03/06/2023
হাঁপানি বা এজমা রোগীদের কিছু পরামর্শ মূলক কথা,এজমা বা শ্বাসকষ্ট এমন একটা রোগ,যার নিদৃষ্ট কোন কারণ নেই.এজমা বা হাঁপানি আসলে শ্বাসনালির একটা অসুখ.গ্রীক চিকিত্সক হিপোক্রেটিস যে কোন ধরনের শ্বাসকষ্ট কে হাঁপানি নাম দিয়েছিলেন.এজমার সর্বসম্মত কোণ সংজ্ঞা নাই.এজমা শ্বাসতন্তের শ্বাসনালির দীর্ঘ কালীন প্রদাহ জনিত একটা রোগ.শতকরা 65% মানুষের এলার্জি জনিত কারণে এজমা বা হাঁপানি হয়ে থাকে.এই এজমা রোগে বয়স্করা ও শিশুরা বেশি ভূগে থাকেন.বর্তমান বিশ্বে 30 কোটি লোক এজমায় আক্রান্ত.2025 সাল নাগাদ 40কোটি লোক এজমায় আক্রান্ত হবেন.এজমা একটি জেনেটিক রোগ.এজমার কারন 2প্রকার :এটোপি ও এলার্জি এবং শ্বাসনালির অতি সক্রিয়তা.এজমার রোগীরা সবসময় কষ্টের ভিতর দিয়ে দিন অতিবাহিত করে.এজমা স্থায়ী ভাবে ভাল করা খুবই কঠিন .তবে আপনি নিজে যদি অনেক ক্ষেত্রে সেইফ করে চলতে পারেন,তাহলে আপনি অনেক টা উপশম পাবেন,,,,,,যেমন -আপনি ধুলা বালু,ময়লা আবর্জনা এমন কি কুয়াশা বা আগুনের ধোঁয়া,আবার পশুপাখির লোম ,এগুলো হতে আপনাকে এড়িয়ে চলতে হবে, আর আপনি যদি সঠিক পরামর্শ ক্রমে সঠিক হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারেন,তাহলে ইনশাআল্লাহ্ আপনি রোগ থেকে মুক্তি পেতে পারেন.