
16/08/2021
জার্মান দ্বন্দ্বযুদ্ধকারীদের মতো মুখে আঘাতের কুৎসিত চিহ্নকে কিংবা চেহারাকে যদি গৌরবের বোধ করেন তাহলে আত্মবিশ্বাস ও আত্ম-শ্লাঘা বাড়ে। আর সেটিকে যদি অগৌরবের চিহ্ন হিসেবে দেখেন তাহলে আপনি আত্মবিশ্বাস হারান, আত্মশ্লাঘা অবশিষ্ট থাকে না। তাই প্লাস্টিক সার্জারির মাধ্যমে সেই ক্ষত সারানো কাজে লাগে না, অন্তরের ক্ষত সারাতে হয়। বরং আমি নিশ্চিত অনেকেরই ধারনা বাহ্যিক চেহারায় পরিবর্তন আনার পর তাদের জীবনের কিংবা ব্যক্তিত্বের বিশাল পরিবর্তন আসবে।