয়াল অয়েলের সাথে মিশিয়ে ব্যবহার করলে ত্বকে আসে দারুন উজ্জ্বলতা,
এর পাশাপাশি ফলাফল দেয় দ্রুত এবং দ্বিগুন ��

★★উপকারীতা-
১। ত্বকের কালো দাগ/ ব্রণের দাগ দূর করতে সাহায্য করে।
২। ত্বকের ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে।
৩। ডেড সেল দূর করতে সাহায্য করে।
৪। ত্বককে ডিটক্সিফাই করতে সাহায্য করে।
৫। ব্রণের ব্রেক আউট এবং ব্রণ দূর করতে সাহায্য করে।
৬।ত্বকের তৈলাক্ত ভাব কমাতে সাহায্য করে।

মেহেদী পাতা গুড়াচুলের গোড়া মজবুত করে চুল পরা বন্ধ করেচুলের উজ্জ্বলতা বৃদ্ধি করেনতুন চুল গজাতে সাহায্য করেচুলের তৈলাক্ত ভ...
25/10/2021

মেহেদী পাতা গুড়া
চুলের গোড়া মজবুত করে চুল পরা বন্ধ করে
চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে
নতুন চুল গজাতে সাহায্য করে
চুলের তৈলাক্ত ভাব দূর করে
চুলের খুশকি দূর করে
চুলের রুক্ষতা দূর করে
চুলের আকর্ষণীয় রঙ আনতে সাহায্য করে

তুলসী পাতার ওষধি গুণতুলসী গাছের পাতা, বীজ, বাকল ও শেকড় সবকিছুই অতি প্রয়োজনীয়। ঔষধিগুণের এই তুলসী বিভিন্ন রোগ সারাতে কাজ ...
25/10/2021

তুলসী পাতার ওষধি গুণ
তুলসী গাছের পাতা, বীজ, বাকল ও শেকড় সবকিছুই অতি প্রয়োজনীয়। ঔষধিগুণের এই তুলসী বিভিন্ন রোগ সারাতে কাজ করে।

ফুসফুসের দুর্বলতা, কাশি, কুষ্ঠ, শ্বাসকষ্ট, সর্দিজ্বর, চর্মরোগ, বক্ষবেদনা ও হাঁপানি, হাম, বসন্ত, কৃমি, ঘামাচি, রক্তে চিনির পরিমাণ হ্রাস, কীটের দংশন, কানব্যথা, ব্রংকাইটিস, আমাশয় ও অজীর্ণে তুলসী দিয়ে তৈরি ওষুধ বিশেষভাবে কার্যকর।

এছাড়া মশার কামড় থেকে বাঁচতে হলে মশারি টানানো, অ্যারোসল স্প্রে করা অথবা তীব্র ধোঁয়াযুক্ত কয়েল জ্বালানোর প্রয়োজন পড়বে না। যদি তুলসী থাকে ঘরে।

আসুন জেনে নেই তুলসীর পাতার উপকারিতা-

১. ঠাণ্ডা-কাশি থেকে রক্ষা পেতে তুলসী পাতা ও আদার রসের সঙ্গে একটু মধু মিশিয়ে খেতে পারেন। এতে ঠাণ্ডা-কাশি ভালো হবে।

২. সকালবেলা খালি পেটে তুলসী পাতা চিবিয়ে খেলে মুখের রুচি বাড়বে।

৩. তুলসী পাতার রস খেলে দ্রুত জ্বর ভাল হয়।

৪. তুলসী পাতা গরম পানিতে সেদ্ধ করে সে পানিতে গড়গড়া করলে মুখ ও গলার রোগজীবাণু মরে, শ্লেষ্মা দূর হয় ও মুখের দুর্গন্ধও দূর হয়।

৫. তুলসী চা শারীরিক ও মানসিক অবসাদ দূর করে এবং মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়ায়।

সোনা পাতার ভেষজগুণসোনা পাতা দেখতে অনেকটা মেহেদি পাতার মতো। শুকনা অবস্থায় হালকা হলুদ সোনালি বর্ণের হয়। এতে খনিজ, লবণ, ক্য...
25/10/2021

সোনা পাতার ভেষজগুণ
সোনা পাতা দেখতে অনেকটা মেহেদি পাতার মতো। শুকনা অবস্থায় হালকা হলুদ সোনালি বর্ণের হয়। এতে খনিজ, লবণ, ক্যালসিয়াম ও ফ্লাবিনয়েড নামে অ্যান্টি-অক্সিডেন্ট এবং বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান রয়েছে, যা প্রধানত জোলাপ বা রেচক হিসেবে কাজ করে।

উপকারিতা
- কোষ্ঠকাঠিন্য সমস্যা রোধে সোনা পাতা খুব ভালো কাজ করে। এই পাতা পিচ্ছিল হওয়ায় মানবদেহের বৃহদন্ত্রে পানি ও ইলেকট্রোলাইট শোষণ বাধাপ্রাপ্ত হয়। ফলে অন্ত্রের উপাদানগুলোর ভলিউম চাপ বৃদ্ধি করে এবং কোলনের সঞ্চালন উদ্দীপ্ত হয়। অল্প সময়ের মধ্যে খুব সহজে দেহ থেকে মল নিষ্কাশিত হয়। এ জন্য সোনা পাতাকে কোষ্ঠকাঠিন্য রোগের মহৌষধ বলা হয়।

- সোনা পাতায় এনথ্রানয়েড নামের একটি উপাদান রয়েছে, যা হজম প্রক্রিয়াকে কার্যকর রাখতে সহায়তা করে।

- গ্যাস্ট্রিকের সমস্যা রোধ করতে সাহায্য করে।

- ক্ষুধা ও ওজন কমাতে সাহায্য করে।

- রুচি বৃদ্ধিতে সহায়তা করে।

- কৃমিনাশক হিসেবে কাজ করে।

- অর্শ রোগের প্রতিরোধক ও প্রতিষেধক হিসেবে কাজ করে।

- ত্বকের বিভিন্ন সমস্যায় ভালো কাজ করে।

- উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

25/10/2021
25/10/2021
25/10/2021
25/10/2021

Address

Tongi
Tongi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Care For Feel Confident posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Other Medical & Health in Tongi

Show All